02/10/2025
🔥ভূ-রাজনীতির সাথে যুক্ত বিষয়াবলি
👉 আসন্ন সকল চাকরির পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ।
👉নিশ্চিত ১-২ মার্ক কমন থাকবেই ইনশাআল্লাহ!!
(জেনে রাখুন এবং শেয়ার দিয়ে সংগ্রহে রাখুন)
✍️No man’s land
সীমান্তবর্তী বা সীমারেখার মধ্যে অবস্থিত দুইটি দেশের সীমান্তের মধ্যবর্তী বিতর্কিত বা নির্ধারিত ভূমিকে সাধারণত No Man’s Land বলে।
✍️শূন্য রেখা
সীমারেখা থেকে ১৫০ গজ এরিয়া। যেখানে কোনো দেশ সরাসরি সামরিক বা নির্মাণ কাজ করতে পারে না।
✍️করিডোর (Corridor)
এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য অন্য দেশের জমি ব্যবহারকে বুঝায়। যেমন :তিন বিঘা করিডোর (১৭৮× ৮৫) মিটার।
✍️ট্রানজিট (Transit)
তৃতীয় কোনো দেশের ভূমি ব্যবহার করে ভিন্ন দেশে যাতায়াত। এটি সাধারণত বাণিজ্যের উদ্দেশ্যে ব্যবহার হয়।
✍️এশিয়ান হাইওয়ে (Asian Highway)
ESCAP কর্তৃক ৩২ দেশকে যুক্ত করে এশীয় দেশগুলোকে যুক্ত করতে একটি যোগাযোগ পরিকল্পনা। দৈর্ঘ্য: ১ লাখ ৪৪ হাজার ৬৩০ কিমি। ইন্দোনেশিয়া থেকে তুর্কমেনিস্তান পর্যন্ত।
👉 উদ্দেশ্য: এশিয়ার দেশগুলোকে ইউরোপের সাথে যুক্ত করা।
✍️Heartland
পূর্ব ইউরোপের ভূ-বেষ্টিত এলাকা। এর প্রবর্তক: ম্যাকাইন্ডার।
তিনি বলেন-
➤যে পূর্ব ইউরোপকে শাসন করে, সে Heartland শাসন করে।
➤ যে Heartland শাসন করে, সে বিশ্বদ্বীপ শাসন করে।
➤ যে বিশ্বদ্বীপ শাসন করে, সে বিশ্বকে নিয়ন্ত্রণ করে।
✍️Rimland
ইউরোপ ও এশিয়ার সমুদ্র উপকূলীয় দেশগুলো। এর প্রবর্তক হলেন স্পাইকম্যান (আমেরিকান)। তিনি বিশ্বাস করতেন, বিশ্বদ্বীপের উপকূলীয় অঞ্চল গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে।
✍️গোল্ডেন ক্রিসেন্ট (Golden Crescent)
পাকিস্তান, আফগানিস্তান ও ইরানের সীমান্ত এলাকা যা মাদকের জন্য কুখ্যাত।
✍️গোল্ডেন ট্রায়াঙ্গেল (Golden Triangle)
মায়ানমার, লাওস ও থাইল্যান্ডের সীমান্ত এলাকা যা মাদকের জন্য কুখ্যাত।
✍️East Asian Miracle
পূর্ব এশিয়ার ৮টি দেশের নাটকীয় অর্থনৈতিক উন্নতিকে বোঝায়। দেশগুলো হলো: ১. জাপান ২. দক্ষিণ কোরিয়া ৩. তাইওয়ান ৪. হংকং ৫. সিঙ্গাপুর ৬. থাইল্যান্ড ৭. মালয়েশিয়া ৮. ইন্দোনেশিয়া
✍️নাথুলা পাস
ভারতের সিকিম থেকে চীনের তিব্বতে যাওয়ার পাহাড়ি পথ।
✍️শিলিগুড়ি করিডোর (Chicken’s Neck)
ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সঙ্গে দেশের অবশিষ্ট অংশের সংযোগ রক্ষাকারী একটি সংকীর্ণ ভূখণ্ড। যার আকার মুরগির ঘাড়ের মতো বলে “চিকেনস নেক” বলে।
✍️বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (BRI)
এটি একটি বৈশ্বিক উন্নয়ন কৌশল, যা ২০১৩ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করেন।
উদ্দেশ্য: রেল, সড়ক, বন্দরের মতো অবকাঠামো উন্নয়নের মাধ্যমে অর্থনৈতিক করিডোর গঠন করা, যার মাধ্যমে এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার মধ্যে অবকাঠামো এবং বাণিজ্য সংযোগ বৃদ্ধি করা।
✅তথ্যসূত্র: ্পেশাল_ডাইজেস্ট_জেনারেল_প্লাস
_______________________________
🔥৫২% #মেগা_ডিসকাউন্টে চলমান সকল লাইভ কোর্স-এ #ভর্তি_চলছে...
☎️চাকরি প্রস্তুতি বিষয়ক পরামর্শ বা ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করুন-
☎ Hotline/Call: 096 444 333 00
📲 WhatsApp: +880189 6060800 - 820
বিদ্যাবাড়ির সাথেই থাকুন!
সফলতা আপনার সঙ্গী হবেই, ইনশআল্লাহ!