29/03/2025
ঈদের শপিং করার টাকা জোগাড় করতে গিয়ে,
দুশ্চিন্তায় পড়ে যাই পুরুষ,
সবার পোশাক কেনার মানুষটার রাখে না কেউ তার খোঁজ,
বড় হওয়ার সাথে সাথে ইচ্ছেরা যাবে মরে,
এটা ভাবিনি কখনো আগে,
ছোটবেলার ঈদের দিনগুলো মনে পড়ে এখনো,
এই বয়সে হাপিয়ে উঠি জগত সংসারের মাঝে,
পুরুষের উপার্জিত টাকায় নারী আপন মনে সাজে!