Nazmul Hasan Ovi

Nazmul Hasan Ovi This is My Personal Page. Nazmul Hasan Ovi is my Personal Vlog Page

09/08/2025
আপনাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে কি পিঠা বলে 😋😋
06/08/2025

আপনাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে কি পিঠা বলে 😋😋

দিন দিন এই শিল্পটা হারিয়ে যাচ্ছে! 🙂🙃
05/08/2025

দিন দিন এই শিল্পটা হারিয়ে যাচ্ছে! 🙂🙃

মাছের নামটি বলতে পারলে বুঝব আপনি একজন প্রকৃত মাছে ভাতে বাঙালি 👍👍
04/08/2025

মাছের নামটি বলতে পারলে বুঝব আপনি একজন প্রকৃত মাছে ভাতে বাঙালি 👍👍

ফলের নামটি বলতে পারলে বুঝবো আপনার শৈশব খুব মধুর ছিল 🙃
03/08/2025

ফলের নামটি বলতে পারলে বুঝবো আপনার শৈশব খুব মধুর ছিল 🙃

27/07/2025

খারাপ সময়ে সবার দরজা বন্ধ হয়ে গেলেও রবের দরজা কখনো বন্ধ হয় না!
আলহামদুলিল্লাহ

আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না। কারণ তারা জেদী, একরোখা এবং নিজের বিশ্বাসে অটল।কিন্তু আপনি তাকে ভালোবাসলে, সে নিজ থেক...
15/07/2025

আপনি কোনো পুরুষকে বদলাতে পারবেন না। কারণ তারা জেদী, একরোখা এবং নিজের বিশ্বাসে অটল।

কিন্তু আপনি তাকে ভালোবাসলে, সে নিজ থেকেই বদলে যাবে। তার আচরণ, কথার টোন অটোম্যাটিক পরিবর্তন হবে।

নারী শক্তিশালী কেউ না, সে শক্ত হতে গেলে ভেঙে যাবে। প্যাচাতে গেলে কেটে যাবে। সে মূলত কোমল, পানির মতো তরল। এতটাই কোমল যে, তার পরশে পৃথিবীর সবচে শক্ত পুরুষও গলে যেতে বাধ্য।

কখনো সংসারে অমিল দেখা দিলে একবার নিজেকে যাচাই করুন। দেখুন, আপনার আচরণ নারীসুলভ আছে কি না। আপনি কারো শখের নারী হওয়ার আগে ভাবুন, কারো শখের হওয়ার মতো করে তাকে ভালোবাসতে পারছেন কি না। তালাক হয়ে যাবে; সবাই উপস্থিত, সালিশ চলছে। তখনও কোনো স্ত্রী ‘নারী’ হয়ে উঠলে, কোমল স্বরে একবার পুরুষকে চাইলে, স্বামীর পাহাড়সম রাগ নিমিষেই বরফশীতল পানি হয়ে যায়। এটাই দাম্পত্যের রসায়ন। স্বামী-স্ত্রী ছাড়া পৃথিবীর কেউ এর মূল কারণ বোঝে না।

সেজন্য বলি, সমস্যা হলেই মায়ের কাছে ফোন নয়। আপনার পুরুষকে বুঝুন। সে বাহিরে থাকে, টাকা ইনকাম করে। বহুরকম লোকজনের সাথে তার উঠাবসা, লেনদেন। কোনো কারণে তার মেজাজ বিক্ষি'প্ত হতে পারে। নারীর কাজ যত কঠিনই হোক, সে সমাজ ফেস করে না। ফলে নিজেকে সংযত ও নিয়ন্ত্রিত রাখা তার পক্ষে সম্ভব। তাই, আপনার পুরুষ বাইরে থেকে এলে তার যত্ন নিন। চেহারা ফ্যাকাশে দেখলে তখনই কী হয়েছে জিজ্ঞেস না করে তাকে পানি দিন। বলুন একটু গোসল করে আসেন খাবার দিই। পরে ঠান্ডা মাথায় জিজ্ঞেস করুন কী হলো।

পুরুষ কখনো জেতে কখনো ঠকে। তার জেতাটা যেমন ইনজয় করেন, ঠকাটাও মেনে নিন। সে কোথাও লস করেছে মানেই তাকে বকাঝকা করবেন, এমন নয়। হেরে যাওয়ার অনুভব তারও আছে। বরং সাপোর্ট দিন। সহজ করুন। সময় বুঝে পরামর্শ দিন। এই যে ম্যানেজ করার ব্যাপার, এটা নারীদের আছে। আম্মাজান খাদিজার কথা ভাবুন। কীভাবে নবুওয়াতের প্রথম আগমন তিনি সামাল দিয়েছেন। নবিজির কথাটা মনে করুন, খাদিজা! আমি বোধহয় মা"রা যাব, কে আমাকে বিশ্বাস করবে? খাদিজা শান্ত গলায় নবিজির বুকের বোঝা নামিয়ে দিলেন। তাঁর প্রশংসা করলেন। ব্যক্তিগত আমল উল্লেখ করলেন। কেন খাদিজা সর্বশ্রেষ্ঠ, এই এক ঘটনা তার উপযুক্ত প্রমাণ।

ঠিক এজন্যই নারী সুকুন, নারী শান্তি, নারী পুরুষের মোহ। যে নারীর কণ্ঠ পুরুষের চেয়ে উঁচু, চলাফেরা অতি-আধুনিক, পুরুষোচিত, সে নারী ময়ূর থেকে কাক হতে চায়। নিজের মোহনীয় সৌন্দর্য ছেড়ে বিদঘুটে হতে চায়। এমন নারী যত সুন্দরীই হোক, তার সংসার হয় না। হলেও মরচে ধরে যায়। বাচ্চাকাচ্চা বা সামাজিকতার জন্য কোনরকম টিকে থাকে। একে জীবন বলে না, বলে ঘানি টেনে যাওয়া। সুতরাং নারী, আপনি বরং নারীই হোন। কোমল হোন, শান্ত হোন। নরম হোন, সুকুন হোন। দেখবেন পাথরের মতো পুরুষও, আপনার ফোঁটা ফোঁটা ভালোবাসার সামনে নিজেকে বিলিয়ে দিতে বাধ্য হবে।

লেখা-সাদিক ফারহান

লাস্ট কবে খেয়েছেন আর কার সাথে?😋😋😋
26/06/2025

লাস্ট কবে খেয়েছেন আর কার সাথে?😋😋😋

Made by Me😋😋
19/06/2025

Made by Me😋😋

15/06/2025

আপনাকে যদি মৃ'ত একজন ব্যক্তির সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়। কার সাথে করবেন,কী কারণে?

ঈদ মোবারক ❤️❤️
07/06/2025

ঈদ মোবারক ❤️❤️

যে স্ত্রী তার স্বামীকে সম্মান করতে জানে না, তার জীবনের অনেক কিছুই অপূর্ণ থেকে যায়।👉 স্বামী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বা...
04/06/2025

যে স্ত্রী তার স্বামীকে সম্মান করতে জানে না, তার জীবনের অনেক কিছুই অপূর্ণ থেকে যায়।
👉 স্বামী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ বাস্তব কথা নিচে শেয়ার করছি। দয়া করে মন দিয়ে পড়বেন, পুরোটা পড়লে ভালো লাগবে।
স্বামী! তিনি যেমনই হোন, তিনিই আমার জীবনসঙ্গী। আমার জীবনে এই একজন মানুষ ছাড়া আর কারো জন্য বিন্দুমাত্র চিন্তা করার প্রয়োজন আমি মনে করি না।
আমি অন্য কারো ভালোবাসা, হিংসা কিংবা রাগ—কোনোটাই গায়ে মাখি না। কিন্তু আমার স্বামী যদি একটু রেগে যান বা কণ্ঠস্বর একটু উঁচু হয়, আমি কেঁদে ফেলি। ওনার সামান্য মন খারাপ দেখলেও আমার চিন্তা হয়। এই অনুভূতিগুলো আমি আমার পরিবারের আর কারো জন্য অনুভব করি না, আর এতে আমি কোনো ভুলও দেখি না। কবুল বলার পর থেকে তিনিই আমার দুনিয়া।
আমার স্বামীকে কেন্দ্র করেই আমার সবকিছু। এই বিষয়ে আমি কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করি না। আমাদের সম্পর্কের ভেতরে আমি অন্য কারো হস্তক্ষেপ একদমই পছন্দ করি না।
আমি কখনো আমার স্বামীর কাছে স্বাধীনতা চাই না। কারণ আজকাল 'স্বাধীনতা' নামের ছুতায় অনেকে পথভ্রষ্ট হয়। আমি চাই, আমার স্বামী আমাকে মনোযোগ দিয়ে দেখুক, আমার সোশ্যাল মিডিয়ার সব পাসওয়ার্ড তার কাছে থাকুক, আমি কোথায় যাচ্ছি, কার সঙ্গে যাচ্ছি—সে যেন জানে। কারণ স্বামী আমার চরিত্রের রক্ষক, সে-ই আমাকে শয়তানের প্ররোচনা থেকে বাঁচাবে। স্বামী-স্ত্রীর মাঝে 'প্রাইভেসি' বলে কিছু থাকার প্রয়োজন আমি দেখি না।
আমার আলাদা করে 'ইনডিপেনডেন্ট নারী' হবার শখ নেই। আমার স্বামী যদি যথেষ্ট সামর্থ্যবান হন, তাহলে আমার আলাদা আয় বা স্বাধীনতা দিয়ে সম্মান বাড়ানোর দরকার নেই। তার সবকিছুর উপর আমার অধিকার, আর সেই কারণেই তার ওপর নির্ভর করতে আমি গর্ববোধ করি, লজ্জা নয়।
তাই আমি স্পষ্ট করেই বলি—এই তথাকথিত নারীবাদী 'আজাইরা' চিন্তাধারাকে আমি মূল্য দিই না। আমার স্বামী আছে, তাই আমাকে কৃত্রিম স্বাধীনতার মুখোশ পরে ঘোরার দরকার নেই।
অনেকে বলবেন, 'লাভ ম্যারেজ' বলেই এসব বলছি। না ভাই, আমি যদি সচেতনভাবে আমার শত্রুকেও স্বামী হিসেবে গ্রহণ করতাম, তাহলেও এই একই কথাগুলো বলতাম। কারণ স্বামীর চেয়ে বড় কিছু এই দুনিয়ায় নেই।
এখন কেউ বলতে পারেন, স্বামীর এত ভক্তি, তাহলে ঝগড়া হয় কেন? আমি বলব—ঝগড়া, অভিমান, রাগ—এসব তো স্বামীর সঙ্গেই করা যায়, রাস্তাঘাটের কারো সঙ্গে তো নয়।
একজন ভালো স্বামী পাওয়া সত্যিই অনেক বড় আশীর্বাদ।
প্রতিটি মেয়ে যদি এমন চিন্তা করত, তাহলে সমাজে পরকীয়া, সংসারে অশান্তি—এসব কিছুই থাকত না। সংসার হতো শান্তিময়, ভালোবাসায় ভরা।
আল্লাহ যেন প্রতিটি নারীর মনে এমন সুস্থ ও সৌন্দর্যময় চিন্তা ঢেলে দেন। আমিন।

Address

Dhaka

Telephone

+8801786545676

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul Hasan Ovi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazmul Hasan Ovi:

Share

Category