
13/10/2025
পাসপোর্ট করে ফেলেছি ভালো ভিসা পেলে পাসপোর্ট জমা দিব বিদেশ যাব :
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পাকুন্দিয়া উপজেলা এগারো সিন্দুর ইউনিয়নের আদিত্য পাশা গ্রামের
জনাব মো: মজলু মিয়ার ৪ সন্তানের মধ্যে সবার ছোট ছিল মো : ওয়াহিদ। তাকেই আমরা হারিয়েছি। আসফুস নেই
আল্লাহ যখন যাকে যে ভাবে চাইবেন সে ভাবে ই তাকে মরতে হবে। ওয়াহিদ সম্পর্কে যা জানলাম । সে অবিবাহিত। ২০২৩ সালে লক্ষীয়া উচ্চ বিদ্যালয় থেকে এস এস সি পাস
করেছিল। পরে আর কলেজে ভর্তি হয়নি । বিদেশ যাওয়ার
ইচ্ছা থেকে পাসপোর্ট করে পেলে। অপেক্ষা ও খুজ নিচ্ছিল
ভালো ভিসা কোথায় পাওয়া যায় সন্ধান ফেলে পাসপোর্ট বইটা জমা দিবে অপেক্ষা সেই চেষ্টায় কাটছিলো ওয়াহিদের দিন। যেহেতু স্কুল নেই কলেজ নেই মাজে মধ্যে বাবার কাজে সহযোগিতা করতো ওয়াহিদ। তার গ্রামে তাকে কেউ খারাপ বলার সুযোগ নেই। এমন একটা ভালো ছেলে ছিল সে। আজ দুপুর দুই টার পরে মাঠে ঘাস কাটতে গেলে ঘাস কাটার সময় হঠাৎ বিনামেঘে বজ্রপাত শুরু হয় সেই বজ্রপাত থেকে বাঁচতে একটি আম গাছের নিচে আশ্রয় নেয় কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে সেই বজ্রপাতটা গাছে এসে পড়ে। এবং গাছের ডালা ফেটে তার উপরে ছোঁয়া লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে সবাই ধরাধরি করে পাকুন্দিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই ওয়াহিদ কে আর আমরা কোনদিন পাব না তাই চাইলে
তার জানাযায় শরিক হতে চলে আসুন আসছে আগামী কাল সকাল ১০ টায় লাউতলি হাফিজিয়া মাদ্রাসা মাঠে।