08/09/2024
ফ্যাসিবাদের প্রায় সব জায়ান্ট কারিগরকে সেইফ এক্সিট দিয়ে বা সেইফে রেখে ১০ বছর আগে এক পা হারানো ও হাতের রাগ হারানো সদ্য বাবা হওয়া সাবেক ছাত্রলীগ নেতাকে মবের হাতে নিরাপদ মরতে দেয়া কেমন ফ্যাসিবাদ দমন, হে সরকার?
আয়নাঘরের বন্দিদের তালিকা না দিয়ে, গুম হওয়া কয়েকশ বা হাজারখানেক মানুষের পরিণতি তাদের পরিবারকে না জানিয়ে, আয়নাঘর কারিগরদেরকে লুকিয়ে রেখে গোপালগঞ্জের গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার করা যুবককে আইনের আশ্রয়ে নিয়ে মে রে ফেলা এ কেমন ন্যায়বিচার কায়েম, হে সরকার?
দেশ চালাতে না পারলে দায় স্বীকার করে স্বীয় বিভাগের উপদেষ্টারা পদত্যাগ করুন। লোকবল কম হলে উপদেষ্টা সংখ্যা বাড়ান। উপদেষ্টা বাড়ালে আমাদের আপত্তি নাই। কাজ জানে, দায়িত্ব বুঝে এমন যারে ইচ্ছা তারে নেন।
বিচারবহির্ভূত হত্যাকান্ড ও আইন হাতে তুলে নেয়া সংস্কৃতির পরিবর্তন ঘটাতে না পারলে আপনারা অনেক দ্রুত অজনপ্রিয় হবেন। কত দ্রুত হবেন আপনাদের ধারণাও নাই। অজনপ্রিয় হবার পরে হয়ে যাবেন জনগণের প্রতিপক্ষ।
পুলিশ প্রায় নিষ্ক্রিয়। কোথাও নিয়ন্ত্রণ নাই। কিছু হলে ছাত্র জনতাকে ডাকতে হয়। ছাত্র জনতাকে বলেন, আপনারা ধরেন প্রতিহত করেন।
এদিকে বাজার আগের চেয়েও বেশি অস্থির। চালের দাম বাড়ছে তো বাড়ছেই। ডিম, মুরগী, সবজি কোনটার দাম কমেছে?
ইন্টার পরীক্ষা নিতে পারলেন না। চাকুরির পরীক্ষা বন্ধ। নতুন সার্কুলার হবার নাম নেই।
"আপনারা লোক ভালো"- বাজার ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পেরে এই একটা ব্যানার নিয়ে বসে যদি ভাবেন দেশের মানুষ খুশিতে বগল বাজাবে...ভুল করবেন। ছাত্র জনতা না খেয়ে, পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ওমুক তমুককে ধরবে আর মন্দির মাজার পাহারা দেবে..এইগুলা কোন ধরনের চিন্তা ভাবনা? জনতা সব করলে বেতন দিয়ে পুলিশ র্যাব পালার কী দরকার? সব খবর জনতা দিয়ে বের করলে সরকারি দামী গোয়েন্দা যন্ত্র ও মানুষের কাজ কী?
বিধ্বস্ত একটা দেশ এক মাসে ঠিক হয় না এটা আমরা সবাই জানি। সরকারকে ৩-৫ বছর সময় দিতে দেশের প্রায় সব মানুষ চোখ বন্ধ করেই রাজি। এই হিসেবে এক মাস কিছুই না। কিন্তু আলামত বোঝার জন্য এক মাস একেবারে কম সময়ও না।
আমি আমার ভরসার সবটুকু এখনো বর্তমান সরকারের ওপর রাখছি। তবে এটাও বুঝতে পারছি, এমন চলতে থাকলে ভালো কিছুর আশা ক্রমশ কমতে থাকবে।
#আফসোস_লীগ
#আপনি_তখন_কই_ছিলেন
ুলিশ_ধরে_মারে_না_তাও_খুশি_না