08/07/2025
Farjana Eti Vlogs তার ভিডিও প্রায়ই সামনে আসে, মাঝে মাঝে দেখিও, এমন খারাপ কিছু তো করতে দেখিনি যে তাকে স্টেজে উঠার পর ভুয়া ভুয়া বলতে হবে। এটা তো একটা মানুষকে চুরান্ত অপমান করা, এটা করে আপনাদের লাভই বা কি হলো? আসলে এটা করে আপনারা আপনাদের নিজেদের পরিচয় দিলেন জাস্ট। তার তো মাশাআল্লাহ অনেক ফলোয়ার্স, তাকে যদি কেউ পছন্দই না করে তাহলে তাকে এতো মানুষ ফলো কারা করে, আর মিলিয়ন মিলিয়ন ভিউ ই বা কারা দেয়?আপনারা এতো দুমুখো কেন, দেখেনও আবার ভুয়া ভুয়াও বলেন হাস্যকর!