Kobita Somahar

  • Home
  • Kobita Somahar

Kobita Somahar Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Kobita Somahar, Publisher, .

30/09/2025

আমি এ্যাডভোকেট শাহিদা জামান। দীর্ঘ বছর যাবৎ আইনজীবী হিসাবে নিয়োজিত আছি। এই দীর্ঘ বছরে পরিবারিক মামলা, তালাক, ২য় বিবাহ ইত্যাদি থেকে আমি আমার বাংলাদেশে ০৪ (চার) ধরনের পুরুষ খুজে পেয়েছি। ১। স্ত্রী ভক্ত পুরুষ, ২। মা ভক্ত পুরুষ, ৩। ভবঘুরে পুরুষ এবং ৪। সু-পুরুষ।
১। স্ত্রী ভক্ত পুরুষ ঃ এই ধরনের পরুষ শুধু স্ত্রী ও ছেলে মেয়েকে ভালোবাসে। স্ত্রীর কথার বাহিরে যায় না। স্ত্রী ছাড়া জীবন যাপন করে না, বাবা-মার খবর রাখে না, দায়িত্ব নেয় না। ভাই-বোন, আত্বীয়-স্বজনের সাথে কথা পর্যন্ত বলেনা। আত্বীয় বলতে বুঝে শ্বশুর বাড়ীর লোক, এই ধরনের পুরুষ কখন ও কখন ও স্ত্রী, সন্তান দ্বারা নির্যাতিত শিকার হয়ে কোটে আসে। তবে বেশীর ভাগ ভালোই থাকে।
২। মা ভক্ত পুরুষ ঃ আমাদের সমাজে মা ভক্ত পুরুষ অনেক ভয়ানক রূপধারন করেছে। বেশীর ভাগ ডির্ভোস হচ্ছে মা ভক্ত পুরুষের কারনে। মা ভক্ত পুরুষ গুলো স্ত্রী সন্তান এর সমস্যা বুঝে না। মায়ের কথা মা ভক্ত পুরুষ সংবিধান মনে করে। মায়ের কথা শুনে স্ত্রীর ভরন-পোষন ঠিকমত প্রদান করে না। স্ত্রীকে সময় দেয় না। শুধু তাই না মা ও বোনের কথা শুনে স্ত্রীর উপর নানা রকম নির্যাতন করে থাকে, শারিরীক, মানসিক, অর্থনৈতিক ভাবে স্ত্রী ও সন্তান এর ভবিষ্যৎ নিয়ে ও ভাবে না, স্বামীর অবহেলা সহ্য করতে না পেরে অনেক মেয়ে ডির্ভোসের দিকে আগায়। এই ধরনের পুরুষগুলো বোকা। জীবনে সুখী হতে পারে না।
৩। ভবসুরে পুরুষ ঃ এই ধরনের পুরুষ স্ত্রী-সন্তান নিয়ে যেমন মাথা ব্যাথা নাই ঠিক তেমনি বাবা-মা, আত্বীয়-স্বজন নিয়ে ও কোন মাথা ব্যাথা নাই। নিজ খেয়ালে চলে, জীবনের বেশীর ভাগ সময় বেকার থাকে। নেশা করে, জুয়া খেলে, বন্ধুর প্রিয়, অর্থ অপচয়কারী ইত্যাদি। ভবিষৎ বলে কিছু নাই, এমন অবস্থায় অনেক মেয়ে ডিভোর্সে আগায় আবার অনেক মেয়ে ধর্য্য সহকারে সংসার করে।
৪। সু-পুরুষ ঃ বাংলাদেশে সু-পুরুষের অভাব। সু-পুরুষ ঠিকমত স্ত্রীকে সময় দেয়, স্ত্রীর প্রতি দায়িত্ব কতর্ব্য পালন করে। ঠিক তেমনি স্ত্রীর দায়িত্বের পর বাবা-মা, ভাই-বোন, আত্বীয়-স্বজনের সাথেও সর্ম্পক রাখে। অর্থ উর্পাজন করে। সংসার ছাড়া বাহিরে সময় কাটাতে পছন্দ করে না। মাঝে মাঝে এই সংসারে সন্দেহ এসে বাধা তৈরি করে এবং কখনও কখনও পরকিয়া বাধা সৃষ্টি করে। সেখান থেকে মাঝে মাঝে ডিভোর্স পর্যন্ত আগায়। তবে বেশীর ভাগ সংসার ভালো আছে।
তবে আমাদের সমাজে আদর্শ পুরুষ বা উত্তম পুরুষ নাই। যে পুরুষগণ ইসলাম মেনে সংসার করবে। পাঁচ

Address


7334

Telephone

+8801750278334

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kobita Somahar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kobita Somahar:

  • Want your business to be the top-listed Media Company?

Share