Level Of Iman

  • Home
  • Level Of Iman
শায়খ আহমাদুল্লাহ দেশের রাষ্ট্রীয় পদে যাননি তো কী হয়েছে, তিনি নিজেই তো গোটা দেশে পরিণত হয়েছেন। এই মানুষটাকে নিয়ে আমি প...
23/08/2024

শায়খ আহমাদুল্লাহ দেশের রাষ্ট্রীয় পদে যাননি তো কী হয়েছে, তিনি নিজেই তো গোটা দেশে পরিণত হয়েছেন। এই মানুষটাকে নিয়ে আমি প্রথম থেকেই অভিভূত। তার মতো বুদ্ধিবৃত্তিক কাজ, বাচনভঙ্গি, উপস্থিত বুদ্ধি, মহানুভবতা, নম্রতা, বিনয়ভাব, যোগ্য সংগঠক, যোগ্য আলেম এ যুগে দ্বিতীয় আরেকজন দেখছি না আমি।

তাই আগেও বলেছি, এখনো বলছি, অন্যদের যাই থাকুক না কেন, আমাদের একজন শায়খ আহমাদুল্লাহ আছেন।

হাফিজাহুল্লাহ।

O Allah, You saved Prophet Nuh from the floods. We ask you to protect and safeguard the people of Bangladesh from every ...
22/08/2024

O Allah, You saved Prophet Nuh from the floods. We ask you to protect and safeguard the people of Bangladesh from every hardship.

মাশা-আল্লাহ মহৎ উদ্যোগ, এটাই হচ্ছে গায়রত 🔥
02/04/2024

মাশা-আল্লাহ মহৎ উদ্যোগ, এটাই হচ্ছে গায়রত 🔥

27/02/2024

আসল শান্তি কিসে?

26/02/2024
রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, ভ্যালেন্টাইন ডে... ফেব্রুয়ারির শুরু থেকে প্রতিটি তারিখই কোন না কোন দিবসে আটকে আছে।  আল্লাহর...
02/02/2024

রোজ ডে, প্রপোজ ডে, চকলেট ডে, ভ্যালেন্টাইন ডে...

ফেব্রুয়ারির শুরু থেকে প্রতিটি তারিখই কোন না কোন দিবসে আটকে আছে।

আল্লাহর অবাধ্যতায় কাটে এই দিবসগুলি। পার্থিব ভোগ-বিলাস আর কুপ্রবৃত্তির চাহিদা পূরণে মত্ত থাকে তরুণ-তরুণী।

দুনিয়াতে এই সাময়িক-সামান্য স্বাদ লাভের পর তাদের অনুভূতিটা হয়ত অনেক সুখকর হয়।কিন্তু এসব "ডে" এর ক্ষণিকের আনন্দটুকু যে তাদেরকে টেনে নিয়ে যাচ্ছে এক ভয়ংকর “ডে” এর মর্মান্তিক ফায়সালার দিকে- সেই অনুভূতি কি তাদের জাগ্রত হয়?

এতো এতো “ডে” এর মধ্য দিয়ে আমরা কি “জাজমেন্ট ডে” তথা বিচার দিবসকে ভুলে যাচ্ছি!

দুনিয়ার এসব দিবসে যেই শয়তানের প্ররোচনায় লিপ্ত হচ্ছি মহান রবের অবাধ্যতায়, সেই শয়তান কি “বিচার দিবস” এ আমাদের সাথী হবে? অনিশ্চিত পরিণামের সেই দিনটিতে সে কি আমাদের জন্য সুপরিণাম নিয়ে আসবে? নাকি অভিযোগের সব তীরগুলো আমাদের দিকেই ছুড়বে?

হ্যাঁ, সেদিন এই ইবলিস তার সমস্ত কর্তৃত্ব অস্বীকার করবে।
পাপের বোঝাগুলো আমাদেরই বহন করতে হবে।
কারো উপর এর দায় চাপানো চলবে না।
ইয়া নাফসী ইয়া নাফসী!
কি ভয়ংকর অবস্থা!

আজকের কাছে আসার গল্পকার আর ভালবাসার নাটকীয় অভিনেতা/নেত্রীরা আপনাকে চিনবে না।

আজকে যেই গল্পদৃশ্য তৈরির জন্য পুরো মার্কেট আর কর্পোরেট জগত আপনাকে উদ্ধুদ্ধ করছে, সেদিন সেই গল্পের দায় তারা নিবে না।

আপনিও জাহেল সেলিব্রেটিগুলোকে চিনতে পাবেন না।
সবাই নিজের অনিশ্চিত পরিণাম নিয়ে চিন্তিত।
জাহান্নাম নাকি জান্নাত। সাপ-বিচ্ছু নাকি হুর-গিলমান।
উত্তপ্ত আগুন নাকি জান্নাতি ফাগুন।

আর শয়তান! ইবলিসটা সেদিন বলবে, “আল্লাহ তোমাদের সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন। আর আমিও প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাদের। (কিন্তু সেটা মিথ্যা) এখন সেই প্রতিশ্রুতি ভঙ্গ করছি। দুনিয়াতে তোমাদের উপর আমার কোন কর্তৃত্ব ছিল না। আমি কেবল তোমাদের সামান্য প্ররোচনা দিয়েছিলাম। তোমরা সেই প্ররোচনায় সাড়া দিয়েছিলে। সুতরাং আজ আমাকে দোষারোপ করে লাভ নেই। বরং নিজেদেরকেই দোষী ভাবো। আর আমি তোমাদের যে কোন পরিস্থিতি থেকেই রক্ষা করতে পারব না, তোমরাও আমাকে রক্ষার ক্ষমতা রাখো না। তোমরা ইতিপূর্বে আমাকে যেই শরীক বানিয়েছিলে (তাঁর সাথে), আমি তা অস্বীকার করছি।

নিশ্চয় জালেমদের জন্য রয়েছে যন্ত্রণাকর শাস্তি।” (সূরা ইবরাহীম ২২)

01/02/2024

সাহাবীদের যুগে দুজন সমকামী ধরা পড়লো!

তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন খলিফা। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু চিঠির মাধ্যমে তাদের ব্যাপারে খলিফাকে অবগত করেন।

খলিফা দ্রুত মিটিং ডাকলেন। মিটিংয়ে উপস্থিত বিজ্ঞ সাহাবী। সবাই মতামত দিলেন।

আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবীদের মধ্য থেকে আলী রাদিয়াল্লাহু আনহুর মতামত গ্রহণ করলেন।

আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, "ইতোপূর্বে একটি জাতি এই কর্মে লিপ্ত ছিলো। আপনারা জানেন আল্লাহ তাদের সাথে কেমন আচরণ করেছেন....।"

আলী রাদিয়াল্লাহু আনহু মত দিলেন, তাদেরকে যেন মৃত্যুদণ্ড দেয়া হয়। খলিফা আবু বকর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহুর মতের আলোকে বিচারের রায় ঘোষণা করেন। সেই দুই সমকামীকে মৃত্যুদণ্ড দেয়া হয়।

[ড. আলী সাল্লাবী, আলী ইবনে আবি তালিব: ১/২২৯]

Address


Alerts

Be the first to know and let us send you an email when Level Of Iman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share