01/03/2025
মাহে রামাদান 🌙✨
এই 'রোজা' লাইফে 'ভালো' চেঞ্জ নিয়ে আসুক।🌸
'বাজে অভ্যাস' গুলা যাতে আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাক৷ অতিরিক্ত রাগ,অতিরিক্ত হিংসা কমে যাক। অল্পতেই বেশি কষ্ট পাওয়া মন টা আরেকটু শক্ত হোক৷
আত্নীয় স্বজন,প্রিয় মানুষ যারা গতোবছর ছিলো,এই বছরে 'নাই', তাদের হারিয়ে ফেলা শোক নাহয় শক্তি তে পরিনত হোক৷ খারাপ পথ থেকে আল্লাহ ফিরিয়ে নিয়ে আসুক। মানুষ মন্দ বলুক বা যতো সমালোচনা করুক,নিজের কাছে,আল্লাহর কাছে যাতে 'ভালো' হতে পারি,সেই চেষ্টা অবিরত থাকুক। মন সব সময় 'শান্ত' থাকুক। সব শুভাকাঙ্ক্ষী,আশেপাশের মানুষজন সবাই ভালো থাকুক। সবার সাথে 'ভালো' কিছুই হোক। আমিন ❤️