24/08/2023
★নিজের সাথে কখনো কারো তুলনা করো না কারণ তুমি যেমন তেমন টাই সুন্দর। 🥰
★কোনো মানুষ নিজে নিজেই খারাপ বা ভালো হয় না। তার সাথের মানুষদের সাথে থাকতে থাকতে তার চরিত্রটা ও তাদের মতো হয়ে যায়🫡
★তাই তুমি নিজেকে ভালোবাসতে শিখ৷ ☺️
★ নিজের মনের কথা শুনো। বিশ্বাস কর তোমার মন ছারা কেও তুমাকে ভালো ভাবে বুঝতে পারবে না।🤍
★সমাজের এমন অনেক মানুষ আছে যারা সমালোচনা টা বেশিই করে। তো তাদের কথা না ভেবে নিজের ওপর ভরসা আর বিশ্বাস রাখো। তুমি দেখতে পাবে..... এক সময় যারা তোমাকে নিয়ে সমালোচনা করছিল তারাই এখন তোমার নামে প্রসংশা করছে💖
★ তাই তো বলি অন্যদের দেখে লাভ নেই নিজের সম্মান নিজের কাছে। ❤️