AH Creations

AH Creations আসসালামু আলাইকুম। AH creations এ আপনাকে স্বাগতম।
অশ্লীলতার এ-ই যুগে সুস্থ বিনোদন ছড়িয়ে দেয়ার ক্ষুদ্র প্রচেষ্টা।
(3)

11/07/2025

রাজনীতির নামে স*ন্ত্রা*সবা;দ। বাপ দাদাকে পুজি করে চেতনা ব্যবসা। উন্নয়নের নাম করে সীমাহীন দুর্নী;তি।শত শত বছর ধরে এ জাতির সাথে গাদ্দারি করা হয়েছে।মূলত গণতন্ত্রের পথেই শান্তি নেই। আছে শুধু অরা*জকতা,স*ন্ত্রা-সবাদ আর নোং*রা রাজনীতি।

একটি ঐতিহাসিক স্লোগান 🥰
09/07/2025

একটি ঐতিহাসিক স্লোগান 🥰

08/07/2025

এ-ই পার্থিব জীবন তো ধোঁকা।

তারা মৃত্যু উপত্যকায় দাড়িয়ে হাসে 🥰
08/07/2025

তারা মৃত্যু উপত্যকায় দাড়িয়ে হাসে 🥰

ভাবতেও অবাক লাগে একসময় আমাদের মা-বোনেরা এভাবে চলাফেরা করতো।ছবিটি ১৯৫৫ সালের।সে  সময় নারীরা এভাবেই চলাচল করতো গাড়িতে কর...
07/07/2025

ভাবতেও অবাক লাগে একসময় আমাদের মা-বোনেরা এভাবে চলাফেরা করতো।
ছবিটি ১৯৫৫ সালের।সে সময় নারীরা এভাবেই চলাচল করতো গাড়িতে করে।
আর এখন নারীরা যেভাবে চলাচল করে তা পুরুষ কেও হার মানায়
হায়রে গায়রত হায়।

১০ মহররম সারা বিশ্বের ইসলাম ধর্ম অনুসারীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল এবং শোকাবহ একটি দিন। পবিত্র আশুরার এ দিনে ঘটেছিলো এক ব...
06/07/2025

১০ মহররম সারা বিশ্বের ইসলাম ধর্ম অনুসারীদের জন্য অত্যন্ত ঘটনাবহুল এবং শোকাবহ একটি দিন। পবিত্র আশুরার এ দিনে ঘটেছিলো এক বিষাদময় ঘটনা। অন্যায় অবিচার আর জুলুমের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মহানবী হযরত মুহম্মদ (সাঃ) এর প্রিয় দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রাঃ) এ দিনে শাহাদাত বরণ করেছিলেন। কারবালা প্রান্তরে সেই হৃদয় বিদারক ঘটনা আজও মানুষকে কাঁদায় এবং ব্যথিত করে। সত্য, ন্যায়, ইনসাফ ও মানবতার জন্য তাঁর আত্মত্যাগ বিশ্ববাসীর জন্য এক মহিমাময় অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে আছে। এছাড়াও শুধুমাত্র মুহম্মদ (সঃ) এর অনুসারীরাই নয় পূর্ববর্তী অনেক নবী ও তাদের অনুসারীদের অবিস্মরণীয় ঘটনার সূত্রপাত হয়েছিল এই মাসে।
এই মাসে ফেরাউনের হাত থেকে বনি ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন মহান আল্লাহ।

অন্যায়, অবিচার, অন্যায্য ও অবৈধ অপকর্মের বিরুদ্ধে প্রতিবাদী হয়ে ইনসাফ ও মানবতা সুরক্ষা করা প্রতিটি মানুষের কর্তব্য। এটাই হচ্ছে ইসলামের মূল শিক্ষা। মহানবী (সাঃ) অন্যায়কে প্রতিহত করতে নির্দেশ দিয়ে গেছেন। তাঁর উম্মত হিসেবে আমাদের কর্তব্য যেকোন গণবিরোধী ক্ষমতাসীন গোষ্ঠির কৃত অনাচার আর অবৈধ ক্ষমতার দাপটে মানুষকে দমিয়ে রাখা অপশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। ক্ষমতার প্রতি নিবিড় নিবিষ্ট মোহে আচ্ছন্ন থেকে যারা ন্যায়-নীতি-ন্যায্যতাকে অগ্রাহ্য করেছিল তাদের বিরুদ্ধেই ইমাম বাহিনী মৃত্যুকে আলিঙ্গন করে লড়াই চালিয়ে গেছেন। কারবালায় ইমাম বাহিনীর শাহাদাৎ বরণ সর্বকালে দেশে দেশে বর্বর দু:শাসনের কবল থেকে মুক্ত হতে মজলুম মানুষকে প্রেরণা যোগাবে। আমি শহীদ হযরত ইমাম হোসাইন (রাঃ), তাঁর পরিবারের সদস্যবর্গ এবং কারবালার সকল শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই, তাঁদের রুহের মাগফিরাত কামনা করি।
ইমামের মতো মহান আল্লাহ তায়ালা আমাদের কে অন্যায়,জুলুমের বিরুদ্ধে মাথানত না করে লড়াই করার তৌফিক দান করুন।

উপদেষ্টা আসিফ মাহমুদ দিরিলিস ও কুরুলুস উসমান সিরিজের শুটিং সেট পরিদর্শন করেছেন! 🥰
05/07/2025

উপদেষ্টা আসিফ মাহমুদ দিরিলিস ও কুরুলুস উসমান সিরিজের শুটিং সেট পরিদর্শন করেছেন! 🥰

ঢাকায় জাতিসংঘের তথাকথিত মানবাধিকার কমিশনের অফিসের অনুমোদন দেওয়া নিয়ে জাতীয় মসজিদ বাইতুল মাকারামের সম্মানিত খতিব মুফতি আব...
04/07/2025

ঢাকায় জাতিসংঘের তথাকথিত মানবাধিকার কমিশনের অফিসের অনুমোদন দেওয়া নিয়ে জাতীয় মসজিদ বাইতুল মাকারামের সম্মানিত খতিব মুফতি আবদুল মালেকের নিন্দা:
আজকে জুমার নামাজের আগে তিনি বলেন, জাতীয় মসজিদে জাতীয় ইস্যু নিয়ে কেউ আসেনা, সবাই আসে দুআ, আর পানি পড়ার জন্য।
একই সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে বলেন এই সরকার অনেক ভালো কাজ করেছেন তবে শেষ সময়ে ইজ্জত রেখে যেতে হলে অবশ্যই তথাকথিত মানবাধিকার কমিশনের অফিসের ফয়সালা উইথড্র করতে হবে এবং ঢাকার অফিসের জন্য জাতিসংঘের প্রস্তাবিত আবাসিক সমন্বয়কারী রিচার্ড এস হাওয়ার্ডকে (সমকামী) এদেশে আসার অনুমতি দেওয়া থেকে বিরত থাকতে হবে।

Reality 😭😭
03/07/2025

Reality 😭😭

শাপলা আমাদের প্রেরণা। শাপলা আমাদের ইতিহাস। শাপলা শাতি*মের বি*রু*দ্ধে জ্ব;লন্ত অ*গ্নি*গোলক।
03/07/2025

শাপলা আমাদের প্রেরণা।
শাপলা আমাদের ইতিহাস।
শাপলা শাতি*মের বি*রু*দ্ধে জ্ব;লন্ত অ*গ্নি*গোলক।

Address

Dhaka

Telephone

+8801648121103

Website

Alerts

Be the first to know and let us send you an email when AH Creations posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AH Creations:

Share