29/07/2025
আমার ধান্দা ছিলো ফাইনালের পর কিছুদিন গায়ে বাতাস লাগিয়ে ঘুরে-টুরে বেড়াবোঘুমাবো; জীবনের গভীরতম অর্থ খুঁজতে পাহাড়ে যাবো। হাওরে যাবো। সাগরে যাবো।
বেশি না। জীবন থেকে ছয়টা মাস সময় চেয়েছিলাম আমি।
আমার বাবা ভাবলেন আমি বোধহয় বাকি জীবন বেকার থাকার প্রস্তুতি নিচ্ছি। বাধ্য হয়ে সরকারি চাকুরির পড়া পড়তে নামা লাগলো।
ওদিকে ইন্টার্নশিপের শিক্ষকের মনে হয়েছে পুরো দুনিয়ার শিক্ষা ৩ মাসেই শিখিয়ে দিবেন, যার জন্য দিলেন ১০০ টা গদবাধা ইন্সট্রাকশন।
যাদেরকে মানুষের কাতারেও ফেলি না, জীবনে আমাকে কষ্ট ছাড়া কিছুই দেয় নাই, ওদের চাকরি পাওয়ার খবর দিয়ে আমাকে ডিমোটিভেট করায় ব্যস্ত আরেক দল।
_______
আপনার মৃত্যু আসলে কখন হয়?
যখন আপনি নিজের জন্য কিছু করার স্কোপ আর সুযোগ হারিয়ে ফেলেন। যখন নিজের জন্য বাঁচার সুযোগ হারিয়ে ফেলেন৷ যখন অন্যের জন্য বাঁচেন।
যখন আপনার স্বপ্ন গুলা মারা যায়।
আপনি হয়তো অলরেডি মারাও গেছেন। আপনি জাস্ট জানেন না।
_______
খুব সম্ভবত ঢাকায় এখন বৃষ্টি হচ্ছে।
টাঙ্গুয়ার হাওরে রংগিলা বাড়ই - এর ছাদে বসে ঢাকার বৃষ্টির কথা ভাবছি, হাস্যকর। হয়তো গত ৫ বছর বিশ্ববিদ্যালয় জীবনের সকল বিশ্বাসঘাতকতা একসাথে মনে পড়ছে, আমার সেই কষ্টের কথা ভেবে যদি ঢাকার আকাশে বৃষ্টি হয়..... অদ্ভুত চিন্তা....
একটা গান শুনা যায় অবশ্য। সাইফ জোহান এর : " কিছু মানুষ মরে যায় পঁচিশে।"
"কিছু মানুষ মরে যায়...মরে যায় পঁচিশে...
তারপর মরে গিয়েও বহুকাল বাঁচে সে।"
ভালো গান। কিন্ত মিলিয়ন ক্রস করলো না কেন?
________
আমার চেয়ে ছোট যারা আছেন ভার্সিটির, শুধু ক্যারিয়ার নিয়ে এবং একটা নির্দিষ্ট সার্কেল মাথায় নিয়ে মাতামাতি করিও না।
আল্লাহ কি লিখে রেখেছেন ঠিক নাই, দেখবা তোমার টার্গেট একটা, কিন্তু অন্যকোনো জায়গায় বড় কিছু হয়ে যাবা যেটা চিন্তায়ও ছিলো না, আর বন্ধু? পরিবারের অংশ বানিয়ে ফেলা বন্ধুরাও কোনো বাইরের কারো কথায় তোমাকে বিশ্বাসঘাতকতা করে ফেলতে পারে, দুনিয়া গোলের মতোই বাস্তবতা এটা
লিভ ইয়োর লাইফ টু দ্যা ফুলেস্ট ভাই লোক।
হ্যাভ ফান। গো ফর এডভেঞ্চারস। মিট লটস অফ পিপল এনড মেক ডিফ্রেন্ট টাইপস অফ ফ্রেন্ডস।
ফান মানে বিএফ/জিএফ এর সাথে ফান বুঝাচ্ছি না, (ওটা ডিফারেন্ট টপিক, এমনেই মেয়ে বিষয়ক জিনিসে আমার লাইফে কুফা ছাড়া কিছুই নাই, জীবনে এনাফ ডাউনফল ডেকে এনেছি, সো এই জিনিস আমি জ্ঞান দিতে যাবো না )
আসল ফান।
.....হয়তো এটাই লাস্ট টাইম......
তুমি সত্যিকার অর্থে বাঁচতেসো।
#জীবন_থেকে_শেখা