Sheikh Mohammad Atik

Sheikh Mohammad Atik Assalamu-Alaikum. Welcome to my page Shaike Mohammad Atik.

I created this page with the aim to help you to learn Website development, blogging and other technical things.

02/07/2025

Motivation for July 🔥

02/07/2025

এই প্রজন্মের সাহসী সন্তান।

19/03/2025
09/03/2025

তুমি কে!
আমি কে!
আছিয়া - আছিয়া।

25/02/2025

নাহিদ ইসলাম আবারো রাজপথে অভিনন্দন 💖

বজ্রকন্ঠে গণঅভ্যুত্থানের জোয়ার...

🎯 Fiverr-ফ্রিল্যান্সারদের জন্য গুরুত্বপূর্ণ  নতুন আপডেট: আপনার একাউন্ট সুরক্ষিত রাখুন 💻Fiverr সম্প্রতি তাদের প্ল্যাটফর্ম...
23/01/2025

🎯 Fiverr-ফ্রিল্যান্সারদের জন্য গুরুত্বপূর্ণ নতুন আপডেট: আপনার একাউন্ট সুরক্ষিত রাখুন 💻
Fiverr সম্প্রতি তাদের প্ল্যাটফর্মে নতুন নিয়ম ও গাইডলাইন আপডেট করেছে। এই আপডেটের মূল লক্ষ্য হলো একটি সুরক্ষিত, স্বচ্ছ এবং বিশ্বাসযোগ্য মার্কেটপ্লেস নিশ্চিত করা। আপনার অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে এবং Fiverr-এ সফল হতে চাইলে, নিচের বিষয়গুলো জেনে রাখা অত্যন্ত জরুরি। 👇

🔒 অ্যাকাউন্ট ইন্টেগ্রিটি: একাধিক অ্যাকাউন্ট নিষিদ্ধ
Fiverr-এ কাজ করার জন্য আপনার শুধুমাত্র একটি অ্যাকাউন্ট থাকতে পারবে।
একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করলে আপনার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ হয়ে যেতে পারে।
একাধিক অ্যাকাউন্ট তৈরি করে প্রতারণা, মেসেজে বিভ্রান্তি সৃষ্টি, বা রেফারেল প্রোগ্রামের অপব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ।

🤝 ফেইক আইডেন্টিটি ব্যবহার করবেন না
আপনার অ্যাকাউন্টে সঠিক নাম, ছবি এবং পরিচয় ব্যবহার করুন।
ফেইক ডকুমেন্ট বা AI-জেনারেটেড ছবি দিয়ে অ্যাকাউন্ট ভেরিফিকেশন করা নিষিদ্ধ।
অন্য কারো পরিচয়ে কাজ করা বা নিজেকে মিথ্যা পরিচিতি দেওয়া Fiverr-এর নীতিমালার পরিপন্থী।

📣 স্প্যামিং করবেন না
Fiverr-এর মেসেজিং সিস্টেম ব্যবহার করে অনাকাঙ্ক্ষিত অফার বা লিঙ্ক শেয়ার করবেন না।
ক্লায়েন্টদের বারবার বিরক্ত করা, মিথ্যা তথ্য দেওয়া বা ফ্রি কাজের জন্য অনুরোধ করা নিষিদ্ধ।
Fiverr-এর কমিউনিকেশন টুলস ব্যবহার করে সঠিক এবং পেশাদার আচরণ করুন।

🌟 রিভিউ ম্যানিপুলেশন: সতর্ক থাকুন
মিথ্যা রিভিউ নেওয়া বা দেওয়ার চেষ্টা করবেন না।
ক্লায়েন্টদের জোর করে ৫-স্টার রিভিউ দেওয়ার জন্য চাপ দেওয়া নিষিদ্ধ।
রিভিউ ব্যবস্থা হল Fiverr-এর অন্যতম বিশ্বাসযোগ্য অংশ, যা সঠিকভাবে মেনে চলা আবশ্যক।

💳 অফ-প্ল্যাটফর্ম লেনদেন নিষিদ্ধ
Fiverr-এর বাইরের কোনো পেমেন্ট পদ্ধতি বা যোগাযোগের মাধ্যম ব্যবহার করবেন না।
Fiverr-এর পেমেন্ট সিস্টেমের বাইরে লেনদেন করলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হতে পারে।
সব ধরণের কাজ এবং লেনদেন Fiverr প্ল্যাটফর্মের মধ্যে রাখুন যাতে নিরাপত্তা নিশ্চিত হয়।

🚨 মিসইউজ ও রিপোর্টিং এভেইড করুন
কোনো ভিত্তিহীন অভিযোগ বা প্রতিবেদন Fiverr-এ জমা দেবেন না।
একই বিষয়ে বারবার রিপোর্ট করার পরিবর্তে Fiverr-এর টিমের উত্তর পাওয়ার জন্য অপেক্ষা করুন।

আপনার Fiverr অ্যাকাউন্ট সুরক্ষিত রাখুন এবং নিয়ম মেনে পেশাদারিত্ব বজায় রাখুন। সফল ফ্রিল্যান্সিংয়ের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ! 🚀

13/11/2024




জাতীয় বীর তোমরা।💖
15/10/2024

জাতীয় বীর তোমরা।💖

🟩 মুসলিমদের কেনো ব্যবসা করা উচিত? 🎯 ১. রাসূলুল্লাহ ﷺ ব্যবসা করেছেন, বিখ্যাত সাহাবীরা ছিলেন ব্যবসায়ী। ব্যবসার মধ্যে রয়েছে...
28/09/2024

🟩 মুসলিমদের কেনো ব্যবসা করা উচিত?


🎯 ১. রাসূলুল্লাহ ﷺ ব্যবসা করেছেন, বিখ্যাত সাহাবীরা ছিলেন ব্যবসায়ী।

ব্যবসার মধ্যে রয়েছে বরকত, কল্যাণ। ব্যবসার ফযিলত নিয়ে অসংখ্য হাদীস আছে। তারমধ্যে উল্লেখযোগ্য হলো- "সৎ, আমানতদার ব্যবসায়ীগণ কিয়ামতের দিন নবী, সিদ্দিক এবং শহীদদের সাথে থাকবেন।" (জামে আত-তিরমিজি: ১২০৯)

🎯 ২. একজন মুসলিম যখন ব্যবসা করবে, তখন সে নিজের, পরিবারে, সমাজের বৃহত্তর কল্যাণে অংশ নিতে পারবে।

প্রথমত সে কর্মসংস্থান করতে পারবে, যার ফলে মানুষ উপকৃত হবে। তাছাড়া সে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারবে, যার ফলে সমাজের উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে।

জনৈক ব্যক্তি এসে ইমাম আহমদ ইবনে হাম্বলকে জানায়, “নিজে চলার মতো আর্থিক ব্যবস্থা আমার আছে।” তারপরও তাকে ইবনে হাম্বল বলেন, “তুমি ব্যবসা কর। তাহলে সেটার লভ্যাংশ দিয়ে আত্মীয়-স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবে। কেউ অসুস্থ হলে তার চিকিৎসা করতে পারবে।” (ইবনুল জাওযী, তালবিস: ২৮৫)

🎯 ৩. ব্যবসা করলে নিজেই সিদ্ধান্ত নিতে পারবেন, অন্যের ওপর নির্ভরশীল হতে হবে না। সালাফগণ এই কারণে মানুষকে ব্যবসা করতে উৎসাহ দিতেন।

তাবেঈ আবদুল্লাহ ইবনে যায়েদ বলেন, “ব্যবসাকে তোমরা পেশা হিসেবে নাও। কেননা নিরাপদ থাকার অন্যতম বড় মাধ্যম হচ্ছে, মানুষ প্রতি মুখাপেক্ষী না থাকা।” (আল্লামা ইবনে আসাকির, তারিখে দিমাশক: ৫৬০-৫৬৩)

🎯 ৪. ব্যবসা করা আল্লাহর ওপর নির্ভরতা শেখায়।

অন্যদিকে চাকরি করলে সে মনে করবে, যাই হোক না কেনো মাস শেষে বেতন আসবেই। চাকরির ওপর এই নির্ভরতাকে শায়খ আবুল ফাত্তাহ আবু গুদ্দাহ রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন- এমনটা হলে এটা আকীদায় সমস্যার কারণ হতে পারে!

একজন চাকরিজীবী সকালে অফিসে যাবার আগে কি কখনো দু'আ করে, "হে আল্লাহ! আমার জন্য রিজিকের রাস্তা প্রশস্ত করে দাও, আমার রিজিক সহজ করে দাও?"

যারা ইতোমধ্যে চাকরি পেয়ে গেছে, মাসে ১০ হাজার, ৫০ হাজার, ১ লক্ষ টাকা বেতন পায়, তারা সাধারণত রিজিকের দু'আ করে না।

রিজিকের দু'আ না করতে করতে আনমনে একসময় ভাবা শুরু করে তাদের বস, সরকার তার রিজিকের ব্যবস্থা করছে।

একটানা কয়েক বছর চাকরি করা একজন যখন খুব সুখে-স্বাচ্ছন্দ্যে চলছে, তাকে যদি বলেন সে যেন তার রিজিকের জন্য দু'আ করে, রিজিকের জন্য আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে, সে অবাক হবে।

কারণ, দু'আ না করার অনভ্যস্ততার ফলে 'আল্লাহ যে রিজিকদাতা' এই বিশ্বাসে তার জং ধরেছে!

আমানতদার ব্যবসায়ী প্রতিমুহূর্তে আল্লাহর ‘আর-রাজ্জাক’ গুণটি উপলব্ধি করতে পারে।

🎯 ৫. ব্যবসা সম্মান বাড়ায়।

একজন ব্যবসায়ী আত্মসম্মানের মধ্যে থাকতে পারে। ‘আল্লাহ ছাড়া কারো আনুগত্য করি না’ এই চিন্তা তার মধ্যে বেশি কাজ করে। অন্যদিকে, চাকরিজীবী একধরনের আতঙ্কে থাকে, কোথায় তার ভুল হয়, তাকে জবাবদিহি করতে হবে ইত্যাদি।

যার ফলে দেখা যায় মুসলিম ইতিহাসে অন্যের অধীনে চাকরি করার চেয়ে নিজে যেকনো একটা ব্যবসা করাটাই ছিলো সবচেয়ে জনপ্রিয়।

বিখ্যাত আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেন-

“আমি ব্যবসা করি নিজের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখতে। সেই সঙ্গে আল্লাহর আনুগত্য করতে যেন এই সম্পদ আমার সহায়ক হয়।” (খতিবে বাগদাদী, তারিখে বাগদাদ: ১০/১৬০)

04/09/2024

গবেষক শাফকাত রাব্বী অনিক💝

26/08/2024

বি'চা'রক হয়েও কাঠ গড়ায় দাঁড়াতে হয়।
"আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম (বিচারক) নন?"
- সূরা ত্বীন, আয়াত ৮

26/08/2024

গিয়েছিলাম বন্যা কবলিত এলাকা কুমিল্লার নাঙ্গলকোট.সকাল থেকে ত্রাণ এবং উদ্দার অভিযানে যোগ দেওয়ার কারণে খুবই ক্ষুধার্ত ছিলাম। হাতে ময়লা এবং সময়ের অভাবে খাবার খাওয়া প্রায় অসম্ভব ছিল।
কিন্তু উনি আমার অবস্থা বুজতে পেরে আমাকে সাথে বসিয়ে নিজের হাতে আমার মুখে খাবার তুলে দিয়েছেন।
কুমিল্লাবাসীর আন্তরিকতা ও ভালোবাসায় আমরা মুগ্ধ 😊


Address

Dhaka

Telephone

+8801996536049

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sheikh Mohammad Atik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sheikh Mohammad Atik:

Share

Category