MD Abdul Warechh

MD Abdul Warechh It's My personal Page.. I'm just share here only my opinion on this page.Stay with me & support me

27/02/2025

দেশে নতুন আরেকটি রাজনৈতিক দল হলো
দলের নাম জাতীয় নাগরিক পার্টি; আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার

শিবিরের উপর দায় চাপিয়ে দাও 😜😁
22/02/2025

শিবিরের উপর দায় চাপিয়ে দাও 😜😁

12/02/2025

আমার পাখিরা টবে লাগানো ঘাস খাচ্ছে

16/01/2025

জুলাই এর গনঅভ্যুত্থানের পর বাংলাদেশী জাতীয় পরিচয়ের ঐক্য তৈরির ক্ষেত্রে যেইগুলো ফল্ট লাইন তার সবগুলো এক এক করে উন্মুক্ত হচ্ছে। ভারতীয় প্রোপাগান্ডা, সংখ্যালঘু ইস্যু, পাহাড়ী ইস্যু, মক্তিযুদ্ধ ইন্ডাস্ট্রি, যে কোন কিছুতে জামাত-শিবির ট্যাগের রাজনীতি।

আশার কথা, বুদ্ধিমান তরুণ প্রজন্ম এখন এইসব শাহবাগ দিনের আলোর মতই বুঝে ফেলছে। এই পুরাতন শাহবাগী খেলা যদি আমরা বুঝতে পারি, তবেই আগামী দিনে আমাদের একটা সলিড রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে উঠার সম্ভাবনা তৈরি হবে।

গালিব ভাই

ছাত্রশিবির বরাবরই সৌহার্দ্যপূর্ণ আচরণ করে যাচ্ছে প্রতিষ্ঠা লগ্ন থেকেই। কিন্তু অন্য সংগঠন গুলো ছাত্রশিবিরকে নিজেদের প্রতি...
04/01/2025

ছাত্রশিবির বরাবরই সৌহার্দ্যপূর্ণ আচরণ করে যাচ্ছে প্রতিষ্ঠা লগ্ন থেকেই। কিন্তু অন্য সংগঠন গুলো ছাত্রশিবিরকে নিজেদের প্রতিপক্ষ মনে করে।

এর কারণ একটাই, ছাত্রশিবির সকল ছাত্রদের কল্যাণে কাজ। অন্যরা ক্যাম্পাসে কিংবা হলে নিজেদের দলীয় আধিপত্য কায়েম করতে প্রথম বাধা মনে করে শিবিরকে। শিবির চায় ছাত্রদের সহবস্থান। কিন্তু অন্যরা চায় হল দখল,সীট বানিজ্য, ক্যাম্পাস দখল।

মূলত সমস্যা এখানেই।

#ছাত্ররাজনীতি

বিজয় দিবসে শপথ নিন
16/12/2024

বিজয় দিবসে শপথ নিন

19/11/2024

জুলাই যাদুঘর
🟢গণভবন

#জুলাই #যাদুঘর #গণভবন

19/11/2024

ছাত্রদের সাথে আছি।

প্রয়োজনে আবার রাস্তায় নেমে যাব ইনশাআল্লাহ। অভ্যুত্থান ব্যর্থ হতে দেওয়া যাবে না। নতুন বাংলাদেশে নির্মাণে অভ্যুত্থানের স্পিরিট ধরে রাখার কোনো বিকল্প নাই৷

দেশের ভালো বুঝার দায়িত্ব কেবল রাজনৈতিক নেতৃত্বের একক মালিকানাধীন নয়, সকল স্টেকহোল্ডারকে বুঝতে দিতে হবে৷

অভ্যুত্থানের স্পিরিট ভূলন্ঠিত করে কেবল ক্ষমতার বোঝাপড়া চলতে পারে না৷ হাজার হাজার তরুণের রক্তের সাথে প্রতারণা করার কোনো অধিকার আমাদের কারও নাই।

লেখা:Nur Mohammad
Chairman Ghunahar Union

19/11/2024

মাহফুজ একদম স্পষ্ট বলেছিলেন, আগামী নির্বাচনে যাতে আওয়ামীলীগ অংশ নিতে না পারে, এইজন্য সরকার সম্ভাব্য সবকিছুই করবে।

নাহিদ বলেছিলেন, মুজিবকে আমি জাতির পিতা মানি না।

আসিফ বলেছিলেন, মুজিববাদ মানেই ফ্যাসিবাদ।

ড. ইউনূস বলেছিলেন, আওয়ামীলীগ আর ফ্যাসিবাদের কোন জায়গা বাংলাদেশে নাই।

আর গতকাল বিএনপি যাইয়া বলে আসছে, আওয়ামীলীগসহ সব দলকেই তারা ইলেকশনে চায়।

ডক্টর ইউনূসও বলে দিয়েছেন, বিএনপি যেহেতু চাইতেসে, সুতরাং আওয়ামীলীগ সহই ইলেকশন হবে।

আর আজ আওয়ামীলীগ নেতা কামরুল কোর্টে হুমকি দিয়ে বলেছে, এই দিন দিন না। আরো দিন আছে।

বিএনপি ১৯৭৯ সালেও আওয়ামীলীগ পুনর্বাসন করেছিলো। সেইটার ফলাফল জিয়াউর রহমান নিজের জীবন দিয়ে দিয়েছিলেন।

আর বাংলাদেশের মানুষকে হারাতে হয়েছিলো স্বাধীনতা। সেনাবাহিনীকে হারাতে হয়েছিলো ৫৭ জন সেনা অফিসার।

আবারও বিএনপি আওয়ামীলীগের পুনর্বাসন চাইলো।

শুধু ইতিহাসে লেখা থাকবে, দুই দুইবার বাংলাদেশ সুযোগ পেয়েছিলো আওয়ামীলীগ নামের এই অভিশাপ থেকে মুক্ত হওয়ার। বাট বিএনপির কারণে এই অভিশাপ থেকে বাংলাদেশের আর মুক্ত হওয়া হয়নাই।

ইতিহাস যেমন আওয়ামীলীগের নৃশংসতা মনে রাখবে, তেমনি আওয়ামীলীগের এতো নৃশংসতার পরেও কারা আওয়ামীলীগকে বারবার নৃশংস হওয়ার সুযোগ কারা করে দিয়েছিলো, সেটাও ইতিহাস মনে রাখবে নিশ্চয়ই!!

Khalid Saifullah

৫ তারিখের পর কেউ কি আপনার মুখ চেপে ধরছে?
16/11/2024

৫ তারিখের পর কেউ কি আপনার মুখ চেপে ধরছে?

29/10/2024

ভাইরে এদেরকে কেউ নোবেল ছুঁড়ে মারো😄

Address

Dhaka
3705

Telephone

+8801955224221

Website

Alerts

Be the first to know and let us send you an email when MD Abdul Warechh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MD Abdul Warechh:

Share

Category