জানতে হবে

জানতে হবে I always want to do some better for people. This page is being made for this. I want to learn people something by this page.This is the main motive.

13/07/2025

F**k off !

আমি জানি না বাঙালিরা নোংর|মিতে এতো পজেটিভি কীভাবে খুঁজে পায়! এই দুই ব্যাক্তি ভাইরাল হওয়ার মনোবাসনায় ইচ্ছাকৃত ভাবে লাইভ চ...
09/07/2025

আমি জানি না বাঙালিরা নোংর|মিতে এতো পজেটিভি কীভাবে খুঁজে পায়! এই দুই ব্যাক্তি ভাইরাল হওয়ার মনোবাসনায় ইচ্ছাকৃত ভাবে লাইভ চালু রেখে ক্যামেরার সামনে নোংর|মি করলো; আর বাঙালি সেটাতে বিনোদন খুঁজে পেলো! বিষয়টা বাঙালিদের কাছে খুব ফানি মনে হলো, আর এটা ফানলি প্রচার করতে শুরু করলো!

দেখা যাবে এক পর্যায়ে গিয়ে ছবির এই দুই ব্যাক্তিই আবার ভালো কন্টেন্ট বানানো শুরু করছে, মানুষের সিম্পেথি গেইন করা শুরু করছে; তারপর সবাই এদের অতীত ভুলে যাবে!

তবে কি বাংলাদেশে ভাইরাল হয়ে প্রতিষ্ঠিত হওয়ার একমাত্র পথই হচ্ছে নোংর|মি?

তারা নিজেরা যেভাবে ইচ্ছাকৃতভাবে নিজেদেরকে আপত্তিকর অবস্থায় শো করেছে, এটা কোনোভাবেই সুস্থ বিনোদন হতে পারে না। দয়া করে এই টাইপের বিষয়গুলোকে নরমালাইজ করবেন না। ঘৃণ|ত্বক কাজকে ঘৃণা জানাতে না পারলে এটাকে পজেটিভ জিনিসে কনভার্ট করার ট্রাই করবেন না; এতে করে সমাজে এই টাইপের জিনিসগুলো আরও বেশি প্রশ্রয় পাবে এবং বাড়বে।

পারলে কেউ এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিন; এটা মোটেও ভুলবশত ঘটতে পারে এমন কোনো ঘটনা না। নোংর|মি ছড়ানোর জন্য এদের শাস্তি হওয়া উচিত।

⏳🏊‍♂️ দীর্ঘ সময় পানিতে থাকলে হাত-পা কুঁচকে যায় কেন?আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন—দীর্ঘক্ষণ গোসল বা সাঁতার কাটার পর হাত-প...
05/07/2025

⏳🏊‍♂️ দীর্ঘ সময় পানিতে থাকলে হাত-পা কুঁচকে যায় কেন?

আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন—দীর্ঘক্ষণ গোসল বা সাঁতার কাটার পর হাত-পায়ের ত্বক কুঁচকে যায়। অনেকের মনে হতে পারে এটি পানিতে থাকার ফলে ত্বকের পানি শোষণের প্রভাব। তবে বাস্তবটা একটু ভিন্ন।

গবেষণা বলছে, এটি আমাদের স্নায়ুতন্ত্রের একটি সূক্ষ্ম কাজ। যখন আমরা ভিজে পরিবেশে থাকি, তখন স্নায়ু আমাদের আঙুলের চামড়াকে সংকুচিত করে তোলে যেন স্লিপ না করে জিনিসপত্র আরও ভালোভাবে ধরা যায়। এটি প্রকৃতির এক অসাধারণ উপহার, যা আমাদের পূর্বপুরুষদের জলাভূমি বা ভেজা পরিবেশে বেঁচে থাকার পথে সহায়তা করত।

তাই পরের বার যখন আপনার আঙুল কুঁচকে যাবে, ভয় পাবেন না—এই ‘কুঁচকানো’ আসলে আপনার শরীরের বুদ্ধিমত্তার প্রমাণ! 😊💧

ধন্যবাদ সময় নিয়ে পড়ার জন্য!

05/07/2025

লোকটা গিয়েছিলো টেইলর শপে। উদ্দেশ্য নতুন স্যুট তৈরী।‌ কতো আশা, কতো পরিকল্পনায় মত্ত জীবন! হঠাৎই শরীরে অসহনীয় চাপ; ক্ষণিকের অস্বস্তি। সবাই তখন নিজের কাজে ব্যস্ত। কাউকে বলার সুযোগটাও মিললো না!
নীরবেই যমদূত এসে হাজির। হয়তো বলেছিলো, 'সময় শেষ, ল ব্যাটা এবার চল যাই!'
হায়রে জীবন, কতো অজস্র পরিকল্পনা আমাদের; অথচ যেথায় এক মিনিটের নেই ভরসা..! কেবল দম ফুরালেই ঠুস!!

Koto mil.....bolo to eta kiser heart
04/07/2025

Koto mil.....bolo to eta kiser heart

তোমার সাফল্য কথা বলুক, তুমি নয়!❤️
04/07/2025

তোমার সাফল্য কথা বলুক, তুমি নয়!❤️

কি--ডনি দিয়ে পু রু ষ আটকানো যাচ্ছেনা, আর তোমরা ভাবো বক্সে করে নুডলস রান্না করে নিয়ে গেলে পুরুষ আটকাবে 🌚
04/07/2025

কি--ডনি দিয়ে পু রু ষ আটকানো যাচ্ছেনা, আর তোমরা ভাবো বক্সে করে নুডলস রান্না করে নিয়ে গেলে পুরুষ আটকাবে 🌚

• Sanju Bhagat ভারতের নাগপুর শহরে ছোটবেলা থেকেই খুব বড় পেট নিয়ে বেড়ে উঠছিলেন। দেখতে অনেকটা গর্ভবতী মানুষের মতো মনে হতো। ...
04/07/2025

• Sanju Bhagat ভারতের নাগপুর শহরে ছোটবেলা থেকেই খুব বড় পেট নিয়ে বেড়ে উঠছিলেন। দেখতে অনেকটা গর্ভবতী মানুষের মতো মনে হতো।
• তার পরিবার ভেবেছিল তিনি কেবল মোটা বা তার পেট অস্বাভাবিক রকমের ফোলা।
• কিন্তু বয়স বাড়ার সাথে সাথে তার শ্বাসকষ্ট শুরু হয় এবং ১৯৯৯ সালে এক রাতে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে।

🏥 হাসপাতাল ও অস্ত্রোপচার:
• তাকে Nagpur’s Government Hospital-এ ভর্তি করা হয়।
• চিকিৎসকরা প্রথমে ধারণা করেছিলেন এটি একটি বিশাল টিউমার হবে।
• কিন্তু যখন অস্ত্রোপচার করা হয় তখন দেখা যায়, তার পেটের ভিতরে রয়েছে:
• চুল
• হাড়
• জঙ্ঘা ও হাত-পায়ের আংশিক গঠন
• এমনকি অর্ধগঠিত মাথা!
• মূলত, Sanju Bhagat তার যমজ ভাইকে গর্ভে বহন করছিলেন, যেটি পূর্ণ মানব শিশু না হলেও বিকশিত হচ্ছিল তার শরীরের ভিতরেই।

🧠 এটি কীভাবে সম্ভব হলো?
• গর্ভাবস্থার সময়, যমজ ভ্রূণ তৈরি হয়। সাধারণত দুটি আলাদা ভ্রূণ বিকশিত হয়।
• কিন্তু Sanju Bhagat-এর ক্ষেত্রে, এক ভ্রূণ আরেকটির ভিতরে ঢুকে পড়ে এবং পরজীবী (parasitic twin) হিসেবে তার শরীরে বাস করতে থাকে।
• এই ভ্রূণটি রক্ত সরবরাহ পেত Sanju Bhagat-এর শরীর থেকেই এবং ভিতরে বেঁচে ছিল ৩৬ বছর পর্যন্ত।



📺 বিশ্বব্যাপী আলোড়ন:
• Discovery Channel-এর “Medical Mysteries” প্রোগ্রামে Sanju Bhagat-এর ঘটনা প্রচারিত হয় এবং এটি নিয়ে পরে বহু চিকিৎসা সাময়িকীতে লেখা হয়।
• এটি Fetus in Fetu-এর সবচেয়ে চরম এবং দীর্ঘস্থায়ী উদাহরণ বলে বিবেচিত।



✅ চিকিৎসার পর ফলাফল:
• অস্ত্রোপচারের মাধ্যমে ভেতরের ভ্রূণটি সফলভাবে অপসারণ করা হয়।
• Sanju Bhagat সুস্থ হয়ে ওঠেন এবং সাধারণ জীবনযাপন করতে থাকেন।

04/07/2025
Mention your those friends
04/07/2025

Mention your those friends

স্কুলে পিথাগোরাসের উপপাদ্য বুঝতে গিয়ে চোখে সরষেফুল দেখেছে অনেকেই। এই তালিকায় স্বয়ং পিথাগোরাসও ছিলেন।পিথাগোরাস ছিলেন গ্রি...
04/07/2025

স্কুলে পিথাগোরাসের উপপাদ্য বুঝতে গিয়ে চোখে সরষেফুল দেখেছে অনেকেই। এই তালিকায় স্বয়ং পিথাগোরাসও ছিলেন।

পিথাগোরাস ছিলেন গ্রিক দার্শনিক। গ্রিকরা জ্যোতির্বিজ্ঞান চর্চায় ছিলেন পটু। গ্রহ-নক্ষত্রের হিসেব করতেই পিথাগোরাসের সূত্র আবিষ্কার করেন তাঁরা।

কিন্তু সম্প্রতি একটি ব্যবিলনিয়ান ক্লে খুঁজে পাওয়া যায়, যেখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে রীতিমতো অঙ্ক করা হয়েছে। মূলত জমির-হিসেব নিকেশে পিথাগোরাসের সূত্র ব্যবহার করতেন তারা। সেইসাথে খাল খনন, স্থাপনা নির্মাণ, বাউন্ডারি নির্ধারণেও এই সূত্রই যেন ছিল ভরসা। অঙ্কগুলো খোদাই করা হয়েছে পিথাগোরাসের জন্মের এক হাজার বছর আগে।

জেনে রাখা ভালো, পিথাগোরাসের বহু আগে থেকেই ব্যবলনিয়ানরা তাঁর সূত্র ব্যবহার করতেন— তা অনেক আগেই জানা গেছে। কিন্তু কী কাজে ব্যবহার করতেন, তা জানা যায় এই ক্লের মাধ্যমে।

তথ্য: বিজ্ঞানপ্রিয়।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when জানতে হবে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share