Generator Bangladesh

Generator Bangladesh Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Generator Bangladesh, News & Media Website, Dhaka.

আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাদের সাথে যোগ দিয়েছেন। এই পেজটি মূলত ডিজেল ও পেট্রোল জেনারেটর ক্রয়-বিক্রয়, সার্ভিস এবং এই সম্পর্কিত বিভিন্ন তথ্য আদান-প্রদানের জন্য তৈরি করা হয়েছে। জেনারেটার এবং লিফট এর ফেইসবুক গ্রুপে আপনাকে স্বাগত !!
ডিজেল জেনারেটার , পেট্রোল জেনারেটার এবং লিফট এর সকল সমস্যা ও তার সমাধান নিয়ে আমরা আপনাদের সাহায্য করব।
আপনাদের যাবতীয় প্রশ্ন গ্রুপ এ করতে পারেন ।
আপনি কি জ

েনেরাটার কিংবা লিফট কিনতে আগ্রহী ?
-কিন্তু কি জেনেরাটার কিনবেন
-কোথাই পাবেন
- কত পাওয়ারের কিনবেন
এ সবকিছুর জন্য আমরা আছি আপনারদের সাথে । আপনারা আপনাদের প্রশ্ন গুলি আমাদের সাথে শেয়ার করলে আমরা যত দ্রুত সম্ভব আপনাদের সেবা দেয়ার চেষ্টা করব।

বিদ্যুতের নতুন যুগ শুরু: এবার আর তারের দরকার নেই!জুন ২০২৫, নিউ মেক্সিকো—ডার্পা (DARPA) এক চমকপ্রদ রেকর্ড গড়েছে। তারা ৮০০...
02/07/2025

বিদ্যুতের নতুন যুগ শুরু: এবার আর তারের দরকার নেই!
জুন ২০২৫, নিউ মেক্সিকো—ডার্পা (DARPA) এক চমকপ্রদ রেকর্ড গড়েছে। তারা ৮০০ ওয়াট শক্তি ৫.৩ মাইল (৮.৬ কিমি) দূরত্বে লেজার প্রযুক্তি ব্যবহার করে পাঠিয়েছে। ৩০ সেকেন্ডের এই পরীক্ষায় ১ মেগাজুল-এর বেশি শক্তি পাঠানো হয়েছে, যা পূর্বের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
এই সাফল্য প্রমাণ করে, দূরপাল্লার তারবিহীন বিদ্যুৎ প্রেরণ এখন বাস্তব। একটি শক্তিশালী লেজার এবং বিশেষ রিসিভার ব্যবহার করে, শূন্যে ভেসে থাকা ড্রোন, জ্বালানিবিহীন সামরিক ঘাঁটি, এমনকি দুর্গম অঞ্চলেও বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হবে।
ভাবুন তো, যদি আপনার ফোন বা গাড়ি তার ছাড়া দূর থেকে চার্জ হতে পারে? বা দুর্যোগের সময় মুহূর্তে বিদ্যুৎ পাঠিয়ে দেওয়া যায় যেখানে কোন লাইনই নেই?
---
প্রশ্ন:
আপনার মতে, যুদ্ধক্ষেত্রের বাইরেও এই তারবিহীন বিদ্যুৎ প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে বিপ্লব আনতে পারে??

পিস্টনের জন্য  রিং হল একটি অপরিহার্য উপাদান যা পিস্টনের খাঁজে ফিট করে পিস্টন এবং সিলিন্ডারের প্রাচীরের মধ্যে ফাঁক বন্ধ ক...
17/05/2025

পিস্টনের জন্য রিং হল একটি অপরিহার্য উপাদান যা পিস্টনের খাঁজে ফিট করে পিস্টন এবং সিলিন্ডারের প্রাচীরের মধ্যে ফাঁক বন্ধ করে।
১ম সংকোচন রিং: দহন চেম্বারটি সিল করে, গ্যাসগুলিকে বেরিয়ে যেতে বাধা দেয়।
২য় সংকোচন এবং ওয়াইপার রিং: দহন চেম্বারটি আরও সিল করে এবং সিলিন্ডারের দেয়াল থেকে অতিরিক্ত তেল মুছে দেয়।
বিচ্ছুরণ রিং (এক্সপেন্ডার): তেল রিংয়ের জন্য সমর্থন প্রদান করে।
তেলের রিং: সঠিক তৈলাক্তকরণ নিশ্চিত করতে এবং অতিরিক্ত তেল খরচ রোধ করতে সিলিন্ডারের দেয়ালে তেলের ফিল্ম নিয়ন্ত্রণ করে।
ইঞ্জিনের দক্ষতা, শক্তি এবং দীর্ঘায়ুতার জন্য এই রিংগুলির সঠিক কার্যকারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সাবধান ⚠️ দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী তাপপ্রবাহ। হ্যাঁ, তীব্র কালবৈশাখী ঝড় ও ও শক্তিশালী বজ্র বৃষ্টির পর এবার ...
10/05/2025

সাবধান ⚠️
দেশের দিকে ধেয়ে আসছে একটি শক্তিশালী তাপপ্রবাহ।
হ্যাঁ, তীব্র কালবৈশাখী ঝড় ও ও শক্তিশালী বজ্র বৃষ্টির পর এবার দেশের দিকে ধেয়ে আসছে পুণরায় একটি শক্তিশালী তাপপ্রবাহ। সময়সীমা ৮ মে থেকে ১৫+ মে পর্যন্ত।
এই তাপপ্রবাহের প্রভাব পড়বে দেশের রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বিভিন্ন জায়গা সমূহে।
সবচেয়ে বেশি প্রভাব ফেলতে পারে দেশের রাজশাহী ও খুলনা বিভাগের জেলা গুলোতে, এই তাপপ্রবাহের ফলে দেশের রাজশাহী ও খুলনার কিছু কিছু জায়গায় তাপমাত্রা ৪০°+ ছাড়াতে পারে।
সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের জেলা গুলো এর আওতামুক্ত থাকতে পারে তবে তীব্র ভ্যাপসা গরম অনুভব হতে পারে।
তাপপ্রবাহ চলাকালীন সময়ে দেশের উপর বৃষ্টির সম্ভাবনা কম তবে আকস্মিক ভাবে কিছু কিছু জায়গায় বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা থেকেই যাচ্ছে। সেরকম সম্ভাবনা তৈরি হলে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। উক্ত তাপপ্রবাহ বিদায় নেওয়ার পর দেশের উপর আরেকটি শক্তিশালী কালবৈশাখী ঝড়ের পাশাপাশি বজ্র বৃষ্টি সক্রিয় হতে পারে। ধন্যবাদ
Source: Bangladesh Weather Observation And Forecasting Team

14/03/2025

kVA ও kW কী? জেনারেটরের জন্য কেন গুরুত্বপূর্ণ?

একটি ডিজেল জেনারেটর কেনার আগে kVA (কিলোভোল্ট-অ্যাম্পিয়ার) ও kW (কিলোওয়াট) সম্পর্কে জানা জরুরি।

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মাগুরার সেই শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ...
13/03/2025

ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মাগুরার সেই শিশুটি মারা গেছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বেলা ১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এর পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি ।

"মা, বোন, স্ত্রী, কন্যা—প্রত্যেক নারীই একেকটি আলোর প্রদীপ।তাদের সম্মান জানানো মানেই ভবিষ্যৎকে এগিয়ে নেওয়া।"💜 শুভ আন্তর...
08/03/2025

"মা, বোন, স্ত্রী, কন্যা—প্রত্যেক নারীই একেকটি আলোর প্রদীপ।
তাদের সম্মান জানানো মানেই ভবিষ্যৎকে এগিয়ে নেওয়া।"
💜 শুভ আন্তর্জাতিক নারী দিবস! 💜

#নারীর_অধিকার #নারী_হোক_প্রেরণা

আল্হামদুলিল্লাহ এখন আমরা ৬,০০০ ( ছয় হাজার ) মেম্বারের পরিবার !আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম!আমরা অত্যন্ত আন...
06/03/2025

আল্হামদুলিল্লাহ এখন আমরা ৬,০০০ ( ছয় হাজার ) মেম্বারের পরিবার !

আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম!
আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা আমাদের এই গ্রুপে যোগ দিয়েছেন। এই গ্রুপটি মূলত ডিজেল ও পেট্রোল জেনারেটর ক্রয়-বিক্রয়, সার্ভিস এবং এই সম্পর্কিত বিভিন্ন তথ্য আদান-প্রদানের জন্য তৈরি করা হয়েছে।

এই গ্রুপের মাধ্যমে আপনারা:
* জেনারেটরের বিভিন্ন ব্র্যান্ড, মডেল ও রেটিংসের দাম সম্পর্কে জানতে পারবেন।
* সকল ধরনের জেনারেটর সম্পর্কিত যেকোনো প্রশ্ন করতে পারবেন এবং অভিজ্ঞ সদস্যদের কাছ থেকে উত্তর পাবেন।
* নূতন অথবা পুরাতন জেনারেটর ক্রয়-বিক্রয় সম্পর্কিত পোস্ট করতে পারবেন।
* জেলা এবং উপজেলা ভিত্তিক জেনারেটর সার্ভিসিং ও মেরামতের জন্য নির্ভরযোগ্য টেকনিশিয়ানদের সন্ধান পাবেন।
* আপনার জেনারেটরের ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কিত টিপস ও পরামর্শ পাবেন।
আমরা আশা করি, এই গ্রুপটি আপনাদের জন্য একটি মূল্যবান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং জেনারেটর সম্পর্কিত যেকোনো প্রয়োজনে আপনাদের সাহায্য করবে।
(ধন্যবাদ)
আপনারা চাইলে আমাদের ফেইসবুক পেজ এ সরাসরি মেসেজ করতে পারে এবং আমাদের পেজটি লাইক ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন।
লিংক : https://www.facebook.com/bangladeshigenerator

ছেলেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো, আমরা বিশ্ব থেকে ১২০ বছর পিছিয়ে।১৯০৫ সালে প্রথম উড়োজাহাজ পরীক্ষামূলকভাবে উড়েছিল, আর ১২...
06/03/2025

ছেলেটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলো, আমরা বিশ্ব থেকে ১২০ বছর পিছিয়ে।

১৯০৫ সালে প্রথম উড়োজাহাজ পরীক্ষামূলকভাবে উড়েছিল, আর ১২০ বছর পর এক বাংলাদেশি মেকানিক ইউটিউব দেখে একটি উড়োজাহাজ বানিয়ে সেটি আকাশে ওড়ালেন। প্রশংসনীয় হলেও, এতে আনন্দিত হওয়ার চেয়ে আমাদের লজ্জিত হওয়া উচিত। যারা ১২০ বছর আগে উড়োজাহাজ তৈরি করেছিল, তাদের কাছে আজকের মতো প্রযুক্তি ছিল না, তবু তারা নতুন কিছু সৃষ্টি করেছিল। আর আমরা শুধু নকল করছি!

আমাদের ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো কেন পিছিয়ে যাওয়ার সময়টা কমাতে পারছে না? কারণ, সেগুলো উদ্ভাবক তৈরি করছে না, বরং বিদেশি কোম্পানির জন্য শিক্ষিত শ্রমিক তৈরি করছে। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা আমাদের কর্মচারী বানিয়েছে, গবেষক নয়।

তাই নতুন কিছু করো, এমন কিছু যা বিশ্বে প্রথম হবে। কপি নয়, আবিষ্কার করো, যাতে তোমার পরিচয় হয় উদ্ভাবক হিসেবে, মেকানিক হিসেবে নয়।

Used Generator for Sale 📣Output: 100kva (prime)Engine- Perkins, ukAlternator - Stamford, UkRuning hours - 1054 Manufactu...
05/03/2025

Used Generator for Sale 📣
Output: 100kva (prime)
Engine- Perkins, uk
Alternator - Stamford, Uk
Runing hours - 1054
Manufacture - 2016
Price: Negotiable.

03/12/2024

বাংলাদেশে এই প্রথম এমন একটি ভিডিও বানানোর জন্য এ সি আই পাওয়ার প্রোডাক্টকে ধন্যবাদ ।

13/11/2024

Address

Dhaka
1216

Alerts

Be the first to know and let us send you an email when Generator Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Generator Bangladesh:

Share