Musics Live BD

Musics Live BD Musics Live BD is mainly for the concert lovers. YouTube link: https://www.youtube.com/?sub_confirmation=1
(1)

I wish I could have been there again 😔😔😔
29/07/2025

I wish I could have been there again 😔😔😔

Shomorpon     😔😔😔
29/07/2025

Shomorpon
😔😔😔

05/02/2025

Masranga (Kingfisher) the most popular and the most requested song by Shohojia - সহজিয়া​⁠​⁠ was performed on stage last week at a live solo concert at Bangladesh Shishu Academy Auditorium named ধ্যান (meditation). Audience enjoyed so much with a lot of excitement. They cheered & chant.

Lyrics
রাঙা বউ রাঙা ভোর
রাঙা রাত পূর্ণিমা
নদী পাড় বাঁশঝাড়
হঠাৎ এক মাছরাঙা

রঙ দিয়ে রঙ নিয়ে
এঁকেছ যে ছবিটা
যেদিকেই চোখ যায়
দেখতেই পাবে তা

চুপচাপ দেখে নেয়
সব গড়া সব ভাঙা
নদী পাড় বাঁশঝাড়
চুপচাপ মাছরাঙা

ঘরদোর এ নগর
এই পথ এ সময়
এ শহর পুরোটাই
একটুও গ্রাম নয়

এই দিন এই রাত
এইসব ঠিকানা
নদী পাড় বাঁশঝাড়
দেখে নেয় মাছরাঙা

#সহজিয়া #মাছরাঙা #মাছরাঙ্গা

Check the comments 👇👇👇
02/02/2025

Check the comments 👇👇👇

24/01/2025

Jadukor (Magician), the most popular and the most requested song by Shohojia - সহজিয়া​⁠ was performed on stage last week at a live solo concert at Bangladesh Shishu Academy Auditorium named ধ্যান (meditation). Audience enjoyed so much with a lot of excitement. They cheered & chant.

Lyrics:
যাদুকর চলে গ্যাছে রঙ্গ দেখিয়ে
চোখে তাই রঙ আছে লেগে
রাতে ঘুম হয় না ভালো
চোখ বোজো

এ পোড়া মনেতে কিসের অসুখ
যাদুকর চলে গ্যাছে

সাজঘরে নর্তকীর চোখের জলে
কাজল লেপ্টে গ্যাছে
জোকারম্যান মঞ্চে এল
এবার হাসো

এ পোড়া মনেতে কিসের অসুখ
যাদুকর চলে গ্যাছে...

#জাদুকর #সহজিয়া #

17/01/2025

বোকা পাখি | Shohojia - সহজিয়া | Boka Pakhi | সহজিয়া | Live | full Video | ধ্যান
follow 👉Musics Live BD
Boka Pakhi is a popular song of the Bangladeshi band ​⁠ from their album Rongmistree. Recently Shohojia arranged a solo concert called Dhen (ধ্যান). They performed 23 songs on stage. The experience of the concert was really good. That was enjoyable.Let’s enjoy a moment of that show.

Lyrics:

কেন ভালো লাগে না
মনটা বোঝে না
খোঁজে না স্বপ্নে যে তাই আসা যাওয়া
একটা বোকা পাখি হয়ে বসে থাকি
ভাবনা রাখি শুকনো ডালে এলোমেলো হাওয়া
কেন ভাল লাগে না
মনটা বোঝে না
খোঁজে না স্বপ্নে যে তাই আসা যাওয়া
একটা বোকা পাখি হয়ে বসে থাকি
ভাবনা রাখি শুকনো ডালে এলোমেলো হাওয়া

ছোট ছোট ঘর ও উঁচু উঁচু বাড়ি
কারফিও ডাকে ওঠো তাড়াতাড়ি
হাতের মুঠোয় এক গ্লাস জাদু
এক টান নীল বিষ বুকে নিয়ে ফিরি
এ ছোট ছোট ঘর ও উঁচু উঁচু বাড়ি বাড়ি
কারফিও ডাকে ওঠো তাড়াতাড়ি
হাতের মুঠোয় এক গ্লাস জাদু
এক টান নীল বিষ বুকে নিয়ে ফিরি

কিছুই ছাড়ছি না
কিছুই ধরছি না ধরা দিচ্ছে না
স্বপ্নে যে তাই আসা যাওয়া
একটা বোকা পাখি হয়ে বসে থাকি
ভাবনা রাখি শুকনো ডালে এলোমেলো হাওয়া

আয়নায় রেখে নিজেকে দেখে
কিছুই করতে পারছি না
ছুরি নিয়ে হাতে ধার নেই তাতে
খুঁজছি ধারালো সান্ত্বনা না না না না
আয়নায় রেখে রেখে নিজেকে দেখে
কিছুই করতে পারছি না
ছুরি নিয়ে হাতে ধার নেই তাতে
খুঁজছি ধারালো সান্ত্বনা

কেউ তো ডাকে না
আমি ফিরছি না কোথাও যাচ্ছি না
স্বপ্নে যে তাই আসা যাওয়া

একটা বোকা পাখি হয়ে বসে থাকি
ভাবনা রাখি শুকনো ডালে এলোমেলো হাওয়া
কেন ভালো লাগে না
মনটা বোঝে না
খোঁজে না স্বপ্নে যে তাই আসা যাওয়া
একটা বোকা পাখি হয়ে বসে থাকি
ভাবনা রাখি শুকনো ডালে এলোমেলো হাওয়া

Weekend special 😊Stay tuned …Follow 👉 Musics Live BD
14/01/2025

Weekend special 😊
Stay tuned …
Follow 👉 Musics Live BD

26/10/2024

একটু ভীত নয়, বুনো হিংস্রতায়
এনে দেব ছিনিয়ে
যত দুর্লভ যা চাই। তোমায়।

শত রাত্রি বিনিদ্র যাপন
পারি অবলীলায়,
নির্মল ভোরে তোমার
হাসির প্রতীক্ষায়।

ঝিরি ঝিরি বর্ষণে
প্রদীপ শিখা জ্বেলে,
জেগে রব একলা
হৃদয় উষ্ণতায়

---আর্ক

07/06/2024

Bidhatari Ronge Aka | VIBE (bangladeshi band) | বিধাতারই রঙে আঁকা | Oni Hasan | Full Video | Live | Rock and Rhythm 2.0

Don’t know who made it 🤭AvoidRafa 🙄😳🔥
03/06/2024

Don’t know who made it 🤭
AvoidRafa 🙄😳🔥

13/05/2024

Oni Hasan এর Guitar Playing সাথে Mizan Rahman এর চিরচেনা অসাধারণ ভোকাল এ Warfaze এর পূর্ণতা ❤️
song MNB

12/05/2024

জীবনে প্রথম যে ফোন নাম্বার মুখস্ত রেখেছিলাম 😊
2441139, বেলা বোস এর নাম্বার।
আমার মতো অনেকেরই হয়তো এমনটা হয়েছে। এখন তো কেউ নতুন চাকরি শুরু করলেই প্রথমে এই গানটি স্বরণ করে । তার কোনো বেলা বোস থাকুক, আর না থাকুক 😄
গতকাল রাতে Anjan Dutt ঢাকায় আবারো গেয়ে গেলেন তার জনপ্রিয় এই গানটি।
যারা Anjan Dutt in Metropolis - VOL. 2.0 মিস করেছেন Live Experience নিয়ে নিতে পারেন। আরো ভালো এক্সপেরিয়েন্স পেতে কমেন্ট চেক করুন।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Musics Live BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share