Mosiur Rahman

Mosiur Rahman মশিউর রহমান
যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি -এনসিপি

19/09/2025

'মুই কী হনুরে' এই মেন্টালিটি নিয়ে রাজনীতি করা যায় না!

রাজনীতিতে উদার হতে হয়, সকলকে ধারণ করার এবং ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হয়!!

19/09/2025

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম গেছে সিঙ্গাপুরে চিকিৎসা নিতে‼️

যেই দেশের স্বাস্থ্য উপদেষ্টা বিদেশে চিকিৎসা নেয়, সেই দেশের জনগণ যে বিনা চিকিৎসায় মারা যাবে, এটাই স্বাভাবিক!

অথচ, এই সরকারের উপদেষ্টা আসিফ নজরুল একদিন তার স্বপ্নের কথা বলছিলেন যে, তিনি যদি কোনোদিন মন্ত্রী হতেন, তাহলে এমন আইন করতেন যে, সকল মন্ত্রী এমপিরা তার নিজ নিজ জেলায় উপজেলায় চিকিৎসা নিবেন, এটা তিনি বাধ্যতামূলক করবেন!

হাসিনার পতনে ২ হাজার মানুষ জীবন দিলো, হাজার হাজার মানুষ পঙ্গু হলো, কিন্তু সিস্টেমের কোনোই পরিবর্তন হলো না। এক হাসিনা চলে গিয়েছে, কিন্তু এই দেশে এখন নতুন নতুন হাসিনার জন্ম হয়েছে!

আওয়ামী চাঁদাবাজরা বিদায় নিয়েছে আর এখন চাঁদাবাজি করার জন্য নতুন নতুন পক্ষ তৈরী হয়েছে এবং চাঁদাবাজি চলমান রয়েছে!!

সিস্টেম পরিবর্তন করতে না পারলে, ব্যক্তির পরিবর্তন দিয়ে এই দেশে কিছুই হবে না।

19/09/2025

এক ভাই বার বার করে রিকুয়েষ্ট করেছেন তার পার্সেলটি যেন আমি নিজে দেখে খাঁটি মধু দেই। প্রয়োজনে সে আমাকে এক হাজার টাকা বাড়িয়ে দিবে।

ভাই আমাদের কাছে ভেজাল মধু নাই! আপনি বলে দিলেও খাঁটি মধু দিব না বললেও খাঁটি মধুই দিব। ৫ বছর ধরে মধু নিয়ে কাজ করছি। বাংলাদেশের এমন কোন উপজেলা নাই যেখানে আমাদের মধু পৌঁছায়নি!
ভেজাল করলে থলি-বাটি গুছিয়ে অনেক আগেই অনলাইন থেকে মধুর ব্যবসা গুটিয়ে নিতে হতো।

সুন্দরবনের চাকের মধু ১ কেজির সঙ্গে ১ কেজি মধু ফ্রী দিচ্ছি! 01825-533454 (WhatsApp)

19/09/2025

আলহামদুলিল্লাহ এই ব্যাকডেটেড ব্যবসাটি করেই আজ একদিনে চার লক্ষাধিক টাকার মধু, ঘি ডেলিভারি করেছি।

অনেকে অনেক আপডেটেড বিজনেস, লক্ষ লক্ষ টাকার বুস্ট করেও যেটা সম্ভব হয়না আমার এই ব্যাকডেটেড বিজনেসে সেটি সম্ভব হচ্ছে আপনাদের জন্য।❤️
সুন্দরবনের চাকের মধু ১ কেজির সঙ্গে ১ কেজি মধু ফ্রী দিচ্ছি। যাদের প্রয়োজন জানাবেন!

01825-533454 (WhatsApp)

19/09/2025

আজ চার লক্ষ টাকার শুধুমাত্র সুন্দরবনের চাকের মধু ১ কেজি কিনলে ১ কেজি ফ্রী অফারটি ডেলিভারি হয়েছে আলহামদুলিল্লাহ।
01825-533454 (WhatsApp)

ডাকসু, জাকসু নির্বাচনে জয়ী সহযোদ্ধাদের সংবর্ধনা দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম❤️
19/09/2025

ডাকসু, জাকসু নির্বাচনে জয়ী সহযোদ্ধাদের সংবর্ধনা দিচ্ছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম❤️

এনসিপির প্রতিনিধি সভা চলছে.....নতুন বাংলাদেশ বিমির্মাণে সর্বাত্মক লড়াই চালিয়ে যাবে এনসিপি! আগামীর বাংলাদেশ, এনসিপির বাংল...
19/09/2025

এনসিপির প্রতিনিধি সভা চলছে.....

নতুন বাংলাদেশ বিমির্মাণে সর্বাত্মক লড়াই চালিয়ে যাবে এনসিপি! আগামীর বাংলাদেশ, এনসিপির বাংলাদেশ!

19/09/2025

আজ ১দিনে ৪ লক্ষ টাকার শুধুমাত্র সুন্দরবনের চাকের মধু ডেলিভারি হবে ইনশাআল্লাহ।
১ কেজির সাথে ১ কেজি ফ্রী!

01825-533454 (WhatsApp)

সারারাত জেগে জেগে কালো টাকা সাদা করছি!এক ভাইয়ের কমেন্টের মাধ্যমে জানতে পেরেছি, আমার গুলশানে একটি ফ্ল্যাট আছে, আমি কালো ট...
18/09/2025

সারারাত জেগে জেগে কালো টাকা সাদা করছি!

এক ভাইয়ের কমেন্টের মাধ্যমে জানতে পেরেছি, আমার গুলশানে একটি ফ্ল্যাট আছে, আমি কালো টাকা সাদা করার জন্য মধুর ব্যবসা করি।

প্রথমত আমি ভাইয়ের কাছে আন্তরিকভাবে আমার ফ্ল্যাটের হদিস চাই!বাড়ি ভাড়া দিতে দিতে আমি ক্লান্ত।

আর ভাইকে জানাতে চাই, প্রতিদিন রাত্র ২-৩ টা পর্যন্ত এভাবেই আমি ওয়ান বাই ওয়ান আমার ক্রেতা ভাইদের সাথে কথা বলে অর্ডার নেই।

এভাবেই আমার কালো টাকা সাদা হয়,আলহামদুলিল্লাহ‼️

সুন্দরবনের চাকের মধু ১ কেজির সাথে ১ কেজি মধু ফ্রী দিচ্ছি।

আলহামদুলিল্লাহ পার্সেল আমরা করে শেষ করতে পারছি না। যাদের প্রয়োজন দেরী করবেন না।

01825-533454 (WhatsApp)

18/09/2025

সারারাত জেগে জেগে কালো টাকা সাদা করছি!
01825-533454

18/09/2025

নিন্দা জানিয়ে রাখলাম‼️
কেউ যদি তার দলীয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে আওয়ামীলীগ হয়ে উঠতে চায়, তাহলে তার পরিণতিও আওয়ামীলীগের মতোই হবে, বরং আরও ভয়ঙ্কর হবে......

বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে নাহিদ ইসলাম একমাত্র প্রথম সারির নেতা এবং একটি দলের প্রধান,  যিনি ট্রাইবুন্যালে হাসিনা ও ল...
18/09/2025

বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে নাহিদ ইসলাম একমাত্র প্রথম সারির নেতা এবং একটি দলের প্রধান, যিনি ট্রাইবুন্যালে হাসিনা ও লীগের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন, বিচারের ধারাবাহিকতা রক্ষার প্রতি জোর দিয়েছেন।

অনেক নির্যাতিত রাজনৈতিক নেতারাও হয়তো রাজনৈতিক কৌশলে সমোঝোতার রাজনীতিতে এই সাহস দেখান নি!

নাহিদ ইসলাম তার রাজনৈতিক কমিটমেন্ট রেখেছেন।

এভাবেই ব্যক্তিগত কিংবা দলীয় স্বার্থের থেকে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে রাজনীতি বিনির্মাণের জন্য ছুটে চলছি আমরা জাতীয় নাগরিক পার্টি -এনসিপি

Address

Surjosen Hall Dhaka University
Dhaka
8410

Alerts

Be the first to know and let us send you an email when Mosiur Rahman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mosiur Rahman:

Share