IDEAL bd

IDEAL bd Welcome to IDEAL bd

31/10/2024

জাতীয় পার্টি কার্যালয়ে আগুন -----------

09/09/2024

আন্দোলনের সময় কেন বন্ধ হয়েছিল ইন্টারনেট। যত মিথ্যা ও আসল কারণ।

08/09/2024

আমরা বলেছি প্রতিশোধ নিবোনা, মানে আইন নিজের হাতে তুলে নিবোনা। ডাঃ শফিকুর রহমান।

05/09/2024
02/09/2024

পাকিস্তান যেতে ভিসা লাগবে না বাংলাদেশীদের।
-পাক হাই কমিশনার-

আস-সুন্নাহ ফাউন্ডেশন হলো বাংলাদেশ-ভিত্তিক একটি অরাজনৈতিক এবং অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা। এটি শিক্ষা, দাওয়াত ও মানবকল...
02/09/2024

আস-সুন্নাহ ফাউন্ডেশন হলো বাংলাদেশ-ভিত্তিক একটি অরাজনৈতিক এবং অলাভজনক ধর্মীয় দাতব্য সংস্থা। এটি শিক্ষা, দাওয়াত ও মানবকল্যাণসহ নানা বিষয়ে সেবামূলক কার্যক্রম পরিচালনা করে।
২০১৭ সালে বাংলাদেশী ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ এটি প্রতিষ্ঠা করেন এবং শুরু থেকেই তিনি চেয়ারম্যান হিসেবে এটি পরিচালনা করছেন।

এই সংস্থার অধীনে আস-সুন্নাহ স্কিল ডেভলপমেন্ট ইনস্টিটিউট ও মাদরাসাতুস-সুন্নাহ নামক মাদ্রাসা কার্যক্রম চালু করা হয়েছে। এছাড়াও সংস্থাটি বন্যার্তদের মধ্যে জরুরী ত্রাণ বিতরণ, শীতার্তদের মধ্যে বস্ত্র বিতরণ, ক্ষুধার্তদের মধ্যে অন্ন বিতরণ ও দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচিসহ নানা সেবামুখী কার্যক্রম পরিচালনা করে থাকে।

নীতিবাক্য
উম্মাহর স্বার্থে, সুন্নাহর সাথে
প্রতিষ্ঠাকাল: ২০১৭,৭ বছর আগে।

প্রতিষ্ঠাতা: শায়খ আহমদুল্লাহ
ধরন: অরাজনৈতিক, অলাভজনক
সদরদপ্তর: প্লট-৭০, রোড-৩, ব্লক-সি, আফতাবনগর, ঢাকা-১২১২। বাংলাদেশ।

এই বছরের বন্যা:২০২৪
ভারতীয় ঢল আর টানা বৃষ্টিতে দেশের ১২টি জেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণে বড় ভূমিকা রেখে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। বন্যার্তদের জন্য তিন ধাপে ত্রাণ বিতরণ ও বন্যা পরবর্তী পুনর্বাসনের জন্য এ বছর সর্বমোট ১০০ কোটি টাকার সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছিল ফাউন্ডেশনটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। সেই টার্গেট পূরণ হয়েছে বলে জানিয়েছেন তিনি।

ওয়েবসাইট:
assunnahfoundation.org

আমাদের হাতে ১০ বছরের জন্যে ছেড়ে দিন তার পর হিসাব করে বুঝিয়ে নিয়েন। কয়েকটি ঊল্লেখ যোগ্য কাজ করবো আমরা। ১- প্রতিটি মানুষের...
02/09/2024

আমাদের হাতে ১০ বছরের জন্যে ছেড়ে দিন তার পর হিসাব করে বুঝিয়ে নিয়েন।

কয়েকটি ঊল্লেখ যোগ্য কাজ করবো আমরা।
১- প্রতিটি মানুষের নিরাপত্তা বিধান।
২- দুর্নীতিকে জিরো পর্যায় নিয়ে আসব।
৩- প্রতিটি মানুষ তার পুর্ন অধিকার ও নির্বিগ্নে ভয়হীন ভাবে চলাফেরা।
৪- দেশ প্রেমের নবজাগরন।
৫- শিক্ষা দিক্ষায় অভূতপুর্ব উন্নতি।
৬- শিল্পবিপ্লব।
৭- প্রতিটি মানুষের জীবন হবে ঊন্নত মর্যাদাশীল ও মিনিং ফুল।
৮- সুনাগরীক তৈরি।
৯- বিভিন্ন মেশিনারিজ আবিষ্কার করার আপ্রান প্রয়াস থাকবে।
১০- দেশ সেরা দেশ প্রেমিক জ্ঞান বিজ্ঞান আর মূল্যবোধ যারা পারদর্শী তাদের কে নিয়ে পলেসি মেকার টীম তৈরি।
১১- সেনাবাহিনীকে সর্বাধনিক করে দেশের নিরাপত্তা বিধান করাসহ দেশকে সারা দুনিয়ার সামনে আমরা উন্নায়ন আর মুল্যবোধের মডেল হিসাবে গড়ে তুলবো ইনশাল্লাহ।

01/09/2024

এই রকম ইসলাম বিদ্বেষী আচরন কারণেই সাধারণ মুসলিম জনতা থেকে দূরে সরে গেছে আওয়ামী লীগ।

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when IDEAL bd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to IDEAL bd:

  • Want your business to be the top-listed Media Company?

Share