Unique Creation By UBT

Unique Creation By UBT Unique Creation By UBT তে আপনাকে স্বাগত ।
আমাদের সাথে জুড়ে থাকুন আশা করি ,
ভালো লাগবে।
Here our main page Unique Bengal Trend

https://uniquebengaltrend.sellbd.shop🇮🇳 ইন্ডিয়ান গুজরাটি গাউনজামা ওড়না: ইন্ডিয়ান জর্জেট (সিকোয়েন্স + এমব্রয়ডারি কাজ)...
09/08/2025

https://uniquebengaltrend.sellbd.shop

🇮🇳 ইন্ডিয়ান গুজরাটি গাউন
জামা ওড়না: ইন্ডিয়ান জর্জেট (সিকোয়েন্স + এমব্রয়ডারি কাজ)
সালোয়ার ইনার: বাটার সিল্ক
জামার লং: 52
গের: 120
ওড়না: 5 হাত

💚 R15

🌈 রঙে রঙে রাঙানো রংধনু জর্জেট শাড়ি! 🌈মুগ্ধতার মতো নরম রঙ আর ঝলমলে ফিনিশ — এবারকার কালেকশনে থাকছে প্রিমিয়াম কোয়ালিটির স...
01/08/2025

🌈 রঙে রঙে রাঙানো রংধনু জর্জেট শাড়ি! 🌈
মুগ্ধতার মতো নরম রঙ আর ঝলমলে ফিনিশ — এবারকার কালেকশনে থাকছে প্রিমিয়াম কোয়ালিটির সফট জর্জেট শাড়ি।
পুরো শাড়ি জুড়ে মোহময় রং-এর মিশেল আর সাথে থাকছে matching blouse piece।
পার্টি হোক বা ডেইলি স্টাইল — এই শাড়ি আপনাকে করে তুলবে ইউনিক এবং নজরকাড়া 💖

📞 Order করতে কল বা WhatsApp করুন:
👉 01570213948
অথবা ইনবক্স করুন এখনই!

🛍️ Limited Stock — আগে অর্ডার, আগে পাবেন!

— Unique Bengal Trend
✨ Your Smile is Our Inspiration

---

🔖 Hashtags:

28/12/2024

গেম দেওয়া কত সহজ নদীপথে তাই না 😅
#প্রেম

28/12/2024

ডিসেম্বর মানে বছর শেষ। এ বছরের ঠিক শুরুর দিকে হেমন্তের শিশির ভেজা ঘাস আর হালকা কুয়াশায় তুমি চাদর হয়ে আঁকড়ে ধরেছিল আমায়। এ শহরে বছর বদলানোর আগে মানুষ বদলে যায়। এ বছরের শুরুটা যেমন ছিলে তুমি অপার্থিব আনন্দদায়ক শেষটা ঠিক তুমি হিন দুঃখজনক তবুও বলি শোনো তোমার শুরু শেষ ভালো হোক দোয়া রইল তোমার জন্য।

ফুল বেচাকেনার এ শহরে বছরের শুরু তে সবাই প্রেমে পড়ে। ফুল নেওয়া দেওয়া বছরের ঠিক শেষ অংশে এরা চিঠি লেখে ইতি তোমার প্রাক্তন প্রেমিক প্রেমিকা। এ বছর যেসব প্রেমিক-প্রেমিকারা কথা দিচ্ছে আজীবন পাশে থাকার তারাও নিশ্চয় বছরের শেষ অংশে গিয়ে লেখা শুরু করবে-বিছেদের যন্ত্রণা শহর জুড়ে বছরের শুরুতে হচ্ছে কেবল ফুল বেচাকেনা!


#একাকীত্ব



#প্রেম ক্যাপশন ২.০

প্রচন্ড ভালোবাসলে কেউ কাউকে ছেড়ে গেলে তাকে ভোলা যায় না এই কথা ভুল। সময় পরিস্থিতি ঠিকই একদিন ভুলিয়ে দেয়।আজ যে মানুষকে ছাড়...
27/12/2024

প্রচন্ড ভালোবাসলে কেউ কাউকে ছেড়ে গেলে তাকে ভোলা যায় না এই কথা ভুল। সময় পরিস্থিতি ঠিকই একদিন ভুলিয়ে দেয়।

আজ যে মানুষকে ছাড়া বাচবো না অনুভব হচ্ছে, কাল সে মানুষটা না থাকলেও দিব্বি বেচে উঠবো, শুধু মাএ কিছু সময় আর অভ্যাসের দাসত্বকাল পরিবর্তন মাএ।

যে মানুষটা প্রচন্ড ভালোবেসে চলে গেলো তাকে ভেবে কষ্ট হচ্ছে হোক! অভ্যাস আর ব্যাস্ততায় ঠিকই একদিন নিভে যাবে কষ্টের আগরবাতি। কষ্ট চিরকাল একই ভাবে থাকতে আসে না, কষ্টের ও বদলি আছে।

প্রতিটি সম্পর্কে মাঝে অভ্যাসের দাসত্ব রয়েছে। একটা সম্পর্কে বিচ্ছেদের পর যখন কেউ কষ্ট পায় সেটা আসলে অভ্যাসের কারণে। কিন্তু মানুষ অভ্যাসের দাসত্ব করলেও, অভ্যাস স্থান কাল পাত্রের ঠিক পরিবর্তন হয়। আর এই পরিবর্তনের ধৈর্যটা আয়ত্ত করা কঠিন, যা সবাই পারে না।

সম্পর্কে থাকা কালীন যে মানুষটি রোজ কয়েকবার খোঁজ খবর নিতো, সেই মানুষটা সম্পর্কের বিচ্ছেদের পর আর একবার খোঁজ খবর নিবে না, এটাই স্বাভাবিক। কিন্তু পূর্বের রুটিনকৃত সময়ে তাকে মনে পরবে, একলা লাগবে, কষ্ট হবে, কান্না পাবে। এখানেই অভ্যাস নামক ভালোবাসা জন্ম। মানুষ চাইলে অনেক কিছুই পারে শুধু মাত্র একটু ধৈর্য আর সময়ের ব্যাবধান মাত্র।
যারা অধৈর্য হয়ে যায় তারাই ভুল করে বসে জীবনকে নষ্ট করে দেয়। তবে এই মানুষ গুলোও এক সময় বুঝে যায় সে ভুল করছে।

মানুষটা ছিলো এখন নেই, সময় যত যাবে মানুষটার অভ্যাসের জায়গায় অন্য আরেকটা অভ্যাস এসে হাজিরা দিবে। সম্পর্ক থাকা কালীন তাকে দেপয়া সময়গুলো কথা সময়ের ব্যাবধানে ঠিকই ভুলে যাওয়া।





Tiktok bangladesh official

Address

Dhaka
1080

Telephone

+8801931310333

Website

Alerts

Be the first to know and let us send you an email when Unique Creation By UBT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Unique Creation By UBT:

Share