Ayesha lifestyle in BD

Ayesha lifestyle in BD Hi, This is Ayesha. I am Vlogger. I have a YouTube channal please follow me to get my videos everytime �

29/10/2025

বিষাক্ত পদার্থ আছে
আবার বিষাক্ত সাপ ও আাছে
কিন্তু আর কি কি বিষাক্ত আছে আাপনারা বলুন???

27/10/2025
25/10/2025

থেমে তো কিছুই থাকবেনা

চা নাকি কফি🫰কার কোনটি না হলে সারাদিন ক্লান্তি ভাব থাকে
14/10/2025

চা নাকি কফি🫰
কার কোনটি না হলে সারাদিন ক্লান্তি ভাব থাকে

14/10/2025

📌 বদ নযরের চিকিৎসা:

প্রথমত: কোন ব্যক্তির নযর লেগেছে তা যদি জানা যায়, তবে তাকে ওযু করতে বলতে হবে। অতঃপর উক্ত ওযুর পানি দ্বারা বদনযরে আক্রান্ত ব্যক্তিকে গোসল করাতে হবে। (ছহীহ মুসলিম)
দ্বিতীয়ত: যদি তাকে জানা না যায়, তবে নিম্নলিখিত আয়াত ও দু’আ সমূহ পড়ে বদনযরে আক্রান্ত ব্যক্তিকে ঝাড়-ফুঁক করবে:

ক) সূরা ফাতিহা,
খ) আয়াতুল কুরসী (সূরা বাক্বারার ২৫৫নং আয়াত)
গ) সূরা বাক্বারার শেষের দুটি আয়াত (২৮৫ ও ২৮৬ নং আয়াত),
ঘ) সূরা ইখলাছ,
ঙ) সূরা ফালাক,
চ) সূরা নাস,
ছ) এই দু’আটি
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠﻪِ ﺃﺭْﻗِﻴْﻚَ ﻣِﻦْ ﻛُﻞِّ ﺷَﻲْﺀٍ ﻳُﺆْﺫِﻳْﻚَ ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﻛُﻞِّ ﻧَﻔْﺲٍ ﺃﻭْ ﻋَﻴْﻦٍ ﺣﺎَﺳِﺪٍ ﺍﻟﻠﻪُ ﻳَﺸْﻔِﻴْﻚَ ﺑِﺴْﻢِ ﺍﻟﻠﻪِ ﺃﺭْﻗِﻴْﻚَ
“আমি আল্লাহর নাম নিয়ে তোমাকে ঝাড়-ফুঁক করছি- তোমাকে কষ্টদানকারী সকল বস্তু হতে, এবং প্রত্যেক ব্যক্তির অথবা হিংসুক ব্যক্তির নযরের অনিষ্ট থেকে। আল্লাহ্ তোমাকে আরোগ্য দান করুন। আল্লাহর নাম নিয়ে তোমাকে ঝাড়-ফুঁক করছি।” (বুখারী ও মুসলিম)
জ) এই দু’আটি
ﺃﻋُﻮﺫُ ﺑِﻜَﻠِﻤﺎَﺕِ ﺍﻟﻠﻪِ ﺍﻟﺘﺎَّﻣَّﺔِ ﻣِﻦْ ﻛُﻞِّ ﺷَﻴْﻄﺎَﻥٍ ﻭَﻫﺎَﻣَّﺔٍ ﻭَﻣِﻦْ ﻛُﻞِّ ﻋَﻴْﻦٍ ﻻَﻣَّﺔٍ
“আল্লাহর পরিপূর্ণ বাণী সমূহের মাধ্যমে আমি আশ্রয় প্রার্থনা করছি সকল প্রকার শয়তান থেকে, বিষধর প্রাণীর অনিষ্ট থেকে এবং সকল প্রকার বদনযর থেকে।” (বুখারী)
ঝ) এই দু’আটি
ﺑِﺴْﻢِ ﺍﻟﻠﻪِ ﻳُﺒْﺮِﻳْﻚَ ﻭﻣِﻦْ ﻛُﻞِّ ﺩﺍَﺀٍ ﻳَﺸْﻔِﻴْﻚَ، ﻭﻣِﻦْ ﺷَﺮِّ ﺣﺎِﺳِﺪٍ ﺇﺫﺍَ ﺣَﺴَﺪَ، ﻭَﻣِﻦْ ﺷَﺮِّ ﻛُﻞِّ ﺫِﻱْ ﻋَﻴْﻦٍ
“আল্লাহর নামে শুরু করছি, তিনি তোমাকে মুক্ত করুন, প্রত্যেক অসুখ থেকে আরোগ্য দান করুন, প্রত্যেক হিংসুকের হিংসা থেকে এবং প্রত্যেক বদনযরের অনিষ্ট থেকে (মুক্ত করুন)। (মুসলিম)

কালেক্টেড

10/10/2025

সমুদ্রের ঢেউ ডেকে বলে, “চলে এসো, হারিয়ে যাও আমার বিশালতার মাঝে!” এখানে নেই কোনো দুশ্চিন্তা, নেই কোনো ব্যস্ততা, শুধু মুক্ত বাতাস, নীল জলরাশি আর অন্তহীন প্রশান্তি!

06/10/2025

🤩🤩

05/10/2025

রহমতের বৃষ্টি 🤲🤲
বৃষ্টির সাথে সাথে সব খারাপ ধুয়ে মুছে যাক❤️

সবাই মিলে❤️❤️🥰
05/10/2025

সবাই মিলে❤️❤️🥰

12/09/2025

মৃত্যুর পর ভাই বোনের আর কখনো দেখা হবে না, ইসলাম কি

বলে?"

এ প্রশ্নের ইসলামের দৃষ্টিভঙ্গি নিচে ব্যাখ্যা করা হলো:

ইসলামের দৃষ্টিতে মৃত্যুর পর আত্মার সাক্ষাৎ বা সম্পর্ক:

1. আখিরাতে সবাই একত্রিত হবে: কুরআন ও হাদীস অনুযায়ী, কিয়ামতের দিন সকল মানুষকে আবার উঠানো হবে এবং হাশরের মাঠে সমবেত করা হবে। সেখানে ভাই-বোন, মা-বাবা, সন্তান সবাই থাকবে। তবে তখনকার সম্পর্ক হবে দুনিয়ার মতো না।

"যেদিন মানুষ তার ভাই, মাতা, পিতা, স্ত্রী ও সন্তান হতে পলায়ন করবে..."

(সূরা আবাসা: ৩৪-৩৬)

অর্থাৎ, সেদিন আত্মীয়তার সম্পর্ক থাকবে না সবাই নিজের আমলের চিন্তায় থাকবে।

2. জান্নাতে গেলে প্রিয়জনদের সঙ্গে মিলন সম্ভব: যদি ভাই বা বোন উভয়েই নেককার হয় এবং জান্নাতে প্রবেশ করে, তবে আল্লাহর রহমতে তারা একে অপরকে চিনতে পারবে এবং মিলিত হতে পারবে।

"আর যারা ঈমান এনেছে, এবং তাদের সন্তান-সন্ততি ঈমানে তাদের অনুসরণ করেছে, আমি তাদের সঙ্গে মিলিত করে দেব..."

সূরা তুর: ২১3. জাহান্নামে গেলে যোগাযোগের সুযোগ থাকবে না: যদি কেউ জান্নাতে আর কেউ জাহান্ন বা সম্পর্কের কোন সুযোগ থাকবে না।

সারাংশ:

হ্যাঁ, মৃত্যুর পর দেখা হতে পারে, যদি উভয় ব্যক্তি জান্নাতে যায়।

কিয়ামতের দিনে দুনিয়ার মতো ভাই-বোন সম্পর্ক থাকবে না, কিন্তু জান্নাতে থাকলে আল্লাহর দয়ায় পুনর্মিলন সম্ভব।

পাপী হলে ও জাহান্নামে গেলে মিলন হবে না।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে একত্রিত হওয়ার তাওফিক দান করুন। আমিন।🤲🖤
#সংগ্রহীত

19/06/2025

আজকে সারা দিন ভালো গিয়েছে। আলহামদুলিল্লাহ্


Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ayesha lifestyle in BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ayesha lifestyle in BD:

Share

Category