The Like Button

The Like Button Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Like Button, Dhaka.

27/01/2025
University of Dhaka
17/07/2024

University of Dhaka

06/07/2024

সার্বজনীন পেনশন স্কিম! সোজা কথা!
১. সরকার সরকারি চাকরিজীবীদের জন্য চলমান পেনশন প্রথা বাতিল করতে চাচ্ছে!

২. সার্বজনীন পেনশন স্কিম ইজ নাথিং বাট জাস্ট এ ডিপিএস সিস্টেম!

৩. তবে, এই ডিপিএস তথা সার্বজনীন পেনশন স্কিম প্রচলিত ডিপিএস থেকেও সরকারি চাকরিজীবীকে কম টাকা দিবে!

৪. ঘোষিত সার্বজনীন পেনশন সুবিধায় একজন সরকারি চাকরিজীবী যদি প্রতি মাসে ৫০০০ টাকা জমা দেন তাহলে উনি প্রতি মাসে ৬২,৩৩০ টাকা পেনশন পাবেন!

৫. ১৫ বছর পেনশন পেলে উনি সর্বমোট পেনশন পাবেন ১,১২,১৯,৪০০/- মাত্র! ১৫ বছর ধরে পাওয়া এই টাকার ৩০ বছর পরের তৎকালীন প্রেজেন্ট ভ্যালু হবে ৫৬,৮৯,০৪৩/- টাকা মাত্র!!

৬. একজন সরকারি চাকরিজীবী যদি প্রতি মাসে ৫০০০ টাকা ব্যাংকে ডিপিএস রাখেন তাহলে তিনি ১০% সুদ বিবেচনায় ৩০ বছর পর এককালীন পাবেন ১,১৩,০২,৪০০/-!

৭. সোজাসাপ্টা টাকার হিসেবে একজন সরকারি চাকরিজীবী ৩০ বছর পর অন্তত: ৫৬,১৩,৩৫৭/-!! টাকা কম পাবেন!!

৮. ৩০ বছর পর ডিপিএস থেকে এককালীন ১ কোটি ১৩ লক্ষ টাকা পেয়ে উনি যদি ৮০ লক্ষ টাকা দিয়ে সঞ্চয়পত্রও কিনে রাখেন তাহলেও তিনি প্রতি মাসে ৬২,৩৩০/- এর চেয়ে বেশি মাসিক সুদ পাবেন!

৯. তখনও সেই চাকরিজীবীর হাতে ক্যাশ ৩৩ লক্ষ টাকা থাকবে! উনি ইচ্ছে করলে এই টাকা দুই হাতে উড়াতেও পারবেন বা কোন সম্পদ করতে পারবেন বা সন্তানদের ভবিষ্যতের জন্য বিনিয়োগ করতে পারবেন!

১০. সেক্ষেত্রে উনার অবসরের ১৫ বছর পর কি হবে?

* উনি ৬২,৩৩০/- টাকা হারে প্রতি মাসে আয় করতে থাকবেন যা সার্বজনীন পেনশনের সমান!

* উনার হাতে ১ কোটি ১৩ লক্ষ টাকা তখনও ইনটেক থেকে যাবে অথচ সার্বজনীন পেনশনের ক্ষেত্রে ১৫ বছর পর উনার হাতে এক টাকাও থাকবে না!

* তার মানে হলো, ডিপিএস থেকে উনি যা পাবেন সার্বজনীন পেনশন থেকে সোজাসাপ্টা ১ কোটি ১৩ লক্ষ কম পাবেন!!

১১. এছাড়া, ৩০ বছর পরের ৬২,৩৩০ টাকার বর্তমান বাজারমূল্য হবে মাত্র ৩,৫৭২ টাকা এবং ৪৫ বছর পরের ৬২,৩৩০ টাকার বর্তমান মূল্য হবে ৮৫৫ টাকা। অর্থাৎ একজন সরকারি চাকরিজীবী বর্তমান মূল্যে তখন গড় পেনশন পাবেন মাত্র ২,২১৩.৫০ টাকা হারে!!

১২. ৬২,৩৩০ টাকা দিয়ে ৩০ বছর পর এক কেজি ওজনের একটা ইলিশ মাছও কেনা যাবে বলে মনে হয় না!!

১৩. সোজাসুজি একজন প্রথম শ্রেণির কর্মকর্তা ২০১৫ এর চেয়ে ২০২৪ তে এসে ১০% বেতন কম পাবেন! বর্তমান বাজারে যেখানে নতুন পে-স্কেল দরকার সেখানে সরকার সরকারি চাকরিজীবীদের নীট বেতন কমাতে কেনো চাচ্ছে?

১৪. কি আশ্চর্য! সরকারি চাকরিকে এতটা আকর্ষণহীন করার চেষ্টা কেনো করা হচ্ছে তা আমার স্বল্প জ্ঞানে ঢুকছে না! চাকরি শেষে এককালীন সুবিধা রহিত করণের ফলে দূর্নীতি কি কমবে নাকি বাড়বে?

১৫. সার্বজনীনে ১৫ বছর পর্যন্ত পেনশন পাওয়ার সুবিধা থাকলেও ডিপিএস এ সরকারি চাকরিজীবীর পরিবারের আজীবন সুবিধা পাওয়ার সুযোগ রয়েছে!!

অনুলিপি ও হিসাবায়নে :
মাসুম বিল্লাহ স্যার।

The Beauty of Mal Chattar(DU) is Back...
27/03/2024

The Beauty of Mal Chattar(DU) is Back...

30/09/2023

#ঢাকা_বিশ্ববিদ্যালয়ের
★পাশ নম্বর★
MCQ:60
WRITTEN :40
★★Mcq অংশ-
★ বাংলা-১৫, পাশ নম্বর-৫
★ইংরেজি-১৫, পাশ নম্বর-৫
★সাধারণ জ্ঞান-৩০, পাশ নম্বর-১১
★★MCQ অংশে মোট পাশ নম্বর-২৪
(প্রতিটি বিষয়ের Mcq অংশে আলাদাভাবে পাশ করে আবার মোট ২৪ নম্বর পেতে হবে)
★★WRITTEN
★বাংলা-২০, পাশ নম্বর-৫
★ইংরেজি-২০, পাশ নম্বর-৫
★★Written অংশে মোট পাশ নম্বর-১১
(প্রতিটি বিষয়ের Written অংশে আলাদাভাবে পাশ করে আবার মোট ১১ নম্বর পেতে হবে)
★★MCQ+Written পাশ নম্বর-৪০
(MCQ ও WRITTEN অংশে আলাদাভাবে পাশ করে আবার মোট ৪০ নম্বর পেতে হবে)
{বিঃদ্র}-উল্লেখিত পাশ প্রক্রিয়ার কোন একটিতে ফেইল হলে,আপনাকে অকৃতকার্য বলে গণনা করা হবে.

বাংলা ব্যাকরণের বেসিক বিষয় মনে রাখার সহজ উপায়। এখান থেকে যেকোনো পরীক্ষায়  কমন পাবেন ইনশাআল্লাহ।
29/09/2023

বাংলা ব্যাকরণের বেসিক বিষয় মনে রাখার সহজ উপায়। এখান থেকে যেকোনো পরীক্ষায় কমন পাবেন ইনশাআল্লাহ।

Address

Dhaka

Telephone

+8801705329443

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Like Button posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Like Button:

Share