29/11/2025
বাউল দর্শনের মূল কথা হলো শরিয়তেকে অপ্রয়োজনীয় জ্ঞান করা। তাদের শিক্ষায় আল্লাহ, নবী, কোরআন বা
শরিয়ত-কানুনের বাধ্যতামূলক আনুগত্য নেই।
অথচ ইসলামের মূল কথা হলো আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ এবং তাঁর প্রেরিত বিধান তথা শরিয়তের পূর্ণ অনুসরণ।
শরিয়তের এই প্রত্যাখ্যানই বাউল মতকে ইসলামের মৌলিক শিক্ষা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়।
বাংলার মাটি বৈচিত্র্যে ভরপুর। বাউলরা আমাদের ইতিহাসের অংশ , কিন্তু তারা ইসলামের অংশ নয়। বাউলগান আমাদের লোকসংস্কৃতির অংশ হতে পারে। তাদের সুর, তাদের ভাষা, তাদের আবেগ - সবই সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু ধর্মীয় সত্যের প্রশ্নে ইসলামের অবস্থান সুস্পষ্ট ও আপসহীন। ইসলামের দৃষ্টিতে ঈমান ও আকিদাই মুসলমান হওয়ার মানদণ্ড। কেউ যদি আল্লাহ , রিসালাত, পরকাল, শরিয়ত ও ইসলামের মৌলিক বিধান অস্বীকার করে , তার মুসলিম নাম বা পারিবারিক পরিচয় ইসলামের দৃষ্টিতে কোনো মূল্য বহন করে না।
…
[ইব্রাহীম খলিল সবুজ, "ইসলাম ও বাউল দর্শন" প্রবন্ধ,
পৃষ্ঠা ৯।
দৈনিক আমার দেশ/শুক্রবার/২৮-১১-২০২৫।]