27/09/2025
জেলা লিগ্যাল এইড অফিস মূলত অর্থনৈতিকভাবে অসচ্ছল ও বঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে আইনি সহায়তা দেওয়ার জন্য কাজ করে। এটি জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা (NLASO) এর অধীনে পরিচালিত হয়।
জেলা লিগ্যাল এইড অফিসের প্রধান কাজগুলো হলোঃ
* যারা মামলা করার খরচ বহন করতে পারেন না, তাদের পক্ষে আইনজীবী নিয়োগ করে মামলা পরিচালনা করা।
*সাধারণ মানুষকে তাদের আইনগত অধিকার সম্পর্কে জানানো এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া।
*স্থানীয় পর্যায়ে দরিদ্র জনগণ মামলা না করে সমঝোতার মাধ্যমে সমস্যা মেটাতে চাইলে, অফিস থেকে মধ্যস্থতা (Mediation) এর ব্যবস্থা করা।
* নারী, শিশু, প্রতিবন্ধী, বয়স্ক ইত্যাদি অগ্রাধিকারপ্রাপ্ত জনগোষ্ঠীকে সহায়তা ছাড়াও নানাবিধ আইনী বিষয়ে সহায়তা করে থাকে।
সরকারি দপ্তরের প্রতিটি শাখা মানুষের সেবা করার জন্য প্রতিষ্ঠা করা হলেও না জানার কারনে অনেকেই সেবা থেকে বঞ্চিত হয়। পোস্টটা শেয়ার করে দিতে পারেন এতে অনেকে ন্যায় বিচার পেতে পারে।