11/12/2025
“বাড়ি ফেরা হলো না জাবেদের…
১৪ বছরের অপেক্ষার শেষেও মিললো না তার পরিবার।”
বাড়ি ফেরা হলো না জাবেদের…
দীর্ঘদিন ধরে দিনাজপুর জেলার পার্বতীপুর এলাকায় মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলো ছেলেটি। আমরা তাকে নিয়ে বেশ কয়েকটি ভিডিও ও একটি লাইভ করেছিলাম। সেই লাইভ ভিডিও দেখে সিলেটের এক পরিবার ১৪ বছর আগে হারিয়ে যাওয়া তাদের সন্তান হিসেবে তাকে শনাক্ত করার দাবি করে।
তাদের দেওয়া পরিচয় অনুযায়ী ছেলেটির নাম শাহানুর,
পিতার নাম – নিয়ামত আলী,
মাতার নাম – শফিকুননেচ্ছা,
ঠিকানা – গোয়াইনঘাট, সিলেট।
কিন্তু বাস্তবে পার্বতীপুরে যে ছেলেটি অবস্থান করছে, সে নিজের নাম বলে জাবেদ,
পিতার নাম – জামাল উদ্দিন,
মাতার নাম – খুরশিদা বেগম (খুশী)।
সে কখনো বলে সিলেট বড়বাড়ি, কখনো বলে চট্টগ্রামের হাটহাজারী—তার কথাবার্তায় নির্দিষ্ট কোনো ঠিকানা পাওয়া যায় না।
আজ সিলেট থেকে যে পরিবারটি এসেছিল, তারা সরাসরি এসে জাবেদকে দেখে শনাক্ত করার চেষ্টা করে। কিন্তু ছেলেটির শরীরে কোনো পরিচিত চিহ্ন, নাম-ঠিকানা, বা স্মৃতি—কোনোটিই তাদের সন্তানের সাথে মেলেনি।
ফলে তারা নিশ্চিত হয়—এ ছেলে তাদের সন্তান নয়।
এবং তাকে সেখানেই রেখে তারা ফিরে যেতে বাধ্য হয়।
💔 দুঃখের বিষয়, জাবেদের বাড়ি ফেরা হলো না আজও…
আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি তার আসল পরিবারকে খুঁজে বের করার।
আপনাদের সাহায্যই পারে তার পরিবারকে কাছে ফিরিয়ে দিতে।
👉 কেউ যদি জাবেদ সম্পর্কে সঠিক তথ্য জানেন, অনুগ্রহ করে আমাদের ইনবক্সে বা মোবাইল নম্বরে যোগাযোগ করুন।