27/12/2024
প্রচন্ড ভালোবাসলে কেউ কাউকে ছেড়ে গেলে তাকে ভোলা যায় না এই কথা ভুল। সময় পরিস্থিতি ঠিকই একদিন ভুলিয়ে দেয়।
আজ যে মানুষকে ছাড়া বাচবো না অনুভব হচ্ছে, কাল সে মানুষটা না থাকলেও দিব্বি বেচে উঠবো, শুধু মাএ কিছু সময় আর অভ্যাসের দাসত্বকাল পরিবর্তন মাএ।
যে মানুষটা প্রচন্ড ভালোবেসে চলে গেলো তাকে ভেবে কষ্ট হচ্ছে হোক! অভ্যাস আর ব্যাস্ততায় ঠিকই একদিন নিভে যাবে কষ্টের আগরবাতি। কষ্ট চিরকাল একই ভাবে থাকতে আসে না, কষ্টের ও বদলি আছে।
প্রতিটি সম্পর্কে মাঝে অভ্যাসের দাসত্ব রয়েছে। একটা সম্পর্কে বিচ্ছেদের পর যখন কেউ কষ্ট পায় সেটা আসলে অভ্যাসের কারণে। কিন্তু মানুষ অভ্যাসের দাসত্ব করলেও, অভ্যাস স্থান কাল পাত্রের ঠিক পরিবর্তন হয়। আর এই পরিবর্তনের ধৈর্যটা আয়ত্ত করা কঠিন, যা সবাই পারে না।
সম্পর্কে থাকা কালীন যে মানুষটি রোজ কয়েকবার খোঁজ খবর নিতো, সেই মানুষটা সম্পর্কের বিচ্ছেদের পর আর একবার খোঁজ খবর নিবে না, এটাই স্বাভাবিক। কিন্তু পূর্বের রুটিনকৃত সময়ে তাকে মনে পরবে, একলা লাগবে, কষ্ট হবে, কান্না পাবে। এখানেই অভ্যাস নামক ভালোবাসা জন্ম। মানুষ চাইলে অনেক কিছুই পারে শুধু মাত্র একটু ধৈর্য আর সময়ের ব্যাবধান মাত্র।
যারা অধৈর্য হয়ে যায় তারাই ভুল করে বসে জীবনকে নষ্ট করে দেয়। তবে এই মানুষ গুলোও এক সময় বুঝে যায় সে ভুল করছে।
মানুষটা ছিলো এখন নেই, সময় যত যাবে মানুষটার অভ্যাসের জায়গায় অন্য আরেকটা অভ্যাস এসে হাজিরা দিবে। সম্পর্ক থাকা কালীন তাকে দেপয়া সময়গুলো কথা সময়ের ব্যাবধানে ঠিকই ভুলে যাওয়া।
Tiktok bangladesh official