Grow With Misbah

Grow With Misbah চলুন এগিয়ে চলি সামনের দিকে, হাতে হাত রেখে জয়ের পথে, সবাই একসাথে..

🚀 সাফল্য কখনোই স্থায়ী না, জীবনের সফলতার সংগ্রামটাই চিরকালীন!মনে আছে? যখন একটা সময় পরীক্ষায় ভালো নম্বর পেলে, প্রজেক্ট সফল...
13/09/2025

🚀 সাফল্য কখনোই স্থায়ী না, জীবনের সফলতার সংগ্রামটাই চিরকালীন!

মনে আছে? যখন একটা সময় পরীক্ষায় ভালো নম্বর পেলে, প্রজেক্ট সফল হলে কিংবা ছোট্ট একটা গোল অর্জন করলে মনে হতো "আহ! এটাই শেষ!"। কিন্তু আসলে সত্যিকারের সাফল্য তো হচ্ছে পরবর্তী লক্ষ্যের জন্য আবার লড়াই শুরু করা।

আজকে তোমার যে সংগ্রাম, যে কষ্ট... সেটাই তোমাকে আগামীকালের জন্য আরো Stronger, আরো Capable বানিয়ে তুলবে!

✨ লাইক করো যদি তুমি মনে করো, তোমার সংগ্রামই তোমার আসল শক্তি! ✍️কমেন্টে লিখো "আমি থামব না!" — নিজের ইচ্ছা শক্তি টাকে জানিয়ে দাও!
শেয়ার করো নিজের সেই বন্ধুদের কাছে যে তোমার মতো লড়াইয়ে লিপ্ত! বিজয় আসবেই, ইনশাআল্লাহ।



- পোস্টটি শেয়ার করতে ভুলো না💚💚

12/09/2025

'আল্লাহুম্মা সয়্যিবান নাফিআহ'

'হে আল্লাহ! আপনি মুষলধারায় যে বৃষ্টি দিচ্ছেন, তা যেন আমাদের জন্য উপকারি হয়।' (বুখারি, হাদিস: ১০৩২; নাসায়ি, হাদিস: ১৫২৩)💚💚

27/08/2025

জীবনে যাই ঘটুক.. হাল ছাড়বেন না।
আজকে যারা আপনাকে নিয়ে হাসাহাসি করছে, সফল হলে দেখবেন ওরাই আপনার পিছনে ছাতা নিয়ে ঘুরছে। নিজের লক্ষ্যে স্থীর থাকুন। লেগে থাকুন। সফলতা আসবেই, ইনশাআল্লাহ।

14/08/2025

জীবনে খুব খারাপ সময় আসা প্রয়োজন। এই সময়টা আপনাকে যে শিক্ষা দিবে তা অনেক সময় জীবন পরিবর্তন করে ফেলার জন্য যথেষ্ট। জাস্ট শিক্ষাটাকে বাস্তব অভিজ্ঞতায় কাজে লাগাতে হবে।

ফেসবুকে সফল হতে চাইলে ধৈর্য্য ধরে কাজ করার কোনো বিকল্প নেই। দর্শকের চাহিদা অনুযায়ী নিয়মিত মানসম্মত ভিডিও দিতে থাকুন। অবশ...
13/08/2025

ফেসবুকে সফল হতে চাইলে ধৈর্য্য ধরে কাজ করার কোনো বিকল্প নেই। দর্শকের চাহিদা অনুযায়ী নিয়মিত মানসম্মত ভিডিও দিতে থাকুন। অবশ্যই ফেসবুকের নিয়ম নীতি অনুসরণ করে। অবশেষে একটা কথা মাথায় রাখবেন, যদি একবার দর্শকের ভালোবাসায়, আস্থায় পরিপূর্ণ হতে পারেন তাহলে আর আপনাকে পিছনে ফিরে তাকাতে হবে না। আর হ্যা, ভিডিও এডিটিং সম্পর্কে ভালো ধারণা রাখতে হবে আপনাকে। ইউটিউবে ফ্রীতে এখন ভালো অনেক কোর্স পাওয়া যায়। শুরু করে দিন না..

12/08/2025

আসসালামু ওয়ালাইকুম।
শুভ সকাল।
প্রতিটি সকাল, নতুন সম্ভাবনা..
নতুন একটি দিন..

11/08/2025

কে কি বললো সেদিকে সময় নস্ট করবেন না। আপনি সফল হলে তারাই আপনার পিছনে দৌড়াবে।

এনগেজমেন্ট বাড়ান।। যেভাবেই হোক। পিছে ফিরে তাকাতে হবে না। কিভাবে?আপনার সামনে আসা সব ভিডিও/ পোস্ট দেখুন, কমেন্ট করুন।  এবং...
09/08/2025

এনগেজমেন্ট বাড়ান।। যেভাবেই হোক।
পিছে ফিরে তাকাতে হবে না। কিভাবে?
আপনার সামনে আসা সব ভিডিও/ পোস্ট দেখুন, কমেন্ট করুন। এবং নিয়মিত পোস্ট এবং ভিডিও পোস্ট করুন। শুভকামনা রইলো।

ফেসবুক একটা বিশাল সমুদ্র..এখানে সফল হয়ে নিজের জীবন পরিবর্তন করে ফেলেছে এমন মানুষের সংখ্যা অসংখ্য। আপনি রেডি হচ্ছেন তো? ফ...
08/08/2025

ফেসবুক একটা বিশাল সমুদ্র..
এখানে সফল হয়ে নিজের জীবন পরিবর্তন করে ফেলেছে এমন মানুষের সংখ্যা অসংখ্য। আপনি রেডি হচ্ছেন তো? ফেসবুকের নিয়ম মেনে লেগে থাকুন। সফলতা ইনশাআল্লাহ আসবেই..

ফেসবুকে সফল হতে প্রথমেই একটি নির্দিষ্ট বিষয় পছন্দ করুন। যেই বিষয়টি সম্পর্কে আপনার আগ্রহ আছে। সেই বিষয় সম্পর্কে আরো অভিজ্...
07/08/2025

ফেসবুকে সফল হতে প্রথমেই একটি নির্দিষ্ট বিষয় পছন্দ করুন। যেই বিষয়টি সম্পর্কে আপনার আগ্রহ আছে। সেই বিষয় সম্পর্কে আরো অভিজ্ঞতা অর্জন করুন এবং সেই বিষয়ে অভিজ্ঞতা গুলো ফেসবুকের নিয়ম মেনে কোয়ালিটি বজায় রেখে নিয়মিত পাবলিশ করুন। বিশ্বাস করুন, এই ভাবে নিয়মিত ৬ মাসের কস্ট আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে, ইনশাআল্লাহ। কোনো ভাবেই হাল ছাড়বেন না। আপনার ভিডিওতে দর্শক উপকৃত হলে আপনার ভিডিও মানুষ দেখবেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মুসলিম ভাই বোনদের প্রতি অনুরোধ অবশ্যই পাচ ওয়াক্ত নামাজ সময়মতো আদায় করবেন।

07/08/2025

শুভ সকাল।
প্রতিটি মুহুর্ত খুবই গুরুত্বপূর্ণ।
সময়ের সঠিক ব্যবহারই একমাত্র আপনাকে সফল করতে পারে। তাই সময় নস্ট করবেন না। এগিয়ে যান চুড়ান্ত লক্ষ্যে। শুভকামনা রইলো সবসময়ই

ফেসবুকে সফল হতে চান? এই ৫টি টিপস ভালো ভাবে মেনে চলার চেস্টা করুন!** 😊  ফেসবুক হোক আপনার সাফল্যের প্ল্যাটফর্ম! লাইক, শেয়...
06/08/2025

ফেসবুকে সফল হতে চান? এই ৫টি টিপস ভালো ভাবে মেনে চলার চেস্টা করুন!** 😊

ফেসবুক হোক আপনার সাফল্যের প্ল্যাটফর্ম! লাইক, শেয়ার বা এনগেজমেন্ট বাড়াতে চাইলে এই সহজ উপায়গুলো ফলো করুন:

✅ **১. আকর্ষণীয় কন্টেন্ট বানান**
- নিজের প্যাশন/এক্সপার্টিজ শেয়ার করুন (যেমন: রান্না, টেক, শিক্ষা)।
- ছবি/ভিডিও দিয়ে পোস্টকে প্রাণবন্ত করুন। 📸
- প্রশ্ন বা পোল ব্যবহার করে মানুষকে যুক্ত করুন।

✅ **২. নিয়মিত ও সময়মতো পোস্ট দিন**
- সপ্তাহে কমপক্ষে ৭-১০টি পোস্টের রুটিন রাখুন।
- অডিয়েন্স একটিভ সময়ে পোস্ট করুন (সন্ধ্যা ৭-১০টা ভালো)।

**৩. কমিউনিটির সাথে এড হোন**
- রিলেভেন্ট গ্রুপে একটিভ থাকুন (কমেন্ট, শেয়ার দিয়ে)।
- মানুষের প্রশ্নের জবাব দিন, তাদের পোস্টে সাপোর্ট দেখান। ❤️

✅ **৪. সত্যি ও ইতিবাচক থাকুন**
- ভুয়া বা কন্ট্রোভার্শিয়াল কন্টেন্ট এড়িয়ে চলুন।
- হাসি ও অনুপ্রেরণা ছড়ান — মানুষ এটাই পছন্দ করে! 😊

✅ **৫. এনালাইজ করুন ও শিখুন**
- ফেসবুক "ইনসাইটস" দেখুন কোন পোস্ট ওয়ার্ক করছে।
- ট্রেন্ডস বুঝে কন্টেন্ট অ্যাডজাস্ট করুন।

> **সফলতা আসে ধৈর্য্য আর সত্যিকারের কানেকশনে!**
> আজই শুরু করুন — আপনার গল্পই হতে পারে অন্যের অনুপ্রেরণা 🌟

*লাইক, কমেন্ট ও শেয়ার করে বন্ধুদেরও জানান! আপনার সফলতার গল্প শুনতে চাই 👇*

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Grow With Misbah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share