Mohammad Parash

Mohammad Parash This page offers you videos and posts which you will find funny. Your smiling faces bring joy to me

07/10/2025

#হেল্পপোস্ট
আগারগাও এর রাস্তাতে একটা কেকের দোকান দিতে চাইতেসি,
এখন ফর্ম ফিলাপ করার জন্য ফর্ম কোথা থেকে নিবো এবং জমা দিবো? আর ছবি এনআইডির সাথে কত টাকা বিকাশ করতে হবে?

28/09/2025

তুমি বললা বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বড় ক্রিকেটার সাকিব আল হাসান,
আমি শুনলাম বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচাইতে বড় মাদার*ত। 🖕🖕

28/09/2025

আমার বাসা থেইকা অফিসে আসার সময় একটা পাবলিক টয়লেট পার হইয়া আসতে হয়।

ঘটনা সেইটা না। আজকে ফেসবুকে কয়েকটা ছবি দেখসি যেখানে আপার জন্মদিনের কেক কাইটা উদযাপন করতেসে ছাত্রলীগের সোনার ছেলেরা। ঘটনা হইলো ঐ কেক কাটতে যতজন আছে, তার চাইতে মিনিমাম ৩ গুণ মানুষ পাবলিক টয়লেটের সামনে লাইন ধইরা দাঁড়ায় আছে প্রকৃতির ডাকে সাড়া দিতে।

মানে সামান্য ঘু-মু*তের সাথে সেখাসিনাপা কম্পিটিশনে এমনে হাইরা যাবে এ বিষয়টা মাইনা নিতে পারতেসি না।

25/09/2025

একমাত্র বাংলাদেশের খেলা দেখার সময়ই বাপ-পুত-মা-বোন সবাই একসাথে মন খুইলা মা বাপ উদ্ধার কইরা গালিগালাজ করতে পারে, কেউই এটারে অভদ্রতা হিসেবে দেখে না। 🙂🙂

25/09/2025

এই স্কোরে বাংলাদেশের জিতার ভালো একটা চান্স আছে,

আর ঠিক এই মুহুর্তেই তামিমের উচিৎ একটা লাইভে আইসা নাটক কইরা আরেকবার ক্রিকেটের হো* মাই*রা যাওয়া।

24/09/2025

বন্যেরা বনে সুন্দর,
সাইফউদ্দিন ফেনীর মাঠে টেপ টেনিসে।

22/09/2025

হাসিনারে দেশে ফিরায়া আইনা হানিয়া আমির আর রাফসান দ্যা ছোটভাইয়ের সাথে একটা কোলাবোরেশন ভিডিও বানানো হোক। 😌😌

21/09/2025

ইদানিং ভারত পাকিস্তান ম্যাচের কনটেস্টের চাইতে স্টার জলসা আর জ্বি বাংলার বউ শাশুড়ির ফা*ইটে আরও বেশি কনটেস্ট হয়। 😴😴

18/09/2025

এমন ধর্মসঙ্কটে বাংলাদেশী ক্রিকেট ফ্যানরা জীবনেও পরে নাই,

এই শ্রীলঙ্কারে সাপোর্ট করতেসে, তার ২ মিনিট পরেই আবার আফগানিস্থানকে সাপোর্ট করতেসে। 🙂🙂

15/09/2025

জানিনা হংকং জিতবে কিনা কিন্তু এক ইনিংসে আপনি ৭-৮টা ক্যাচ মিস করলে ঐ ম্যাচ না জিতাই স্বাভাবিক, হংকং এর বোলারগুলা দুর্দান্ত লেভেলের বোলিং করতেসে। নিশ্চিত জিতা ম্যাচ হারতেসে দেইখা খারাপ লাগতেসে।

তবে আজকে হংকং জিতলে তাইগেররা "হংকং এর মতো শক্তিশালী টিমকে হারাইসি" এই বাহানা দিয়া পূর্বাচলে ২/৩টা প্লট চাইয়া ফালাইতে পারে।

13/09/2025

শাহবাগে ছাত্রলীগ-ছাত্রদল-ছাত্রশিবির-এনসিপি সম্মিলিত জোট দিয়া বাংলাদেশ ক্রিকেট টিমকে গণগো*মা*রা কর্মসূচি ঘোষণা করা হোক।

09/09/2025

ডাকসু ভিপি বিষয়ে আধা ঘন্টা ধইরা বুঝানোর পর আমার বউ আমারে বলতেসে,
"ওহ আমি আরও এতোদিন ভাবতেসিলাম এইটা মনে হয় প্লেস্টোর থেইকা ডাকসু অ্যাপ ডাউনলোড করার জন্য ভিপিএন ইউজ করার আন্দোলন" 🥴🥴

যাই ঘুমাই। 🙂

Address

Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Parash posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Mohammad Parash:

Share

Category