Mohammad Parash

Mohammad Parash This page offers you videos and posts which you will find funny. Your smiling faces bring joy to me

16/07/2025

আরেকবার ক্ষমতায় আসলে প্রত্যেকটা লাল পুট*কির হিসাব নেয়া হবে।
- গোপালগঞ্জ আওয়ামী লীগ 🍑🍑🔥🔥

12/07/2025

না মানে শুনলাম আর কি,
গত ২ দিন ধইরা ফেসবুকে সবাই বিএনপির সমালোচনা করতেসে দেইখা কেউ একজন নাকি খুশিতে দিল্লি টু ঢাকার এয়ার টিকিট কাইটা ফেলসে? 🥴🥴

11/07/2025

যে দেশের মানুষের অন্তরেই আল্লাহ তা'আলা মোহর দিয়ে রাখসে যে এরা কোনোদিন মানুষ হবে না,

সেখানে চাদার টাকা না পাইয়া মাত্র একজনকে নির্মমভাবে পাথরের আঘাতে হ*ত্যা করাটাকে আমি দোষের কিছু দেখি না।

ক্ষমতায় যাওয়ার আগেই ক্ষমতার লোভ আর ওভার কনফিডেন্স একটা দল এবং কিছু মানুষকে কতটা পিশাচ বানাইতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত আজকের এই ভিডিওটা। এই দেশ কোনোদিনই স্বৈরাচারমুক্ত হবে না।

27/06/2025

এইটা ২০২৫ সাল,
খালি যদি ১৯৯০ হইতো তাইলেই আনামুল হক বিজয়ের জায়গায় মাওলানা তারেক মনোয়ারকে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে নামায় দেয়া যাইতো। 🥱🥱

14/06/2025

South Africa ❤️❤️❤️
At last, finally seeing you become champions is making me very emotional right now. It had become so normal to be heartbroken, watching you go home empty-handed every time.

Seeing you as champions now feels like marrying childhood crush. ❤️❤️🏆🏆🏆

সবার জীবনই মীরাক্কেলের মতো হাসি খুশি আর ফুর্তিতে ভরপুর হোক, শুভ জন্মদিন মীরাক্কেল। মীরাক্কেলের প্রতি ভালোবাসাই আমাকে উৎস...
12/06/2025

সবার জীবনই মীরাক্কেলের মতো হাসি খুশি আর ফুর্তিতে ভরপুর হোক, শুভ জন্মদিন মীরাক্কেল।

মীরাক্কেলের প্রতি ভালোবাসাই আমাকে উৎসাহিত করসিলো স্ট্যান্ড আপ কমেডিটা একটু ট্রাই করতে, তারপর এই টুকটাক স্ট্যান্ড আপ কমেডি করার চেষ্টা করা এই আর কি। তবে আমি এখনও পুরাতন আমিকে মাঝেমধ্যে খুঁজি, হুমায়ূন আহমেদের ভাষায় বলতে গেলে, "আপনারে আমি খুঁজিয়া বেড়াই"। মীরাক্কেল সিজন ৮ এ আমার মেন্টরসহ শুভঙ্কর দার কাছে আমি চিরকৃতজ্ঞ ❤️❤️।

05/06/2025

গরুর হাটে একজনকে বলতে শুনলাম,
বিয়া করতে হয় মাইয়া মাইনষের সামনে দেইখা,
আর গরু কিনতে হয় পিছন দেইখা। 🥴🥴

04/06/2025

আম্মু : ওমা, মালিঙ্গা দেখি বাংলাদেশের হইয়া ফুটবল খেলে, আবার গোলও দিলো।

আমি : 🙂🙂


03/06/2025

১৮ বছর বয়সের আগে হাজার চাইলেও অনেক সময় অনেক প্রিয় জিনিস হাতে পাওয়া যায় না। ওয়েল ডান , অবশেষে গিট্টু খুলসে।

31/05/2025

আধুনিক বিজ্ঞান এতো উন্নত হওয়ার পরও কোনও একটা আশ্চর্য কারণে বোকা*দার লেভেল মাপার মেশিন কেনো আবিষ্কার করতে পারে নাই, এটাই আমার কাছে চরম বিস্ময়কর। অবশ্য এই মেশিন আবিষ্কৃত হইলে বা পরীক্ষা করা হইলে আমরা বাংলাদেশীরা যে স্কলারশিপ লেভেলের স্কোর করতাম এইটা নিয়া কোনও সন্দেহ নাই।

তবে সবার ঊর্ধ্বে অর্থাৎ মহাকাশ লেভেলের বোকা*দা হইলো তারা, যারা এখনও বাংলাদেশ ক্রিকেট টিমকে সাপোর্ট করে, বাংলাদেশী ক্রিকেটারদের নিয়ে খারাপ কথা বললে কমেন্ট করে, "পারলে আপনি গিয়ে খেলে দেখান", যাদের অগাধ বিশ্বাস এই টাইগাররা একদিন বিশ্বজয় করবে।

সবচাইতে আতঙ্কের বিষয় হইলো, এই অগাধ বিশ্বাসের কারণে এরা যে প্রতিবছরই মহাসমারোহে বিশ্ব বোকা*দার পুরস্কার পাইতেসে, এরা ফিগার আউট করতে পারতেসেনা বারবার কেনো এদেরকেই পুরস্কৃত করা হইতেসে। এরা খুবই কনফিউশন নিয়া একজন আরেকজনের দিকে তাকায়া মাথা চুলকাইয়া জিজ্ঞাসু দৃষ্টিতে বলতেসে, "ঠিক কোন কারণে আমরা প্রতিবছরই এ বিশ্ব বোকা*দা পুরষ্কারটা পাইতেসি?"


Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Parash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Parash:

Share

Category