ভূঁইয়া সাহেব

ভূঁইয়া সাহেব Some people come in your life as blessings,
Other come in your life as lessons.

05/10/2025
♦ ৩ বছর বয়সে মা-বাবা ফে'লে চলে গেছে, কোন খবর নেয়নি!♦ চাচা মেয়ের মত বড় করেছে, ♦ আজ সেই মেয়ে বিনা টাকায় পুলিশের চাকরি পেতে...
05/10/2025

♦ ৩ বছর বয়সে মা-বাবা ফে'লে চলে গেছে,
কোন খবর নেয়নি!
♦ চাচা মেয়ের মত বড় করেছে,
♦ আজ সেই মেয়ে বিনা টাকায় পুলিশের চাকরি পেতেই
হাজির মা-বাবা!
♦ কিন্তু মেয়েটি তাদের ফিরিয়ে দিয়েছে এই বলে যে
♦ দুঃ'সময়ে চাচা পাশে ছিল, আর সুসময়ে তোমরা মেয়ে দাবি করছো?
♦ তারপর তার পিতৃতুল্য চাচা ও চাচিকে জড়িয়ে ধরে কাঁদতেছে।
#জীবনের_গল্প

  ❤️
29/09/2025

❤️

জীবন কত ছোট সংক্ষিপ্ত। জুন মাসের ২১ তারিখে বিয়ে। ১১ সেপ্টেম্বর সৌদি আরব গমন। ২৪ সেপ্টেম্বর প্রবাসী ভাইয়ের মৃত্যু।নাম: ...
26/09/2025

জীবন কত ছোট সংক্ষিপ্ত।
জুন মাসের ২১ তারিখে বিয়ে। ১১ সেপ্টেম্বর সৌদি আরব গমন। ২৪ সেপ্টেম্বর প্রবাসী ভাইয়ের মৃত্যু।
নাম: মোঃ মোক্তার হোসেন।
দেশের বাড়ি: সিলেট
উপজেলা: বিশ্বনাথ
ইউনিয়ন: খাজাক্সি
গ্রাম: হামদরচক
প্রবাসী ভাইয়ের ইন্তেকালের কারণ। প্রথমে শরীরে হালকা জ্বর জ্বর পরবর্তীতে টাইফয়েড আক্রান্ত হন। কিং আব্দুল আজিজ হসপিটাল শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। #সৌদি #মৃত্যুシ #সিলেট #বাংলাদেশ

তাসনিম জারা বাংলাদেশের ইতিহাসে ১ম মেয়ে যিনি ২০১৬ সালে দাদীর  একটা সুতির শাড়ি পরে কোন গয়না আর মেক আপ ছাড়াই খালেদ সাইফুল্ল...
26/09/2025

তাসনিম জারা বাংলাদেশের ইতিহাসে ১ম মেয়ে যিনি ২০১৬ সালে দাদীর একটা সুতির শাড়ি পরে কোন গয়না আর মেক আপ ছাড়াই খালেদ সাইফুল্লাহকে বিয়ে করেন। তাসনিমের সেই বিয়ের ছবি ভাইরাল হয়ে যায় এবং বিস্ময়করভাবে অধিকাংশ মেয়েরাই তাসনিমের এই গয়না আর মেক আপ বিহীন বিয়েকে স্টান্টবাজি হিসেবে সমালোচনা করেছিলেন।

পরবর্তীতে অবশ্য তাসনিম জারা বহুবার প্রমাণ করে দিয়েছেন যে নারী হিসাবে পাহাড় সমান উচ্চতায় উঠতে মেধা আর যোগ্যতাই যথেষ্ট, মেক আপ লাগে না। তাসনিম এখনো কোন মেক আপ করেন না। আসলে করার প্রয়োজনই পড়ে না।

তাসনিম জারা ভিকারুননিসা - ঢাকা মেডিকেল কলেজ এর ছাত্রী। ঢাকার অ্যাপোলো হাসপাতালে রেসিডেন্ট মেডিক্যাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এভিডেন্স-বেইজড হেলথ কেয়ার বিষয়ে ডিসটিংশনসহ স্নাতকোত্তর ডিগ্রি (মাস্টার্স) সম্পন্ন করেন। ২০২১ সাল থেকে তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালসমূহে অভ্যন্তরীণ চিকিৎসা বিষয়ে রেসিডেন্ট হিসেবে কর্মরত। তাসনিম ইতিমধ্যে ইংল্যান্ডের প্রেস্টিজিয়াস MRCP ডিগ্রিও সম্পন্ন করেছেন।

জারা 'সহায় হেলথ' নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সহ-প্রতিষ্ঠাতা, যা বাংলাভাষী জনগণের জন্য প্রমাণভিত্তিক স্বাস্থ্যসেবা তথ্য প্রদান করে। ২০২৩ সালে জারা ‘সহায় প্রেগন্যান্সি’ মোবাইল অ্যাপের উন্নয়নে নেতৃত্ব দেন, যা গর্ভাবস্থার প্রতিটি সপ্তাহের জন্য তথ্য ও পরামর্শ প্রদান করে।

গবেষক হিসেবে তাসনিম জারা আন্তর্জাতিক পর্যালোচিত জার্নালে একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন। কোভিড-১৯ মহামারির শুরুতে তাসনিম জারা বাংলাভাষায় স্বাস্থ্যবিষয়ক ভিডিও তৈরি করা শুরু করেন যা ফেসবুক আর ইউটিউবে প্রচন্ড জনপ্রিয় হয়।

তাসনিম জারার কোভিড-১৯ প্রতিরোধ, টিকা সংক্রান্ত সচেতনতা, প্রজনন স্বাস্থ্য এবং মানসিক সুস্থতা নিয়ে ভিডিওগুলো আন্তর্জাতিক গণমাধ্যমে দৃষ্টি আকর্ষণ করে। বিবিসি, স্কাই নিউজ, আইটিভি এবং ফাইন্যান্সিয়াল টাইমস-এর মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমে তার কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। ২০২১ সালে, যুক্তরাজ্য সরকার তাকে বৈশ্বিক "ভ্যাকসিন লুমিনারি" হিসেবে স্বীকৃতি প্রদান করে।

তাসনিম জারার বয়স মাত্র ৩১ বছর। চাইলেই শুধু ডাক্তার হিসাবে কিংবা ফেসবুক, ইউটিউব কন্টেন্ট তৈরি করেই এই মেয়েটা কোটি কোটি টাকা উপার্জন করতে পারেন। কিন্তু উনি সবকিছু স্যাক্রিফাইস করে এসেছেন বাংলাদেশের রাজনীতিকে বদলাতে, তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিতে আর পুরো বাংলাদেশের দায়িত্ব নিতে।

বিনিময়ে এই প্রচন্ড মেধাবী আর জ্ঞানী মেয়েটাকে আমরা কি দিলাম? যুক্তরাষ্ট্রের একটা এয়ারপোর্টে অশ্লীল গালাগালি আর অপমান!!

১৯৭১ সাল হতে ২০২৪ সাল, পুরো ৫৩ বছরে যত ছাত্রলীগ, যুবলীগ আর আওয়ামী লীগ নারী নেতাকর্মী এসেছে, তাদের মধ্যে মাত্র ১জনকে দেখান যিনি এই বয়সেই জ্ঞানে, কর্মে, ব্যবহারে আর দেশপ্রেমে তাসনিম জারার সমান!!

তাসনিম জারাকে অপমান করার অর্থ হল, বাংলাদেশকেই অপমান করা। কারণ এই মেয়েটা বিশ্বমঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করে।

12/09/2025

শুক্রবার, দুরুদ শরীফ পাঠের শ্রেষ্ঠ দিন। আপনি কি আজ দুরুদ পাঠ করেছেন? যদি না করে থাকেন, তাহলে এখনই পাঠ করুন —
আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ❤️

12/09/2025

আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম ‘আলা নাবিয়্যিনা মুহাম্মাদ ﷺ❤️

12/09/2025

জুম্মা মোবারক 🕋

08/09/2025

Break point
Ep 13 Fllow for more..

08/09/2025

Break point
Ep 12 Fllow for more..

08/09/2025

Break point
Ep 11 Fllow for more..

Address

Sharjah Airport Free Zone
Dhaka
8000

Alerts

Be the first to know and let us send you an email when ভূঁইয়া সাহেব posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share