Cholo Rotai-চলো রটাই

Cholo Rotai-চলো রটাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আপডেট দেয়ার চেষ্টা করছি। আশা করি লাইক, ফলো দিয়ে পাশে থাকবেন। ইনকিলাব জিন্দাবাদ।

11/01/2025
24/09/2024






24/09/2024

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জত রক্ষায় আমাদের কোনো আপোষ নেই, মতভেদ নেই, ভয় নেই, হীনমন্যতা নেই।
রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইজ্জতের প্রশ্নে গোটা মুসলিম উম্মাহ এক দেহ এক প্রাণ। সব ভেদাভেদ ভুলে আমরা একসাথে ঝাপিয়ে পড়ব।
রাসুলে আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ইজ্জত রক্ষা করতে লাখো লাখো যুবক প্রাণ উৎসর্গ করতে হরদমে প্রস্তুত।
সুতরাং সাবধান থাকো রাসুলের দুশমনরা।
এদেশে মিডিয়ার নির্লিপ্ততার কারণে এতবড় একটা গণ মার্চ সম্পর্কে আমাদের কোনো খবরই নেই।
সম্প্রতি ভারতের এক হি.ন্দু পুরোহিত ইসলাম ধর্ম এবং রাসুল ﷺ কে নিয়ে কটুক্তি করে, অতঃপর বি.জেপির এক নেতা আবার সেটাকে সমর্থন করে। এর পরিপ্রেক্ষিতে পুরো ইন্ডি.য়া ফুঁসে ওঠেছে।
মহারাষ্ট্রের একজন মুসলিম নেতা ইমতিয়াজ জলিলের আহ্বানে আজকে মহারাষ্ট্র থেকে হাজার হাজার গাড়িতে লক্ষাধিক মুসলমান মুম্বাইতে আগমন করেছে এবং তাদের ঈমানের পরিচয় দিয়েছে এবং ঐ পুরোহিতের বিচার দাবি করেছে।
ভার.তের বুকে এভাবে কালিমার পতাকা উড়িয়ে প্রতিবাদ করা দেখে মনটা ভরে গেল। সেদিন বেশি দূরে নয়, যেদিন এই দেশ মুসলমানদের করতলে আসবে ইন শা আল্লাহ।
আমাদের দেশের চা'টুকা'র মিডিয়া জীবনেও ভালো হবে না। ইসলামোফোবিয়া এদের ভিতরে থেকেই যাবে। এত ভয় থাকলে নিউজ চ্যানেল চালানোর দরকার কি? বন্ধ করে পুকির ভিতর আঙুল দিয়ে বসে থাকলেই হয়!
#সাল্লাল্লাহু_আলাইহি_ওয়াসাল্লাম



24/09/2024

🐔 পুলেট বিক্রি হবে (২১০০ পিছ)
🐣 বাচ্চার জাত: কাজী
🕒 বয়স: ১০ সপ্তাহ
💰 দাম: আলোচনা সাপেক্ষে
📞 যোগাযোগ:
👤 মোঃ শফিকুল ইসলাম
🏠 গ্রাম: সেনের মাকুল্লা
📮 পোস্ট: বরুরিয়া
🏢 থানা: গোপালপুর
🌍 জেলা: টাঙ্গাইল
📱 ফোন: ০১৭২৩ ৬৫৭৩৯২

16/09/2024

"ব্যাংকে পাঠাই দেশের টাকা, সমৃদ্ধ হোক অর্থনীতির চাকা"
"হুন্ডি হলে বন্ধ,
আসবে ফিরে ছন্দ"।

16/09/2024

বাংলাদেশের উন্নয়নে সরকারের অগ্রাধিকার খাতে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র।

09/09/2024

আবু সাঈদ হত্যায় অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

09/09/2024

ব্যাংকিং খাতের বাইরে চলে যাওয়া ৩০ হাজার কোটি টাকা ফেরত আসছে আজ
✊🏼🇧🇩

08/09/2024

Salary কম বললে লোক সম্মান দেয় না! আবার বেশি বললে লোকে ধার চায়, এখন আমি সম্মান বাঁচাবো না পয়সা? 🙂

02/09/2024

মাধ্যমিকে আবারও ফিরছে বার্ষিক পরীক্ষা

02/09/2024

শায়খ Ahmadullah এর প্রতিষ্ঠিত আসসুন্নাহ ফাউন্ডেশন দেশ ও জাতির জন্য গর্ব। এই প্রতিষ্ঠানকে জাতীয়করণ ও মর্যাদা দেওয়ার দাবি জানাই।

আহ! কত ত্যাগের পরে এই স্বাধীনতা। কত রক্তের বিনিময়ে এই বিপ্লব।
31/08/2024

আহ! কত ত্যাগের পরে এই স্বাধীনতা। কত রক্তের বিনিময়ে এই বিপ্লব।

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Cholo Rotai-চলো রটাই posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share