মা বীণাপাণি সংবাদ Ma Binapani News

মা বীণাপাণি সংবাদ Ma Binapani News আমরা সাধারণ, আমরা চাই আমাদের সমাজকে সুন্দর ও সুস্থ ভাবে গড়ে তুলতে,পাশে চাই আপনাদের ।

"কানাডার মিসিসাগুয়ার হিন্দু হেরিটেজ সেন্টারে উত্তর আমেরিকার সর্বোচ্চ ৫১ ফুট উচ্চতার শ্রী রাম লালা মূর্তি স্থাপন করা হয়েছ...
14/08/2025

"কানাডার মিসিসাগুয়ার হিন্দু হেরিটেজ সেন্টারে উত্তর আমেরিকার সর্বোচ্চ ৫১ ফুট উচ্চতার শ্রী রাম লালা মূর্তি স্থাপন করা হয়েছে। মহাসমারোহে উন্মোচিত এই মহামূর্তিটি সনাতন সম্প্রদায়ের জন্য এক অনন্য গর্ব ও আনন্দের উপলক্ষ হয়ে উঠেছে।"
জয় শ্রী রাম 🙏🚩🕉️🚩🙏

13/08/2025

Ma Binapani Gita school

13/08/2025

Ma Binapani Gita School

13/08/2025

বরেণ্য বুদ্ধিজীবী অধ্যাপক যতীন সরকার কিছুক্ষণ আগে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।
ওঁ দিব্যান লোকান্ স গচ্ছতু 🙏

৪৫ বছর ধরে নিঃস্বার্থভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন কক্সবাজারের রামুর এক মহৎপ্রাণ মানুষ—ডা. সুজিত কুমার শর্মা। মাত্র ১০ ...
13/08/2025

৪৫ বছর ধরে নিঃস্বার্থভাবে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছেন কক্সবাজারের রামুর এক মহৎপ্রাণ মানুষ—ডা. সুজিত কুমার শর্মা। মাত্র ১০ টাকার ভিজিটে, কখনো বিনামূল্যেও, শত শত মানুষকে সেবা দিচ্ছেন প্রতিদিন।

তিনি শুধু একজন ডাক্তার নন—তিনি এই এলাকার মানুষের কাছে আশার আলো, একজন প্রকৃত মানবসেবক।

পশ্চিম মেরংলোয়ার সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেয়া এই চিকিৎসক নিজেকে নিয়োজিত রেখেছেন দরিদ্র ও অসহায় মানুষের সেবায়। প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হয় তার রোগী দেখা। রামু চৌমুহনী স্টেশনের উত্তরে ছোট্ট একটি চেম্বারে দিনভর ১৫০ থেকে ২০০ রোগী আসে তার কাছে। ধনী-গরিব সবার জন্য একই ভিজিট—মাত্র ১০ টাকা। আর যারা দিতে পারেন না, তাদের জন্য তার দরজা সবসময় খোলা।

৬৫ বছরের বৃদ্ধা তফুরা খাতুন বলেন, “আমার কোনো সন্তান নাই, এই ডাক্তারই আমার ভরসা। তিনি শুধু ওষুধই দেন না, তার কথায় মনটা শান্ত হয়ে যায়।”

এই চিকিৎসকের কাছে অনেক জটিল রোগের রোগীরাও সুস্থ হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত রোগীদের সেবা থেকে শুরু করে টিউমার কিংবা অন্যান্য ছোটবড় অপারেশনও তিনি সফলভাবে করে থাকেন। কারো কাছে টাকা না থাকলে, তার মুখে একটিই কথা—"মানুষের সেবা করাটাই তো আসল কাজ।"

ডা. সুজিত বলেন, “চিকিৎসা কোনো বিলাসিতা নয়, এটা মানুষের মৌলিক অধিকার। আমি চাই না কেউ অভাবে চিকিৎসার বাইরে থাকুক।”

তাঁর এই অদম্য নিষ্ঠা, মানবিকতা ও পেশাদারিত্ব তাকে রামুর মানুষের হৃদয়ে গেঁথে দিয়েছে গরিবের ডাক্তার হিসেবে। সরকার ও বিভিন্ন সংস্থাও তার অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে সম্মাননা দিয়েছে।

সময় পাল্টেছে, চারপাশ বদলেছে—তবে বদলায়নি ডা. সুজিতের সেবার মানসিকতা। এই মানুষটি প্রমাণ করেছেন, ভালোবাসা আর সদিচ্ছা থাকলে পৃথিবী বদলানো যায় একাই।

ব্রেকিং নিউজ‼️আবারও ভয়াভহ সাম্প্রদায়িক হামলার শিকার খুলনা জেলার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরীহ মানুষ...!!! ৪ টি ব...
08/08/2025

ব্রেকিং নিউজ‼️
আবারও ভয়াভহ সাম্প্রদায়িক হামলার শিকার খুলনা জেলার সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিরীহ মানুষ...!!! ৪ টি বড় মন্দিরসহ কমপক্ষে ১০ টি বাড়িতে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়েছে! কমপক্ষে ৩৫ গুরুতর আহত হয়ে রুপসা সদর হসপিটালে ভর্তি রয়েছেন!

উল্লেখ্য, খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালী গ্রামের মল্লিকপাড়া পুরো গ্রাম আজ (০৭-০৮-২১) বিকাল ৩ টা থেকে ৫ টা পর্যন্ত ৩৫০-৪০০ জনের একদল উগ্র মৌলবাদী দেশীয় অ'স্ত্র ও লাঠিসোটা নিয়ে নিরীহ হিন্দুদের উপর বর্বরোচিত আ'ক্র'মণ চালায়! ঘরের সমস্ত কিছু লু'টপা'ট করা হয়েছে! এমনকি গৃহপালিত গরু নিয়ে গেছে! ঘটনার বিস্তারিত বিবরণে জানা যায়, মসজিদের সামনে দিয়ে মৃতদেহ সৎকারের জন্য শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার সময় "হরে কৃষ্ণ হরে রাম" বলার অপরাধে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার সূত্রপাত! মসজিদ ও শ্মশান মন্দির পাশাপাশি অবস্থিত হওয়ায় দুই পক্ষের মধ্যে এই হামলার ঘটনা ঘটেছে! বর্তমানে হিন্দুপাড়ার ১৫০-২০০ জন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভয়ে অন্যত্র পালিয়ে গেছে!

স্থান: শিয়ালী, মল্লিকপাড়া, রূপসা উপজেলা, খুলনা।

৭ আগস্ট ২০২৫ইং


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে নিয়োগপ্রত্যাশী দুই শিক্ষকের ডোপ টেস্টে গা'জা জাতীয় মা'দ'ক শনাক্ত হয়েছে।তারা হলে...
08/08/2025

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগে নিয়োগপ্রত্যাশী দুই শিক্ষকের ডোপ টেস্টে গা'জা জাতীয় মা'দ'ক শনাক্ত হয়েছে।

তারা হলেন- গোলাম রাব্বানী ও ড. ইমরুল আসাদ।

উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান বলেন, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীর যে কোনো নিয়োগে ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। যাদের ডোপ টেস্ট পজিটিভ আসবে, আমরা তাদের কোনোভাবেই নিয়োগ দেবো না।

সংবাদ সোর্স : জাগোনিউজ

ওঁ দিব্যান লোকান্ স গচ্ছতু 🙏
08/08/2025

ওঁ দিব্যান লোকান্ স গচ্ছতু 🙏

অর্জুন শ্রীকৃষ্ণ কে জিজ্ঞেস করল, হে কেশব! মৃত্যু যখন সকলের নিশ্চিত।তাহলে আমরা সৎসঙ্গ, ভজন, কীর্তন কেন করছি?যারা সংসার ভো...
08/08/2025

অর্জুন শ্রীকৃষ্ণ কে জিজ্ঞেস করল, হে কেশব! মৃত্যু যখন সকলের নিশ্চিত।
তাহলে আমরা সৎসঙ্গ, ভজন, কীর্তন কেন করছি?
যারা সংসার ভোগ, কামনা বাসনা পূর্ণ করছে তাদেরও মৃত্যু হবে।

ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেনঃ
হে পার্থ! বিড়াল যখন ইঁদুর ধরে তখন দাঁত দিয়ে কামড়ে তাকে বধ করে ভোজন করে।
কিন্তু সেই দাঁত দিয়ে যখন নিজের বাচ্চাকে কামড়ে ধরে
তখন বধ করে না। কোমল ভাবে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করে।

দাঁত একই, মুখ ও একই কিন্তু পরিনাম পৃথক পৃথক।ঠিক তেমনি মৃত্যু সকলের নিশ্চিত কিন্তু একজন প্রভুর ধামে অপরজন চুরাশি চক্রে।

মৃত্যু সকলেরই অনিবার্য। জন্মিলে মরিতে হবে এটাই বিধির বিধান। দেহে প্রাণবায়ু থাকতে আপনি এই দেহকে কেমন ভাবে পরিচালনা করেছেন তার উপর নির্ভর করেই আপনার প্রাপ্তি ঘটবে।

জড় সুখ ভোগ করে যদি সম্পূর্ণ জীবন অতিবাহিত করেন, কৃষ্ণ সেবায় নিজেকে সমর্পন না করেন। তবে মৃত্যুর পর এই দুঃখালয় নামক জগৎ সংসারে আপনাকে নানা দেহে নানা ভাবে ফিরে এসে কর্মের ফল ভোগ করতে হবে।

কিন্তু আপনি যদি এই মনুষ্য জীবন কৃষ্ণ ভজনায় সমর্পন করেন। শুদ্ধ ভক্তি, পূর্ণ বিশ্বাস নিয়ে অনাদির আদি গোবিন্দের ভজনা করেন, সাধু সঙ্গ করেন, তাহলে মৃত্যুর পর ভগবান স্বয়ং আপনার সঙ্গী হবেন। কৃষ্ণভাবনায় জীবন অতিবাহিত করার ফলে হয় তো মৃত্যুর পর আর এই জড় জগতে আসতেই হবে না। স্বয়ং পরমেশ্বরের শ্রীচরণে ঠাই পাবেন।

সুতরাং মনুষ্যের এই দুর্লভ জীবনে জড় জাগতিক কর্মের পাশাপাশি যতটুকু সম্ভব সাধু সঙ্গ করুন। হরি নাম শ্রবন করুন। কৃষ্ণ নাম প্রচার করুন।

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।
হরে রাম হরে রাম রাম রাম হরে হরে।

৬ অগাস্ট ২২৫ ইং রোজঃ বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে (০৭/০৮/২০২৫) মাদারীপুর জেলার সদর উপজেলার পর্বতবাগান দিঘীরপাড় এর শ...
07/08/2025

৬ অগাস্ট ২২৫ ইং রোজঃ বুধবার দিবাগত রাতের কোনো এক সময়ে (০৭/০৮/২০২৫) মাদারীপুর জেলার সদর উপজেলার পর্বতবাগান দিঘীরপাড় এর শ্রী শ্রী গণেশ পাগলের মন্দির ও রাধা কৃষ্ণ মন্দিরে ভাংচুর করেছে।

এক ঘরের ৭ জন মা*রা গেল, তিনজন মহিলা, ৪ জন শিশু 😭। ওমান ফেরত একজন প্রবাসীকে আনতে একই পরিবারের ১০ জন এয়ারপোর্ট থেকে ফেরার ...
06/08/2025

এক ঘরের ৭ জন মা*রা গেল, তিনজন মহিলা, ৪ জন শিশু 😭।

ওমান ফেরত একজন প্রবাসীকে আনতে একই পরিবারের ১০ জন এয়ারপোর্ট থেকে ফেরার পথে গাড়ি নি*য়ন্ত্রণ হারিয়ে পানিতে পড়ে যায়, গাড়িতে থাকা ৪ জন পুরুষ (প্রবাসী সহ) বের হতে পারলেও অনেক বেশি পানি থাকায় বাচ্চা এবং মহিলাদের কে উঠানো সম্ভব হয়নি,
পরে ফায়ার সার্ভিস এসে প্রায় এক থেকে দেড় ঘন্টা পর উ*দ্ধার করে একে একে ৭টা ম*রদেহ। যার মধ্যে ছিল ৩ জন মহিলা ৪জন শিশু।

সকলকেই মৃ,ত বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের লোকজন।
নোয়াখালীর চন্দ্রগঞ্জ

05/08/2025

"শুভ ঝুলন যাত্রা!
রাধা-কৃষ্ণের প্রেম ও আশীর্বাদে ভরে উঠুক সবার জীবন।
এই শুভ দিনে, রাধা-কৃষ্ণের প্রেম ও আনন্দে ভরে উঠুক সবার মন।"

নমস্কার 🙏
আগামী ২৩শে শ্রাবণ ১৪৩২ বাংলা ( ৯ই আগষ্ট ২০২৫ ইং) রোজ শনিবার , রহিমাবাদ সার্বজনীন শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে রাধা -কৃষ্ণের ঝুলন যাএা উপলক্ষে লীলা কীত্তর্ণ অনুষ্ঠিত হইবে।

উক্ত অনুষ্ঠানে আপনার সবান্ধব উপস্থিতি ও সহযোগিতা একান্ত ভাবে কামনা করছি ।
📖📖 অনুষ্ঠান সূচি 📖📖

২৩ শে শ্রাবণ ১৪৩২ বাংলা
(৯ ই আগষ্ট ২০২৫ ইং) রোজ:শনিবার।

🔵 লীলা কীত্তর্ণ আরম্ভ
সকাল ১০.০০ঘটিকা হইতে দুপুর ২.০০ ঘটিকা পযর্ন্ত ।

🔵 প্রসাদ বিতরণ
দুপুর ২.৩০ ঘটিকায়।

🔵 লীলা কীত্তর্ণ আরম্ভ
সন্ধ্যা ৭.০০ঘটিকা হইতে রাত ১১.০০ ঘটিকা পযর্ন্ত ।

🔵 প্রসাদ বিতরণ
রাত ১০.৩০ ঘটিকায়।

🔵 লীলা কীত্তর্ণ পরিবেশনায় শতরুপা হাওলাদার, রাজশাহী।

🙏🌺জয় রাধা গোবিন্দ🌺🙏

Address

Narsingdi
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when মা বীণাপাণি সংবাদ Ma Binapani News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মা বীণাপাণি সংবাদ Ma Binapani News:

Share

Category