মা বীণাপাণি সংবাদ Ma Binapani News

মা বীণাপাণি সংবাদ Ma Binapani News আমরা সাধারণ, আমরা চাই আমাদের সমাজকে সুন্দর ও সুস্থ ভাবে গড়ে তুলতে,পাশে চাই আপনাদের ।

আর এভাবেই চলছে মিথ্যা ধর্ম অবমাননার প্রচার 😭
01/11/2025

আর এভাবেই চলছে মিথ্যা ধর্ম অবমাননার প্রচার 😭

31/10/2025
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর নগরের মতো সংখ্যালঘুদের উপর আক্রমন বারবার ফিরে এসেছে। কখনো সুনামগঞ্জে, শাল্লা , দোয়ারাবাজার এ , ...
31/10/2025

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর নগরের মতো সংখ্যালঘুদের উপর আক্রমন বারবার ফিরে এসেছে। কখনো সুনামগঞ্জে, শাল্লা , দোয়ারাবাজার এ , কখনো মুরাদনগরে কিংবা রংপুরের গঙ্গাচড়া উপজেলায়। এ যেন দীর্ঘ সময় ধরে চলে আসা এক দমন পীড়নের নিকৃষ্ট দৃষ্টান্ত। দূর্ভাগ্যবশত এই সকল অপরাধের বিচার হয়নি এখনো। সরকার বদলেছে, পদ্মায় গড়িয়েছে অনেক জল কিন্তু পরিবর্তন হয়নি কিছুই। সেজন্য বলতে হয়,

"নাসিরনগর ফিরে আসে রক্তাক্ত শারদ হয়ে,
কখনো বা শাল্লা হয়ে"

30/10/2025

সুজিত সাহা, কিশোরগঞ্জের কটিয়াদী ১ নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আজ তাঁর কর্মজীবনের শেষদিন। যথারীতি জীবনের শেষ ক্লাস নিয়ে স্কুল থেকে বিদায় নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু সেই প্রাথমিক স্কুলের কোমলমতি অবুঝ শিক্ষার্থীরা কিছুতেই তাদের প্রিয় পিতৃতুল্য স্যারকে স্কুল থেকে যেতে দিবেন না, শিক্ষক সুজিত সাহাও আবেগাপ্লুত, কোনভাবে চোখের জল সামাল দিয়ে বাচ্চাগুলোকে নানাভাবে বুঝানোর চেষ্টা করছেন, অবসর নিলেও তিনি আসবেন নিয়মিত, তাদের সাথে দেখা হবে সবসময়, তবুও ছোট ছোট শিশুদের মন কোনভাবেই মানছেনা। পৃথিবীতে হঠাৎ হঠাৎ এমন কিছু আনন্দ বেদনার মিশ্র দৃশ্যের অবতারণা হয় যে সত্যিই চোখের জল আটকানো যায়না।

আর কত নাটকীয়তার শিকার হবে বাংলাদেশের হিন্দুরা....???
28/10/2025

আর কত নাটকীয়তার শিকার হবে বাংলাদেশের হিন্দুরা....???

আগের পোষ্ট ফেসবুক থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, তাই আবার পোষ্ট করছি....গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতি...
28/10/2025

আগের পোষ্ট ফেসবুক থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, তাই আবার পোষ্ট করছি....
গাজীপুরের টঙ্গীর টিঅ্যান্ডটি কলোনি জামে মসজিদের খতিব মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী অভিযোগ করেছিলেন যে ২২ অক্টোবর সকাল ৭টার দিকে তাকে টঙ্গীর শিলমুন এক্সিস লিংক সিএনজি ফিলিং স্টেশনের সামনে থেকে একটি অ্যাম্বুলেন্সে তুলে অপহরণ করা হয়। কিন্তু এই অপহরণ ইস্যু সংক্রান্ত সকল সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা গেছে, সকাল ৬টা ৫২ মিনিটে তিনি নিজ ঘর থেকে বের হন, ৬টা ৫৩ মিনিটে মসজিদ ছাড়েন এবং ৬টা ৫৪ মিনিটে কালীগঞ্জমুখী সড়কে হাঁটতে শুরু করেন। এরপর সকাল ৭টা ১৮ মিনিটে তাকে ফিলিং স্টেশনের সামনে দ্রুত হেঁটে যেতে দেখা যায়। চারটি ভিন্ন ক্যামেরার ফুটেজে কোথাও অপহরণের কোনো দৃশ্য পাওয়া যায়নি। তিনি একাই হাঁটছিলেন, কোনো অ্যাম্বুলেন্স তার পথরোধ করেনি।
ফিলিং স্টেশনের ব্যবস্থাপকও নিশ্চিত করেছেন—পুলিশ একাধিকবার ফুটেজ পর্যালোচনা করে দেখেছে, তাদের পর্যবেক্ষণে এমন কোনো অপহরণের ঘটনা ঘটেনি। অর্থাৎ, পুরো ঘটনাটিই অত্যন্ত দূর্বল স্ক্রিপ্টের নাটক, মিথ্যাচার, মানুষের সাথে প্রতারণা, প্রোপাগান্ডা, এবং সারাদেশে "ইসকন" ট্যাগ লাগিয়ে সা*ম্প্র*দা*য়ি*ক স*হিং*স*তা*র মাধ্যমে সনাতন ধর্মাবলম্বীদের উপর নি*ধ*ন*য*জ্ঞ চালাতে এই অপহরণ নাটকের নীলনকশা তৈরি করা হয়েছিল। আমি সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই, একেবারে জনসমক্ষে সিসিটিভি ফুটেজ প্রকাশ করে দিয়ে মূল সত্য উন্মোচনের জন্য।।
নিলয় চক্রবর্তী।
২৮ শে অক্টোবর ২০২৫ ইং।।

এখন আসল সন্ত্রাসী কারা...?
28/10/2025

এখন আসল সন্ত্রাসী কারা...?

চিকিৎসক তার মৃতদেহ ও মল দেখে বলেছিলেন হাতিটি ডায়রিয়ায় আক্রান্ত ছিলো। পানিশূন্যতা ছিলো তার শরীরে। এই অবস্থাতেই তাকে চুয়াড...
27/10/2025

চিকিৎসক তার মৃতদেহ ও মল দেখে বলেছিলেন হাতিটি ডায়রিয়ায় আক্রান্ত ছিলো। পানিশূন্যতা ছিলো তার শরীরে। এই অবস্থাতেই তাকে চুয়াডাঙ্গা থেকে হাঁটিয়ে চাঁদাবাজি করাতে করাতে মাগুরা পর্যন্ত নিয়ে আসে। প্রায় ৭০ কিলোমিটার পথ।😓

খাবার নেই, বয়সের ভার, ডায়রিয়া, গরমে পর্যাপ্ত পানি ছাড়াই পিচ ঢালা রাস্তা দিয়ে নির্মমভাবে তাকে হাঁটানো হয়, শরীর না টানলেও সে প্রতিবাদ করতে পারেনি। এক সময় নীরবে নিভৃতে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওর এই মৃত্যুর,এই নির্যাতন ও নির্মমতার বিচার হয়নি।

বন্য প্রাণী থাকবে বনে নিজেদের মতো করে বাঁচবে তা নয় উল্টো তাদের উপর চলে অত্যাচার। সবারই নিজেদের মতো করে বেঁচে থাকার অধিকার রয়েছে। এসব যে কবে বন্ধ হবে!🤦‍♀️

পরমেশ্বর ভগবান সবাইকে সত্যের পথে আসতে সহযোগিতা করুন 🙏

27/10/2025

ইসকন হিন্দু ধর্মের ঐতিহ্যকে টিকিয়ে রেখেছে।

আর যারা বলে ইসকন হিন্দু ধর্মের নয় তাদের বলি। হিন্দু ধর্মের অনেক মত রয়েছে তার মধ্যে সর্ববৃহৎ মত হলো বৈষ্ণব সম্প্রদায়। তাদের একটা বড় গোষ্ঠী নিরামিষ প্রসাদ ভোজী হলো ইসকন। শাক্ত মতে পাঠা বলি হয় কিন্তু ইসকন তা মানে না তারা বলে তাদেরও প্রাণ রয়েছে তাদের ও সৃষ্টিকর্তার সুন্দর পৃথিবী ঘোরার অধিকার রয়েছে তাই তাদের বধ করা উচিত নয়। কাল যারা হিন্দু ধর্মকে একত্রে করে অধিকার চেয়েছিলো একত্র করেছিলো আজ কিছু সন্ত্রাসী গোষ্ঠী তাদের বলে সন্ত্রাসী। কারণ হিন্দু জাতি একত্র করতে পারে এই ইসকন। আর হিন্দু জাতি একএে হলে দেশে সুষ্ঠ আইন তৈরি হবে। তখন হিন্দুর জমি কাড়তে পারবে না,হিন্দু অনেক ধনসম্পদ তা লুটতে পারবে না, শোষন করতে পারবে না, মা বোনের ইজ্জত নিতে পারবে না, কাউকে জোরপূর্বক ধর্ম ত্যাগ করাতে পারবে না, সকলের স্বাধীনতা কাড়তে পারবে না। তাই সকল সনাতনী শ্রী ভগবানের নির্দেশ মানবেন সকল ধর্মকে শ্রদ্ধা, সম্মান করবে আর সকলে একসাথে মিলে থাকবে, যে অন্যায় করবে সে হিন্দু হলেও তাকে শাস্তির আওতায় আনবে। মহান সৃষ্টিকর্তা সহায় হন।
তাই বলি " বাংলার হিন্দু, এক হও "
জয় সনাতন।

মুফতি মোহাম্মদ মোহেববুল্লাহ অপহরণ সংক্রান্ত মামলাটি পুলিশ গুরুত্বের সাথে গ্রহণ করে মামলা রুজুর পূর্বেই অনুসন্ধান শুরু কর...
25/10/2025

মুফতি মোহাম্মদ মোহেববুল্লাহ অপহরণ সংক্রান্ত মামলাটি পুলিশ গুরুত্বের সাথে গ্রহণ করে মামলা রুজুর পূর্বেই অনুসন্ধান শুরু করে। মামলার তদন্তকালে কোন ব্যক্তি বা গোষ্ঠীকে সন্দেহাতীতভাবে দায়ী করার মত পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এই তদন্তে সকলের সহযোগিতা প্রত্যাশা করে।

তদন্ত শেষ হওয়ার আগেই কোন পক্ষকে দায়ী না করে ধৈর্যশীল হওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি গাজীপুর মেট্রোপলিটন পুলিশ বিনীত অনুরোধ জানাচ্ছে।

একজন বিজ্ঞানের শিক্ষকের দৃষ্টিতে মাকালী ।কালী তত্ত্ব : KALI - the time personified শাস্ত্রে বলেছে যে কাল কে যিনি কলন করে...
25/10/2025

একজন বিজ্ঞানের শিক্ষকের দৃষ্টিতে মাকালী ।
কালী তত্ত্ব : KALI - the time personified
শাস্ত্রে বলেছে যে কাল কে যিনি কলন করেন তিনিই কালী। এখন কলন করা কাকে বলে? গণিত উৎসাহীদের সাথে " কলন " কথাটার প্রথম পরিচয় হয় কলনবিদ্যা বা calculus এর মাধ্যমে। কলন মানে হোলো নীরবছিন্ন ভাবে ভাঙা বা গড়া। অবকলন বা differential calculus মানে কোনো function কে continuously ভেঙে টুকরো করা আর সমাকলন বা integral calculus মানে কোনো function কে continuously জোড়া দেওয়া।
আমরা জানতাম সময় বা কাল সবসময় স্বাধীন চলরাশি ( independent variable )। সময় কারো ওপর নির্ভর করেনা বা সময় কারো অপেক্ষক নয়। কিন্তু সবকিছু সময়ের ওপর নির্ভর করে। আমরা mathematically লিখতাম যে y=f(t), অর্থাৎ y হোলো সময়ের অপেক্ষক (function )| t এর মানের ওপর y নির্ভর করে।
কিন্তু এহেন শক্তিশালী সময়কে নিয়ে যিনি অনবরত খেলা করেন, কলন করেন তিনিই কালী। তাই আজ থেকে জানুন " সময় হোলো কালীর অপেক্ষক। " So time is nothing but a function of Kaali., so time = f(kali) | একটা ছোটো সময়কে ভাঙলে যে আরো ছোটো সময় বা শ্বাস পাবো তিনিই কালী। আমাদের প্রতিটি নিঃশ্বাস প্রশ্বাসে যে অনবরত catabolic আর anabolic reaction এর খেলা হচ্ছে, তার সাথে প্রতি মুহূর্তে আমাদের দেহে যে কোটি কোটি কোষের জন্ম মৃত্যু হচ্ছে এইসকল তাৎক্ষণিক জন্মমৃত্যুর খেলার পরিচালনা , প্রযোজনা কালীরই হাতে। তাই কালী আমাদের থেকে কোনো পৃথক সত্তা নয়। আমাদের প্রাণচ্ছল জীবনটাই কালী ময়। চোখবন্ধ করে নিজের নিঃস্বাস প্রশ্বাসএর দিকে নজর দাও। প্রতি শ্বাসে, প্রতি স্পন্দনে কালীকে খুঁজে পাবে। সেই অক্সিজেন ফুসফুসের মধ্যে দিয়ে gas-exchange করে রক্তজালিকার মধ্যে দিয়ে তোমার অজান্তেই কোটি কোটি কোষে ঠিক পৌঁছে যাচ্ছে। কে পাঠাচ্ছে? সেই কালী।
সময় প্রতি মুহূর্তে জন্মাছে আর মরছে। অতীতকে মেরে বর্তমান, বর্তমানকে মেরে ভবিষ্যত। এই অতীত -বর্তমান -ভবিষ্যতের নীরবছিন্ন প্রবাহই আমাদের জীবন অভিজ্ঞতা। তাই কালী আমাদের জীবনের রঙ্গমঞ্চের সেই ক্যানভাস স্বরূপ যার ওপর আমাদের জীবনের ওঠা-পড়া অনুভব করছি। ওই কালীরূপ ক্যানভাসটাকে অস্বীকার করলে অস্তিত্বটাই তো শূন্য হয়ে যাবে । Kali is our existential background. প্রতিটি জীব কালেই জন্মাচ্ছে আর কালেই মরছে।
একটু ভালো করে ভেবে দেখো - এই জগৎপ্রপঞ্চে প্রতিনিয়ত যে সৃষ্টি - স্থিতি -লয়ের খেলা চলছে,প্রাণায়া

পূর্বায়ন মন্ডল নবী‌জীকে নি‌য়ে কটু‌ক্তি করায় আমরা তা‌র শা‌স্তি দাবী ক‌রে‌ছিলাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী তা‌কে গ্রেপ্...
24/10/2025

পূর্বায়ন মন্ডল নবী‌জীকে নি‌য়ে কটু‌ক্তি করায় আমরা তা‌র শা‌স্তি দাবী ক‌রে‌ছিলাম। আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী তা‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে, ধন‌্যবাদ জানাই প্রশাসন‌কে।

তাহ‌লে এবার ভাবুন তো, পূর্বায়ন মন্ডল‌ এই বাজে মন্তব‌্য কেন ক‌রে‌ছি‌লো? শ‌্যামাকালী পুজার এক‌টি পো‌ষ্টে আব্দুর রহমান না‌মের একজন দেবী কালী মা কে নি‌য়ে যে কটু‌ক্তি কর‌লো, সে বিষ‌য়ে সুশীলরা নীরব কেন! আপনারা আব্দুর রহমা‌নের শা‌স্তি দাবী কর‌ছেন না কেন?
সা‌ম্যের গান য‌দি গাও, এ বিষ‌য়েও তোমা‌দের কথা বলা উচিত।

Address

Narsingdi
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when মা বীণাপাণি সংবাদ Ma Binapani News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মা বীণাপাণি সংবাদ Ma Binapani News:

Share

Category