Nazmul Sany

Nazmul Sany I'm here to talk about the stock market in a simple way. If you're curious to learn, stay connected. Thanks a lot!

22/09/2025

হিসাব সমীকরণ: পর্ব-০১

আমার যে চাওয়া আছে, তা আমি কখনই পাবো না। সময়ের পথ উলটে দিলে ও তা পাবো না। যা বয়ে যাওয়ার তা তো বয়েই গেছে। যা হারাবার তা তো হারিয়ে গেছে। চাইতে চাইতে এই দু হাতে ক্ষয়ে গেছে, জবান শুষ্ক হয়ে গেছে, চাওয়া তবে পাওয়া হল না। মাঝে মাঝে চিন্তা হয়, জীবনে মানুষ কত বড় হতে পারে? বরং মানুষ তার নিজের চোখে কতটা বড় হতে পারে! ক্ষমা করে আর ক্ষমা চেয়ে মানুষ যতটা বড় হতে পারে, তার থেকে বড় হওয়া যায় না। দুই দিনের দুনিয়াতে যোগ-বিয়োগের হিসেব না রেখে শূন্য সমীকরণ রেখে গেলেই বরং ভালো। রব তো আমাদের এই হিসেব করতে পাঠায় নি। বলেছে তোমরা হিসেব শূন্য থাকো। পৃথিবীর নাম আসলে চাহিদা রাখা উচিত। সবাই-ই কিছু না কিছু চায়। এই চাওয়া পেতে কেউ কাজ করে, কেউবা শুধু দিবা স্বপ্ন দেখে। এই ভুলে ভরা দুনিয়াতে আমরা কতটা সঠিক? সব সময় কি আমাদের চোখ দিয়েই দুনিয়া দেখতে হবে? দেখার পিছনে যদি মানুষের উদ্দেশ্য না থাকতো, তবে আমাদের চিন্তাভাবনা ও দুনিয়া আর ও সুন্দর হতে পারতো। কিন্তু নগন্য আমরা মানুষ, উদ্দেশ্যকে সফল করতেই যেনো ব্যস্ত! যে করে হোক উদ্দেশ্যকে কেন্দ্র করেই হিসেব মিলাই। পরে দিন শেষে দেখি, সব হিসাব তো ভুল!

07/08/2025

সংক্ষেপে স্টক মার্কেট......

15/01/2025

We Sell "Time"
To
Buy "Money".

12/12/2024

Some people are in your life for a Reason,
Some people are in your life for a Season,
Some people are in your life for a Lifetime...

30/11/2024

- আমার জীবনে এভারেজের চেয়ে বেশি "বিশ্বস্ত মানুষ" পেয়েছি।

- ভাই আপনার তাহলে ভাগ্য ভালো।

- ভাগ্য তো আছেই, তবে বিশ্বস্ত মানুষ পেতে এর জন্য একটা কাজ ও করতে হয়।

- কি কাজ ভাই?

- নিজে ও ঐসব মানুষদের "বিশ্বস্ততা অর্জন" করতে হয়...

24/10/2024

যেহেতু আমাদের আশেপাশে Mental Health নিয়ে তেমন আলোচনা হয় না। সেহেতু আমাদের অনেকের ক্ষেত্রেই এ নিয়ে সমস্যায় পড়তে হয়। আমরা যদি ছোট ছোট পদক্ষেপ নিয়ে কাজে লাগাতে পারি তাহলে আমাদের জন্য ম্যানেজমেন্ট করা অনেকটাই সহজ হয়ে যাবে।
একদিন বা এক ভিডিওতে তো আর সব আলোচনা করা সম্ভব না। তবে আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করা হয়েছে।
ভিডিও লম্বা মনে হলে ভিডিও দেখা স্পিড বাড়িয়ে ১.২৫ বা ১.৫০ করে নিন। এতে দেখতে সুবিধা হবে।

ভালো লাগলে ইউটিউবে সাবস্ক্রাইব করে আসতে পারেন ও এখানে ফলো দিতে পারেন।
ধন্যবাদ

https://youtube.com/?si=jw6XbOQ0imfO_kjw

23/10/2024

Introvert মানুষেরা সাধারণত অন্যদের তুলনায় Dangerous হয়। এর অন্যতম কারণ হল- এরা কথায় কিছু করে না, যা করার ডিরেক্ট করে ফেলে। ফলাফল শূন্য বা নিজের ক্ষতি হবে জেনে ও কাজটা করে। একটা মাত্রই কারণ- Self Satisfaction.
আপনাদের রেফারেন্স দেই- যত সাইকোপ্যাথ আছে বা দেখছেন অধিকাংশই কিন্তু Introvert!!

19/10/2024

মানুষ সত্যকে ভালোবাসে না

মানুষ মিথ্যে স্বপ্নকে বেশি ভালোবাসে...

04/10/2024

কাকে ও কিভাবে টাকা ধার দিবেন। কিছু ট্রিকস না জানার ফলে আমরা প্রতিনিয়ত ঝামেলা ও মানুষের সাথে সম্পর্ক নষ্ট হয়। এগুলো কিভাবে এড়াতে পারেন, এই ভিডিওতে জানতে পারবেন।

ভালো লাগলে ইউটিউবে সাবস্ক্রাইব করে আসতে পারেন।
https://youtube.com/?si=HcpRv_67cUvkrLbb

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Nazmul Sany posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nazmul Sany:

Share

Category