Adi ছিলাম না
আছি
থাকবো না একদিন..!

নদীর বয়ে চলা পথ...... ゚
22/08/2025

নদীর বয়ে চলা পথ......

22/08/2025

শুক্রবার দুরুদ পাঠের দিন।

জুম্মা মোবারক

21/08/2025

পরিবেশ অধিদপ্তর ঢাকা জেলার সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করে - ১৭ আগস্ট, ২০২৫।

বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর বিধি ৫-এর ক্ষমতাবলে সমগ্র সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়েছে। বিধি ৫ অনুযায়ী, কোনো এলাকার বায়ুমান নির্দিষ্ট মানমাত্রা অতিক্রম করে মারাত্মক দূষিত এলাকায় পরিণত হলে এলাকাটিকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা করা হয়।

ছবিতে দেখা যাচ্ছে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে 'গ্যারোতে' নামক এক নির্মম পদ্ধতিতে মৃত্যু*দণ্ড দেওয়া হচ্ছে। এই পদ্ধতিতে ব্যক্তি...
31/07/2025

ছবিতে দেখা যাচ্ছে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে 'গ্যারোতে' নামক এক নির্মম পদ্ধতিতে মৃত্যু*দণ্ড দেওয়া হচ্ছে। এই পদ্ধতিতে ব্যক্তিকে একটি কাঠের চেয়ারে বসিয়ে তার গলা ও মাথা লোহার যন্ত্র দিয়ে চেপে ধরা হতো, তারপর ধীরে ধীরে পেছন থেকে হাতল ঘুরিয়ে গলা চেপে, নাহয় গলার ভিতর লোহার রড ঢুকিয়ে শ্বাসনালী ভে*ঙে দেয়া হতো। ছবিতে, একদিকে পাহারাদার নিশ্চুপ দাঁড়িয়ে আছে, অন্যদিকে মৃ*ত্যুর যন্ত্র ঠান্ডা হয়ে ঘুরছে অপরাধীর বিচার নামের অজুহাতে। এই শাস্তি ছিল স্পেনে উপনিবেশিক শাসকদের ক্ষমতার নির্মম প্রয়োগ-যেখানে মানবাধিকারের ছিটেফোঁটাও ছিল না। মৃ*ত্যুর পূর্ব মুহূর্তেও তার মুখে প্রতিবাদ নেই, কেবলই একটি জাতির নিপীড়নের অস্ফুট আর্তনাদ। ইতিহাসের এই মুহূর্ত শুধু এক ব্যক্তির মৃত্যুই নয়, বরং এক সমগ্র জাতিগোষ্ঠীর আত্মার উপর চেপে বসা অমানবিক শাসনের প্রতিচ্ছবি।

Scienspectra

29/07/2025

ধানমণ্ডি লেক, ঢাকা 😍

ব্রাজিল থেকে আফ্রিকার দূরত্ব ২৯০০ কি.মি পাড়ি দিতে হয় আটলান্টিক মহাসাগর।আবার আটলান্টিক মহাসাগরীয় উপকূল থেকে ব্রাজিলের অন্...
23/07/2025

ব্রাজিল থেকে আফ্রিকার দূরত্ব ২৯০০ কি.মি পাড়ি দিতে হয় আটলান্টিক মহাসাগর।
আবার আটলান্টিক মহাসাগরীয় উপকূল থেকে ব্রাজিলের অন্য প্রান্তের দূরত্ব ৪৩২৬ কি.মি.

22/07/2025

🔥ব্রেকিং নিউজ 🔥
#৪৯তম বিসিএস (বিশেষ: সাধারণ শিক্ষা) নিয়োগ বিজ্ঞ প্তি প্রকাশ-
📢মাত্র একটি প্রিলি দিয়েই পাবেন বিসিএস ক্যাডার হওয়ার সুযোগ!
✅পদ: ৬৮৩ টি
✅সাধারণ সরকারি কলেজের জন্য নিয়োগ দিবে ৬৫৩ জন এবং প্রশিক্ষণ কলেজের জন্য নিয়োগ দিবে ৩০ জন। একজন প্রার্থী তার নিজ সাবজেক্ট অনুযায়ী দুটোতেই আবেদন করতে পারবে। তবে শর্ত হলো যে, প্রশিক্ষণ কলেজে আবেদন করতে হলে তার অবশ্যই বি.এড ডিগ্রি থাকা লাগবে।
✅সাধারণ সরকারি কলেজ হলো সেটি যেখানে ইন্টারমিডিয়েট, অনার্স-মাস্টার্স পড়ানো হয়। আর প্রশিক্ষণ কলেজ হলো সেটি যেখানে মাধ্যমিক স্তরের শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হয়।
✅আবেদনের সময়: ২২ জুলাই থেকে ২২ আগস্ট।
✅ আবেদন ফি: ২০০ টাকা।
✅ মোট মার্কস ৩০০। প্রিলিমিনারি ২০০ এবং ভাইবা ১০০। ভাইবায় পাশ মার্কস ৫০!
✅ এমসিকিউ হবে ২০০ মার্কসের। ১০০ মার্কস জেনারেল এবং ১০০ মার্কস সাবজেক্টিভ।
✅২০০ মার্কসের সকল সাবজেক্টের প্রিলিমিনারি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে।
✅২০০ মার্কসের মধ্যে জেনারেল ১০০ মার্কস হলো বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত ও মানসিক দক্ষতা।
✅সাবজেক্টিভ ১০০ মার্কস হলো আপনি যে বিষয়ে অনার্স সম্পন্ন করেছে সে বিষয় থেকে আসবে।
✅জেনারেল ১০০ মার্কসের মানবন্টন: বাংলা ২০ মার্কস, ইংরেজি ২০ মার্কস, বাংলাদেশ বিষয়াবলি ২০ মার্কস, আন্তর্জাতিক বিষয়াবলি ২০ মার্কস, সাধারণ গণিত ১০ মার্কস ও মানসিক দক্ষতা ১০ মার্কস।

🤲
21/07/2025

🤲

না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত ভাস্কর হামিদুজ্জামান খান!তাঁর বিখ্যাত ভাস্কর্য 'সংশপ্তক' যার অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ব...
20/07/2025

না ফেরার দেশে চলে গেলেন প্রখ্যাত ভাস্কর হামিদুজ্জামান খান!
তাঁর বিখ্যাত ভাস্কর্য 'সংশপ্তক' যার অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে।

বিশ্ব মানচিত্রে প্রাচীন সভ্যতাসমূহ....
19/07/2025

বিশ্ব মানচিত্রে প্রাচীন সভ্যতাসমূহ....

18/07/2025

লাস্ট ডোনেট 🩸❤️
8 July 2025 🩸

14/07/2025

সুনামগঞ্জগামী ভালোবাসা ❤️

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Adi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Adi:

Share