01/10/2025
অনেক সময় আমাদের জীবনে এমন কিছু সিচুয়েশন আসে
যেখানে বুক ভরা কষ্ট নিয়ে নিঃশব্দে হেঁটে যাই
কিন্তু কেউ বোঝে না,কেউ শুনতেও চাই না।
মনে হয় চারপাশে শত মানুষ আছে,
তবুও তুমি একা।
কথা বলতে চাই,বুক হালকা করতে চাই,
কিন্তু সবার মুখ যেনো বন্ধ,
সবার কান যেনো বধির।
সবচেয়ে কষ্টের জায়গা হ'ল -----
যখন আপনার ব্যথাটা চিৎকার করেও কেউ শুনতে পায় না,
হাসির আড়ালে লুকানো কান্নাটা কেউ খেয়াল করে না।
এটাই মানুষের জীবন ------
সবাই নিজের গল্পে ব্যস্ত,
অন্যের ব্যথা বোঝার সময় কারো নেই 🥹