Abhijug TV HD

Abhijug TV HD সংবাদ মাধ্যমের সাথী হয়ে কাজ করে যেতে চাই

10/12/2024

মোবাইল সাংবাদিকতায় (MoJo) ব্যবহার কী? বর্তমানে ডিজিটাল অনলাইন সাংবাদিকতা বলতে কি বুঝি.?  সাংবাদিকনেতা :-শেখ তিতুমীর ....

25/10/2024

যেদেশে একজন আইনজীবি নিরাপদ না সে দেশের আদালতে বিচার কেমনে হয়।

দেশটাকে তো শেষ করছেন ২৪শের স্বাধীনতা দেখাইয়া।তার সুফল জাতি পাচ্ছে বাজারে গিয়ে।এখন সেই হায়নারা শেষ করছে বাংলাদেশ ক্রিকেট ...
20/10/2024

দেশটাকে তো শেষ করছেন ২৪শের স্বাধীনতা দেখাইয়া।
তার সুফল জাতি পাচ্ছে বাজারে গিয়ে।
এখন সেই হায়নারা শেষ করছে বাংলাদেশ ক্রিকেট নিয়ে।
সাকিব কে নিয়ে যে কাহিনী করতেছে সেটা জন্য ধীক্কা জানাই । আর বর্জর কন্ঠে বলতে চাই সাকিব কে নিয়ে নাটক বাদ দেন, না হয় বেল বাজিয়ে দিবে এদেশের সাকিব আল হাসানের ভক্তরা ।
পালাবার পথ টুকু পাবেন না, ২৪শের স্বাধীনতার ঘোষকরা। সাবধান।
একটা দেশে রাজনীতি থাকতে পারে কেউ এটা দল ভালবাসতে পারে, কেউ নিজে জন্মভূমির মানুষ গুলোর সেবা করার জন্য কোন মাধ্যমে না হয় সে অল্প কিছু দিনের জন্য এম পি হয়েছিলো তাকে কত ধরনের মামলায় ফাঁসানো হলো।

যে মানুষ টি প্রাণপণ ভাবে নিজের দেশের জন্য কাজ করেছেন ক্রিকেট খেলার মাধ্যমে যে দেশ টিকে কোন দেশ চিনত না, সেই দেশ টিকে গত এক দশক ধরে সুনামের সাথে বিশ্বের মানচিত্রে নাম লিখিয়েছেন।
অসংখ্য ভক্ত সারা বিশ্বে, সেই মানুষ টি এক দল হায়নার নজরে ।
কত ধরনের নাটক ,কত অভিনয় বিসিবির নতুন পান্ডারা করতেছে, যারা করছে তাদের কে চিনে রাখছে বাংলাদেশ।
সময় একদিন আসবে সেদিন পাইটু পাই করে বুজিয়ে দেয়া হবে। সব নাটক করা নতুন পরিচালকদের।

একজন মানুষ রাজনীতিতে যদি নাম লেখালে এই হাল হয় একটি দেশে তাহলে তাদের কি সেই দিন আসবে না তারা কি রাজনীতি করবে না। তাহলে কি রাজনীতি ছেড়ে দিবে মানুষ।
এ কোন ধরনের বিচার, সংস্কারের নামে নৈরাজ্যতা ।
রাক্ষস সুদ খোর। বিচার এই বাংলার মাটিতে হবে।

15/10/2024

শোক সংবাদ
গতকাল আমার মা জননী,
এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে চলে গেছেন।

"ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"

মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে আজ ১৪ অক্টোবর রোজ সোম বার দুপুর ১২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

আল্লাহ্ যেন আমার মা জননী কে জান্নাতের উর্চ্চ মর্যাদায় মোকাম দান করেন —
আপনাদের সকলের নিকট আমার মায়ের জন্য দোয়া চাই আমীন।

সাংবাদিকদের যত রঙ—শেখ তিতুমীর আকাশের ইবি: নিউজ কারো বিরুদ্ধে গেলে হলুদ, পক্ষে গেলে সাদা। কোনো একটি পক্ষের বিরুদ্ধে গেলে ...
12/10/2024

সাংবাদিকদের যত রঙ—

শেখ তিতুমীর আকাশের ইবি: নিউজ কারো বিরুদ্ধে গেলে হলুদ, পক্ষে গেলে সাদা। কোনো একটি পক্ষের বিরুদ্ধে গেলে ‘আরে ওই ছেলেটা তো অমুকের চামচা।
আবার একই পক্ষের পক্ষে গেলে ‘বাহ! ছেলেটা তো দারুণ নিউজ করে!’ পজিটিভ নিউজ করলে তেলবাজ, নেগেটিভ নিউজ করলে ‘সাংবাদিকরা শুধু নেগেটিভ নিউজ করে।’ এই ঘটনা প্রতিদিনের। অনেকে তো সাংবাদিকতা শেখাতেও চলে আসে। আবার ওরাই বিপদে পড়লে সাংবাদিকদের কাছেই আগে আসে। বিপদ উদ্ধার হলেই আবার ‘মুই কি হনু রে!’এর বাইরেও আছে নিজেকে বুদ্ধিজীবী মনে করা কিছু কমেন্টযোদ্ধা।
বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নিয়ে অনেক মাদকসেবীও তৎপর। নেগেটিভ নিউজ হলে নাকি তাদের চাকরি আটকে যায়। আপনারা মাদক নেবেন, মারামারি করবেন, ইভটিজিং করবেন, বিভিন্ন অপকর্ম করবেন তা দেখেও চুপ করে থাকতে হবে। অপকর্ম করলে সমস্যা নাই, প্রকাশ করলেই যত সমস্যা। আপনি, আপনারা ভালো হলেই তো হয়ে যায়। কোন সংবাদের রঙ কি সেটা বিচার বিশ্লেষণ করার আগে নিজের দিকে একবার তাকান।
সাংবাদিকতা পেশায় সবাই সৎ সেটা আমি বলছি না। তবে যার দিকে আঙ্গুল তুলবেন তার আগে ব্যাকগ্রাউন্ডটা জেনে নেবেন। একজন সাংবাদিক ডকুমেন্ট ছাড়া একটা সংবাদে হুদাই কারো নাম বা বিরুদ্ধে লিখে না।
অতিরিক্ত বুদ্ধিজীবী না হয়ে সীমিত বুদ্ধি দিয়ে বিবেচনা করলেই এটা বোঝা যায়। সাইবার বুলিংয়ের অভিযোগ দায়ের করা ব্যক্তিরাও দেখি বুলিং করে।
তবে নিজের বেলায় অভিযোগ দায়ের করেছিলেন কেন? বলি কি, বাঁশ ঝাঁড়েই সুন্দর।

আসলে সাংবাদিকদের ভাগ্যটাই এমন। আমি একজন গণমাধ্যম কর্মী নিজেকে সাংবাদিক দাবী করি না যদিও কারণ সাংবাদিক হতে চেষ্ঠা টুকু তো অবশ্যই করি।
সারা দিন গাঁধার মতন কাজ করে যখন পারসোনাল অফিসে বসে নিজের মিডিয়া প্রতিষ্ঠানে সময় দেই এগুলো কিন্তু এদেশের মানুষের জন্যই, আরে ভাই আমরা যদি পযেটিভ সব তুলে ধরি তাহলে এদেশের কোন উন্নয়ন পাবে না।
আমরা যদি নেগেটিভ টা না তুলে ধরি তাহলে দেশের বিষয় সরকারের বিষয় জানবেন কোথার থেকে।

#ফেক্ট এতো দিন আওয়ামী লীগ কইতো তোমরা বিএনপির লোক নাকি, আজ বিএনপি কয় তোমরা আওয়ামী লীগের লোক, যে দল ক্ষমতা দক্ষল করে বসে আছে তারা আবার বলে ভূয়া সাংবাদিক। আসলো যাব কুঠিরে ভাইছাপ।

লেও বিনোদন।
11/10/2024

লেও বিনোদন।

দুঃখজনকআমার দেশে এই পরিস্থিতি।এতো বিনোদন রাখব কোথায়।আল্লাহ্ মাফ করো এদের, নতুন স্বাধীনতা ভোগ করতে করতে না মরে যাই কবে।
11/10/2024

দুঃখজনক
আমার দেশে এই পরিস্থিতি।
এতো বিনোদন রাখব কোথায়।
আল্লাহ্ মাফ করো এদের, নতুন স্বাধীনতা ভোগ করতে করতে না মরে যাই কবে।

08/10/2024

একজন সংগঠক কখনো রাজ পথে হেরে যায় না।
রাজপথে লড়াই করে পরিস্থিতির মোকাবেলা করে ,
সে সংগঠক উপাধি পায়।

Address

Dhaka

Telephone

+8801866266888

Website

http://www.weeklyabhijugnewstv.com/

Alerts

Be the first to know and let us send you an email when Abhijug TV HD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Abhijug TV HD:

Share