বেলা বোস

বেলা বোস Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বেলা বোস, Dhaka.

08/09/2024

ফ্যাসিবাদের প্রায় সব জায়ান্ট কারিগরকে সেইফ এক্সিট দিয়ে বা সেইফে রেখে ১০ বছর আগে এক পা হারানো ও হাতের রাগ হারানো সদ্য বাবা হওয়া সাবেক ছাত্রলীগ নেতাকে মবের হাতে নিরাপদ মরতে দেয়া কেমন ফ্যাসিবাদ দমন, হে সরকার?

আয়নাঘরের বন্দিদের তালিকা না দিয়ে, গুম হওয়া কয়েকশ বা হাজারখানেক মানুষের পরিণতি তাদের পরিবারকে না জানিয়ে, আয়নাঘর কারিগরদেরকে লুকিয়ে রেখে গোপালগঞ্জের গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার করা যুবককে আইনের আশ্রয়ে নিয়ে মে রে ফেলা এ কেমন ন্যায়বিচার কায়েম, হে সরকার?

দেশ চালাতে না পারলে দায় স্বীকার করে স্বীয় বিভাগের উপদেষ্টারা পদত্যাগ করুন। লোকবল কম হলে উপদেষ্টা সংখ্যা বাড়ান। উপদেষ্টা বাড়ালে আমাদের আপত্তি নাই। কাজ জানে, দায়িত্ব বুঝে এমন যারে ইচ্ছা তারে নেন।

বিচারবহির্ভূত হত্যাকান্ড ও আইন হাতে তুলে নেয়া সংস্কৃতির পরিবর্তন ঘটাতে না পারলে আপনারা অনেক দ্রুত অজনপ্রিয় হবেন। কত দ্রুত হবেন আপনাদের ধারণাও নাই। অজনপ্রিয় হবার পরে হয়ে যাবেন জনগণের প্রতিপক্ষ।

পুলিশ প্রায় নিষ্ক্রিয়। কোথাও নিয়ন্ত্রণ নাই। কিছু হলে ছাত্র জনতাকে ডাকতে হয়। ছাত্র জনতাকে বলেন, আপনারা ধরেন প্রতিহত করেন।

এদিকে বাজার আগের চেয়েও বেশি অস্থির। চালের দাম বাড়ছে তো বাড়ছেই। ডিম, মুরগী, সবজি কোনটার দাম কমেছে?

ইন্টার পরীক্ষা নিতে পারলেন না। চাকুরির পরীক্ষা বন্ধ। নতুন সার্কুলার হবার নাম নেই।

"আপনারা লোক ভালো"- বাজার ও আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে না পেরে এই একটা ব্যানার নিয়ে বসে যদি ভাবেন দেশের মানুষ খুশিতে বগল বাজাবে...ভুল করবেন। ছাত্র জনতা না খেয়ে, পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ওমুক তমুককে ধরবে আর মন্দির মাজার পাহারা দেবে..এইগুলা কোন ধরনের চিন্তা ভাবনা? জনতা সব করলে বেতন দিয়ে পুলিশ র‍্যাব পালার কী দরকার? সব খবর জনতা দিয়ে বের করলে সরকারি দামী গোয়েন্দা যন্ত্র ও মানুষের কাজ কী?

বিধ্বস্ত একটা দেশ এক মাসে ঠিক হয় না এটা আমরা সবাই জানি। সরকারকে ৩-৫ বছর সময় দিতে দেশের প্রায় সব মানুষ চোখ বন্ধ করেই রাজি। এই হিসেবে এক মাস কিছুই না। কিন্তু আলামত বোঝার জন্য এক মাস একেবারে কম সময়ও না।

আমি আমার ভরসার সবটুকু এখনো বর্তমান সরকারের ওপর রাখছি। তবে এটাও বুঝতে পারছি, এমন চলতে থাকলে ভালো কিছুর আশা ক্রমশ কমতে থাকবে।

#আফসোস_লীগ
#আপনি_তখন_কই_ছিলেন
ুলিশ_ধরে_মারে_না_তাও_খুশি_না

04/09/2024

যারা দেশ আর দেশপ্রেম বলতে পতাকা, চর্বিত ইতিহাস, জাতীয় সংগীত, জাতীয় ফুল-পাখি-লতা-পাতা, স্যাটেলাইট উৎক্ষেপণ, সাবমেরিন কেনাকেই বোঝে। রাষ্ট্রকে যে নাগরিকের কাছে দেশ হয়ে উঠতে হয়, নাগরিকের দেশ হিসেবে রাষ্ট্রকে যে নিজেকে যোগ্য করে তুলতে হয়, তা তারা বোঝে না। আমাদের রাষ্ট্রকে আমাদের যোগ্য করে তুলতে হলে জাতীয় সংগীত পরিবর্তনে বাঁধা হওয়া যাবে না, একটা অমীমাংসিত গান কখনোই জাতীয় সঙ্গীতের মর্যাদা পেতে পারে না, যে গান শুনলে আমাদের রক্তে আগুন জ্বলবে, আমরা প্রতিবাদী হবো সেই গানকে জাতীয় সংগীত করলে দোষের কিছু নেই।

আমার বাসার বুয়ার প্রচন্ডরকম মুড সুইং হয়। সেকেন্ডে সেকেন্ডে। চিন্তা করবে খিচুড়ি রান্না করবে। এরপর ভাতের চাল ধুয়ে দিয়ে রুট...
26/08/2024

আমার বাসার বুয়ার প্রচন্ডরকম মুড সুইং হয়। সেকেন্ডে সেকেন্ডে। চিন্তা করবে খিচুড়ি রান্না করবে। এরপর ভাতের চাল ধুয়ে দিয়ে রুটি বানাবে।
আজ এই মাঝ রাতে শখ হইছে এয়ারফ্রায়ারে আলুর চিপস বানাবে। বানাতে গিয়ে মনে হইছে ডিম ভাজবে। ডিম ভাজতে গিয়ে মনে হইছে পেয়াজ কাইটা ফ্রিজে রাখবে। রাখতে গিয়ে শশা বের করে পানিতে দিয়ে এসে দেখে আলুর কালাভুনা চিপস হয়ে গেছে।

উল্লেখ্য আমার বাসার বুয়া আমি 🙃

19/08/2024

একটা পাগলকে ১ ঘন্টা সহ্য করার কারণে সেনাপ্রধানের সংবর্ধনা পেলো ক্যাপ্টেন আশিক ভাই।
এদিকে বছরের পর বছর যে নীরবে নিভ্রিতে নিজের শখের এক পাগলীকে সহ্য করে যাচ্ছে হাজার হাজার তরুণ এবং যুবক সমাজ তাদের সংবর্ধনা দেবে কে?

এদের মতো ধৈর্য্য শক্তি দাও প্রভু
18/08/2024

এদের মতো ধৈর্য্য শক্তি দাও প্রভু

18/08/2024

বর্তমান সময়ে টক শো-

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বেলা বোস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share