Bangladesh Fact Checker

  • Home
  • Bangladesh Fact Checker

Bangladesh Fact Checker Bangladesh Fact Checker

আমি নৌকায় যে কারণে ভোট দিব
08/01/2024

আমি নৌকায় যে কারণে ভোট দিব

নির্বাচন অবাধ ও বিশ্বাসযোগ্য হয়েছে - আন্দ্রে ওয়াই শুটব রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনার---ভোট পর্যবেক্ষণ শেষে রাশিয়ার ...
08/01/2024

নির্বাচন অবাধ ও বিশ্বাসযোগ্য হয়েছে - আন্দ্রে ওয়াই শুটব রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনার
---
ভোট পর্যবেক্ষণ শেষে রাশিয়ার কেন্দ্রীয় নির্বাচন কমিশনার আন্দ্রে ওয়াই শুটব বলেছেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য উপায়ে সম্পন্ন হয়েছে। নির্বাচনের আয়োজনও চমৎকার ছিল।
৭ জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। বিদেশি পর্যবেক্ষকদের অংশগ্রহণে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে সরকার।
রাজধানীর বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন জানিয়ে রুশ নির্বাচন কমিশনার বলেন, ‘আমি বিভিন্ন ভোটকেন্দ্র পর্যবেক্ষণ করেছি। নির্বাচন অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য উপায়ে হয়েছে। আর নির্বাচনের আয়োজনও ছিল চমৎকার। সামগ্রিকভাবে নির্বাচনের আয়োজনে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছিল, যা প্রশংসনীয়। এ ছাড়া গণমাধ্যমকর্মীরাও স্বাধীনভাবে সংবাদ সংগ্রহ করতে পেরেছেন।’
রুশ নির্বাচন কমিশনার আন্দ্রে শুটব বলেন, বাংলাদেশের নির্বাচনী প্রক্রিয়া কার্যকর। নির্বাচনের দীর্ঘ ঐতিহ্য বাংলাদেশের আছে। ঐতিহ্যের ধারাবাহিকতায় এখানে গণতন্ত্র স্থিতিশীলভাবে এগোচ্ছে।
অন্য দেশের সঙ্গে বাংলাদেশের নির্বাচনকে কীভাবে তুলনা করবেন, সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে রাশিয়ার নির্বাচন কমিশনার বলেন, ‘আন্তর্জাতিক পর্যবেক্ষক হিসেবে বিভিন্ন দেশ ঘুরেছি। কয়েকটি দেশে নির্বাচন দেখেছি। এখানে দেখছি ভোটাররা সক্রিয়, আর প্রার্থীরাও সরাসরি তাদের সঙ্গে যুক্ত। বাংলাদেশের ভোটাররাও জাতি গঠনে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী।’
এর আগে রাজধানীর একটি ভোটকেন্দ্র পরিদর্শনের সময় আন্দ্রে শুটব বলেছিলেন, কিছু দেশ বাংলাদেশকে স্থিতিশীল দেখতে চায় না। এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা এক সন্ধিক্ষণে আছি। এখন এক মেরু থেকে বহু মেরুর বিশ্বে উত্তরণ ঘটছে। বাংলাদেশের ওপর চাপিয়ে দেওয়ার অবস্থা নেই। বাংলাদেশ একটি স্বাধীন দেশ, স্বাধীন নীতি গ্রহণ করবে। কেউ চাপিয়ে দিলে হবে না।’
সূত্রঃ প্রথম আলো ০৭ জানুয়ারি ২০২৪
#জাতীয়_সংসদ_নির্বাচন #নির্বাচন #আন্দ্রে_ওয়াই_শুটব

বাবার মতো জীবন উৎসর্গ করে পথে নেমেছি- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
08/01/2024

বাবার মতো জীবন উৎসর্গ করে পথে নেমেছি
- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিদেশি কে কী বলল, সেটা নিয়ে আগ্রহী নই: পররাষ্ট্রমন্ত্রী---পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন বিদেশি কে কী বলল,...
08/01/2024

বিদেশি কে কী বলল, সেটা
নিয়ে আগ্রহী নই: পররাষ্ট্রমন্ত্রী
---
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন বিদেশি কে কী বলল, সেটা নিয়ে আমি আগ্রহী নই, দেশি কে কী বলেছে সেটাতে আমি বিশ্বাসী। রোববার (৭ জানুয়ারি) রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি এ কথা বলেন।
পশ্চিমা দেশগুলো বাংলাদেশের এবারের নির্বাচন কীভাবে নেবে সেটি পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। জবাবে ড. মোমেন বলেন, পশ্চিমা দেশ নিয়ে আপনি (প্রশ্ন করা সাংবাদিককে) এত চিন্তিত কেন? আপনার নিজের প্রতি বিশ্বাস নাই। জনগণ সরকারকে ভোট দিয়েছে এটাই তো সবচেয়ে বড়। আমরা তো জনগণে বিশ্বাস করি। আমরা কোনো পশ্চিমার ওপর বিশ্বাস…।
ড. মোমেন বলেন, আমরা যখন একাত্তর সালে স্বাধীনতা পেয়েছিলাম, পশ্চিমা বিশ্ব আমাদের সমর্থন দিয়েছিল? একমাত্র ইংল্যান্ড ছাড়া পশ্চিমা কোনো দেশ সমর্থন দেয়নি। কিন্তু আমরা তো অর্জন করেছি। দেশের জনগণ সমর্থন দিলো কি না, এটাই বড় বিষয়। বিদেশি কে কী বলল সেটা নিয়ে আমি আগ্রহী নই, দেশি কে কী বলেছে সেটাতে আমি বিশ্বাসী।
প্রতিকূল পরিবেশের মধ্যে ভোট দেওয়ায় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান ড. মোমেন। তিনি বলেন, বিএনপি অমুক করবে, তমুক করবে। একদিন আগে ট্রেন জ্বালাইয়া দিলো। চারজন লোককে মারল। একটা আতঙ্ক ছিল। কিন্তু লোক তো ঠিকই ভোট দিয়েছে। এই প্রতিকূল পরিবেশে ভোট দিয়েছে, সমর্থন দিয়েছে।
নির্বাচনে কোথাও কারচুপি হয়নি জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনে কোথাও কোনো কারচুপি হয়নি। কোথাও নকল ভোট হয়নি। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হয়েছে। নির্বাচন কমিশন যথেষ্ট পদক্ষেপ নিয়েছে। কেউ বলতে পারবে না আগে ভোট হয়ে গেছে। এক পয়সার ছাড় দেয়নি নির্বাচন কমিশন।
তিনি বলেন, তবে ভোটদানে প্রসেস স্লো ছিল। আমি দেখেছি, প্রধানমন্ত্রী ভোট দিতেও তিন মিনিট লেগেছে। আমার যারা ভোটার তাদের বেশিরভাগের ভোট দিতে প্রায় আধঘণ্টা সময় লেগেছে। আবার সার্ভার ডাউন হয়ে গেছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকা একটা সেন্টারে গেছে সকাল ছয়টায়। তখন তো কোনো লোকজন ছিল না। আমি শুনেছি তারা এত সকালে গেছে, কেউ রাতের অন্ধকারে ব্যালট বক্স স্টাপিং করেছে কি না। আপনি এটা বিশ্বাস করতে পারেন, খুব আশ্চর্যজনক!
বিদেশি পর্যবেক্ষক দলের সঙ্গে বিএনপি প্রসঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মোমেন। তিনি বলেন, অপজিশন পার্টির সঙ্গে যে তিক্ততা সৃষ্টি হয়েছে, ভবিষ্যতে আমরা তিক্ততা কমানোর বিষয়ে কী মনে করি সেটা তারা জানতে চেয়েছে। অন্যথায় তারা কোনো মন্তব্য করেনি। বিরোধীদের সঙ্গে তিক্ততা কমানো নিয়ে যদি ইস্যু থাকত…কারণ বিএনপি তো কোনো মেনোফেসস্টো নিয়ে আসে নাই; যেই ইস্যুর ওপর আমরা আলোচনা করতে পারি।
তিনি বলেন, তাদের একটি ইস্যু, প্রধানমন্ত্রী অবশ্যই পদত্যাগ করতে হবে। দুনিয়ায় এ ধরনের কোনো পদ্ধতি আছে? এগুলো হলো ইচ্ছে করে বলা যেন কোনো ধরনের আলাপ-আলোচনার সুযোগ না থাকে। আমেরিকায় বাইডেন সাহেব রিজাইন করবে, তারপর নির্বাচন হবে! উনি কি রিজাইন করবে?
বিরোধী দল কে হবে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেটা দেখি কারা জিতে আসে। আগেভাগে বলবেন কেন? আমরা এখনও ফলাফল পাইনি।
---
https://www.banglanews24.com/elec.../news/bd/1259023.details

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
08/01/2024

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট দুই ফিলিস্তিনি পর্যবেক্ষকদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ট...
08/01/2024

ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট দুই ফিলিস্তিনি পর্যবেক্ষক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে টানা ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করছেন ভোটাররা। সকাল থেকে ভোটারদের উপস্থিতি কম দেখা গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি কিছুটা বাড়ছে‌।
বুয়েটের পলাশী মোড়ে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুলের ভোটকেন্দ্র পরিদর্শনে আসেন ফিলিস্তিনি দুই পর্যবেক্ষক। তারা সেখানে ৮টি বুথ ঘুরে দেখেন। ভোটের পরিবেশ নিয়ে তারা সন্তুষ্ট বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার আসিফ ইকবাল চৌধুরী।
সূত্র: ঢাকা পোস্ট
#জাতীয়_সংসদ_নির্বাচন #নির্বাচন #দ্বাদশ_জাতীয়_সংসদ_নির্বাচন #ফিলিস্তিন #ফিলিস্তিন_পর্যবেক্ষক

Two Zero Two Four🇧🇩❤️Sheikh Hasina Once More টু জিরো টু ফোর 🇧🇩❤️শেখ হাসিনা ওয়ান্স মোর
08/01/2024

Two Zero Two Four
🇧🇩❤️Sheikh Hasina Once More
টু জিরো টু ফোর 🇧🇩❤️শেখ হাসিনা ওয়ান্স মোর

নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে: মার্কিন পর্যবেক্ষক দল---দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু...
08/01/2024

নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও
সুষ্ঠু হয়েছে: মার্কিন পর্যবেক্ষক দল
---
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছে মার্কিন পর্যবেক্ষক দল।
রবিবার (৭ জানুয়ারি) ভোটগ্রহণ পরিদর্শন শেষে রাজধানীর হোটেল সোনারগাঁয়ে সাংবাদিকদের এক ব্রিফিংয়ে পর্যবেক্ষক দল এ কথা জানায়।
সাবেক মার্কিন কংগ্রেসম্যান জিম বেটস বলেন, ‘আমি যেটি দেখেছি সেটি হচ্ছে—নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু হয়েছে।’
বাংলাদেশে ভোটগ্রহণের সময় বিশ্বে সবচেয়ে কম।’ বিশ্বের অন্য কোনও দেশে আট ঘণ্টা ভোট হয় না বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ‘আমি অবশ্যই বলতে চাই, আমার দেশের মিডিয়া বাংলাদেশের মিডিয়ার মতো অনুসন্ধানী ও সৎ নয়। এখানকার গণমাধ্যম যেটি বাস্তবে হয় সেটির বিষয়ে তারা রিপোর্ট করে।’
আরেকজন মার্কিন পর্যবেক্ষক আমেরিকান গ্লোবাল স্ট্র্যাটেজিস-এর প্রধান নির্বাহী আলেক্সান্ডার বি গ্রে বলেন, ‘আমি নিজের চোখে যা দেখেছি সেটি হচ্ছে—অবাধ ও সুষ্ঠু নির্বাচন। দক্ষতার সঙ্গে নির্বাচন পরিচালনা করা হয়েছে। ভোটাররা উৎসাহের সঙ্গে কেন্দ্রে গেছেন।’
তিনি বলেন, ‘আমি এবং আমার সঙ্গী প্রক্রিয়াটি দেখেছি। আমরা প্রায় ১০টি সেন্টার ঘুরে দেখেছি। আমরা সন্তুষ্ট যে নির্বাচন অত্যন্ত দক্ষতা ও সততার সঙ্গে পরিচালনা করা হয়েছে।’

জয় বাংলা।
08/01/2024

জয় বাংলা।

Today's Best Photo ❤️❤️❤️❤️❤️❤️❤️
08/01/2024

Today's Best Photo
❤️❤️❤️❤️❤️❤️❤️



টানা অষ্টমবার জয় পেলেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা---আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কো...
08/01/2024

টানা অষ্টমবার জয় পেলেন
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা
---
আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসন থেকে অষ্টম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
অভিনন্দন বঙ্গবন্ধুকন্যা...
----

Address


Telephone

+8801711314156

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Fact Checker posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share