22/09/2025
হিসাব সমীকরণ: পর্ব-০১
আমার যে চাওয়া আছে, তা আমি কখনই পাবো না। সময়ের পথ উলটে দিলে ও তা পাবো না। যা বয়ে যাওয়ার তা তো বয়েই গেছে। যা হারাবার তা তো হারিয়ে গেছে। চাইতে চাইতে এই দু হাতে ক্ষয়ে গেছে, জবান শুষ্ক হয়ে গেছে, চাওয়া তবে পাওয়া হল না। মাঝে মাঝে চিন্তা হয়, জীবনে মানুষ কত বড় হতে পারে? বরং মানুষ তার নিজের চোখে কতটা বড় হতে পারে! ক্ষমা করে আর ক্ষমা চেয়ে মানুষ যতটা বড় হতে পারে, তার থেকে বড় হওয়া যায় না। দুই দিনের দুনিয়াতে যোগ-বিয়োগের হিসেব না রেখে শূন্য সমীকরণ রেখে গেলেই বরং ভালো। রব তো আমাদের এই হিসেব করতে পাঠায় নি। বলেছে তোমরা হিসেব শূন্য থাকো। পৃথিবীর নাম আসলে চাহিদা রাখা উচিত। সবাই-ই কিছু না কিছু চায়। এই চাওয়া পেতে কেউ কাজ করে, কেউবা শুধু দিবা স্বপ্ন দেখে। এই ভুলে ভরা দুনিয়াতে আমরা কতটা সঠিক? সব সময় কি আমাদের চোখ দিয়েই দুনিয়া দেখতে হবে? দেখার পিছনে যদি মানুষের উদ্দেশ্য না থাকতো, তবে আমাদের চিন্তাভাবনা ও দুনিয়া আর ও সুন্দর হতে পারতো। কিন্তু নগন্য আমরা মানুষ, উদ্দেশ্যকে সফল করতেই যেনো ব্যস্ত! যে করে হোক উদ্দেশ্যকে কেন্দ্র করেই হিসেব মিলাই। পরে দিন শেষে দেখি, সব হিসাব তো ভুল!