06/06/2025
ঈদ মোবারক।।
ঈদ মানেই আনন্দ,ঈদুল আজহার মূল বার্তা হলো ত্যাগ ও আত্মোৎসর্গ। এই দিনে মুসলিমরা আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানি করে, যা ত্যাগের এক মহান দৃষ্টান্ত। আনন্দের এই দিনে আপনার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও ভালোবাসায়।
আল্লাহ্র রহমত বর্ষিত হোক আপনার ও আপনার পরিবারের উপর।
ঈদের খুশি ছড়িয়ে পড়ুক চারদিকে, মুছে যাক সব দুঃখ ও ক্লান্তি।