
23/08/2024
শায়খ আহমাদুল্লাহ দেশের রাষ্ট্রীয় পদে যাননি তো কী হয়েছে, তিনি নিজেই তো গোটা দেশে পরিণত হয়েছেন। এই মানুষটাকে নিয়ে আমি প্রথম থেকেই অভিভূত। তার মতো বুদ্ধিবৃত্তিক কাজ, বাচনভঙ্গি, উপস্থিত বুদ্ধি, মহানুভবতা, নম্রতা, বিনয়ভাব, যোগ্য সংগঠক, যোগ্য আলেম এ যুগে দ্বিতীয় আরেকজন দেখছি না আমি।
তাই আগেও বলেছি, এখনো বলছি, অন্যদের যাই থাকুক না কেন, আমাদের একজন শায়খ আহমাদুল্লাহ আছেন।
হাফিজাহুল্লাহ।