
27/09/2025
আজকের এই দিনে তোমার হাতটা আমি সারা জীবনের জন্য ধরেছিলাম দেখতে দেখতে কতটা বছর পার করে দিলাম আলহামদুলিল্লাহ 🦋আমি দিন না,মাস না, বছর না কোন কিছুই গুনতে চাই না, আমি সারা জীবন তোমার পাশে থাকতে চাই,তোমার সুখের সময়টা ও আমার,তোমার দুঃখের সময়টাও আমার,আমি তোমার সুখে দুখে সব সময় তোমার সাথেই থাকতে চাই। (ঝগড়ার সময়টা বাদ ওই সময় আমি থাকতে চাই না) ঠিক প্রথম দিনের মতই আজো তোমাকে একিরকম ভালোবাসি ❤️এতো কিছু বুঝি না আমি শুধু বুঝি তুমি সবসময় আমার😊 আর যেটা আমার সেটা সবসময়ই আমার, আমার মানেই আমার
happy anniversary ❤️❤️