25/05/2025
অচেনা মায়া
সব ছেড়ে যেতে ইচ্ছে করে,
নির্জন কোনো ঘাসফুলের চরে।
যেখানে কোনো শব্দ নেই, আলো ধূসর,
নিজেকে হারিয়ে ফেলাই কোনো বুদ্ধিমানের পথে।
দিনের পর দিন শুধু দায় আর দুঃখ,
ঘুম আসে না, স্বপ্নও ভজ্ঞুর মুখ।
ভেবিছি চলে যাবো একদিন হঠাৎ,
পেছনে ফেলে এ কোলাহল ভরা জগৎ।
কিন্তু পারি না, এক অচেনা মায়া-
অদৃশ্য বন্ধন দরে রাখে আমায়।
কখনো মায়ের হাতের ডাক এ,
কখনো কারো চোখে জমে থাকা অভিমানে।
এ মায়া কোনো নাম চায় না,
কোনো দাবিও তোলে না,
তবুও মন যেন ঠিক বুঝে য়ায
এ না ফেরা পথে লুকিয়ে থাকে ভালোবাসার মায়া।.....