06/11/2025
আমার বয়স তখন মাত্র ১৩ বছর পেরিয়েছে। সেই বয়সেই আমার বাবা–মা সমঝোতা করে আমার বিয়ে দিয়ে দেন। অল্প বয়সে সংসার কেমন হয়, ভালো-মন্দ কী — কিছুই বুঝতাম না। কাজ জানতাম না বলে প্রায়ই ঝগড়া হতো। শেষ পর্যন্ত আমার মা–বাবা আমাকে নিয়ে গেলেন বাড়িতে, বললেন—“মেয়ে বুঝলে ৫ বছর পর আবার পাঠিয়ে দেব।”আমি ফিরে এসে স্কুলে ভর্তি হই। তখন স্বামীর সঙ্গে পুরো দুই বছর কোনো যোগাযোগ ছিল না। দুই বছর পর তিনি আমাকে আবার নিয়ে যান তাঁর ঘরে। তারপর আমাদের জীবন ধীরে ধীরে ঠিক হয়ে যায়। আমাদের ঘরে আসে এক ছোট্ট আশীর্বাদ — একটা ছেলে সন্তান। সুখ–দুঃখ, হাসি–কান্না সব মিলিয়েই সংসারটা ছিল ভালোই — আলহামদুলিল্লাহ ❤️
একসময় কিছু টাকা জমিয়ে স্বামীকে বললাম,আমাকে একটা অ্যান্ড্রয়েড ফোন কিনে দাও।” তিনি নিজের টাকাও যোগ করে আমাকে একটা সুন্দর ফোন কিনে দিলেন। আমি তখন পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ মনে করেছিলাম নিজেকে 🥰 কিছুদিন পর আমার ভাই আমাকে ফেসবুক খুলে দেয়। ফোনের ব্যবহার তখনও ভালোভাবে জানতাম না। একদিন ভাইকে দেখি “আড্ডা গ্রুপে” কথা বলছে। কৌতূহলবশত আমিও শিখে নিই — কীভাবে চ্যাট করতে হয়, কীভাবে কথা বলতে হয়, মেসেজ পাঠাতে হয়। এরপর থেকে প্রায় দিনরাতই গ্রুপে কথা বলতাম, হাসতাম, আড্ডা দিতাম। সেখানেই একদিন এক ছেলের সঙ্গে পরিচয় হয়। প্রথমে হালকা কথাবার্তা, তারপর ধীরে ধীরে দীর্ঘ সময় ধরে কথা বলা,
ইনবক্সে মেসেজ, ফোনে ঘণ্টার পর ঘণ্টা আলাপ...
আমার স্বামী তখন ঢাকায় থাকতো, এখনো থাকে।
দেখতে দেখতেই সেই ছেলেটার সঙ্গে আমার সম্পর্ক হয়ে যায় ৩ বছরের। আমি তার প্রতি একরকম আ-সক্ত হয়ে পড়েছিলাম, এর মধ্যে আমার একটি মেয়েও জন্ম নেয়। কিন্তু আমি তখনও আমার স্বামীকে রেখে ছেলেটার সঙ্গে যোগাযোগ রাখতাম, যদিও আমরা কখনো একে অপরকে সামনাসামনি দেখিনি — শুধু ফোনেই কথা হতো। এখন সেই সম্পর্কের বয়স প্রায় ৭ বছর। অনেকবার চেষ্টা করেছি ওই সম্পর্ক থেকে বের হতে —ঝগড়া করেছি, দূরে সরে গেছি, কিন্তু পারিনি।
সে সবসময় আমার অভিমান ভেঙে আমাকে ফিরিয়ে আনতো। এখন আমার ছেলের বয়স ৯ বছর, মেয়ের বয়স সাড়ে তিন। আমি এখন বুঝতে পেরেছি —
যে সম্পর্কে ভবিষ্যৎ নেই, সেটা শুধু পাপ আর কষ্টের।
তাই আমি নিজেই সিদ্ধান্ত নিয়েছি — এই সম্পর্ক থেকে বের হয়ে আসবো। এখন আমি নামাজ পড়া শুরু করেছি,আল্লাহর কাছে কাঁদছি যেন তিনি আমাকে এই ফিতনা থেকে রক্ষা করেন 🤲😭
আমি আমার স্বামী ও সন্তানদের নিয়ে ভালোভাবে থাকতে চাই। জীবনের এই ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে আমি নতুন করে শুরু করতে চাই। প্রিয় আপুরা ও ভাইয়েরা, তোমরা দোয়া করো যেন আমি স্থির থাকতে পারি, আল্লাহ যেন আমাকে এই প-রকীয়া ও পাপের পথ থেকে মুক্তি দেন 🕊️
পাঠিয়েছেন
নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আপু
Follow : 𝙈𝙆 𝘾𝙞𝙩𝙮 𝙊𝙛 𝙍𝙚𝙖𝙡 𝙎𝙩𝙤𝙧𝙮 & Mk Iconic
( জীবনের যেকোনো সমস্যা, সুখ-দুঃখের গল্প শেয়ার করতে চাইলে যোগাযোগ করুন সরাসরি আমাদের পেজে )