Sajib Ahmed

Sajib Ahmed I will go as far as the eye can see in search of history.

প্রতিটি নিঃশ্বাসের শীতলতার মাঝেও মনের যে অস্থিরতা তোমার জন্য গোটা বিশ্ব তার অনূভুতি বুঝবে না। চুপ থাকার মাঝেও মুখের মধ্য...
31/07/2025

প্রতিটি নিঃশ্বাসের শীতলতার মাঝেও মনের যে অস্থিরতা তোমার জন্য গোটা বিশ্ব তার অনূভুতি বুঝবে না। চুপ থাকার মাঝেও মুখের মধ্যে যে কথার পাহাড় জমা "তা কারো হ্নদয় স্পর্শ করবে না তুমি ছাড়া। স্থির দৃষ্টির আড়ালে তোমাকে খুঁজে বেড়ানোর আকুলতা কারো দারস্থ হবে না কখনোই।

30/07/2025
21/07/2025

উত্তরা মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। দুর্ঘটনা কবলিত শিক্ষার্থীসহ সবার জন‍্য আমাদের প্রার্থনা।

30/06/2025

বিজ্ঞান বলে, প্রিয় মানুষ বিশ্বাস ভেঙ্গে চলে গেলে যে পরিমাণ কষ্ট হয়, তা মানব দেহের ১০টা পাঁজরের হাড় একসাথে ভাঙার সমান। কিংবা হার্ট এ‍্যাটাক করলে যে পেইন হয়, মস্তিষ্ক সেটা অনুভব করে। ততটাই ক্ষতির সম্মুখীন হয় একজন মানুষ, যতটা বড় কোনো এক্সিডেন্টে হয়ে থাকে।

অথচ কি আশ্চর্য, ভয়ঙ্করভাবে কারো হৃদয় ভেঙে ব‍্যথা দেওয়ার পরও নিজের প্রতি সামন‍্য লজ্জাবোধ বা রিগ্রেট না নিয়ে বেঁচে থাকে কিছু মানুষ! মাঝে মাঝে আমার জানতে ইচ্ছে করে কারো জীবনে এতটা অসহনীয় ব‍্যথা উপহার দিয়ে কীভাবে রাতে শান্তিতে ঘুমায় তারা। মানুষ বলেই বোধহয় সম্ভব। কারো হৃদয় ভাঙার মতো অপরাধ করতে তাদের বিবেকে বাধে না!

আদালত কাউকে হৃদয় ভাঙার অপরাধের জন্য সাজা দিতে পারে না। কারণ লোকচক্ষুর অন্তরালে ঘটে যাওয়া সাক্ষী ছাড়া অপরাধগুলোকে আমরা অপরাধ বলেই মনে করি না। কিন্তু যে মানুষ নীরবে সবকিছু সয়ে যায়, একমাত্র সে-ই জানে প্রতিটা মিনিট সেকেন্ড কীভাবে ব‍্যাথা লুকিয়ে বাঁচতে হয়! নিজের ভিতরে কতটা ট্রমা নিয়ে স্বাভাবিক জীবন যাপন করার অভিনয় করে যেতে হয়!

কিছু মানুষ তো অবশ‍্যই আছে যারা কমার্শিয়াল, হৃদয়ের সম্পর্কটাকে তারা বিজনেস হিসেবেই নেয়। তারা প্রেম প্রেম গেমটা খুব ভালো খেলে! সবচেয়ে বেশি কষ্ট পায় সেনসেটিভ মানুষগুলো। তারা না পারে সহ্য করতে, না পারে কাউকে বলে হালকা হতে।

দিনশেষে কিছু মানুষ রিকভার করে হয়তোবা, তবে কেউ কেউ চিরদিনের জন‍্য মানসিক রোগী হয়ে বেঁচে থাকে। তাই কারো সাথে নিজেকে জড়িয়ে, পরে তার মন ভাঙার আগে একবার চিন্তা করবেন, সেই মানুষটা আপনার দেওয়া মিথ‍্যা ভালোবাসার যন্ত্রণা সহ‍্য করতে পারবে কিনা! কারো জীবনটা ছারখার করার আগে একটু ভেবে দেখবেন, আপনার দেওয়া মিথ্যা প্রতিশ্রুতির অদৃশ‍্য আঘাত তাকে পুরোপুরি দুমড়ে মুচড়ে দেবে কিনা!

17/06/2025

🇸‌🇦‌🇯‌🇮‌🇧‌ 🇦‌🇭‌🇲‌🇪‌🇩

03/06/2025

Address

Dhaka
1502

Alerts

Be the first to know and let us send you an email when Sajib Ahmed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sajib Ahmed:

Share

Category