Pratidin Bangla

Pratidin Bangla pratidinbangla.com বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং বাস্তবমুখী সত্য খবর প্রকাশে বাংলা নিউজ পোর্টাল।

মিষ্টি পান দক্ষিণ এশিয়ার অনেক অঞ্চলে একটি জনপ্রিয় মুখরোচক খাবার। এটি সাধারণত পান পাতা, চুন, সুপারি, চিনি, নারকেল, চেরি, ...
03/07/2025

মিষ্টি পান দক্ষিণ এশিয়ার অনেক অঞ্চলে একটি জনপ্রিয় মুখরোচক খাবার। এটি সাধারণত পান পাতা, চুন, সুপারি, চিনি, নারকেল, চেরি, টুটফুটি, বিভিন্ন ধরনের রঙিন মশলা ও সুগন্ধিযুক্ত উপাদানে তৈরি হয়। কিছু ক্ষেত্রে জর্দা বা নেশাজাতীয় পদার্থও মেশানো হয়।

✅ মিষ্টি পান সীমিত আকারে খেলে সম্ভাব্য উপকার

পানের পাতা অ্যান্টি-ব্যাকটেরিয়াল ও অ্যান্টি-অক্সিডেন্ট গুণাগুণ; হজমে সহায়ক
এলাচ, লবঙ্গ মুখের দুর্গন্ধ কমায়; হজমে সহায়তা করে
মধু (কখনো ব্যবহৃত হয়) অ্যান্টিসেপটিক ও এনার্জি বুস্টার

তবে এই উপকারিতা শুধুমাত্র যদি পানটি খুব সীমিত, প্রাকৃতিক উপাদানে তৈরি হয় এবং চুন-সুপারির মাত্রা কম থাকে।

❌ মিষ্টি পানের স্বাস্থ্যঝুঁকি (বিশেষ করে নিয়মিত খেলে):

১. সুপারি (Areca nut) এর প্রভাব:

ক্যানসার ঝুঁকি: সুপারি "Group 1 carcinogen" হিসেবে চিহ্নিত (WHO), অর্থাৎ এটি মুখ ও গলার ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

ওরাল সাবমিউকাস ফাইব্রোসিস (OSMF): এটি একটি স্থায়ী মুখের রোগ, যেখানে মুখ ধীরে ধীরে শক্ত হয়ে যায়।

নেশা ও অভ্যাস: সুপারির রাসায়নিক "Arecoline" আসক্তি তৈরি করে।

২. চুন (Calcium hydroxide):
মুখের ভেতরের কোষে ক্ষরণ সৃষ্টি করতে পারে।
গলায় জ্বালাপোড়া, হজমের গোলমাল।

৩. রঙিন মশলা ও কৃত্রিম রং:
লিভারে ক্ষতি করতে পারে।
এলার্জি বা গ্যাস্ট্রিকের সমস্যা হতে পারে।

৪. অতিরিক্ত চিনি ও ঘন মিষ্টি উপাদান:
দাঁতের ক্ষয় ও ক্যাভিটি।
ডায়াবেটিস বা ওজন বেড়ে যাওয়ার ঝুঁকি।
রক্তে শর্করার মাত্রা বাড়ায়।

৫. জর্দা বা নেশাদ্রব্য (যদি থাকে):
তামাকজাত দ্রব্য থাকলে মুখে ক্যানসার, উচ্চ রক্তচাপ, হৃদরোগের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়।
দাঁতের রঙ পরিবর্তন হয়, মুখের দুর্গন্ধ বেড়ে যায়।

🟡 শিশুরা ও নারীদের জন্য ঝুঁকি:
শিশুদের ক্ষেত্রে দাঁতের সমস্যা ও অভ্যাসজনিত ঝুঁকি।
গর্ভবতী নারীদের ক্ষেত্রে উচ্চ রক্তচাপ ও গর্ভস্থ শিশুর ওপর প্রভাব ফেলতে পারে।

🔚 উপসংহার:

মিষ্টি পান occasional বা উৎসব উপলক্ষে খেলে বড় ক্ষতি নাও হতে পারে।
তবে নিয়মিত খাওয়া, বিশেষ করে যদি এতে সুপারি, চুন, রং বা জর্দা থাকে, তাহলে এটি মুখ, দাঁত, হজম ও শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে।

👉 ভালো অভ্যাস গড়ুন – মুখরোচক খাবারের বিকল্প হিসেবে ফল, মধু বা মসলাযুক্ত বাদাম বেছে নিতে পারেন।

বৈজ্ঞানিক দৃষ্টি কোন থেকে মানুষ কেন মারা যায়?মানুষের দেহের স্বাভাবিক সীমাবদ্ধতা এবং জীবন প্রক্রিয়ার কারণে মানুষ মারা য...
19/06/2025

বৈজ্ঞানিক দৃষ্টি কোন থেকে মানুষ কেন মারা যায়?
মানুষের দেহের স্বাভাবিক সীমাবদ্ধতা এবং জীবন প্রক্রিয়ার কারণে মানুষ মারা যায়। এখানে একটি স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হল:

👉বার্ধক্য (জৈবিক ক্ষয়)
সময়ের সাথে সাথে, আমাদের দেহের কোষগুলি ক্ষতিগ্রস্ত হয়।

আমাদের ডিএনএ মিউটেশন জমা করে, এবং কোষগুলি সঠিকভাবে বিভাজন বা কাজ করার ক্ষমতা হারায়।

অঙ্গ এবং টিস্যুগুলি জীর্ণ হয়ে যায়, এবং শরীর আর কার্যকরভাবে নিজেকে মেরামত করতে পারে না।

👉 রোগ
হৃদরোগ, ক্যান্সার, সংক্রমণ বা জেনেটিক অবস্থার মতো রোগগুলি গুরুত্বপূর্ণ অঙ্গগুলিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

কখনও কখনও রোগ প্রতিরোধ ক্ষমতা বা অন্যান্য শরীরের সিস্টেম জীবন রক্ষা করতে বা টিকিয়ে রাখতে ব্যর্থ হয়।

👉আঘাত
দুর্ঘটনা, আঘাত বা সহিংসতা শরীরের তাৎক্ষণিক বা মারাত্মক ক্ষতি করতে পারে।

👉পরিবেশগত কারণ
ক্ষতিকারক পদার্থের সংস্পর্শে আসা, অপুষ্টি বা চরম পরিস্থিতি জীবনকে ছোট করতে পারে।

👉 কেন আমরা চিরকাল বেঁচে থাকতে পারি না?

আমাদের জীববিজ্ঞান অমরত্বের জন্য তৈরি করা হয়নি। বিবর্তন বংশবৃদ্ধি এবং বংশবৃদ্ধির জন্য যথেষ্ট দীর্ঘকাল বেঁচে থাকার উপর দৃষ্টি নিবদ্ধ করে।

কোষীয় বার্ধক্য (বার্ধক্য) এবং টেলোমেরেস (প্রতিরক্ষামূলক ডিএনএ ক্যাপ) এর সংক্ষিপ্তকরণের মতো প্রক্রিয়াগুলি আমাদের কোষগুলি কতক্ষণ বিভাজন করতে পারে তা সীমাবদ্ধ করে।

14/06/2025

ইসরাইলে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান || Iran || Israel

#প্রতিদিন_বাংলা

09/06/2025

ড্রাগন ফুলে খুব সহজে পরাগায়ন করুন | Pratidin Bangla

ছাদ বাগানের মাধ্যমে খুব সহজে ড্রাগন ফলের চাষ করতে পারেন। পাশাপাশি বিভিন্ন প্রকারের ফুল, ফল ও শাক সবজির চাষ করতে পারেন। আজ আমি আপনাদের দেখাব কিভাবে খুব সহজে হাতের মাধ্যমে পরাগায়ন করা যায়। আপনি চাইলে টবে ছাদ বাগানের মাধ্যমে ড্রাগন ফুলের চাষ করতে পারেন।

#প্রতিদিন_বাংলা

01/06/2025

রাত ১০ টার মধ্যে তীব্র বজ্রপাত সহ প্রবল ঝড়ের আশঙ্কা | Storm | Weather Update | Pratidin Bangla

রাত ১০টার মধ্যে দেশের ১১ জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন ঢাকার আবহাওয়া অধিদপ্তর। দেশের নদী ও বন্দরের জন্য দেয়া আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেটসমূহের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় এ সব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে সারা দেশের জন্য দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানােনা হয়।



www.facebook.com/pratidinbangla24
www.pratidinbangla.com
Email: [email protected]

01/06/2025

বৃষ্টিতে ক্রেতার স্বস্তি সারুলিয়া ঐতিহ্যবাহী গরুর হাট! ৭০ থেকে ৫ লক্ষ টাকার গরু রয়েছে এখানে। হাট শুরু হওয়ার আগেই টানা বৃষ্টির কারনে এলােমেলাে হয়ে গেছে ডেমরা সারুলিয়া বাজার গরুর হাট । দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেপারীরা আসতে শুরু করেছে এবং গরু বিক্রি করার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু বৃষ্টি তাদের প্রধান বাধা হয়ে দাড়াচ্ছে । তবে আশ্চর্যের বিষয় হলো এই বৃষ্টিকে উপেক্ষা করে কিছু কিছু ক্রেতা গরু কিনার জন্য এসেছে । যার কারনে বিক্রেতার মনো বল চাঙ্গা হয়ে উঠেছে। বেপারীদের আশা করছে চাঁদ রাতের আগেই বিক্রির কার্য সম্পূর্ণ হবে এবং অন্যান্য ঈদের তুলনায় এই ঈদে গরুর ভাল দাম পাওয়া যাবে।

#গরুর_হাট #কোরানির_গরু #প্রতিদিন_বাংলা

25/05/2025

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে তিন দিনব্যাপী ‘ইন্টারন্যাশনাল কেবল টিভি, ব্রডকাস্টিং অ্যান্ড কমিউনিকেশন (আইসিবিসি) এক্সপো-২০২৫। কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) আয়োজিত এই মেলার আজ শেষ দিন ।বিভিন্ন স্টলে ক্রেতাদের ব্যাপক আগ্রহ দেখা গেছে। স্টলে আগত ক্রেতাদের উপস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অন্যদিকে, একই ছাদের নিচে বিভিন্ন ধরনের পণ্য ও সেবা হাতের কাছে পেয়ে খুশি ক্রেতারাও। মেলায় প্রায় ৯৬টি স্টল অংশ নিয়েছে। বেসরকারি টেলিভিশন চ্যানেল, দেশি-বিদেশি প্রযুক্তি প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট পণ্য আমদানিকারকসহ উৎপাদনকারীরা মেলায় অংশ নেয়।

#প্রতিদিন_বাংলা

17/05/2025

নেতা কর্মীদের ভালবাসায় সিক্ত হলেন নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান। তিনি আড়াই বছর জেল জীবন যাপন করে এই প্রথম কলাগাছিয়ায় উনার নানার বাড়িতে যান এবং সেখান কার নেতা কর্মীদের ভালবাসায় সিক্ত হন। মূলত তিনি মাজার জিয়ারত ও জুম্মার নামাজ আদায় করে সেখান কার স্থানীয় মানুষের সাথে মত বিনিময় করতে এসেছেন।

14/05/2025

হারিয়ে যাওয়া আব্দুল্লাহকে তার পরিবার খুঁজে পেল। আম পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের সাথে রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায় আব্দুল্লাহ। দীর্ঘ এক সপ্তাহ পরে চিটাগাং রোড বাস স্ট্যান্ড এর বাইক রাইডার আবির তাকে খুজে পেয়ে তার পরিবারের কাছে হস্তান্তর করে। তবে তথ্য অনুযায়ী আব্দুল্লাহ শারীরিক ও মানসিক ভাবে অসুস্থ। পরিবারের পক্ষ থেকে জানানো হয় ২০২৩ সালে আব্দুল্লাহ এস এস সি পরীক্ষার্থী ছিল। সে অত্যন্ত মেধাবী ছাত্র। কিন্তু দুঃখের বিষয় হঠাৎ করে তার মানসিক সমস্যা হওয়ার কারণে আজ তার এই পরিনতি। বর্তমানে তার চিকিৎসা চলমান রয়েছে ।

07/05/2025

রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার সরকারি খাস জমি উদ্ধার করতে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। দিঘীবরাব এলাকার সাঈদ মার্কেট সহ আশে পাশের ৫০টি দোকান ও ৪টি বহুতল ভবন উচ্ছেদ করেন ভ্রাম্যমান আদালত।

07/05/2025

রূপগঞ্জ থানাধীন তারাব পৌরসভার সরকারি খাস জমি উদ্ধার করতে উপজেলা প্রশাসন উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। দিঘীবরাব...

14/04/2025

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাহিদ ইসলামকে আহ্বায়ক করে ২৮ ফেব্রুয়ারি ২০২৫ সালে মানিক মিয়া এভিনিউতে জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান

#প্রতিদিন_বাংলা

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Pratidin Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pratidin Bangla:

Share