Agragami News

  • Home
  • Agragami News

Agragami News সংবাদ সংস্থা

কাজে ব্যস্ত ছিল মা, পুকুরে ভাসছিল চার বছরের তাহসিন নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের তাহিরপুর গ্রামে পুকুরে ডুবে ম...
28/03/2024

কাজে ব্যস্ত ছিল মা, পুকুরে ভাসছিল চার বছরের তাহসিন

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নের তাহিরপুর গ্রামে পুকুরে ডুবে মোহাম্মদ তাহসিন মাহমুদ (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে ওই গ্রামের মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ তাহসিন মাহমুদ তাহিরপুর তামিরুল উম্মাত ইসলামিয়া আলিম মাদরাসা পরিচালনা পর্ষদের সদস্য ব্যবসায়ী হেদায়েত উল্ল্যা মিয়াজীর ২য় সন্তান ও তাহিরপুর নূরানী তালিমুল কোরআন হাফেজি মাদরাসা প্রথম জামায়াতের ছাত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শিশু মোহাম্মদ তাহসিন মাহমুদের মা তাকে ঘরে রেখে পরিবারের কাজে ব্যস্ত। এ সময় মায়ের অগোচরে সে বাড়ির পুকুরের পানিতে পড়ে যায়। তার কথা মনে হওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যরা বাড়ির আশপাশে খোঁজাখুঁজি করেন। এক পর্যায়ে খুঁজতে খুঁজতে পুকুর থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন বলেন, মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। তবে পরিবারের পক্ষ থেকে থানায় বিষয়টি জানানো হয়নি।

ইফতারে ঘাস খাচ্ছেন ফিলিস্তিনিরাসারাদিন রোজা রাখার পর পশুর খাবার ঘাসের সঙ্গে লেবু দিয়ে ইফতার করছে একটি ফিলিস্তিনি পরিবার—...
21/03/2024

ইফতারে ঘাস খাচ্ছেন ফিলিস্তিনিরা

সারাদিন রোজা রাখার পর পশুর খাবার ঘাসের সঙ্গে লেবু দিয়ে ইফতার করছে একটি ফিলিস্তিনি পরিবার— চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে এমন একটি ছবি ভাইরাল হয়। সম্প্রতি আরো একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায়— ক্ষুধার যন্ত্রণায় ঘাস খাচ্ছে অবরুদ্ধ গাজা উপত্যকার এক শিশু। এসব দেখে চোখের পানি ফেলেন বিশ্বের লাখো বিবেকবান মানুষ।মঙ্গলবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই ভিডিও ও ছবির মাধ্যমে ফুটে ওঠে- গাজায় ইসরায়েলি হামলায় কতটা অসহায় হয়ে পড়েছেন সেখানকার বাসিন্দারা। নির্যাতিত ভাইদের এমন অসহায় রূপ দেখে হৃদয়ে রক্তক্ষরণ হয় বিশ্বের ১৯০ কোটি মুসলমানের। অনেকেই জানান, এ দৃশ্য দেখার পরে ইফতার সামনে নিয়ে কান্না করেছেন তারা।

ছবিগুলো সামনে আসার পর অনেকেই প্রশ্ন করেন, ক্ষুধার তাড়নায় ফিলিস্তিনিরা যে ঘাস খাচ্ছেন, সেগুলো দেহের জন্য ক্ষতিকর কি না? চিকিৎসকরা বলছেন, ঘাস বিষাক্ত কোনো কিছু নয়। কিন্তু এটি মানুষের জন্য ভালোও নয়। বিশেষ করে যদি দীর্ঘদিন খাওয়া হয়। কারণ, পানি আর লিগনিনের সমন্বয়ে তৈরি ঘাস। লিগনিন এমন একটি প্রোটিন যা মানুষের পাচনতন্ত্রের জন্য ভাঙা কঠিন। প্রাণীর জন্য, যেমন গরু, ঘাস খাওয়া কোনো সমস্যা নয়। কারণ তাদের পাচনতন্ত্র এটি সহ্য করতে পারে। কিন্তু ঘাসে অতিরিক্ত পরিমাণ সেলুলোস থাকার অর্থ হলো মানুষের জন্য এটির কোনো পুষ্ঠিগত উপকারিতা নেই।

এছাড়া মানুষের দাঁতের জন্য ঘাস ক্ষতিকর। কারণ ঘাসে প্রচুর পরিমাণ সিলিকা বা বালু থাকে। যা ধীরে ধীরে দাঁত নষ্ট করে ফেলতে পারে। কিন্তু প্রাণীর দাঁত এমনভাবে তৈরি যে এই সিলিকা তাদের কোনো ক্ষতি করতে পারে না।

পাশাপাশি ঘাসে প্রচুর পরিমাণ ময়লাও থাকে। অনেক জায়গায় ঘাসে কীটনাশক ব্যবহার করা হয়। অর্থাৎ ঘাস খেলে মানবদেহে ক্যান্সার ও সন্তান জন্মদানগত সমস্যা হতে পারে। ঘাস যেহেতু মানব দেহের পাচনতন্ত্র ভাঙতে পারে না, ফলে এর কারণে বমি ও ডায়রিয়াও হতে পারে। আর বেশিরভাগ ঘাসই হজম হয় না। ফলে এ থেকে কোনো পুষ্টিই পায় না মানুষ।

এদিকে, গাজার এক পরিবার সংবাদমাধ্যম মিডেল ইস্ট আইয়ের সাংবাদিককে জানিয়েছেন, তারা ঘাস তুলে সেগুলো বাধ্য হয়ে রান্না করে খাচ্ছেন। তারা জানিয়েছেন, ঘাস হলেও শিশুদের সঙ্গে তারা মিথ্যা বলেন। শিশুদের তারা বলে থাকেন এগুলো মুলুখেয়া। যেটি উদ্ভিদ বিশেষ একটি খাবার।

সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে আজ ১৪ মার্চ বৃহস্পতিবার ভোর ৪ ০০ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজিয়া (ইন্নালিল্...
14/03/2024

সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে আজ ১৪ মার্চ বৃহস্পতিবার ভোর ৪ ০০ ঘটিকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজিয়া (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)।

A look back at the winners of the   over the years 🏆😍Who will lift the trophy in 2024?
19/01/2024

A look back at the winners of the over the years 🏆😍

Who will lift the trophy in 2024?

চতুর্থ দিন শেষে জয়ের বন্ধরে বাংলাদেশ দল। এখনো ২১৯ রানে এগিয়ে রয়েছে টাইগাররা।
01/12/2023

চতুর্থ দিন শেষে জয়ের বন্ধরে বাংলাদেশ দল। এখনো ২১৯ রানে এগিয়ে রয়েছে টাইগাররা।

১৯৭৫ বিশ্বকাপ - ফাইনাল - হার১৯৮৭ বিশ্বকাপ - ফাইনাল - জয়১৯৯৬ বিশ্বকাপ - ফাইনাল - হার১৯৯৯ বিশ্বকাপ - ফাইনাল - জয়২০০৩ বিশ্ব...
18/11/2023

১৯৭৫ বিশ্বকাপ - ফাইনাল - হার
১৯৮৭ বিশ্বকাপ - ফাইনাল - জয়
১৯৯৬ বিশ্বকাপ - ফাইনাল - হার
১৯৯৯ বিশ্বকাপ - ফাইনাল - জয়
২০০৩ বিশ্বকাপ - ফাইনাল - জয়
২০০৭ বিশ্বকাপ - ফাইনাল - জয়
২০১৫ বিশ্বকাপ - ফাইনাল - জয়
২০২৩ বিশ্বকাপ - ফাইনাল - ???

15/11/2023

আগামী ৭ জানুয়ারি বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন...

লাড্ডু যে খাবে সে পস্তাবে, যে না খাবে সেও পস্তাবে। অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে জেনেশুনে বিষের বোতলে চুমুক দেয়া, লাভ ম্যারেজ ...
11/11/2023

লাড্ডু যে খাবে সে পস্তাবে, যে না খাবে সেও পস্তাবে।

অ্যারেঞ্জ ম্যারেজ হচ্ছে জেনেশুনে বিষের বোতলে চুমুক দেয়া, লাভ ম্যারেজ হলো সেবনের পূর্বে উক্ত বোতলটি ভালোকরে ঝাঁকিয়ে নিয়ে পান করা।

10/11/2023

সরকারি হস্তক্ষেপের কারণে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের সদস্যপদ সাসপেন্ড করেছে আইসিসি !

আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখন শ্রীলঙ্কাকে টপকে সপ্তম অবস্থানে!👉বাংলাদেশের🇧🇩 পরবর্তী ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে!👉শ্রীলংকার🇱🇰 ...
06/11/2023

আলহামদুলিল্লাহ বাংলাদেশ এখন শ্রীলঙ্কাকে টপকে সপ্তম অবস্থানে!
👉বাংলাদেশের🇧🇩 পরবর্তী ম্যাচ অস্ট্রেলিয়ার সাথে!
👉শ্রীলংকার🇱🇰 পরবর্তী ম্যাচ নিউজিল্যান্ডের সাথে!

২৮ অক্টোবর খেলা হবে? বাংলাদেশ বনাম নেদারল্যান্ড!কে হবে জয়ী?
27/10/2023

২৮ অক্টোবর খেলা হবে?
বাংলাদেশ বনাম নেদারল্যান্ড!
কে হবে জয়ী?

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন.....
25/10/2023

চলে গেলেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল হোসেন.....

Address


Alerts

Be the first to know and let us send you an email when Agragami News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share

Agragami NEWS

Bangla Online Newspaper