BD 24 Daily News

BD 24 Daily News Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BD 24 Daily News, Kazipur, Dhaka.

সব সময় আল্লাহ তায়ালার উপরে বিশ্বাস রাখবেন আল্লাহ তায়ালা যা করে আমাদের ভালো জন্য করে...
আল্লাহ তায়ালা, ও রাসূল (স:) কে. যে. ভালোবাসবে তার দুনিয়াতে শান্তি আখেরাতে ও শান্তি.. তার জন্য আসুন আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি এবং অন্য ভাইদের দাওয়াত দেই নামাজের 🥰

রাজনীতি করার আগে এই লিখা একবার পরতে পারেন।জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী। এখন জেলখানায়!  চোখে পানি!  গতকাল আমি...
24/07/2025

রাজনীতি করার আগে এই লিখা একবার পরতে পারেন।

জুনায়েদ পলক। তরুন বয়সে এমপি এরপর মন্ত্রী।
এখন জেলখানায়! চোখে পানি!
গতকাল আমি খুলনা নতুন জেলখানার ভেতরে ঘুরে দেখলাম। কেমন দম বন্ধ লাগছিল৷ অথচ এই রকম একটা জেলের একটা ছোট্ট খোপে বন্দি হতে হয়েছে এই মন্ত্রীর। সেখানে কথা বলার মত মানুষ নেই, মোবাইল নেই! দিন রাতের হিসাব নেই!
কত বছর থাকতে হবে তার ঠিক নেই! হয়তো বাবর সাহেবের মত বৃদ্ধ বয়সে.. তারপর দল থেকে বাতিলের খাতায়!

একটাই তো জীবন! কি নিদারুন অপচয়!

ক্ষমতায় থাকাকালীন কি ছিল না?
গাড়ি,বাড়ি,লোকজন, কর্মী, ক্ষমতা, টাকা -- এখন প্রিয় স্ত্রীও নেই৷

এই ছবিটি একটা চরম শিক্ষা! এখন যারা ক্ষমতায়, আগামীতে যারা,ক্ষমতায় আসবেন তাদের জন্য।
কত প্রভাবশালীরা এখন চুপসে গেছে। কেউ সালাম দেয় না, ভালমন্দ জিজ্ঞেস করে না। অথচ আগে কি সম্মান!!

এই পলক যাদের জন্য করেছে তারা গুষ্টিশুদ্ধ দেশ ছাড়া। তাদের একজন আত্মীয়ও গ্রেফতার নেই,আটক নেই।

এর আগে লূৎফুজ্জামান বাবর কে দেখেছিলাম! কি প্রভাব! স্বরাষ্ট্র মন্ত্রী!
সে এখন কারামুক্ত হলেও দলের কোথাও নেই। চিকিৎসার জন্য এদেশ সেদেশ!

রাজনীতি বড়ই কুটিল খেলা!

গ্রাম থেকে শহর মুখী নৌকা করে এই ভাবে নিয়ে আসা হয় সবজি।
24/07/2025

গ্রাম থেকে শহর মুখী নৌকা করে এই ভাবে নিয়ে আসা হয় সবজি।

23/07/2025

নাটোরে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মাইক্রোবাসের চালকসহ ৬ জন নি*হ/ত
#দুর্ঘটনা #নাটোর
#এনটিভি অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন BD 24 Daily News

23/07/2025

সুনামগঞ্জ আনিসা হসপিটালে স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান উদ্দিনের সাথে চিকিৎসকের মারামারি — ডাক্তার সোহাগ হাসপাতালে ভর্তি

অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন 👉 BD 24 Daily News 👈

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ-হ-ত বন্ধুকে ক্লাসরুম থে...
23/07/2025

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!

মাইলস্টোনে দূর্ঘটনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ-হ-ত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফায়ার ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, “কোনো লাভ নেই তোমার বন্ধু অবশ্যই মা-রা যাবে”

কিন্তু ছাত্র-টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ-ত-দে-হ দেখে ফায়ার ব্রিগেডের অফিসার বলে, ‘আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা-রা গেছে’

ছাত্র'টি উত্তর দেয়: না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

❝আমি জানতাম তুমি আসবে❞
সংগৃহীত

বগুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান পাবনা থেকে রংপুর যাওয়ার পথে আজ মঙ্গলবার বিকেলে বগুড়ায় যাত্রা বিরত...
22/07/2025

বগুড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান পাবনা থেকে রংপুর যাওয়ার পথে আজ মঙ্গলবার বিকেলে বগুড়ায় যাত্রা বিরতি করেছেন। এসময় আমিরে জামায়াত বগুড়ার সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চান এবং আসন্ন সংসদ নির্বাচনের প্রস্তুতি এবং জেলার সাংগঠনিক অবস্থার খোঁজ খবর নেন।

22/07/2025

সচিবালয়ে সংঘ*র্ষ, আ*হ*ত হয়ে ঢামেকে অন্তত ৮০ শিক্ষার্থী।

অবশ্যই ফলো দিয়ে পাশে থাকুন 👉 BD 24 Daily News 👈 TopFans

ঢাকা উত্তরায় মাইলস্টোন কলেজের মাঠে ভয়াবহ বিমান দুর্ঘটনার সংবাদ শোনার পরও এলাকায় নাচানাচি, গান-বাজনা চলতে থাকে, সিরাজগঞ্জ...
22/07/2025

ঢাকা উত্তরায় মাইলস্টোন কলেজের মাঠে ভয়াবহ বিমান দুর্ঘটনার সংবাদ শোনার পরও এলাকায় নাচানাচি, গান-বাজনা চলতে থাকে, সিরাজগঞ্জের কাজীপুরে। এমন মর্মান্তিক দুর্ঘটনার পরও কেন বিনোদনের আয়োজন চলবে, কনসার্ট কমিটি চাইলে সহজেই অনুষ্ঠান বন্ধ করতে পারত—তাতে কি ক্ষতি হতো, বন্ধ করলে আমরা কনসার্ট কমিটিদের প্রসংশা করে নিউজ করতাম। হায় আফসোস!! ঔ থানার মানুষ কেনো প্রতিবাদ জানাতে পারলো না। এই উদাসীনতা আমাদের মানবিকতার বড় প্রশ্ন তুলে ধরে।
বিনোদন ✅
মানবতা❌

21/07/2025

মাইলস্টোনের শিক্ষার্থীর যে মা দুপুরের খাবার রান্না করে সন্তানের অপেক্ষা করছিলেন, তিনি কীভাবে সইবেন এই দুঃখ। 🥲

আহারে এই শিশু কি জানতো, আর স্কুল থেকে বাসায় ফিরবে না। আজকে তার শেষ দিন  আল্লাহ তুমি  যারা মারা গিয়েছে, সবাই কে জান্নাত দ...
21/07/2025

আহারে এই শিশু কি জানতো, আর স্কুল থেকে বাসায় ফিরবে না। আজকে তার শেষ দিন আল্লাহ তুমি যারা মারা গিয়েছে, সবাই কে জান্নাত দান করো। ( আমিন)

21/07/2025

নিঃসন্দেহে এটা অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক ঘটনা।
"বিমান বিধ্বস্তের এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন সবাইকে হেফাজতে রাখেন ও আহতদের দ্রুত সুস্থতা দান করেন। 🤲😭"
BD 24 Daily News

Address

Kazipur
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when BD 24 Daily News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share