21/08/2023
"নটর ডেম কলেজে পড়তে পারি নি বলে একটা আফসোস ছিল। গত কালের ঘটনা গুলোর পর সেই আফসোস টা যেন হাজার গুণে বেড়ে গিয়েছে।
ছাত্র শিক্ষকদের কি স্বর্গীয় মেলবন্ধন। এমন টাই ত হওয়ার কথা ছিলো। শিক্ষকদের দেখলেই যেন শ্রদ্ধায় মাথা টা নত হয়ে যাবে,আর শিক্ষক রা বলবে :"যা বাবা জীবনে অনেক বড় আর ভালো মানুষ হ"। বিশ্বাস করেন এই ছোট্ট একটা কথায় কিন্তু ছাত্রদের মনে কি প্রভাব ফেলে তা চিন্তা করতে পারবেন না। শিক্ষক দের এই সামান্য কথায় আমরা আকাশ ছুতে পারি।
একবার ভাবুন ত আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগন যদি শ্রদ্ধ্যেয় জহরলাল স্যার, রেজা স্যার, এডলিন ডি ক্রুজ ম্যাম, স্টেনলি স্যার, ফাদার হেমন্ত পিউস রোজারিও স্যার এর মত হত তাহলে কেমন হতো? এই যে দেখুন না আমি এত গুলো স্যার ম্যাডামদের নাম গরগর করে বলে দিলাম। না, আমি উনাদের ব্যক্তিগত ভাবে চিনি না, কিন্তু উনাদের নাম এত বেশি শুনেছি যে শ্রদ্ধায় ব্যক্তিগুলো হৃদয়ে গেঁথে গেছে।
আফসোস! এমন শিক্ষদের দেখা পাওয়া যায় না।
গতকাল নটরডেম কলেজের শিক্ষকগন বুয়েটে এসে যে সম্মান টা পেয়েছেন, আমার আড়াই বছরের বুয়েট লাইফে এসে এমন সম্মান বুয়েটের শিক্ষকদেরও পেতে দেখি নি। সম্মান টা কি এমনি এমনি আসে? জহর লাল স্যার রা হচ্ছেন একএকজন পরশ পাথর, যাদের স্পর্শে মাটিও রত্ন হয়ে যায়।
শিক্ষক মানে কি শুধু পড়ালেখায় শেখাবে? অনেক স্যার দের বলতে শুনেছি ভার্সিটি লাইফে সব কিছুই নিজেকে শিখে নিতে হয়
এখন তোমরা অনেক বড় হয়েছো।
আচ্ছা মা বাবাদের কাছে সন্তানরা কি কখনো বড় হয়?"
-মানজুরুল ইসলাম আনন্দ
Mecha'15 | BUET