Story Toons Animation Studio

Story Toons Animation Studio We Show Reflection of Life Stories
Our Service:
YouTube Content
2d Animation
Video Editing
Voice Over

হ্যালো বন্ধুরা,আমি সাজ্জাদ হোসেন সাগর বলছি, CEO & Founder of Story Toons Animation Studio, ঢাকা, বাংলাদেশ থেকে। Brain Ga...
18/02/2023

হ্যালো বন্ধুরা,
আমি সাজ্জাদ হোসেন সাগর বলছি, CEO & Founder of Story Toons Animation Studio, ঢাকা, বাংলাদেশ থেকে। Brain Games ধাঁধা / StarToons Tv - Bengali চ্যানেল সমুহ আমার এই প্রতিষ্ঠানের একটি সহপ্রতিষ্ঠান। । আমি এবং আমাদের টিমের সকলে তোমাদের ভালোবাসায় সিক্ত । তোমাদের জন্যই আজ আমাদের এই কার্টুন চ্যানেল প্রায় ১৩ লক্ষ সাবস্ক্রাইবার ছুঁই ছুঁই করছে। তোমাদের কোন জিজ্ঞাসা থাকলে জানাবে । কিছু দুষ্টু লোক আমাদের চ্যানেল লিংক নিজের বলে চালিয়ে দিচ্ছে, বিষয় টা বেশ খারাপ লেগেছে আমার। তাই খুব দ্রুতই আমরা ফেসক্যাম ভিডিও করবো আমাদের সোস্যাল মিডিয়া এবং ইউটিউব থেকে , সকলের সঙ্গে আড্ডা হবে। আর যদি তোমরা এধরনের এনিমেশন কার্টুন ভিডিও বানানো শিখতে আগ্রহী হয়ে থাকো তাহলে আমাকে জানাবে। আমার ফেসবুক আইডি লিংক - https://www.facebook.com/callmesazzad/

আমার বাংলা কার্টুন চ্যানেল লিংক - https://rebrand.ly/3z7554n
https://rebrand.ly/n2b25ta

✫বিষয় - শিশুতোষ বাংলা কার্টুন গল্পের জন্য স্ক্রিপ্ট রাইটার প্রয়োজন।আপনি যদি স্ক্রিপ্ট রাইটিং এ পারদর্শি হন, কোন গল্পকে ন...
07/12/2022

✫বিষয় - শিশুতোষ বাংলা কার্টুন গল্পের জন্য স্ক্রিপ্ট রাইটার প্রয়োজন।
আপনি যদি স্ক্রিপ্ট রাইটিং এ পারদর্শি হন, কোন গল্পকে নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ফুটিয়ে তোলার সামর্থ রাখেন তবে আমরা আপনাকেই খুঁজছি।
✫এক্সপেরিয়ান্স - আগে স্ক্রিপ্ট লিখেছেন এমন হলে অগ্রাধিকার দেয়া হবে (কারন নতুন কাউকে ট্রেইনআপ করা সময় সাপেক্ষ)
✫ ১৪০০ ওয়ার্ডের স্ক্রিপ্ট লিখতে হবে
✫ প্রতিমাসে মিনিমাম ১৫-৩০ টা স্ক্রিপ্ট দিতে হবে
▶ আগ্রহী প্রার্থীরা আপনাদের পুর্বের লিখা একাধিক স্ক্রিপ্টের ডেমো সহ Whatsapp এ নক দিন - +8801312661901

অগ্রিম ধন্যবাদ জরিপে অংশগ্রহণ করার জন্য। আপনাদের সামনে ৩ টি প্রশ্ন রাখা হচ্ছে -১। কার কার নিজস্ব কম্পিউটার ও ইন্টারনেট স...
17/09/2022

অগ্রিম ধন্যবাদ জরিপে অংশগ্রহণ করার জন্য। আপনাদের সামনে ৩ টি প্রশ্ন রাখা হচ্ছে -
১। কার কার নিজস্ব কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ রয়েছে ?
২। ঘরে বসে আয় করতে চান 2d এনিমেশন শিখে ?
৩। কাজ শিখে নিয়মিত কাজ চালিয়ে যাবার মত পর্যাপ্ত সময়-সুযোগ রয়েছে ?

আমরা একটা জরিপ চালাচ্ছি। হয়তো এই মাসের শেষের দিকে বা আগামী মাসে পেইড কোর্স করাতে পারি। সম্পূর্ণ ডিটেলইস এবং প্রেজক্ট বেসিস কাজ শিখানো হবে।
সেখান থেকে কাজ শিখার পর যারা দক্ষতা দেখাতে পারবে। তাদের কে ১.৫-৩ মাস ইন্টার্ন করিয়ে মাসিক বেতন বা প্রেজক্ট বেসিস এ কাজের সুযোগ দেয়া হবে। মূলত আমাদের টিম কে বড় করার জন্যেই এই উদ্যোগ। আর যারা কাজ শিখে নিজে কিছু করতে চায় তারা সেই দিকে এগুবে।

বন্ধুরা, আমাদের নতুন চ্যানেল StarToons Tv - Bengali তে আপলোড করা দ্বিতীয় ভিডিওটি তোমাদের মধ্যে ১২ হাজার মানুষের ভালোবাসা...
17/09/2022

বন্ধুরা, আমাদের নতুন চ্যানেল
StarToons Tv - Bengali তে আপলোড করা দ্বিতীয় ভিডিওটি তোমাদের মধ্যে ১২ হাজার মানুষের ভালোবাসা পেয়েছে।ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।
ভিডিও লিংক- ছবিতে ক্লিক কর।

টুনির বিস্কুট গাছ | Bengali Moral Stories | Rupkothar Golpo | Fairy Tales | Bangla Cartoon | StarToons Story TV | Mojar Golpo TV | Mojar Story TV | Tuni Cart...

Generally we try to reply all of our messages from you. But if there is any Urgent Business Inquiries whatsapp on 01312-...
17/09/2022

Generally we try to reply all of our messages from you. But if there is any Urgent Business Inquiries whatsapp on 01312-661901

Story Toons Animation Studio এর পক্ষ থেকে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি -▶ আগ্রহী প্রার্থীদের সিভি মেইল করার অনুরোধ করা হচ্ছে।✪✪...
14/09/2022

Story Toons Animation Studio এর পক্ষ থেকে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি -
▶ আগ্রহী প্রার্থীদের সিভি মেইল করার অনুরোধ করা হচ্ছে।

✪✪ পদ - ২d এনিমেটর ✪ ✪ || আবেদনের জন্য যেসকল বিষয়ে দক্ষতা থাকা জরুরি ➤

১. কম্পিউটারের মাধ্যমে ব্যাসিক ভিডিও এডিটিং এর কাজ জানা। যেমন- ক্যামতাশিয়া সফটওয়্যার বা ফিল্মোরা বা প্রিমিয়ার প্রো বা এডোব এর যেকোনো একটি সফটওয়্যার এর ব্যাসিক কাজ জানা হলেই হবে।

২. মিনিমাম ১ বছরের অফিসিয়াল চুক্তিতে জয়েন করতে হবে।

৩. আমরা আপনাকে কাজ শিখিয়ে নিব। প্রবেশন পিরিয়ড ৩ মাস। এরপর দক্ষতা অনুযায়ী (রিপ্লাই মেইলের মাধ্যমে টাকার অংক জানিয়ে দেয়া হবে) বেতন ধার্য করা হবে।

✪ ✪ পদ - গ্রাফিক্স ডিজাইনার / ইলাস্ট্রেসন আর্টিস্ট ✪ ✪

➤ আবেদনের জন্য যেসকল বিষয়ে দক্ষতা থাকা জরুরি-

১. এডোব ফটোশপ এবং এডোব ইলাস্ট্রেটর এর টুলস এর সকল কাজ সাবলীলভাবে কাজে প্রয়োগ করতে পারা।

২. কালার কম্বিনেশন সম্পর্কে ভালো ধারণা থাকা।

৩. কোন প্রিন্টিং প্রেসে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেয়া হবে।

৪. মিনিমাম ১ বছরের অফিসিয়াল চুক্তিতে জয়েন করতে হবে।

৫. প্রবেশন পিরিয়ড ১ মাস। এরপর দক্ষতা অনুযায়ী (রিপ্লাই মেইলের মাধ্যমে টাকার অংক জানিয়ে দেয়া হবে) বেতন ধার্য করা হবে।

▶ লোকেশন- আমতলা,সারুলিয়া, ডেমরা, ঢাকা।

✫ অফিস টাইম- সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ টা। দুপুরে ১ ঘন্টা লাঞ্চ ব্রেক।
✫ সাপ্তাহিক ছুটি - শুক্রবার।
✫ বছরে ২ টি ফেস্টিভ্যাল বোনাস
▶ ইনহাউজ জব, প্রতিষ্ঠানে এসে করতে হবে।
▶ আগ্রহী প্রার্থীরা আপনাদের সিভি মেইল করুন এই ঠিকানায় - [email protected]

হ্যালো বন্ধুগণ,বাচ্চা / কিশোরী কণ্ঠের মেয়ে ভয়েস ওভার আর্টিস্ট লাগবে বাংলা ভাষায়।আগ্রহী প্রার্থীরা অনুগ্রহ করে আপনার ভয়েস...
13/09/2022

হ্যালো বন্ধুগণ,
বাচ্চা / কিশোরী কণ্ঠের মেয়ে ভয়েস ওভার আর্টিস্ট লাগবে বাংলা ভাষায়।

আগ্রহী প্রার্থীরা অনুগ্রহ করে আপনার ভয়েস ওভার স্যাম্পল সহ ইনবক্স করুন অথবা ই-মেইল করুন - [email protected]

Watch on YouTube 🥳
13/09/2022

Watch on YouTube 🥳

জলকন্যার বিপদে টুনি | মৎস্যকন্যার বিপদ | Tunir golpo | Tuni Cartoon | Mermaid Cartoon | Jolpori | Tuni in Danger of The Mermaid | Jele o Jolkonna | Bangla C...

বছর ১.৫ আগেই আমরা আমাদের বাংলা কার্টুন গল্পের এনিমেশন চ্যানেল ''Brain Games ধাঁধা'' চ্যানেলে ১০ লক্ষ সাবস্ক্রাইবারের মাই...
12/09/2022

বছর ১.৫ আগেই আমরা আমাদের বাংলা কার্টুন গল্পের এনিমেশন চ্যানেল ''Brain Games ধাঁধা'' চ্যানেলে ১০ লক্ষ সাবস্ক্রাইবারের মাইল ফলক অর্জন করি। (আলহামদুলিল্লাহ)।
গোল্ড প্লে বাটনটি আনা হয়েছে আমাদের Story Toons Animation Studio এর স্বত্বাধিকারী Sazzad Hossain Sagor এর নামে।
আমাদের বস বরাবরই প্রচার বিমুখ লোক। তবে জীবন তখনই পূর্ণতা পায় যখন ছোট ছোট পরিবর্তন শুরু হয়। আমরাও পরিবর্তনের যাত্রী হলাম 😊

07/09/2022

আমাদের আজকের গল্প - টোনা আর টুনি দুই যুবক যুবতী চড়ুই পাখি কে নিয়ে । তাদের প্রেমিক প্রেমিকা হয়ে উঠার গল্প নিয়ে আজকের ভিডিও । কিন্তু তাদের প্রেম কিভাবে ঘটে আর রাগী চড়ুই টুনিকে কিভাবে টোনা চড়ুই পটিয়ে নেয় তাই নিয়ে আজকের এই মজার গল্প ।
বাংলা এনিমেশন কোর্স | 2d animation | Story Toons Animation Studio | Sazzad Hossain Sagor | Animator | ফ্রিল্যান্সিং | Freelancing | Client work | YouTube Video | Viral Cartooon | viral | cartoon bangla | animation video | story | Tona Tunir Prem | Pixela Studio

Address

Sharulia, Demra, Stuff Quarter.
Dhaka
1361

Website

Alerts

Be the first to know and let us send you an email when Story Toons Animation Studio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Story Toons Animation Studio:

Share

Category