Arja's mom

Arja's mom ভ্লগ!টিপস এবং ট্রিকস!রেসিপি ভিডিও! "Arja's mom " On behalf of the page, I convey my best wishes and congratulations to everyone. Thank you everyone
(7)

I am through this page various types-

🔰- Short video,
🔰- Funny video,
🔰 - Comedy video
🔰- Personal blog video,
🔰-tik tok videos,
🔰- Snake video,
🔰-reels video,
🔰-I will post. "Arja's mom " Like the page and stay by.

“জাপানের সেই ভয়াবহ ভূমিকম্প এখনো মনে করিয়ে দেয়—.......প্রকৃতির সামনে মানুষ আসলে কতটাই অসহায়.....। ১ মাস পেরিয়ে গেলেও...
12/12/2025

“জাপানের সেই ভয়াবহ ভূমিকম্প এখনো মনে করিয়ে দেয়—.......

প্রকৃতির সামনে মানুষ আসলে কতটাই অসহায়.....।

১ মাস পেরিয়ে গেলেও ভয়াবহতা এখনও রয়ে গিয়েছে।

ফারহানা বিধির আগে একটা ছবি থেকেই এত টাকা ইনকাম করে। ঘটনা কি সত্যি? কি মনে হয় আপনাদের?
11/12/2025

ফারহানা বিধির আগে একটা ছবি থেকেই এত টাকা ইনকাম করে। ঘটনা কি সত্যি? কি মনে হয় আপনাদের?

মাঝে মাঝে প্রকৃতির মাঝে একা নিজেকে আবিষ্কার করতে ইচ্ছে করে...🥰
10/12/2025

মাঝে মাঝে প্রকৃতির মাঝে একা নিজেকে আবিষ্কার করতে ইচ্ছে করে...🥰

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ৫০ ডলারের চ্যালেঞ্জ ডান🥰🥰।
09/12/2025

আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ৫০ ডলারের চ্যালেঞ্জ ডান🥰🥰।

ভালোবাসা খুব সুন্দর যদি মানুষ টা হয় মনের মতো🥰।
09/12/2025

ভালোবাসা খুব সুন্দর যদি মানুষ টা হয় মনের মতো🥰।

শুভ দুপুর সবাইকে🥰।
09/12/2025

শুভ দুপুর সবাইকে🥰।

07/12/2025

এক মুঠো মাটি আর = লক্ষ্য টাকার সম্ভাবনা?...🥰।

এক দেশে এক সুন্দর রাজ্য ছিল, সেখানে থাকত এক ছোট্ট রাজকন্যা—তার নাম রূপা। রূপার মুখে সবসময় হাসি আর চোখে ঝিকিমিকি স্বপ্ন। ...
07/12/2025

এক দেশে এক সুন্দর রাজ্য ছিল, সেখানে থাকত এক ছোট্ট রাজকন্যা—তার নাম রূপা। রূপার মুখে সবসময় হাসি আর চোখে ঝিকিমিকি স্বপ্ন। কিন্তু রূপাকে সবাই শুধু রাজকন্যা বলেই ডাকত, কেউ তাকে বন্ধু হিসেবে দেখত না। তাই রূপা মাঝে মাঝে একা অনুভব করত।

একদিন রূপা রাজপ্রাসাদের বাগানে হেঁটে বেড়ানোর সময় একটি ছোট, সোনালি রঙের পাখিকে দেখতে পেল। পাখিটি আহত—তার ডানা ভাঙা। রূপা পাখিটিকে আলতো করে তুলে নিজের ঘরে নিয়ে গেল। দিনের পর দিন যত্ন করে সে পাখিটির ডানা ঠিক করে দিল।

ধীরে ধীরে পাখিটি সুস্থ হতে লাগল। একদিন হঠাৎ সেই পাখিটি কথা বলতে শুরু করল!
— “আমি সাধারণ পাখি নই, রাজকন্যা। আমি এক জাদুরক্ষী পাখি।”

রূপা বিস্মিত হলেও ভয় পায়নি, বরং হাসল।
— “তোমার যত্ন করতে পেরে আমি খুশি।”

পাখিটি বলল,
— “তোমার দয়ার কারণে আমি আবার উড়তে পারছি। তাই তোমাকে একটি উপহার দেব।”

তারপর পাখিটি ডানা মেলে আকাশে উড়ল, আর রূপার সামনে দেখা দিল একটি ছোট্ট ঝলমলে আলো। আলোটি ধীরে ধীরে রূপার হাতে নেমে এসে একটি সোনালি চাবিতে পরিণত হলো।

— “এই চাবি তোমার হৃদয়ের শক্তি মনে করিয়ে দেবে—দয়া, সাহস, আর ভালোবাসা।” বলল পাখিটি।

পরদিন প্রাসাদের সবাই দেখল রূপার পরিবর্তন। সে সবার সঙ্গে কথা বলছে, সাহায্য করছে, হাসছে—আর রাজ্যের লোকেরা বুঝল, রাজকন্যা শুধু মুকুট পরলেই হয় না, হৃদয়েও দয়া থাকতে হয়।

রূপা এখন রাজ্যের সবচেয়ে প্রিয় মানুষ। সোনালি চাবিটা সে সবসময় নিজের বুকের কাছে রাখে। যখনই সে কারও সাহায্য করে, চাবিটা হালকা আলো জ্বলে ওঠে… যেন মনে করিয়ে দেয়, ছোট্ট দয়া থেকেও জন্ম নিতে পারে বড় জাদু।

06/12/2025

সাধারণ ধুন্দুল দিয়ে কি চমৎকার জিনিস বানানো হল.... 🥰।

ঘন সবুজ বনের প্রান্তে একটা ছোট আমগাছ ছিল। গাছের ডালে বাস করত দু’টি মিষ্টি পাখি—নীল আর পিউ।নীলের পালক হালকা নীল রঙের, আর ...
04/12/2025

ঘন সবুজ বনের প্রান্তে একটা ছোট আমগাছ ছিল। গাছের ডালে বাস করত দু’টি মিষ্টি পাখি—নীল আর পিউ।
নীলের পালক হালকা নীল রঙের, আর পিউয়ের গায়ে লেবু-হলুদ আভা। দু’জনকে একসাথে দেখলে মনে হতো যেন আকাশ আর রোদের বন্ধুত্ব জেগে উঠেছে।

প্রতিদিন ভোরে নীল প্রথম ডাকে। সেই ডাকেই পিউ ঘুম থেকে উঠে নীলের পাশে বসে। তারপর তারা দু’জনে একসাথে উড়ে যায় দূরের লেকের ধারে খাবার খুঁজতে।
পিউ একটু ভয় পায়, তাই নীল সবসময় তার সামনে উড়ে পথ দেখায়। আবার পিউও নীলের জন্য দারুণ যত্নশীল—যে ফল পায় আগে, সেটা নীলকে খাইয়ে তবেই খায়।

একদিন বিকেলে আচমকা আকাশে ঝড় ওঠে। দমকা হাওয়ায় পিউ সামলে উঠতে পারে না। সে প্রায় উড়ে গাছ থেকে দূরে পড়ে যাচ্ছিল।
নীল এক মুহূর্ত সময় নেয়নি—ডানা মেলে ছুটে গিয়ে পিউকে ধরে ফেলে।
ভারি হাওয়ার মধ্যে দু’জন একটু কাঁপছিল, কিন্তু নীলের ডানার নিচে আশ্রয় পেয়ে পিউ চোখ বন্ধ করে বলে,
“তুমি থাকলে কোনো ঝড়ই ভয় লাগে না।”

ঝড় থেমে গেলে তারা দু’জনে আবার সেই পুরোনো ডালে ফিরে আসে। ডুবতে থাকা সূর্যের আলোয় একসাথে বসে থাকে নিঃশব্দে।
নীল পিউয়ের মাথায় আলতো করে ঠোকর দেয়, আর পিউ নীলের গায়ে গা লাগিয়ে বলে—
“আমরা তো শুধু পাখি নই… আমরা একে অন্যের বাসা।”

সেদিনের পর থেকে
যখনই আকাশে কালো মেঘ দেখা দেয়, পিউ নীলের কাছে এসে দাঁড়ায়। আর নীলও তার ডানা মেলে পিউকে আগলে রাখে।
দু’জনে মিলেই বুঝিয়ে দেয়—
প্রেম মানে শুধু একসাথে থাকা নয়, প্রেম মানে—কখনো হাত (বা ডানা) না ছেড়ে দেওয়া।

01/12/2025

একটা সাধারণ নারিকেল এর মালা দিয়ে অসাধারণ জিনিস তৈরি.. 🥰

29/11/2025

এক টুকরো সাধারণ পাথর কিন্তু একটু ধর্যেই বদলে পরিনত হবে একটা দামী আংটিতে....🥰

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Arja's mom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share