02/11/2025
দ্য ডিসেন্টের অনুসন্ধানী প্রতিবেদনটা আমি পুরোটা পড়েছি। কতটুকু বিশ্বাসযোগ্য সেটা পরে বলা যাবে, তবে একটা কথা পরিষ্কার— আমরা ইনসাফের পক্ষে, কারো প্রতি অন্ধ বিশ্বাসী না।
একজন সচেতন মানুষ হিসেবে, এই প্রতিবেদনের সত্য–মিথ্যা যাচাই করার মতো ন্যূনতম জ্ঞান আমার আছে — আর সেটার ভিত্তিতেই কিছু সরল প্রশ্ন তুলছি। যদি দ্য ডিসেন্ট এই প্রশ্নগুলোর নির্ভরযোগ্য প্রমাণ দেখাতে পারে, তাহলে আমরাও নির্দ্বিধায় তাদের প্রতিবেদন মেনে নেব।
(১️)
দ্য ডিসেন্ট বলেছে, ইমাম সাহেবের সঙ্গে একই বাসে কিছু যাত্রী ছিল এবং তাদের নামও প্রকাশ করেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে — তাদের ছবি কোথায়? ইমাম সাহেব বাস থেকে নামার ফুটেজ আছে, কিন্তু অন্য যাত্রীরা যারা নামল, তাদের ফুটেজ কোথায়? যদি একই ক্যামেরায় ইমাম ফুটেজ থাকে, তাহলে বাকি যাত্রীদের ফুটেজও তো থাকা উচিত।
(২️)
তারা বলছে, তিন দিন চেষ্টা করেও বিক্রমপুরীর সঙ্গে যোগাযোগ করতে পারেনি। তাদের কথার পক্ষে কল রেকর্ড বা ইমেইল,মেসেজ এসব প্রমাণ কোথায়? আরও বলেছে, বিক্রমপুরী নাকি মুহাম্মদুল্লাহকে সাক্ষাৎকার দিতে নিষেধ করেছেন — প্রমাণ হিসেবে তাদের এই বক্তব্যের রেকর্ড বা মেসেজ প্রমাণ দেখাতে হবে? শুধু বলা যথেষ্ট নয়, প্রমাণ দিন।
(৩️)
তারা দাবি করছে, উদ্ধার হওয়া পাগড়ি ইমাম সাহেবেরই। তাহলে প্রশ্ন — তার ফিঙ্গারপ্রিন্ট টেস্ট বা ডিএনএ রিপোর্ট কোথায়? এটা অন্যকারোর বা বাজারে কেনা পাগড়িওতো হতে পারে। তারপর সিএনজি চালক নাকি তথ্য দিয়েছে — তাহলে সেই সিএনজিতে ইমাম সাহেব ওঠা এবং নামার সিসিটিভি ফুটেজ কোথায়? আর পাগড়িটা কার হাতে উদ্ধার হয়েছে, কোন পুলিশ সেটা রিসিভ করেছে, সময় ও স্থান উল্লেখসহ সেই প্রমাণ কোথায়?
(৪)
দ্য ডিসেন্ট জানিয়েছে, ইমাম সাহেব নিজেই বাসের টিকিট কেটেছিলেন। তাহলে টিকিট কাউন্টারের সিসিটিভি ফুটেজ দেখান। কারণ, প্রতিটি কাউন্টারে ক্যামেরা থাকে — সেখানে ইমাম সাহেব উপস্থিতি থাকলে সেটা দৃশ্যমান প্রমাণ লাগবে।
(৫)
দ্য ডিসেন্ট বলছে, মসজিদ কমিটি চিঠির ব্যাপারে ইমাম সাহেবকে জানিয়েছিল, কিন্তু তিনি জিডি করেননি।
তাহলে প্রশ্ন — কমিটির কোন কোন সদস্য এই কথা বলেছেন? তাদের নাম উল্লেখ করুন। তাদের বক্তব্যের রেকর্ড বা লিখিত প্রমাণ কোথায়? আর তারা যাকে জানিয়েছিল — সেই ওসির নাম, ওসির বক্তব্য — কিছুই প্রকাশ করা হয়নি কেনো?
(৬️)
তারা বলেছে, ইমাম পঞ্চগড় সদর ইউনিয়নের সিতারাম হেলিপ্যাড এলাকার পাশ থেকে উদ্ধার করা হয়। তাহলে তিনি বাস থেকে নেমে কোন পথে গেছেন, সেই রাস্তায় থাকা ক্যামেরাগুলোর ফুটেজ কোথায়? আর যে জায়গা থেকে তাকে পাওয়া গেছে, সেই এলাকার সিসিটিভি ফুটেজ বা কোনো প্রত্যক্ষ সাক্ষীর বিবৃতি নেই কেনো? তিনি শিকল পেলেন কোথায়, তালাচাবিসহ শিকল রাস্তায় পরে থাকেনা?
ধরে নিলাম তাদের প্রতিবেদন সত্য, কিন্তু এই মৌলিক প্রমাণগুলো না থাকলে সেটাকে শতভাগ নির্ভরযোগ্য বলা যায় না। আমরা ন্যায় চাই, কাউকে খাটো করা নয় এবং কাউকে অন্ধভাবে মহান বানানোও আমাদের উদ্দ্যেশ নয়।
প্রমাণ দেখান, আমরা প্রতিবেদন মেনে নেব।
ইনসাফের পক্ষে থাকাটাই আমাদের ঈমানী দায়িত্ব।
✍️ মুহাম্মদ এনাম