Md Sujon01

Md Sujon01 "সফলতা একদিন আসবেই, শুধু লেগে থাকতে হবে।"

"মনে বিশ্বাস আর পরিশ্রম থাকলে অসম্ভব বলে কিছু নেই।"
(1)

12/05/2025

শুভ রাত্রি

"নগরের কোলাহল নয়, জীবনের আসল সুখ লুকিয়ে আছে এমন এক শান্ত মুহূর্তে।"শুভ সকাল
12/04/2025

"নগরের কোলাহল নয়, জীবনের আসল সুখ লুকিয়ে আছে এমন এক শান্ত মুহূর্তে।"

শুভ সকাল

12/04/2025

শুভ সকাল

বাংলাদেশে এমন অনেক ক্রাইম ঘটে, যা দুনিয়ার নামকরা ক্রাইম থ্রিলার মুভি বা উপন্যাসকেও ম্লান করে দেয়। তেমনই এক ভয়ংকর ঘটনা ঘট...
23/03/2025

বাংলাদেশে এমন অনেক ক্রাইম ঘটে, যা দুনিয়ার নামকরা ক্রাইম থ্রিলার মুভি বা উপন্যাসকেও ম্লান করে দেয়। তেমনই এক ভয়ংকর ঘটনা ঘটেছে পঞ্চগড়ের আটোয়ারীতে।

দিনের আলোয় খুবই সাধারণ একটি অপরাধ। ইজিবাইক চুরি করতে গিয়ে ধরা পড়েছে রিফাত নামে এক যুবক। বয়স মাত্র ২৩। উত্তেজিত জনতা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। এ ধরনের ঘটনা নতুন নয়, তাই কেউ খুব একটা আমলে নেয়নি।

কিন্তু এরপর যা ঘটল, তা ছিল সাধারণ কাহিনীতে এক ভয়ঙ্কর টুইস্ট!

থানায় নিয়ে গিয়ে পুলিশ যখন নিয়মমাফিক রিফাতের মোবাইল চেক করছিল, তখন তারা এমন কিছু দেখল, যা তাদের রক্ত হিম করে দিল। মোবাইলে একটি ভিডিও—এক তরুণীকে বেঁধে রেখে নির্মম নির্যাতন করা হচ্ছে!

তৎক্ষণাৎ রিফাতকে চেপে ধরে জিজ্ঞাসাবাদ শুরু হয়। প্রথমে অস্বীকার করলেও, জায়গামতো ডান্ডার বারি খেয়ে সে সব স্বীকার করে নেয়।

গত জানুয়ারি মাসের ১৩ তারিখ, ঢাকাগামী "একতা এক্সপ্রেস" ট্রেনে রিফাতের পরিচয় হয় এক তরুণীর সঙ্গে। সে কৌশলে ভুলিয়ে-ভালিয়ে মেয়েটিকে নামিয়ে আনে আটোয়ারীর কিসমত স্টেশনে। সেখান থেকে রিফাত খবর দেয় তার দুই বন্ধুকে।

এরপর তিনজনে মিলে ভয়ঙ্কর এক পরিকল্পনা ফাঁদে। তারা মেয়েটিকে গোপন এক জায়গায় নিয়ে আটকে রাখে। সারা রাত পালাক্রমে ধর্ষণ করে। কিন্তু এখানেই শেষ নয়! শারীরিক চাহিদা মেটার পর শুরু হয় বিকৃত মস্তিস্কের উন্মাদনা। তারা ধারালো অস্ত্র দিয়ে মেয়েটির যৌনাঙ্গ, স্তনসহ পুরো শরীর ক্ষতবিক্ষত করতে থাকে। এবং পুরো ঘটনাই তারা নিজেদের মোবাইলে ভিডিও করে রাখে, যেন পরবর্তীতে সেই ভিডিও দেখে বিকৃত আনন্দ নেওয়া যায়!

তাদের নির্মম অত্যাচারে ভোরের দিকে মেয়েটি মারা যায়। এরপর তিনজনে মিলে লাশটা নিয়ে রেললাইনে ফেলে রাখে। পরদিন পুলিশ ছিন্ন-বিচ্ছিন্ন একটা লাশ উদ্ধার করে রেললাইন থেকে, কিন্তু কেউ তার পরিচয় শনাক্ত করতে পারে না।

ঐসময় ঠাকুরগাঁও থেকে কাছাকাছি বয়সের একটা মেয়ে হারিয়ে গিয়েছিল। মেয়েটির পরিবার এই ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহটিকে নিজেদের মেয়ের লাশ ভেবে দাফন করে ফেলে। এতদিনে জানা গেল যে তারা আসলে ভুল করেছিল! মনে প্রশ্ন জাগে—দেশে মানুষের সংখ্যা বেশি, নাকি লাশের? অবস্থা এমন হয়েছে যে, একটা লাশ পাওয়া গেলেই পরিবারের নিখোঁজ ব্যক্তির লাশ ভেবে কবরে শুইয়ে দিচ্ছে মানুষ!

এই ঘটনায় এখনো দুইটা অমীমাংসিত প্রশ্ন রয়ে গেছে!
এক: ঠাকুরগাঁও থেকে হারিয়ে যাওয়া মেয়েটি তাহলে কোথায় আছে?
দুই: রিফাতদের নির্যাতনে মারা যাওয়া এই মেয়েটির আসল পরিচয় কী?

এটা কোনো সিনেমার গল্প না, কোনো দুর্দান্ত ক্রাইম থ্রিলার উপন্যাসের পটভূমি না। এটা চরম বাস্তব। আইন-শৃঙ্খলার অবনতির সুযোগে নরপশুরা সব জেগে উঠেছে, আর আমাদের ঘুম হারাম হয়ে গেছে!

চলছে মার্চ মাস। জুলাই আর খুব বেশি দূরে না। মনে হচ্ছে, আরেকটা রক্তাক্ত জুলাই আসন্ন। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যে পচন ধরেছে, সেই পচন সারাতে আরেকবার আমাদের পথে নামতে হবে!

12/03/2025

বদনজর খাল কেটে কুমির আনার মতো।
ঘরে বালামুসিবত টেনে আনার অন্যতম উপায় হল, পরিবারের হাসিখুশি ছবি অনলাইনে প্রকাশ করা।
🤍🌼

08/03/2025

যে কাজগুলো রোযা ভঙ্গের কারণ নয়

রোযা সম্পর্কে গুরুত্বপূর্ণ মাসআলা জেনে নিন

"কিছু কাজ এমন আছে যার কারণে রোজা ভাঙে না। এ কার্যগুলো সম্পাদন হলে রোজা চালিয়ে নিতে হবে। রোজা ভেঙে গেছে মনে করে পানাহার করা যাবে না। এরকম কিছু কাজ নিচে সংক্ষেপে দেয়া হলো। যেগুলোর কারণে রোজা নষ্ট হয় না।

# রোজার কথা ভুলে গিয়ে পানাহার করলে রোজা ভাঙে না। তবে স্মরণ হওয়া মাত্রই পানাহার ছেড়ে দিতে হবে।

# চোখে ওষুধ-সুরমা, মাথায় বা শরীরে তেল লাগালে রোযার কোনো ক্ষতি হয় না। আতর-সুগন্ধি ব্যবহার করলেও অসুবিধা নেই।

# অনিচ্ছাকৃত বমি হলে (মুখ ভরে হলেও) রোযা ভাঙ্গবে না। তেমনি বমি মুখে এসে নিজে নিজে ভেতরে চলে গেলেও রোযা ভাঙ্গবে না।

# মশা-মাছি, কীট-পতঙ্গ ইত্যাদি অনিচ্ছাকৃত পেটের ভেতর ঢুকে গেলেও রোযা ভাঙ্গবে না। অনুরূপভাবে ধোঁয়া বা ধুলোবালি অনিচ্ছাকৃতভাবে গলা বা পেটের ভেতর ঢুকে গেলে রোযা ভাঙ্গবে না।

# স্বপ্নদোষ হলে রোযা ভাঙ্গবে না।

# চোখের দু’ এক ফোটা পানি মুখে চলে গেলে রোযার ক্ষতি হয় না। তবে তা যদি গলার ভেতর চলে যায় তাহলে রোযা ভেঙ্গে যাবে।

# সুস্থ অবস্থায় রোযার নিয়ত করার পর যদি অজ্ঞান বা অচেতন হয়ে যায় তাহলে রোযা নষ্ট হবে না।

# রোজা অবস্থায় ইনসুলিন নিলে রোজা ভঙ্গ হবে না।

# রোযা অবস্থায় শরীর থেকে রক্ত বের হলে বা ইনজেকশন ইত্যাদি দ্বারা রক্ত বের করলে রোযা ভাঙ্গবে না। তবে ইচ্ছাকৃতভাবে এ পরিমাণ রক্ত বের করা মাকরূহ, যার দ্বারা রোযাদার খুব দুর্বল হয়ে যায়।

# রাত্রে স্ত্রী সহবাস করলে বা স্বপ্নদোষ হলে সুবহে সাদিকের আগে গোসল করতে না পারলেও রোযার কোনো ক্ষতি হবে না। তবে কোনো ওযর ছাড়া, বিশেষত রোযার হালতে দীর্ঘ সময় অপবিত্র থাকা অনুচিত।

# বীর্যপাত ঘটা বা সহবাসে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকলে স্ত্রীকে চুমু খাওয়া জায়েয। তবে কামভাবের সাথে চুমু খাওয়া যাবে না। আর তরুণদের যেহেতু এ আশঙ্কা বেশি থাকে তাই তাদের এ থেকে বেঁচে থাকা উচিত।

এসব বিষয়ে রোজার কোনো ক্ষতি হয় না। অনেকেই অজ্ঞতাবশত এগুলোকে রোজা ভঙ্গের কারণ মনে করে থাকেন। ফলে এসবের কোনো কিছু ঘটে গেলে রোজা ভেঙ্গে গেছে মনে করে ইচ্ছাকৃত পানাহার করেন। আবার কেউ কেউ এসব থেকে বেঁচে থাকার জন্যে অযথা কষ্ট করেন। আশা করি, ছোট এ পোস্টের মাধ্যমে উভয় শ্রেণির ভুল দূর হয়ে যাবে, ইনশাআল্লাহ।

06/03/2025

জান্নাতে 'রাইয়্যান' নামক একটি দরজা আছে সে দরজা দিয়ে শুধুমাত্র রোজাদার'রাই প্রবেশ করবে। সুবহানআল্লাহ।❤️‍🩹

04/03/2025

নজরের হেফাজত সম্পর্কে কুরআনের আয়াত

তিনিই চক্ষুর অপব্যবহার এবং অন্তরের গোপন বস্তু সম্পর্কেও অবগত

"পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলেন:

یَعۡلَمُ خَآئِنَۃَ الۡاَعۡیُنِ وَ مَا تُخۡفِی الصُّدُوۡرُ

অর্থ: তিনিই চক্ষুর অপব্যবহার এবং অন্তরের গোপন বস্তু সম্পর্কেও অবগত [সূরা গাফির, আয়াত: ১৯]

আফসোস, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ খাবার ত্যাগ করেই সিয়ামের হক আদায় হয়ে যাবে বলে মনে করি। অথচ আল্লাহ সুবহানাহু তায়ালা পবিত্র কুরআনে এবং হাদিসের মাদ্ধমে আমাদের বারংবার নজরের যেনা থেকে দূরে থাকতে বলেছেন। ইফতারের এই পবিত্র এবং মহিমান্বিত সময়ে টাইমপাস নামক ধোঁকায় পরে ফেইসবুক, ইউটিউব, টিকটকে এমন সব অযাচিত বিষয় উপভোগ করছি যা আমাদের সিয়াম থাকা অবস্থায় বার বার যেনার মতো ভয়ঙ্কর গুনাহে জড়িয়ে ফেলছে। মনে রাখুন, আল্লাহ আপনাকে দেখছে।

জানি স্মার্টফোন হাতে থাকায় অনেকেই ইফতারির সময় কুরআন তিলাওয়াত বা বিভিন্ন কারণে অনলাইনে সময় কাটাই। তবে কতোই না উত্তম হতো যদি এই কুরআন তিলাওয়াত শুনতে গিয়ে বা ভিডিও দেখতে গিয়ে মহান রব নারাজ হন অথবা চোখের যেনা হয় এমন কিছুই দেখতে হতো না, সুবহানাল্লাহ!

02/03/2025

যদি মানুষের পেছনে অতিরিক্ত সময় দিতে থাকো তবে ব্যর্থতা অনিবার্য, যদি কাজের পিছনে সময় দাও তবে সাফল্য অনিবার্য!

Address

1 No Kumartulylane, Islampur
Dhaka
1100

Telephone

+8801971857091

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md Sujon01 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Sujon01:

Share

Category