Jariyah جارية

Jariyah جارية Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jariyah جارية, Dhaka.

নূহ (আঃ) এর মত নবীর ফলোয়ার সংখ্যা ছিল খুবই কম কিন্তু তারপরেও তিনি সফল। লক্ষ লক্ষ ফ্যান ফলোয়ার সফলতার মানদন্ড নয়। সফলতার মানদন্ড হচ্ছে আল্লাহর ক্ষমা লাভ করা এবং জান্নাতে প্রবেশ করা।
Revival of Sunnah ➡️ Jariyah পেইজটি সম্পূর্ণ অলাভজনক একটি দ্বীনি প্লাটফর্ম। আমাদের উদ্দেশ্য শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য দ্বীনের দাওয়াতি কাজ করা। আমাদের সকল কন্টেন্ট কপিরাইট ফ্রী। দাওয়াতের উদ্দেশ্যে আমাদের কনটেন্ট

গুলো কপি, শেয়ার, রি-আপলোড করতে পারবেন। তবে দয়া করে মূলভাব পরিবর্তন করে বিকৃতভাবে উপস্থাপন করবেন না। এরকমটা করলে তার কোনো দায়ভার আমরা নেবনা।

আমাদের সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে :
https://www.facebook.com/107681237370672/posts/362809041857889/

আমাদের ইউটিউব চ্যানেল লিংক : https://youtube.com/channel/UCykQgqs5JJA2lCVeUzsKU7Q



নিজেদের ইসলামিক পেইজ বা হালাল প্রোডাক্ট প্রমোট অথবা আমাদের কোনো কন্টেন্টের স্পনসর হতে চাইলে মেইল করুন নিচের ঠিকানায়। যেহেতু অলাভজনক প্ল্যাটফর্ম তাই এই অর্থ শুধু পেইজ এবং দ্বীনের কল্যাণে ব্যয় করা হবে ইন শা আল্লাহ্।

[email protected]

অথবা প্রধান অ্যাডমিনের সাথে সরাসরি চ্যাট করতে পারবেন। আইডি লিংক:
https://www.facebook.com/edulhassanofficial

সহকারী অ্যাডমিন আইডি লিংক:
https://www.facebook.com/famifuad

29/11/2025

বাউল দর্শনের মূল কথা হলো শরিয়তেকে অপ্রয়োজনীয় জ্ঞান করা। তাদের শিক্ষায় আল্লাহ, নবী, কোরআন বা
শরিয়ত-কানুনের বাধ্যতামূলক আনুগত্য নেই।
অথচ ইসলামের মূল কথা হলো আল্লাহর কাছে পূর্ণ আত্মসমর্পণ এবং তাঁর প্রেরিত বিধান তথা শরিয়তের পূর্ণ অনুসরণ।
শরিয়তের এই প্রত্যাখ্যানই বাউল মতকে ইসলামের মৌলিক শিক্ষা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে দেয়।

বাংলার মাটি বৈচিত্র্যে ভরপুর। বাউলরা আমাদের ইতিহাসের অংশ , কিন্তু তারা ইসলামের অংশ নয়। বাউলগান আমাদের লোকসংস্কৃতির অংশ হতে পারে। তাদের সুর, তাদের ভাষা, তাদের আবেগ - সবই সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে, কিন্তু ধর্মীয় সত্যের প্রশ্নে ইসলামের অবস্থান সুস্পষ্ট ও আপসহীন। ইসলামের দৃষ্টিতে ঈমান ও আকিদাই মুসলমান হওয়ার মানদণ্ড। কেউ যদি আল্লাহ , রিসালাত, পরকাল, শরিয়ত ও ইসলামের মৌলিক বিধান অস্বীকার করে , তার মুসলিম নাম বা পারিবারিক পরিচয় ইসলামের দৃষ্টিতে কোনো মূল্য বহন করে না।

[ইব্রাহীম খলিল সবুজ, "ইসলাম ও বাউল দর্শন" প্রবন্ধ,
পৃষ্ঠা ৯।
দৈনিক আমার দেশ/শুক্রবার/২৮-১১-২০২৫।]

23/11/2025

**আল্লাহ তা'আলার একটি মূলনীতি**

*"আল্লাহ কোনও জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে।"*

( আর রাদ:আয়াত ১১।)

এটি কুরআনুল কারিমের বাণী, যা আজ থেকে ১৪০০ বছর পূর্বে বলে দেওয়া হয়েছে যে, যদি তোমরা নিজেরা নিজেদেরকে পরিবর্তন করতে না পারো,

তাহলে তোমাদের অবস্থাও পরিবর্তন হবে না। যদি তোমরা তোমাদের কৃতকর্মের কারণে মার খাও, তাহলে তোমরা ততক্ষণ পর্যন্ত মার খাবে যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের কৃতকর্মকে না ছাড়বে।



[ আল্লামা জাস্টিজ তাকী উসমানী

*তাসাওফ ও আত্মশুদ্ধি, গুরুত্ব ও প্রয়োজনীয়তা*

পৃষ্ঠা ৮৩।]

22/11/2025

*নিজের সংশোধনের কোনো চিন্তা নেই*

কিন্তু আল্লাহ তা'আলার কোনো বান্দার হৃদয়ে এই খেয়াল খুব কমই আসে যে, আমিও কোন খারাপ কাজে নিয়োজিত আছি, আমার ভেতরও কিছু দোষ ও খারাবি আছে। সর্বপ্রথম এই খারাবির সংশোধন করা জরুরি। আমি অন্যের দিকে পরে দেখবো। প্রথমে নিজের খোঁজ-খবর নিব, নিজের সংশোধনের ফিকির প্রথমে করব। বর্তমানে আমাদের অবস্থা হলো এমন যে, যখন সংশোধনের জন্য কোনো জামাত, কোনো দল অথবা কোনো সংগঠন দাঁড়ায় , তখন ঐ সংগঠনের কর্মীগণের এবং ওই দলের প্রত্যেক সদস্যদের অন্তরে এটা থাকে যে, আমরা সাধারণ জনগণের সংশোধন করব। কিন্তু আমি নিজের সংশোধন করব এবং নিজের দোষ-ত্রুটি দূর করব , এই খেয়াল খুব কমসংখ্যক ব্যক্তির মধ্যে পাওয়া যায়।

[ আল্লামা জাস্টিজ তাকী উসমানী হাফিজাহুল্লাহ।
*তাসাওফ ও আত্মশুদ্ধি, গুরুত্ব ও প্রয়োজনীয়তা*
পৃষ্ঠা ৬৫। ]

08/11/2025

‘‘সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা, যিনি ফেরেশতাদেরকে বার্তাবাহীরূপে নিযুক্ত করেছেন, যারা দু’-দুটি, তিন-তিনটি ও চার-চারটি পাখা বিশিষ্ট। তিনি তাঁর সৃষ্টিতে যা-ইচ্ছা বৃদ্ধি করেন। নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান।"
(সূরা ফাতির,আয়াত ১।৩৫:১।)
ইমাম সুহাইলি রাহিমাহুল্লাহ বলেন,
‘‘যেহেতু কোনো পাখির তিন বা চারটি ডানা দেখা যায় না, এমনকি জিবরাঈল (আ:)-এরও ৬০০ ডানার কথা আছে, তাই এগুলোকে পার্থিব বাস্তবতায় বোঝা সম্ভব নয়।"
তিনি উপসংহার টানেন:
‘‘নবী(ﷺ)-এর পক্ষ থেকে কোনো বর্ণনা নেই যা এগুলোকে পরিষ্কারভাবে ব্যাখ্যা করে। আমাদের এগুলোতে বিশ্বাস রাখা দরকার, তবে এগুলোর প্রকৃত প্রকৃতি নিয়ে চিন্তা করা অনর্থক। বরং , আমরা শিগগিরই নিজের চোখেই তা দেখতে পাবো।" *ইন শা আল্লাহ*
(Abu al Qasim al Suhayli, al Rawd al unuf, 4:127-128.
ibn Taymiyya, al Fatwa al Hamawiyya, 51&52.)

বই- *"মিসকোটিং মুহাম্মাদ (ﷺ)"*
মূল-জোনাথান এ.সি.ব্রাউন।
ভাষান্তরঃ আব্দুল্লাহ ইবনে মাহমুদ।
পৃষ্ঠা- ৩৪৩।

08/11/2025

সাধারণ মুসলিমদের কাছে সুদকে হারাম হিসেবে বোঝানো সবসময়ই আলেমদের জন্য চ্যালেঞ্জ ছিল, বিশেষত যখন শাসক ঋণ নিতে চান এবং ধনবান ব্যবসায়ীরা তা দিতে চান। একাদশ শতকে বাগদাদের সেলজুক সুলতান এক জনপ্রিয় আলেমকে শহর থেকে বহিষ্কার করেছিলেন , কারণ তিনি তার শ্রোতা জনতাকে সুদ হারাম হওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন। হয়তো তিনি বাণিজ্যের স্বাভাবিক গতিপথকে খুব বেশি বাধা দিচ্ছিলেন। ষোড়শ শতকের শেষের দিকে, উসমানীয় ধর্মীয় প্রতিষ্ঠান বুঝতে পারলো যে, সুদ বাস্তবে অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আলেমরা প্রবল বিরোধিতা করলেও, প্রশাসনের অধীনস্ত আলেমরা উচ্চহারের সুদের বিরুদ্ধে থাকলেও সামগ্রিক অর্থনীতি থেকে তা পুরোপুরি মুছে ফেলতে পারেননি। তবুও সুদ নির্মূলের প্রচেষ্টা কখনো থামেনি, এবং আজও খতিবরা কুরআন ও হাদিসের ভয়াবহ সতর্কবাণী মুসলিমদের মনে করিয়ে দেন। মালয়েশিয়ার এক আধুনিক আলেম তার অনলাইন বক্তৃতায় একটি চমকে দেওয়া হাদিস দিয়ে শুরু করেন-
‘‘সুদ (পাপের দিক থেকে) ৭০ প্রকার। এর মধ্যে সবচেয়ে ছোট (পাপের) সুদ হল মায়ের সঙ্গে ব্যভিচার করা! (অর্থাৎ সুদ খাওয়ার গোনাহ মায়ের সাথে ব্যভিচার করার চেয়ে ৭০ গুণ বেশী।)
নাউজুবিল্লাহ।
[*ইবনে মাজাহ ২২৭৪ নং, হাকেম ২/৩৭, মিশকাত ২৪৬ নং পৃষ্ঠা।*]

এই হাদিস অনেক মুসলিমকেই অবাক করে।মাত্র পাঁচ শতাংশ হারে সুদ দেয়া কি আদৌ এমন ভয়ংকর পাপ? কিছু আলেম ব্যাখ্যা দেন যে, নৈতিক বিধান নির্ধারণ করেন আল্লাহ , মানুষ নয়। শরীয়াহর কিছু বিধান বোধগম্য নয়, যেমন শূকরের মাংস হারাম হওয়ার কারণ, যা কেবল ওহীর মাধ্যমেই জানা সম্ভব। অন্যরা বলেন, সুদ আজ ক্ষুদ গুনাহ মনে হয় কারণ আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি যে আমাদের নৈতিক অনুভূতি দুর্বল হয়ে গেছে। যদি আমরা সুদের প্রকৃত ক্ষতি বুঝতে পারতাম, তাহলে এর ভয়াবহতা উপলব্ধি করতাম।
মালয়েশিয়ার বিখ্যাত ইসলামি চিন্তাবিদ সৈয়দ নকীব আল আত্তাস বলেন,
আমাদের নৈতিক দৃষ্টিকে এক ঘন কুয়াশা ঘিরে রেখেছে , যা আমাদের কর্মের প্রকৃত স্বরূপ বুঝতে দেয় না। তিনি আরেকটি উক্তি উদ্ধৃত করেন, মানুষ ঘুমিয়ে আছে , যখন মারা যাবে, তখন জাগবে।

বই- *"মিসকোটিং মুহাম্মাদ (ﷺ)"*
মূল-জোনাথান এ.সি.ব্রাউন।
ভাষান্তরঃ আব্দুল্লাহ ইবনে মাহমুদ।
পৃষ্ঠা- ৩০৮&৩০৯।

07/11/2025

বাচ্চারে বলবেন যে,বাচ্চা! শোনো কোনো মোবাইল-টোবাইল দেখানো হবে না।খাইলে খাও, না খাইলে না খাও!
বাচ্চা দেখবেন ১ দিন খাবে না,২য় দিন খাবে না,৩য় দিন খাবে না।এরপরে একসময় দেখবেন ও খাবে,ওর বাপ-মা,চোদ্দগুষ্টি এক সাথে খাবে!
খাবে না মানে?আপনি আবার মনে করবেন হুজুর ( বাচ্চা না খেয়ে ) মরে যাবে না? না,এত সোজা না মানুষের মরন।২/৪/৫/৭ দিন না খাইলে মানুষ মরে না। এত সোজা না।যখন ঠেলায় পড়বে,দেখবেন ও খাবে,ওর বাপ-মাও সাথে খাবে!
এগুলো সবকিছু আমাদের হীনমন্যতার জন্য হয়েছে,হুজুর মোবাইল না দেখাইলে বাচ্চা খায় না।কে বলেছে আপনাকে।
আলহামদুলিল্লাহ ,আমার পরিবারের বাচ্চারা মোবাইল দেখানো ছাড়াই খেতে পারে।একটু সৎসাহস রাখুন,আপনি মোবাইল আসক্তি পরিত্যাগ করুন,আপনার বাচ্চাও মোবাইল ছাড়া খাবে,বাচ্চারও মোবাইলের প্রতি আসক্তি কমে যাবে।
[ শাইখ আহমাদুল্লাহ হাফিজাহুল্লাহ।"যাদের বাচ্চা মোবাইল দেখা ছাড়া খায় না" প্রশ্নের জবাবে শাইখ এই রকম কথাগুলো বলেছেন। ]

এক শ্রেণীর হিন্দু যুবক তথাকথিত প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদের ধ #র্ষণ করছে—এরকম একটি তথ্য অনেক দিন ধরেই শোনা যাচ্ছে।...
23/10/2025

এক শ্রেণীর হিন্দু যুবক তথাকথিত প্রেমের ফাঁদে ফেলে মুসলিম মেয়েদের ধ #র্ষণ করছে—এরকম একটি তথ্য অনেক দিন ধরেই শোনা যাচ্ছে। অথচ এ বিষয়ে প্রশাসনের কোনো পদক্ষেপ চোখে পড়েনি।

এর মাঝে বুয়েটের এক হিন্দু শিক্ষার্থীর বিরুদ্ধে মুসলিম মেয়েকে অজ্ঞান করে ধ #র্ষণ করার বিশ্বাসযোগ্য অভিযোগ উঠেছে।

শুধু তাই নয়, মুসলিম নারীদের, বিশেষ করে পর্দানশীন মেয়েদের নিয়েও সোশ্যাল মিডিয়ায় তার কুরুচিপূর্ণ মন্তব্যের স্ক্রিনশট রয়েছে।

তার এইসব ঘৃণ্য মন্তব্য থেকে বোঝা যায়—এগুলো তার ব্যক্তিগত অপরাধ নয়। বরং এগুলো সাম্প্রদায়িক অপরাধ এবং এর পেছনে আছে উগ্র হি #ন্দুত্ববাদী জিঘাংসা অথবা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা।

এদিকে গাজীপুরে তেরো বছরের এক মুসলিম কিশোরীকে ধ #র্ষণ করেছে একদল হিন্দু যুবক। প্রশাসন এই ধ #র্ষণকে প্রেমের সম্পর্ক বলে হালকা করার চেষ্টা করছে; যা দুর্ভাগ্যজনক।

প্রচলিত আইনে ষোলো বছরের কম বয়সী মেয়েদের সম্মতি থাকুক অথবা না থাকুক, সেটা ধ #র্ষণ হিসেবেই বিবেচিত হয়।

তারপরও প্রশাসন কর্তৃক বিষয়টিকে হালকা করার অপচেষ্টা কেন? ধ #র্ষক হিন্দু বলে? তের বছর বয়সের বিয়েকে বাল্যবিবাহ বলে তেড়ে আসতে দেখা যায়, এক্ষেত্রে দেখা গেল উল্টো ঘটনা।

বুয়েটের ঘটনায় ইতোমধ্যে বুয়েটের শিক্ষার্থীরা অভিযুক্ত ধ #র্ষকের ছাত্রত্ব বাতিলসহ সর্বোচ্চ সাজার দাবিতে আন্দোলনে নেমেছে। ধ #র্ষকের সাথে ক্লাস না করার ঘোষণাও দিয়েছে তার সহপাঠীরা।

আমরা শিক্ষার্থীদের এই ন্যায্য আন্দোলনের পক্ষে আছি।

আমরা বুয়েট এবং গাজীপুরের ধ #র্ষকদের তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দাবি করছি।

সেই সাথে তথাকথিত প্রেমের ফাঁদে ফেলা সাম্প্রদায়িক ধ #র্ষণ চক্রের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি।

🖋️ শায়খ আহমাদুল্লাহ

21/10/2025

১৭ বছর ১১ মাস বয়সী মেয়েকে এক মুসলিম যুবক বিয়ে করতে গেলে বাল্যবিবাহ আইনে পুলিশ ধরে।

আর ১৩ বছর বয়সী মুসলিম মেয়েকে হিন্দু যুবক ৩ দিন ধর্ষণ করার পর পুলিশ বলে প্রেমের সম্পর্ক!

🖋️ OrdhekDeen.com

18/10/2025
04/10/2025

অমুক পুরোহিত এক্সপোজড বায় তমুক পুরোহিত। অমুক মিশনারী এক্সপোজড বায় তমুক মিশনারী এমন কোনো পোস্ট বা খবর এই পর্যন্ত আমার কানে আসে নাই ভাই। কিন্তু দুঃখের বিষয় আমাদের মুসলিমরা একজনের ভুল পেলে সেটা নিয়ে এমন মাতামাতি শুরু করে যে খবরটা সত্য কিনা সেটা পর্যন্ত যাচাই করে না। সত্য হলেও এই খবর দিয়ে ফেসবুক কাপিয়ে দ্বীনের কোন উপকারটা হবে কেউ জানলে আমাকে একটু বুঝাইয়েন। একদিকে মুসলিমরা পূজা মন্ডপে গিয়ে ঈমানের বারোটা বাজাচ্ছে, অন্যদিকে আহলে কুরআনরা হাদীসের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলে সাধারণ মানুষকে গোমরাহ্ করছে, খ্রিষ্টানরা বিভিন্ন পেইজ খুলে অ্যাড দিয়ে ইঞ্জিল শরীফ, ইসা মসীহ মুক্তি দিবেন এসব ভুলভাল বুঝিয়ে সরলমনা মুসলিমদের ঈমান নষ্ট করছে আর আমরা আছি নিজেদের মাঝে এক্সপোজ এক্সপোজ খেলা নিয়ে। একবার একটা কথা শুনেছিলাম, কথাটার সারমর্ম হচ্ছে বাঙালি যদি সাহাবীদের পেতো তাদেরকেও অতীত নিয়ে খোটা দিত যে ইসলাম গ্রহণের আগে তুমি অমুক পাপ করছিল তমুক জুলুম করছিলা এখন বড় বুজুর্গ সাজতে আসছো। আল্লাহ্ আমাদের দ্বীন কায়েমের নামে নফসের দাসত্ব থেকে পানাহ দিক। আমিন!

🖋️ ঈদুল

আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন ইসলাম
01/10/2025

আল্লাহর নিকট একমাত্র মনোনীত দ্বীন ইসলাম

A matter of sorrow!!
30/09/2025

A matter of sorrow!!

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jariyah جارية posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jariyah جارية:

Share