NOTreDamian Freaks

  • Home
  • NOTreDamian Freaks

NOTreDamian Freaks Notredamian freaks here! OG

Bhai amr torof theikaw 2 ta diyen
12/03/2024

Bhai amr torof theikaw 2 ta diyen

23/10/2023

অনেক আগের কথা (২০০০ সালের দিকে)

নটরডেম কলেজের এক ভাইকে দেখেছিলাম। পড়াশুনার ধরনটা বলি। কলেজ থেকে এসে সে ঘুমাতো। এরপর রাতের ডিনার করে পড়তে বসতো । ড্রয়ারে থাকতো ১২/১৫ বিভিন্ন ধরনের কলম । বিভিন্ন ব্রান্ডের অগনিত পেন্সিল। দিস্তা দিস্তা খাতা টেবিলের পাশে রাখা ছিল। কলেজ লেভেলের সবগুলা বই সুন্দর করে বাধাই করে নতুন মলাট করা। প্যাকেট ভর্তি দামী ইরেজার। এই মানুষটা পড়ত আর লিখতো। লিখতো আর পড়তো । বিরক্ত লাগলে উঠে গোসল করে আবার পড়তে বসতো। এভাবে চলতো সারা রাত। খালি কলমগুলো পড়ে থাকতো টেবিলের পাশে, দিস্তা দিস্তা খাতা শেষ হয়ে টেবিলের নিচে জমতো। এরকম ভয়ঙ্কর ধরনের পড়াশুনা করেও কোন এক অজ্ঞাত কারনে সে বুয়েট,ঢাবি, জাবি, রাবি, চবি থেকে শুরু করে কোথাও চান্স

পায় নি।

আমি আজও হিসাব মেলাতে পারি না কেন সে চান্স পায় নি । কি এমন বাকি ছিল যা সে করেনি ?

আর কিভাবে পরিশ্রম করলে ভালো করা যেতো ?

-এখন সে কি করে জানেন ? সে কোন পড়াশুনাই করে না। একটা বেসরকারী ভার্সিটি থেকে নামমাত্র ডিগ্রি নিয়ে সে কোন রকমে আছে । আগের সেই তেজ নাই। নটরডেমিয়ান বলে আলাদা কোন ভাবও নাই ৷

-আরেকটা ছেলে । SSC তে এভারেজ রেজাল্ট। ইন্টারে এ । কোন রকমে ওয়েটিং থেকে ঢাবিতে চান্স পেয়েছে । এরপরেরটা ইতিহাস। ডিপার্টমেন্টে রেকর্ড রেজাল্ট । অনার্সে ফাস্ট । মাস্টার্সে ফাস্ট। বাইরের কোন নামী দামী ক্যাম্পাসে ডক্টরেট করা এখন তার জন্য কোন ইস্যু না ।

চবিতে এপ্লাইড ফিজিক্সে এক ছোট ভাই ছিল । কোন রকমে এসএসসি আর ইন্টারের বাধা পেরিয়ে এখানে এসে এপ্লাইডে ভর্তি হয়েছে। বাকিটা ইতিহাস। ডিপার্টমেন্টে রেজাল্ট 3.89 !!!

-আবার এরকমও আছে। ক্যাম্পাসে সুপার রেজাল্ট । চাকুরীর পরীক্ষায় কোন সফলতা নাই । তিন বছর ধরে বেকার। লোকে এখন সন্দেহ করে ভার্সিটির রেজাল্ট কি আসলেই ঠিক ?

৮ দুর্দান্ত মেধা নিয়ে মেডিকেলে চান্স পেয়েছে। অথচ মেডিকেলে এখন ফাস্ট ইয়ারই পাস করতে পারে না। অন্যজন কোটা নিয়ে ভর্তি হয়েছিল মেডিকেলে। এক চান্সেই MBBS পাশ করে ফেলেছে।

এরই নাম জীবন। একবার গ্রাফটা থাকে উপরে। আবার কখনো থাকে তলানীতে। একেবারে তলানী থেকে উঠে আসতে পারে খুব কম মানুষই। কিন্তু যারা উঠে আসে তারা হচ্ছে একেকটা ডায়মন্ড। একেবারে সবার উপরের জায়গাটাই দখল করে। জীবন আপনাকে তলানিতে এই জন্যই ফেলে দেয় যেন, আপনি উঠে এসে সেরা জায়গাটা ধরতে পারেন.

ধৈর্য রাখুন । সংগৃহীত |

23/08/2023

Me to myself after every exam:

22/08/2023

tmr name diye letter lekhsi is this isn’t love than what it is?☠️

21/08/2023

"নটর ডেম কলেজে পড়তে পারি নি বলে একটা আফসোস ছিল। গত কালের ঘটনা গুলোর পর সেই আফসোস টা যেন হাজার গুণে বেড়ে গিয়েছে।
ছাত্র শিক্ষকদের কি স্বর্গীয় মেলবন্ধন। এমন টাই ত হওয়ার কথা ছিলো। শিক্ষকদের দেখলেই যেন শ্রদ্ধায় মাথা টা নত হয়ে যাবে,আর শিক্ষক রা বলবে :"যা বাবা জীবনে অনেক বড় আর ভালো মানুষ হ"। বিশ্বাস করেন এই ছোট্ট একটা কথায় কিন্তু ছাত্রদের মনে কি প্রভাব ফেলে তা চিন্তা করতে পারবেন না। শিক্ষক দের এই সামান্য কথায় আমরা আকাশ ছুতে পারি।

একবার ভাবুন ত আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগন যদি শ্রদ্ধ্যেয় জহরলাল স্যার, রেজা স্যার, এডলিন ডি ক্রুজ ম্যাম, স্টেনলি স্যার, ফাদার হেমন্ত পিউস রোজারিও স্যার এর মত হত তাহলে কেমন হতো? এই যে দেখুন না আমি এত গুলো স্যার ম্যাডামদের নাম গরগর করে বলে দিলাম। না, আমি উনাদের ব্যক্তিগত ভাবে চিনি না, কিন্তু উনাদের নাম এত বেশি শুনেছি যে শ্রদ্ধায় ব্যক্তিগুলো হৃদয়ে গেঁথে গেছে।
আফসোস! এমন শিক্ষদের দেখা পাওয়া যায় না।
গতকাল নটরডেম কলেজের শিক্ষকগন বুয়েটে এসে যে সম্মান টা পেয়েছেন, আমার আড়াই বছরের বুয়েট লাইফে এসে এমন সম্মান বুয়েটের শিক্ষকদেরও পেতে দেখি নি। সম্মান টা কি এমনি এমনি আসে? জহর লাল স্যার রা হচ্ছেন একএকজন পরশ পাথর, যাদের স্পর্শে মাটিও রত্ন হয়ে যায়।

শিক্ষক মানে কি শুধু পড়ালেখায় শেখাবে? অনেক স্যার দের বলতে শুনেছি ভার্সিটি লাইফে সব কিছুই নিজেকে শিখে নিতে হয়
এখন তোমরা অনেক বড় হয়েছো।

আচ্ছা মা বাবাদের কাছে সন্তানরা কি কখনো বড় হয়?"

-মানজুরুল ইসলাম আনন্দ
Mecha'15 | BUET

Spitting facts🤦‍♂️
21/08/2023

Spitting facts🤦‍♂️

16/08/2023

👍🏻

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি।
07/08/2023

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি।

05/07/2023

তুমি যদি ভাইবা থাকো নদচে পড়ো দেইখা
এক পা বুয়েটে আরেক পা ঢাবি, মেডিকেলে।
তুমি নেশায় আছো লেবু খাও।

Rupok sir>>>Gobadiposhu,gobordhon, HSBC group🙂
02/07/2023

Rupok sir>>>
Gobadiposhu,gobordhon, HSBC group🙂

26/06/2023

A student who got 3.8 CGPA is unhappy because another student got 4 CGPA.

The student with 4 CGPA is unhappy because he/she is not placed in a Core Company.

Student placed in a Core Company is unhappy because his colleague has more salary than him/her.

The person having the highest salary in a company is unhappy because he/she has no time at all to enjoy their life with friends and family.

This is what happens when you get trapped in the infinite rat race. You are never happy. And you will never appreciate or be grateful for the life you have.

Come out of the Rat Race.

© Syed Mubashir Ali

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when NOTreDamian Freaks posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share