কবিরুল সাগর - Kabirul Sagor

কবিরুল সাগর - Kabirul Sagor অসহায় মানুষের সেবা করতে ভালো লাগে🤲
(13)

জেলা লিগ্যাল এইড অফিস মূলত অর্থনৈতিকভাবে অসচ্ছল ও বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার জন্য কাজ করে। এটি জা...
27/09/2025

জেলা লিগ্যাল এইড অফিস মূলত অর্থনৈতিকভাবে অসচ্ছল ও বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার জন্য কাজ করে। এটি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (NLASO) এর অধীনে পরিচালিত হয়।

জেলা লিগ্যাল এইড অফিসের প্রধান কাজগুলো হলোঃ

* যারা মামলা করার খরচ বহন করতে পারেন না, তাদের পক্ষে আইনজীবী নিয়োগ করে মামলা পরিচালনা করা।

*সাধারণ মানুষকে তাদের আইনগত অধিকার সম্পর্কে জানানো এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া।

*স্থানীয় পর্যায়ে দরিদ্র জনগণ মামলা না করে সমঝোতার মাধ্যমে সমস্যা মেটাতে চাইলে, অফিস থেকে মধ্যস্থতা (Mediation) এর ব্যবস্থা করা।

* নারী, শিশু, প্রতিবন্ধী, বয়স্ক ইত্যাদি অগ্রাধিকারপ্রাপ্ত জনগোষ্ঠীকে সহায়তা ছাড়াও নানাবিধ আইনী বিষয়ে সহায়তা করে থাকে।

সরকারি দপ্তরের প্রতিটি শাখা মানুষের সেবা করার জন্য প্রতিষ্ঠা করা হলেও না জানার কারনে অনেকেই সেবা থেকে বঞ্চিত হয়। পোস্টটা শেয়ার করে দিতে পারেন এতে অনেকে ন্যায় বিচার পেতে পারে।

বিদায় চাঁদপুর! আতিথেয়তায় মুগ্ধ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।
27/09/2025

বিদায় চাঁদপুর! আতিথেয়তায় মুগ্ধ, আবার দেখা হবে ইনশাআল্লাহ।

25/09/2025

কি আছে চাঁদপুরের দানবাকৃতির লঞ্চে!

হেল্প করতে না পারলেও পোস্টটি শেয়ার করুন!!আব্দুর রহিম নামের ছোট্ট শিশুটির জীবন শুরুই হয়েছে বড় বড় ধাক্কা খেতে খেতে । প্রথম...
22/09/2025

হেল্প করতে না পারলেও পোস্টটি শেয়ার করুন!!
আব্দুর রহিম নামের ছোট্ট শিশুটির জীবন শুরুই হয়েছে বড় বড় ধাক্কা খেতে খেতে । প্রথমে তার জন্মদাত্রী মা ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান। মায়ের মৃত্যুর পর বাবাই একমাত্র ভরসা ছিলেন তিনিই তাকে বুকে পিঠে করে মানুষ করছিলেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস ইটভাটায় কাজ করতে গিয়ে বাবাও স্ট্রোক করে মা*রা যান। এরপর দাদীর কাছে মানুষ হচ্ছিলো, কিন্তু বয়সের ভারে নুয়ে পড়া ওর দাদীর পক্ষে আর ব্যয়ভার বহন করা কোনভাবেই সম্ভব হচ্ছে না। ওর নানা বেচে নেই, দুই মামা মানসিকভাবে অসুস্থ্য। চাচারা কৃষিকাজের উপর নির্ভর করে যতটুকু পারেন সাহায্য কিন্তু সেটা পর্যাপ্ত নয়।

তবুও প্রতিকূলতার মাঝেও রহিম থেমে নেই। আমাদের চরপাড়া হাফেজিয়া মাদ্রাসায় *হাফেজি* পড়াশোনা করছে। তার কণ্ঠে গজল ও কোরআন তেলাওয়াতের সুর শুনলে মুগ্ধ না হয়ে থাকা যায় না। কিন্তু প্রশ্ন হলো—
*এই মেধাবী শিশুটির যত্ন নেবে কে?
*কে তার ভবিষ্যৎ আলোকিত করবে?

একজন মানবিক মানুষ মা ও বাবাহীন রহিমের পাশে দাঁড়াই, তাহলে রহিমের মতো একটি ফুল মলিন হয়ে যাবে না।
আপনার সন্তানের পাশাপাশি যদি আরেকটু সাপোর্ট দিতে পারেন, তাহলে এই শিশুটি একদিন আমাদের সবার গর্ব হয়ে উঠবে ইনশাআল্লাহ। ছেলেটির পূর্ণ ঠিকানা নাম: আব্দুর রহিম, পিতা মৃত : নজরুল (মৃত), মাতা মৃত : ছাবিনা খাতুন (মৃত), ঠিকানা: কাচারীপাড়া, থানা পাংশা, জেলা-রাজবাড়ি।

একজন মানবিক মানুষ খুঁজছি, যিনি আব্দুর রহিমের পাশে দাঁড়িয়ে তাকে আলোর পথে এগিয়ে নিতে সাহায্য করবেন। পোস্টটা শেয়ার করলে কোন মানবিক মানুষের নজরে পড়লে রহিমের জন্য উপকার হবে। তাই আপনি কোনভাবে হেল্প করতে না পারলেও পোস্টটা শেয়ার করুন।

❤️

16/09/2025

ভাঙা পা নিয়েও ঘাম ঝরিয়ে চালাচ্ছে রিকশা, থেমে নেই জীবনযুদ্ধ


15/09/2025

এক পরিচিত আত্নীয় জানালেন, একসপ্তাহ ধরে একটি সরকারি অফিসে একটা কাজের জন্য ঘুরছেন, কিন্তু কোনভাবেই কাজটা হচ্ছে না।

তিনি বললেন, “সরকারি অফিসগুলোতে মানুষ কাজ করে নাকি? আজ এই কাগজ, কাল ঐ কাগজ চায়।” একসাথে সব কাগজ চাইলেই তো হয়।”

আমি জিজ্ঞাসা করলাম— শুধু কি কাগজ ই চায় নাকি আরো কিছু বলেছে🙃

তিনি দীর্ঘশ্বাস ফেলে বললেন—
“এই তো আসল কথা বললেন! আজ শেষ পর্যন্ত খুশী করে এলাম। কালকে কাজটা হয়ে যাবে আশা করছি😜

এখন প্রশ্ন হলো— এ ধরনের অভিজ্ঞতা কোন অফিসে হতে পারে।

10/09/2025

মাথায় হেলমেট নাই, গামছা দিয়ে মুখ ঢাকার রহস্য দেখে নিন। পোস্টটা শেয়ার করে বাংলাদেশের যে প্রান্তে থাকুক ৩০লাখ টাকার ট্রাক চো*রদের পরিচয় শনাক্ত করতে সহযোগিতা করুন।

আমরা একই ছাতার নিতে ৮০ হাজার পরিবারের সদস্য, আপনাদের সাপোর্ট ১ লক্ষ হতে বেশি সময় লাগবে না❤️আপনাদেরকে সেবা বা পরামর্শ দেয়...
05/09/2025

আমরা একই ছাতার নিতে ৮০ হাজার পরিবারের সদস্য, আপনাদের সাপোর্ট ১ লক্ষ হতে বেশি সময় লাগবে না❤️আপনাদেরকে সেবা বা পরামর্শ দেয়ার জন্য নিজেকে আরো বেশি সমৃদ্ধ করতেছি। আপনাদের যে কোন আইনগত পরামর্শের জন্য মেসেজ করবেন। আর পেজে কে কোথা থেকে জয়েন করেছেন জানাবেন।

Address

Gulshan 2
Dhaka
1213

Telephone

+8801612118769

Website

Alerts

Be the first to know and let us send you an email when কবিরুল সাগর - Kabirul Sagor posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কবিরুল সাগর - Kabirul Sagor:

Share