23/09/2025
এক আকাশের থেকেও বেশি শূন্যতা নিয়ে, আমি রোজ দীর্ঘশ্বাস ফেলি-নিভু নিভু আলোর মতন,নিঃশষে হয়েও নিজের অস্তিত্বকে মেলে ধরি হারিয়ে যাওয়া উপন্যাসে শেষ বাতাস সূচনা খুঁজি জানিনা কোন আশায়, নতুন নতুন উপায়ে,বেঁচে থাকার লড়াই করি -শুধু জানি আমাকে বেঁচে থাকতে হবে কত অভিনয় করি- ভালো থাকেনা তবুও বলতে থাকি ভালো থাকি!😊😅