সহীহ বুখারী শরীফ

সহীহ বুখারী শরীফ সহীহ বুখারী (আরবি: صحيح البخاري‎‎) একটি প্রসিদ্ধ হাদীস বিষয়ক গ্রন্থ।

Sahih al-Bukhari is a hadith collection and a book of sunnah compiled by the scholar Muhammad ibn Isma'ili al-Bukhari around 846. Alongside Sahih Muslim, it is one of the most valued books in Sunni Islam after the Quran.

হাদীস (حَدِيْث) এর শাব্দিক অর্থ:
নতুন, প্রাচীন ও পুরাতন এর বিপরীত বিষয়। এ অর্থে যে সব কথা, কাজ ও বস্ত্ত পূর্বে ছিল না, এখন অস্তিত্ব লাভ করেছে তাই হাদীস। এর আরেক অর্থ হলো: কথা। ফ

ক্বীহগণের পরিভাষায় নাবী কারীম (ﷺ) আল্লাহ্‌র রাসূল হিসেবে যা কিছু বলেছেন, যা কিছু করেছেন এবং যা কিছু বলার বা করার অনুমতি দিয়েছেন অথবা সমর্থন জানিয়েছেন তাকে হাদীস বলা হয়। কিন্তু মুহাদ্দিসগণ এর সঙ্গে রাসুলুল্লাহ (ﷺ) সম্পর্কিত বর্ণনা ও তার গুণাবলী সম্পর্কিত বিবরণকেও হাদীসের অন্তর্ভুক্ত করেন। এ হিসেবে হাদীসকে প্রাথমিক পর্যায়ে তিন শ্রেণীতে ভাগ করা যায়:
১। ক্বওলী হাদীস:
কোন বিষয়ে রাসুলুল্লাহ (ﷺ) যা বলেছেন, অর্থাৎ যে হাদীসে তাঁর কোন কথা বিবৃত হয়েছে তাকে ক্বওলী (বাণী সম্পর্কিত) হাদীস বলা হয়।
২। ফে’লী হাদীস:
মহানাবী (ﷺ)-এর কাজকর্ম, চরিত্র ও আচার-আচরণের ভেতর দিয়েই ইসলামের যাবতীয় বিধি-বিধান ও রীতিনীতি প্রস্ফুটিত হয়েছে। অতএব যে হাদীসে তাঁর কোন কাজের বিবরণ উল্লেখিত হয়েছে তাকে ফে’লী (কর্ম সম্পর্কিত) হাদীস বলা হয়।
৩। তাকরীরী হাদীস:
সাহাবীগণের যে সব কথা বা কাজ নাবী কারীম (ﷺ)-এর অনুমোদন ও সমর্থন প্রাপ্ত হয়েছে, সে ধরনের কোন কথা বা কাজের বিবরণ হতেও শরীয়াতের দৃষ্টিভঙ্গি জানা যায়। অতএব যে হাদীসে এ ধরনের কোন ঘটনার বা কাজের উল্লেখ পাওয়া যায় তাকে তাকরীরী (সমর্থন মূলক) হাদীস বলে।

14/09/2025

জুমার দিন ইসলামের কাছে সবচেয়ে ফজিলতপূর্ণ দিন।
এই দিনে সূরা কাহাফ পাঠ করলে আল্লাহ তায়ালা বান্দাকে বিশেষ নূর দান করেন।

Sheikh Ahmadullah
🎥 Original video by [ https://www.youtube.com/ ]

রাসূলুল্লাহ (সা.) বলেছেন:
“যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ পাঠ করবে, তার জন্য এক জুমা থেকে পরবর্তী জুমা পর্যন্ত নূর আলোকিত হবে।”

আসুন, আমরা সবাই জুমার দিনে সূরা কাহাফ পাঠ করার অভ্যাস করি।
আল্লাহ আমাদের সবাইকে এর ফজিলত অর্জনের তাওফিক দিন 🤲

👉 আপনার কি অভ্যাস আছে জুমার দিনে সূরা কাহাফ পড়ার? কমেন্টে জানাবেন।

#ইসলামিকশিক্ষা #ইসলামিক #ইতিহাস #কুরআন িহাসেইসলাম

12/09/2025

🔥 মেরাজে নবীজি (সা.) যা দেখেছিলেন!
একদল মানুষকে আগুনের কাঁ-চি দিয়ে ঠোঁ-ট-কা-টা হচ্ছিল 😱
কারা তারা? যারা দুনিয়ায় মানুষকে নসিহত করতো কিন্তু নিজেরা আমল করতো না।

আল্লাহ আমাদের সবাইকে যেন এমন ভয়ঙ্কর শাস্তি থেকে হেফাজত করেন 🤲
Sheikh Ahmadullah
🎥 Original video by [ ]

বাংলাদেশে ইসলামের আগমন কোনো রাজনৈতিক বিজয়ের মাধ্যমে নয়, বরং রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবী, সুফি সাধক ও আরব ব্যবসায়ীদের ...
09/09/2025

বাংলাদেশে ইসলামের আগমন কোনো রাজনৈতিক বিজয়ের মাধ্যমে নয়, বরং রাসুলুল্লাহ (সা.)-এর সাহাবী, সুফি সাধক ও আরব ব্যবসায়ীদের দাওয়াতের মাধ্যমে।
প্রথম মসজিদ নির্মাণ, বাংলাভাষায় ইসলাম প্রচার, এবং সাহাবীদের উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের ইসলামের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ ও প্রাচীন।

✨ বাংলাদেশের ইসলাম আগমনের ইতিহাস

বাংলাদেশে ইসলামের আগমন মুসলিম ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
আল্লাহর একত্ববাদে বিশ্বাস ও নবী মুহাম্মদ (সা.)-এর দাওয়াতের প্রভাবেই এই দেশে ইসলাম ছড়িয়ে পড়ে। দেশের বেশিরভাগ মানুষ ইসলাম গ্রহণ করেন এই বুনিয়াদের উপর ভিত্তি করে।

🕌 প্রাথমিক আগমন ও সাহাবীদের ভূমিকা

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় সাহাবিরা বাণিজ্য ও ইসলাম প্রচারের উদ্দেশ্যে চীনের যাত্রার পথে বাংলাদেশে যাত্রাবিরতি করেছিলেন। তাদের মাধ্যমে এদেশে ইসলামের দাওয়াত ছড়িয়ে পড়ে।

📖 তথ্যসূত্র:

প্রায় ৬২০ খ্রিষ্টাব্দে ইসলাম এদেশে আসে।
লালমনিরহাটে ইসলামের যাত্রা শুরু হয়।
৬৯০ খ্রিষ্টাব্দে লালমনিরহাটে নির্মিত হয় প্রথম মসজিদ সাহাবায়ে কেরাম জামে মসজিদ।
শিলালিপিতে লেখা ছিল কালেমা তাইয়্যেবা ও হিজরি ৬৯।

হজরত আবু ওয়াক্কাস (রা.), রাসুলুল্লাহ (সা.)-এর আত্মীয়, এদেশে প্রায় ৬২০–৬২৬ খ্রিঃ ইসলাম প্রচার করেন।

⚓ চট্টগ্রাম, সিলেট ও বাণিজ্যিক পথে ইসলাম প্রচার

সাহাবীরা চীনের উদ্দেশ্যে যাত্রার সময় চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে নোঙ্গর করেছিলেন।
তাদের উপস্থিতিতে এখানকার মানুষ ইসলাম গ্রহণ করেছিলেন।

🌍 প্রমাণ:

চীনের ক্যন্টন সমুদ্র তীরবর্তী হজরত আবু ওয়াক্কাসের (রা.) মাজার।
সমুদ্র তীরবর্তী কোয়াংটা মসজিদ।
বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের সাথে প্রাথমিক মুসলিমদের বাণিজ্যিক সংযোগ।

🕌 প্রাচীন মসজিদের খোঁজ

লালমনিরহাট জেলার মসতারপাড়ে হিজরি ৬৯ সালে নির্মিত মসজিদ আবিষ্কৃত হয়েছে।
প্রাচীন ইট, ফুলের নকশা, মেহরাব, মিম্বর ও ঈদগাহ মাঠের ধ্বংসাবশেষ পাওয়া যায়।
স্থানীয়রা মসজিদটির নাম দিয়েছেন ‘হারানো মসজিদ’।

➡️ এটি প্রমাণ করে, ৬৯ হিজরি বা তার আগেই ইসলাম এই অঞ্চলে প্রতিষ্ঠিত হয়েছিল।

🪙 আরব মুসলমানদের প্রভাব

রাজশাহীর পাহাড়পুর ও কুমিল্লার ময়নামতি থেকে প্রাচীন আরবী মুদ্রা আবিষ্কৃত হয়েছে।

পাহাড়পুরে আব্বাসীয় যুগের (৭৮৮ খ্রিঃ) মুদ্রা পাওয়া যায়।
✔️ এটি প্রমাণ করে, ৮ম–৯ম শতকেই আরব মুসলমানরা বাংলাদেশে ইসলাম প্রচার ও চর্চা চালিয়ে যাচ্ছিলেন।

🗣️ বাংলাভাষার ব্যবহার

বাংলাভাষাকে ইসলাম প্রচারে ব্যবহার করা হয়েছিল, যাতে সাধারণ মানুষ সহজে ধর্মীয় শিক্ষা বুঝতে পারে।

📖 কোরআনের প্রমাণ:

“আমি রসুলদের তাদের স্বজাতির ভাষায় পাঠিয়েছি, যাতে তারা স্পষ্টভাবে বোঝাতে পারে।”
(সুরা ইবরাহিম, আয়াত ৪)

ভাষা আল্লাহর উপহার। যেমন আরবি নবী মুহাম্মদ (সা.)-এর মাতৃভাষা, তেমনি বাংলা আমাদের জন্য সম্মানিত ও প্রিয়।

বাংলাদেশে ইসলামের আগমন ৬২০ খ্রিষ্টাব্দে সাহাবীদের মাধ্যমে।
পরবর্তীতে সুফি সাধক, আরব ব্যবসায়ী ও স্থানীয় মুসলমানদের প্রচেষ্টায় ইসলাম ধীরে ধীরে প্রতিষ্ঠিত হয়।

📌 মসজিদ স্থাপন, সাহিত্য, শিক্ষা ও বাংলাভাষার ব্যবহার ছিল ইসলাম প্রচারের মূল মাধ্যম।
এভাবেই বাংলাদেশের মুসলিম সমাজের ভিত্তি গড়ে ওঠে।

িহাসেইসলাম #ইসলামিক #ইসলামিকশিক্ষা #কুরআন #ইতিহাস #বাংলাদেশে_ইসলাম #ইসলামের_ইতিহাস #সাহাবী #সুফি #বাংলার_ইতিহাস

🕌 কুরআনের দৃষ্টিতে ইতিহাস 📖 কুরআন ইতিহাসকে কেবল অতীত ঘটনার সারমর্ম হিসেবে দেখায় না;এটি মানুষকে শিক্ষা, সতর্কতা ও নৈতিক ...
08/09/2025

🕌 কুরআনের দৃষ্টিতে ইতিহাস

📖 কুরআন ইতিহাসকে কেবল অতীত ঘটনার সারমর্ম হিসেবে দেখায় না;
এটি মানুষকে শিক্ষা, সতর্কতা ও নৈতিক দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে পথপ্রদর্শক হিসেবে কাজ করে।

👳‍♂️ ইতিহাসের গুরুত্ব (কুরআনের দৃষ্টিতে):

শিক্ষা ও সতর্কীকরণ: অতীতের ঘটনা আমাদের ভুল থেকে সাবধান রাখে।

আল্লাহর নিদর্শন ও ক্ষমতা প্রমাণ: পূর্ববর্তী জাতির শাস্তি ও রহমত আল্লাহর শক্তি ও ন্যায় প্রদর্শন করে।

সত্য ও মিথ্যার সংঘর্ষ: নবী ও তাদের উম্মাহদের কাহিনী নৈতিক ও সামাজিক শিক্ষার উৎস।

ন্যায় ও নীতিবোধ: অতীতের গল্পগুলো থেকে নৈতিক ও সামাজিক পাঠ গ্রহণ করা যায়।

✨ কুরআনের উদাহরণ:
নূহ, ইবরাহীম, মূসা, ঈসা (আ.) ইত্যাদি নবীর কাহিনী থেকে শেখা যায়—আল্লাহর একত্ব, সত্য ও মিথ্যার সংঘাত, অহংকার ও পাপের ধ্বংসাত্মক প্রভাব, এবং তাওবাহ-এর গুরুত্ব।

🌙 অনুশীলনগত নির্দেশনা:

অতীত জাতির উদাহরণ থেকে নীতিগত দুর্বলতা শনাক্ত করুন।

কাহিনী কেবল ইতিহাস নয়, নৈতিক ও সামাজিক পাঠ হিসেবে গ্রহণ করুন।

ব্যক্তিগত ও সামাজিক সিদ্ধান্ত গ্রহণে অতীতের অভিজ্ঞতা বিবেচনা করুন।

✨ উপসংহার:
কুরআন আমাদের শেখায়—ইতিহাস একটি জীবন্ত পাঠশালা। অতীত থেকে শিক্ষা নিয়ে আমরা ব্যক্তিগত ও সামাজিক উন্নতি অর্জন করতে পারি।

# ns dance h #কুরআন #ইতিহাস #ইসলামিকশিক্ষা #সতর্কবার্তা #নৈতিকশিক্ষা #ইসলামিক িহাসেইসলাম

ঘোষণাসহীহ্ বুখারী শরীফ গ্রুপে নতুন মডারেটর নিয়োগআসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।সহীহ্ বুখারী শরীফ গ্রুপে...
25/08/2025

ঘোষণা
সহীহ্ বুখারী শরীফ গ্রুপে নতুন মডারেটর নিয়োগ
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
সহীহ্ বুখারী শরীফ গ্রুপে আপনাকে স্বাগতম। গ্রুপে ভালো ও সুন্দর পোস্ট করার জন্য আপনাকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

✪ নতুন মডারেটর নিয়োগ
আলহামদুলিল্লাহ্‌, আমাদের প্রিয় গ্রুপ “সহীহ্ বুখারী শরীফ” দিন দিন বড় হচ্ছে। প্রতিদিন অসংখ্য ভাই-বোন হাদিস শিখতে ও শেয়ার করতে এখানে যোগ দিচ্ছেন। গ্রুপের পরিবেশকে সুন্দর, নিরাপদ ও শরীয়াহ্ সম্মত রাখতে আমাদের কিছু নতুন মডারেটর প্রয়োজন।

🔹 মডারেটরের দায়িত্ব
কুরআন ও সহীহ্ হাদিসভিত্তিক আলোচনায় সহায়তা করা
অনুপযুক্ত/ভ্রান্ত পোস্ট বা মন্তব্য রিমুভ করা
গ্রুপের নিয়ম মেনে চলা ও অন্যদের মানতে উৎসাহিত করা
নতুন সদস্যদের সঠিকভাবে গাইড করা

🔹 যোগ্যতা
সুন্নাহ্ ও সহীহ্ হাদিসের প্রতি ভালোবাসা ও আন্তরিকতা থাকা
ধৈর্যশীল ও ভদ্র আচরণের অধিকারী হওয়া
নিয়মিত গ্রুপে সক্রিয় থাকা
দ্বীনের মৌলিক জ্ঞান থাকা (আলেম হওয়া আবশ্যক নয়)
✪ কুরআন ও সহিহ হাদিস থেকে দলিলসহ পোস্ট
পোস্ট অবশ্যই কুরআন ও সহিহ হাদিস অনুযায়ী করতে ১০০% চেস্টা করতে হবে।
সহিহ হাদিস ব্যতীত বা মনগড়া কথা নবী সাঃ এর নামে চালানো যাবে না । নিজের বা ভ্রান্ত আক্বীদার ফতোয়া পোস্ট করা যাবে না।
✪ শেয়ার পোস্ট-নিজের বা কারো পোস্ট শেয়ার নিষেধ
নিজের বা অন্যের বা পেইজের পোস্ট, এই গ্রুপে শেয়ার করা যাবে না।
✪ অন্য কারো/গ্রুপ/পেইজের লিংক, ক্যাপশন নিষেধ
গ্রুপটিতে কোন লিংক অথবা কারো আইডি দিয়ে ফ্রেন্ড/ফলোয়ার বাড়ানোর উদ্দেশ্যে পোস্ট নিষেধ।
✪ভুল বা মিথ্যা ছবিযুক্ত পোস্ট ও ভিডিও
কাবা ঘরের উপর কুরআন, বা অহেতুক অনেক কুরআন এর মডিফাইড ছবি যুক্ত বাস্তবতা বহির্ভূত ছবি পোস্ট নিষেধ। এগুলোত বিধর্মীদের কাজ ✘ ভুল ও মিথ্যা মদিনাও ক্বাবার ছবি, রাসুল সাঃএর নামে ভুয়া জুতা,কাপড়ের ছবি নিষেধ

✪ ধর্ম নিয়ে জরিপ নিষেধ
ধর্ম বা ধর্মীয় কোন বিশেষ কিছু নিয়ে সকল প্রকার জরিপ পোষ্ট নিষিদ্ধ ।
উদাহরণস্বরুপঃ কুরআন বড় না টাকা বড়? তথা সামান্য টাকাকে কোরআনের সঙ্গে তুলনা করে Yes or No লেখা - এ জাতীয় কোন পোস্ট করা যাবে না
এই ধরনের পোস্ট এপ্রুপ করা যাবে না। Decline করে দিতে হবে।

আর যখন ই ফেজবুকে যাবেন একটু কষ্ট করে গ্রুপ এ গুরে আসবেন। কোন রিকোয়েস্ট থাকলে accept করে দিবেন। কোন পোস্ট পেন্ডিং থাকলে দেখে বুঝে এপ্রুপ করে দিবেন।

Group Link - https://www.facebook.com/groups/693420687480698

জুম্মা ফরয হবার বিবরণএ সম্পর্কে আল্লাহ্ তা‘আলার বাণীঃ‘‘জুমু‘আহর দিনে যখন সালাতের জন্য আহবান করা হয়, তখন তোমরা আল্লাহর স্...
18/07/2025

জুম্মা ফরয হবার বিবরণ

এ সম্পর্কে আল্লাহ্ তা‘আলার বাণীঃ
‘‘জুমু‘আহর দিনে যখন সালাতের জন্য আহবান করা হয়, তখন তোমরা আল্লাহর স্মরণের প্রতি ধাবিত হও এবং বন্ধ করে দাও বেচা- কেনা। এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা জানতে।
(সূরাহ্ আল-জুমু‘আহ ৬২/৯)

আবূ হুরাইরাহ্ (রাযি.) হতে বর্ণিত। তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছেন যে, আমরা দুনিয়ায় (আগমনের দিক দিয়ে) সর্বশেষ, কিন্তু কিয়ামতের দিন আমরা মর্যাদার ব্যাপারে সবার পূর্বে। ব্যতিক্রম এই যে, আমাদের পূর্বে তাদের কিতাব প্রদান করা হয়েছে। অতঃপর তাদের সে দিন যে দিন তাদের জন্য ইবাদত ফরজ করা হয়েছিল তারা এ বিষয়ে মতভেদ করেছে। কিন্তু সে বিষয়ে আল্লাহ্ আমাদের হিদায়াত করেছেন। কাজেই এ ব্যাপারে লোকেরা আমাদের পশ্চাদ্বর্তী। ইয়াহূদীদের (সম্মানীয় দিন হচ্ছে) আগামী কাল (শনিবার) এবং নাসারাদের আগামী পরশু (রোববার)। (২৩৮; মুসলিম ৭/৫, হাঃ ৮৫৫, আহমাদ ৭৩১৪) (আধুনিক প্রকাশনীঃ ৮২৫, ইসলামিক ফাউন্ডেশনঃ ৮৩২)

16/07/2025

এই মহিমান্বিত দিনটিতে নবীজি (সা.)-এর কি কি সুন্নাহ ছিল তা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ।ঈদ ইসলামের অন্যতম প্রধান উৎসব...
30/03/2025

এই মহিমান্বিত দিনটিতে নবীজি (সা.)-এর কি কি সুন্নাহ ছিল তা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ।

ঈদ ইসলামের অন্যতম প্রধান উৎসব, যা মুসলমানদের জন্য আনন্দ ও সৌহার্দ্যের প্রতীক। মহানবী হযরত মুহাম্মদ (সা.) ঈদকে শুধু উৎসব হিসেবে নয়, বরং এটি একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক শিক্ষা হিসেবে দেখেছেন। তাঁর ঈদ উদযাপনের পদ্ধতি আমাদের জন্য একটি আদর্শ।
#ঈদ #মোবারক

বিস্তারিত নিচে ১ম কমেন্টে----

إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِالْغَيْبِ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ নিশ্চয় যারা তাদের পালনকর্তাকে না দেখে...
14/12/2024

إِنَّ الَّذِينَ يَخْشَوْنَ رَبَّهُم بِالْغَيْبِ لَهُم مَّغْفِرَةٌ وَأَجْرٌ كَبِيرٌ

নিশ্চয় যারা তাদের পালনকর্তাকে না দেখে ভয় করে, তাদের জন্যে রয়েছে ক্ষমা ও মহাপুরস্ক
সুরা আল মুলক
আয়াত ১২

🎗️রিযিকের প্রাচুর্য  ও দীর্ঘ জীবন প্রত্যাশার সহজ উপায় :✨রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি...
31/10/2024

🎗️রিযিকের প্রাচুর্য ও দীর্ঘ জীবন প্রত্যাশার সহজ উপায় :

✨রাসূলুল্লাহ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ
যে ব্যক্তি তার রিযিকের প্রাচুর্য এবং দীর্ঘ জীবনের প্রত্যাশা করে, তার উচিত আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। (বুখারীঃ ২০৬৭; মুসলিমঃ ২৫৫৭)

✨অন্য হাদীসে এসেছে, উম্মুল-মুমিনীন মায়মুনা রাদিয়াল্লাহু আনহা তার এক বাদিকে মুক্ত করে দিলেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট যখন এ খবর পৌছালেন, তখন তিনি বললেন, তুমি যদি বাদিটি তোমার মামাকে দিয়ে দিতে, তাহলে অধিক পূণ্য লাভ করতে পারতে। (বুখারীঃ ২৫৯৪)

✨ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেনঃ কোন অভাবগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করলে সদকার সওয়াব পাওয়া যায়। কিন্তু কোন নিকট আত্মীয়কে সাহায্য করলে একই সঙ্গে সদকা এবং আত্মীয়তার হক আদায়ের দ্বৈত পূণ্য লাভ করা যায় ৷ (বুখারীঃ ১৪৬৬, মুসলিমঃ ১০০০)
সুবহানাল্লাহ।

26/10/2024




16/09/2024








Address

Dhaka
1214

Telephone

+8801675560511

Website

Alerts

Be the first to know and let us send you an email when সহীহ বুখারী শরীফ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share