Dainik Eidesh

Dainik Eidesh দৈনিক এই দেশ news
(1)

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫রাঙামাটির কাউখালী উপজেলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছে...
26/04/2025

রাঙামাটিতে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

রাঙামাটির কাউখালী উপজেলায় পিকআপ ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন।
এতে গুরুতর আহত হয়েছেন আরও একজন।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

শনিবার (২৬ এপ্রিল) সকাল সোয়া ১০টার দিকে কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নের চেয়ারম্যান পাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম সোহাগ এই দেশকে তথ্যটি নিশ্চিত করেছেন।


#রাঙ্গামাটি

26/04/2025

জাতীয় প্রেস ক্লাবের সামনে লোকে লোকারণ্য
https://youtu.be/B9XGmFKFcwQ?si=c7i-qOeeTyTxp-Wo


#ইসলাম
#ইসলাম #বাংলাদেশ #প্রেসক্লাব

যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো!ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, অভিযুক্ত সেই যুবক আটক।রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাক...
16/04/2025

যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো!
ধানমন্ডিতে গাড়ি থেকে চাঁদা আদায়, অভিযুক্ত সেই যুবক আটক।

রাজধানীর ধানমন্ডির জিগাতলা এলাকায় প্রাইভেটকার পার্কিং করায় চাঁদা নেওয়ার ভাইরাল ভিডিওর যুবককে আটক করেছে ধানমন্ডি থানা পুলিশ।
মঙ্গলবার (১৫ এপ্রিল) দিবাগত মধ্যরাতে তাকে আটক করে পুলিশ।

পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক যুবকের নাম মো. আশরাফুল (২৩)। তার বাসা রাজধানীর হাজারীবাগ এলাকায়।
গ্রামের বাড়ি লক্ষীপুরের চন্দ্রাগঞ্জ।

ডিসি মাসুদ আলম বলেন, চাঁদা নেওয়ার ঘটনায় অভিযুক্ত যুবক মো. আশরাফুলকে আটক করা হয়েছে।
এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এর আগে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, সাদা শার্ট পরা এক যুবক রশিদ দিয়ে চাঁদা আদায় করছেন।
এ সময় প্রাইভেটকারের মালিকের সঙ্গে তর্কাতর্কি হয় ওই যুবকের।

প্রাইভেটকারে বসা একজন ব্যক্তি ওই যুবককে মাস্তানি করার প্রশ্ন করেন।
উত্তরে ওই যুবক বলেন, ‘হ করতাছি, কোনো সমস্যা?
এ সময় পাশে প্রাইভেটকার মালিকের স্ত্রী মাস্তানির বিষয় নিয়ে ওই যুবকের নাম জানতে চান।
কিন্তু ওই যুবক বলেন, ‘নাম দিয়ে কি হবে?

ভিডিওতে আরও দেখা যায়, প্রাইভেটকারের মালিক বলছেন, রাস্তার ওপর গাড়ি রাখছিলাম, ওরে চাঁদা দিলাম। এরপর আমি দেখতেছি।

গাড়ির ভেতর থেকে ভিডিও করছিল দেখতে পেয়ে ওই যুবক চুল নাড়িয়ে বলেন, ‘চেহারাটা সুন্দর করে আইছে? যদি একটা চুল বাঁকা করতে পারো কইরো।



#বাংলাদেশ #পুলিশ

#রাজনীতি

আলোচিত সেই যুবক আটক।*ধানমন্ডিতে প্রাইভেটকার হতে চাঁদা আদায় করা সেই যুবককে গ্রেফতার করেছে ডিএমপি*রাজধানীর ধানমন্ডিতে প্রা...
16/04/2025

আলোচিত সেই যুবক আটক।

*ধানমন্ডিতে প্রাইভেটকার হতে চাঁদা আদায় করা সেই যুবককে গ্রেফতার করেছে ডিএমপি*

রাজধানীর ধানমন্ডিতে প্রাইভেটকার হতে চাঁদা আদায় করা অভিযুক্ত সেই যুবককে গ্রেফতার করেছে ডিএমপির ধানমন্ডি থানা পুলিশ। গ্রেফতারকৃত ঐ যুবকের নাম মো. আশরাফুল আলম (২৩)।

বুধবার (১৬ এপ্রিল ২০২৫ খ্রি.) রাত আনুমানিক ০১:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে হাজারীবাগ এলাকা হতে আশরাফুলকে গ্রেফতার করা হয়। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জে।

ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গত ১৩ এপ্রিল সন্ধ্যা আনুমানিক ০৭:০৫ ঘটিকায় প্রাইভেটকার হতে চাঁদা আদায়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। জানা যায়, গ্রেফতারকৃত আশরাফুলসহ অজ্ঞাতনামা ৩/৪ জন ধানমন্ডির রোড নং-২/এ এর ইবনে সিনা হাসপাতালের বিপরীত পাশে প্রাইভেটকার ও মোটরসাইকেল হতে অনেকদিন ধরে জোরপূর্বক চাঁদা গ্রহণ করে আসছে। চাঁদা আদায়ের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ০১:০০ ঘটিকায় হাজারীবাগ এলাকা হতে হাজারীবাগ থানা পুলিশের সহায়তায় চাঁদা আদায় করা সেই আশরাফুলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আশরাফুলসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে ডিএমপির ধানমন্ডি থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আশরাফুল চাঁদা আদায়ের কথা স্বীকার করেছে। আশরাফুল জানায়, সে সহ আরো ৩/৪ জন চার মাস যাবৎ ঘটনাস্থলসহ এর আশপাশে প্রাইভেট কার ও মোটর সাইকেল থামিয়ে অবৈধভাবে জোরপূর্বক চাঁদা দাবি ও আদায় করে আসছে।

গ্রেফতারকৃত আশরাফুলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
#কপিপোষ্ট

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা, জানা গেল কারণ!রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম ...
16/04/2025

ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা, জানা গেল কারণ!
রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী রেলস্টেশনে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে। গত ১৪ এপ্রিল বিকেল সাড়ে ৪টার দিকে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন এক বৃদ্ধ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আত্মহত্যার একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে।

বৃদ্ধ রুহুল আমিন (৬০) বাউসা ইউনিয়নের মাঝপাড়া গ্রামের বাসিন্দা। ভিডিও ভাইরালের পর থেকে তার আত্মহত্যার কারণ নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। তবে তার মৃত্যু নিয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে দাবি করেছে পরিবার।

রুহুল আমিনের মৃত্যুর বিষয় নিয়ে তার ছেলে মীর মশিউর রহমান বলেন, আমার বাবা মানসিকভাবে কিছুটা অসুস্থ ছিলেন। এক রোখা মানুষ। ছোটবেলা থেকে দেখে আসছি, তিনি কারও কথা শোনেন না। মন যা চায় তাই করেন। ঘটনার দিন বাবা আড়ানী স্টেশন বাজারে গিয়েছিলেন পরিবারের নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে। তিনি পেঁয়াজ ঢেকে রাখার জন্য পলিথিনও কিনেছেন। সেটাও লাশের পাশেই পাওয়া যায়।

তিনি আক্ষেপ করে বলেন, বাবার মৃত্যু নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। অনেকেই লিখেছেন- বাবাকে না খেতে দিয়ে ছেলের বৌ নির্যাতন করত, মেয়ে বাবাকে দেখে না ইত্যাদি। প্রকৃত ঘটনা হচ্ছে, বাবা-মায়ের আমরা দুই সন্তান। বড় বোন মৌসুমী আক্তারের ২০ বছর আগে বিয়ে হয়েছে পাবনা জেলার ঈশ্বরদীতে। বোন শ্বশুরবাড়িতে থাকে। আর আমি চাকরির সুবাদে স্ত্রী নিয়ে ঢাকায় থাকি। যারা মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন তারা গুজব ছড়াচ্ছেন।

স্থানীয় স্কুল শিক্ষক এনামুল হক বলেন, তিনি সহজ-সরল মানুষ ছিলেন। কম কথা বলতেন। তবে জেদি মানুষ ছিলেন। তার মৃত্যু নিয়ে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা কথা রটিয়েছে। এটা ঠিক করেনি। আগে প্রকৃত ঘটনা জানতে হবে। তারপরে না হয় লিখল। এসব কারণে পরিবারের সম্মান নষ্ট হয়।

বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আশরাফ আলী মলিন বলেন, রুহুল আমিন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তারা পারিবারিকভাবে ভালো মানুষ। তার এক ছেলে ও এক মেয়ে। বিয়ের পরে মেয়ে শ্বশুরবাড়িতে থাকে। ছেলে চাকরির সুবাদে ঢাকায় থাকে। জানা মতে, সন্তানরা তার বাবা-মাকে দেখে। এই দিক থেকে কোনো সমস্যা নেই।

তিনি আরও বলেন, রুহুল আমিন দীর্ঘদিন ধরে কোমর আর পা ব্যাথায় ভুগছিলেন। যেহেতু বয়স হয়েছে শারীরিক নানা জটিলতা দেখা দেওয়া স্বাভাবিক। তবে মানসিকভাবে বুদ্ধি কম। যাকে বলে প্রতিবন্ধী। তিনি ঋণগ্রস্ত ছিলেন কি না এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমাদের জানা মতে অভাব নেই। তারপরও যদি ঋণ থাকে খুব বেশি হওয়ার কথা নয়।

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান বলেন, তিনি বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়েছিলেন বলে জানা গেছে। টাকার পরিমাণ ২-৩ লাখ টাকা হবে। সেই টাকা নিয়ে তিনি পেঁয়াজের চাষ করেছিলেন। আশানরূপ ফলন পাননি। লোকসান হওয়ার কারণে হয়তো দুশ্চিন্তায় ছিলেন। এছাড়া শারীরিকভাবেও তিনি অসুস্থ ছিলেন। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

দুই ছেলে আর পুত্রবধূর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে চলন্ত ট্রেনের নিছে ঝাপিয়ে পড়ে আ*ত্মহ*ত্যা করেন বৃদ্ধ  #বাবা।রাজশাহী রেলওয়ে ...
16/04/2025

দুই ছেলে আর পুত্রবধূর যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে চলন্ত ট্রেনের নিছে ঝাপিয়ে পড়ে আ*ত্মহ*ত্যা করেন বৃদ্ধ #বাবা।

রাজশাহী রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেনের নিছে ঝাপিয়ে পড়ে আ*ত্মহ*ত্যা করেন তিনি।
জানা যায় রাতভর বাড়ির উঠানেই ছিলেন তিনি ঘুমানোর যায়গা দেয়নি পুত্রবধূ ও তার দুই ছেলে।

সকালে খুব ঝগড়া হয়েছে তাদের মধ্যে তাই

মনে ভীষণ অভিমান আর কষ্ট নিয়ে ভোর থেকেই রেল স্টেশনে বসে ছিলেন তিনি।
পরে একটা সময় যন্ত্রণা সহ্য করতে না পেরে অন্তর ট্রেনের নিচেই ঝাপিয়ে পড়লেন।

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ থাকছে হাসিনার ‘মুখাকৃতি’!বিতর্ক আর নানা আলোচনা–সমালোচনাকে সঙ্গী করে বদলে গেল বাংলা নববর্ষে ঢাক...
11/04/2025

বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ থাকছে হাসিনার ‘মুখাকৃতি’!
বিতর্ক আর নানা আলোচনা–সমালোচনাকে সঙ্গী করে বদলে গেল বাংলা নববর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজিত শোভাযাত্রার নাম। শোভাযাত্রার নতুন নাম ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ ঘোষণা করা হয়।

জুলাই বিপ্লবের পর প্রথমবারের মতো দেশে উদযাপিত হবে পহেলা বৈশাখ। যে নামেই হোক পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রার আয়োজনে থাকবে বড়, মাঝারি ও ছোট মোটিফ।

এ বছর বড় মোটিফ থাকবে ৬টি। তাই সেভাবেই সাজানো হচ্ছে মোটিফগুলো।

মোটিফগুলোর মধ্যে অন্যতম হল ‘ফ্যাসিবাদের মুখাকৃতি’। সবার সামনে থাকবে এই মোটিফটি। এই মুখাকৃতিটি প্রতিকায়িত করছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। নারীর দাঁতাল এই মুখাকৃতিটির মাথায় রয়েছে খাড়া দুটো শিং।

এ মোটিফটির বিষয়ে এক প্রশ্নের জবাবে ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান বলেন, ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি দেখে কেউ যদি কারো সঙ্গে মিল খুঁজে পান, তা প্রত্যাকের ব্যক্তিগত ব্যাপার। আমরা সামগ্রিকভাবে ফ্যাসিবাদের বিপক্ষে আমাদের অবস্থান তুলে ধরছি।’

শোভাযাত্রায় বড় মোটিফের মধ্যে আরও থাকবে কাঠের বাঘ, ইলিশ মাছ, ৩৬ জুলাই (টাইপোগ্রাফি), শান্তির পায়রা, পালকি, জুলাই আন্দোলনে নিহত মুগ্ধের পানির বোতল।

এছাড়া, অন্যান্য মোটিফের মধ্যে থাকবে ১০টি সুলতানি ও মুঘল আমলের মুখোশ, ৮০টি ফ্যাসিবাদের মুখাকৃতি, ২০টি রঙিন চরকি, ২০০টি বাঘের মাথা, ৮টি তালপাতার সেপাই, পলো ১০টি, ৫টি তুহিন পাখি, ৬টি মাছের চাই, ৪টি পাখা, ২০টি মাথাল, ২০টি ঘোড়া, ৫টি লাঙল, ৫টি মাছের ডোলা এবং ১০০ ফুট লোকজ চিত্রাবলীর ক্যানভাস ১০০ ফুট থাকবে।

শোভাযাত্রায় অন্যান্য মোটিফের পাশাপাশি ফিলিস্তিনের নিপীড়িত মুসলমানদের লড়াই ও সংগ্রামের সাথে সংহতি জানিয়ে তাদের প্রতীক হিসেবে তরমুজ মোটিফ থাকবে।

উল্লেখ্য, আর মাত্র দুদিন পর সোমবার (১৪ এপ্রিল) উদযাপিত হবে পয়লা বৈশাখ ও বাংলা নববর্ষ–১৪৩২।
নিউজ দীপ্ত সংবাদ

চট্টগ্রামে লালখান বাজারে বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন।চট্টগ্রাম সংবাদদাতা।চট্টগ্রামের লালখান বাজার মোড়ে বাস থেকে নামা...
08/04/2025

চট্টগ্রামে লালখান বাজারে বাসের চাপায় এক নারী নিহত হয়েছেন।

চট্টগ্রাম সংবাদদাতা।
চট্টগ্রামের লালখান বাজার মোড়ে বাস থেকে নামার সময় আরেকটি বাসের চাপায় রিয়া মজুমদার (২৪) নামে এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৮ এপ্রিল) রাত ৮টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত রিয়া মজুমদার একটি রিয়েল এস্টেট কোম্পানি ‘গোল্ডস্যান্ডস গ্রুপ’-এ কর্মরত ছিলেন বলে জানা গেছে।
কিন্তু সেই ফোন আর বাজবে না।
আর কোনও সন্ধ্যায় ফিরবেন না রিয়া।

প্রত্যক্ষদর্শী ফরিদ খন্দকার, দৈনিক এই দেশ'কে জানান সীতাকুণ্ড থেকে ছেড়ে আসা গণপরিবহন (৭) নম্বর বাস রেজিষ্ট্রেশন নাম্বার (চট্টমেট্রো ছ ১১-১৬১৫) থেকে নামার সময় রিয়া মজুমদার পড়ে যান।
এ সময় দ্রুতগতির গণপরিবহন ২ নম্বর বাস রেজিষ্ট্রেশন নাম্বার (চট্টমেট্রো জ ১১-১৪১৬) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাত তখন প্রায় আটটা.চারপাশে যানজটের ঘনঘটা, লাইট-হর্ন-হুলস্থুলের শহুরে কোলাহল।
তারই মাঝে বাস থেকে নামছিলেন রিয়া মজুমদার (২৪) সঙ্গে ছোট একটা ব্যাগ।
ব্যাগে ছিল ওষুধ, মায়ের জন্য কেনা সেই মেডিসিন মায়ের হাতে দেওয়া হলো না আর।
অফিস শেষে তড়িঘড়ি করে বেরিয়ে পড়েছিলেন, যেন সময়মতো মায়ের হাতে পৌঁছে দিতে পারেন।
বাস থেকে নামতেই এক মুহূর্তের অসতর্কতা, পা হড়কে সামান্য পিছলে পড়ে বাসের চাপায় পিষ্ট হয় এই নারী।
রিয়ার সহকর্মীরা জানাচ্ছেন, তিনি গোল্ডস্যান্ডস গ্রুপ নামে একটি রিয়েল এস্টেট কোম্পানিতে কর্মরত ছিলেন। দিনশেষে অফিস থেকে বেরিয়ে মায়ের ওষুধ কিনেছিলেন আগ্রাবাদ ফার্মেসি থেকে।

এ ঘটনার পর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান জানান, “আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছি।
নিহতের মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
ঘটনার সঙ্গে জড়িত বাসটি জব্দ করা হয়েছে,
তবে চালক পলাতক রয়েছেন।”

08/04/2025

গাজায় চলমান গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, বগুড়া জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত।
#বিএনপি #ছাএদল #বগুড়া


#ইসরাইল #হামলা

07/04/2025

গাজায় হা'মলার প্রতিবাদে বাংলাদেশে জনসাধারণের বি'ক্ষোভ মিছিল শুরু।

07/04/2025

বিশ্ব জাহানের মালিক আল্লাহ।
হে আল্লাহ গাঁজা বাসিদের সহায় হোন। আবাববিল পাখিকে আর একবার পাঠিয়ে জালিমদের ধ্বংস করে দেন।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Dainik Eidesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dainik Eidesh:

Share

Category