Bangladesh 2.0

Bangladesh 2.0 আসসালামু আলাইকুম

31/08/2025

একদিকে প্রধান বিচারপতি ও সেনাপ্রধান মিটিং, আরেকদিকে প্রধান উপদেষ্টা ও প্রধান রাজনৈতিক দলগুলোর মিটিং!
অন্যদিকে চট্রগ্রামে ছাত্ররা ম'র'তে'ছে স্থানীয়দের হাতে।
আরেকটি ১-১১ এর অপেক্ষায় দেশ।

কোটিপতির মেয়ে ফকিন্নির বউ 😌নেন আর কেউ ঝগড়াঝাটি কইরেন না।
26/08/2025

কোটিপতির মেয়ে ফকিন্নির বউ 😌
নেন আর কেউ ঝগড়াঝাটি কইরেন না।

আব্বা আপনে?
25/08/2025

আব্বা আপনে?

অথচ আমরা এতদিন ভেবেছি রুমিন ফারহানা এখনো ভার্জিন রাজনীতির মাঠে!আসলে তলে তলে দেশ আগেই স্বাধীন হয়ে গেছে, শুধু বুঝতে দেরি ক...
25/08/2025

অথচ আমরা এতদিন ভেবেছি রুমিন ফারহানা এখনো ভার্জিন রাজনীতির মাঠে!
আসলে তলে তলে দেশ আগেই স্বাধীন হয়ে গেছে, শুধু বুঝতে দেরি করেছি আমরা।

#রুমিনফারহানা #বাংলাদেশরাজনীতি #ভণ্ডামিরশেষ #স্বাধীনদেশ #রাজনীতিরচিত্র

🚨 অবশেষে গ্রেফতার তৌহিদ আফ্রিদি! 🤡বরিশাল থেকে আওয়ামী লীগ-এর CRI এজেন্ট ও জুলাই হ*ত্যা মামলার আসামি তৌহিদ আফ্রিদিকে বিশেষ...
24/08/2025

🚨 অবশেষে গ্রেফতার তৌহিদ আফ্রিদি! 🤡
বরিশাল থেকে আওয়ামী লীগ-এর CRI এজেন্ট ও জুলাই হ*ত্যা মামলার আসামি তৌহিদ আফ্রিদিকে বিশেষ অভিযানে গ্রেফতার করেছে সিআইডি-পুলিশ।


হত্যা মামলার আসামি হয়েও প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ানো আওয়ামী লীগ নেতা স্বাধীন অবশেষে গ্রেপ্তারজয়পুরহাট: ২১ আগস্ট ২৫ ইংজ...
23/08/2025

হত্যা মামলার আসামি হয়েও প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়ানো আওয়ামী লীগ নেতা স্বাধীন অবশেষে গ্রেপ্তার

জয়পুরহাট: ২১ আগস্ট ২৫ ইং
জয়পুরহাটে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে মেহেদী হত্যা মামলার আসামি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রহিম স্বাধীনকে গ্রেপ্তার করেছে আক্কেলপুর থানা পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আব্দুর রহিম স্বাধীন আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আক্কেলপুর পুরাতন বাজারের আছির মাস্টারের ছেলে বলে জানা গেছে।

সূত্র জানায়, জুলাই গণঅভ্যুত্থানের সময় মেহেদী হত্যা মামলার আসামি হন আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম স্বাধীন। এছাড়াও তিনি হত্যা চেষ্টা মামলার আসামিও। গোপন সংবাদের ভিত্তিতে আক্কেলপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে জয়পুরহাট থানায় আসামিকে হস্তান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, হত্যা মামলার আসামি হয়েও গত প্রায় দেড়মাস যাবৎ প্রকাশ্যে দিবালোকে ঘুরে বেড়াচ্ছিলো এই স্বাধীন মাষ্টার, সম্প্রতি আক্কেলপুর থানার নবাগত ওসি বিষয়টি জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ফোর্স পাঠিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হোন। তাকে গ্রেপ্তার করায় থানা পুলিশের প্রতি সন্তোষ প্রকাশ করছেন আক্কেলপুরের আপামর জনতা।

আক্কেলপুর উপজেলার একাধিক ভুক্তভোগী মানুষ জানান, এই স্বাধীন মাষ্টার বিগত সরকারের আমলে যা ইচ্ছে তাই করেছেন। সে বিভিন্ন সন্ত্রাসি, কিশোর গ্যাং ও টোকাইদের গডফাদার ছিলো। এলাকায় ভূমিদস্যুগিড়ি, জবরদখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি এবং বিভিন্ন বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমের নৈরাজ্য সৃষ্টি করেছিলো। আক্কেলপুর রেলগেটে রেলওয়ের জায়গায় তার ব্যক্তিগত অফিসের আড়ালে গড়ে তুলেছিল মিনি একটি আয়না ঘর। কেউ তার কথা না শুনলে সেখানে নিয়ে গিয়ে করতো অমানবিক নির্যাতন। ভবিষ্যতে সে আর যেন এ ধরনের কাজ না করতে পারে সেজন্য তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

12/08/2025

ক্ষমতায় যাওয়ার আগেই যারা পাথর চুরি করে তারা ক্ষমতায় গেলে আপনার ঘরের টিনও খুলে নিয়ে যাবে।

কারণ আপনারাই আমাদের শেষ ভরসা।
09/08/2025

কারণ আপনারাই আমাদের শেষ ভরসা।

নৌকা আর ধানের শীর্ষ। দুই সাপের একই বিষ।জয় বাংলা 🤨
08/08/2025

নৌকা আর ধানের শীর্ষ।
দুই সাপের একই বিষ।
জয় বাংলা 🤨

04/08/2025

আজকের রাত ছিলো বিশ্ব গুজবের রাত।

৭ মিনিটে ঢাকা ক্লিয়ার 😁🤣

একজন সফল ফ্রিল্যান্সার 🤣😁
04/08/2025

একজন সফল ফ্রিল্যান্সার 🤣😁

03/08/2025

রাষ্ট্রীয় কাজে দেশের বাইরে ৩৬৩ দিন পার করে গিনেস বুকে নাম লেখালেন হাসিনা।

অভিনন্দন, জয় বাংলা।

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh 2.0 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share